23/02/2024
একটা ছেলের পাশে এক মেয়ে বসে পরীক্ষা দিছিল! পরীক্ষা শেষে প্রতিদিনই মেয়েটি বলতো সব উত্তর দিয়েছি। ছেলেটিকে জিজ্ঞেস করলে মান সম্মানের খাতিরে বলতো আমিও সব উত্তর দিয়েছি।
শেষ পরীক্ষায় মেয়েটা বলল, গোল্ডেন না থাকলেও অন্তত ১০০% A+ থাকবেই। ছেলেটা কম কিসে! ছেলেটা বললো আমার গোল্ডেন থাকার কথা।
রেজাল্টের কয়েকদিন পরে মেয়েটার সাথে দেখা হলো ছেলেটির।
ছেলে: কি খবর? কেমন আছেন? রেজাল্ট কি?
মেয়ে: ভাল আছি; A+ আসছে। আপনার কি খবর?
ছেলে: আপনার মতই (বাস্তবে ছেলেটা ফেল) কোথায় ভর্তি হবেন?
মেয়ে: আশাতো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার?
ছেলে : ইনশাআল্লাহ, বুয়েট অথবা বুটেক্স।
মেয়ে: ওকে! ভাল থাকেন।
ছেলে : ওকে।
দুঃখের কপাল!
পরের বছর ছেলেটা আবার পরীক্ষা দিতে গিয়ে দেখে সেই মেয়েটা তার আগে এসে বসে আছে, পরীক্ষা দেওয়ার জন্য🤣
#লেখাঃ
&blog