Ahsan slog &blog

Ahsan slog &blog আসসালামু আলাইকুম।পেজটিকে ফলো করে পাশে থাকবেন। 🫶❤️🤝

23/02/2024

একটা ছেলের পাশে এক মেয়ে বসে পরীক্ষা দিছিল! পরীক্ষা শেষে প্রতিদিনই মেয়েটি বলতো সব উত্তর দিয়েছি। ছেলেটিকে জিজ্ঞেস করলে মান সম্মানের খাতিরে বলতো আমিও সব উত্তর দিয়েছি।

শেষ পরীক্ষায় মেয়েটা বলল, গোল্ডেন না থাকলেও অন্তত ১০০% A+ থাকবেই। ছেলেটা কম কিসে! ছেলেটা বললো আমার গোল্ডেন থাকার কথা।

রেজাল্টের কয়েকদিন পরে মেয়েটার সাথে দেখা হলো ছেলেটির।

ছেলে: কি খবর? কেমন আছেন? রেজাল্ট কি?

মেয়ে: ভাল আছি; A+ আসছে। আপনার কি খবর?

ছেলে: আপনার মতই (বাস্তবে ছেলেটা ফেল) কোথায় ভর্তি হবেন?

মেয়ে: আশাতো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার?
ছেলে : ইনশাআল্লাহ, বুয়েট অথবা বুটেক্স।

মেয়ে: ওকে! ভাল থাকেন।
ছেলে : ওকে।

দুঃখের কপাল!

পরের বছর ছেলেটা আবার পরীক্ষা দিতে গিয়ে দেখে সেই মেয়েটা তার আগে এসে বসে আছে, পরীক্ষা দেওয়ার জন্য🤣



#লেখাঃ
&blog

21/02/2024

2বছর আগে বান্ধবীকে বলেছিলাম।

“ তোকে আমি বিয়ে করব। ”

বান্ধবী জবাবে বলেছিলো।
“ আয়নায় নিজের চেহারাটা দেখছিস কোনদিন? আমার মতো এত সুন্দরী একটা মেয়ে তোর মতো পাতিল কয়লা ছেলের সাথে সংসার করবে ভাবলি কীভাবে? ”

আজকে 2 বছর পর।
সুন্দরীটার বিয়ে হয়ে গেছে। দুটো মেয়েও আছে তাঁর। সেদিন ট্রেনে দেখা হয়েছিলো। তাঁদের দেখে বড়ই চমকে গিয়েছিলাম! কারণ তাঁর স্বামীসহ দুটো মেয়ে একেবারে আলকাতরার মতো কালো!
মেয়েদের সাথে আমার পরিচয় করিয়ে দিলো। আমি নেমে যাওয়ার আগে তাঁকে বলে এসেছিলাম।

“ তোর একটা মেয়েকে আমি পুত্রবধূ করব। ”

বান্ধবী জবাবে বললো।
“ অপমান করছিস? কালো কী আল্লাহ্ বানায়নি? ”

“ না। বুঝাতে চেয়েছি কোনো মা'ই তাঁর গর্ভে ইচ্ছে করে কালো শিশু ধারণ করে না! ”

বান্ধবীর স্বামীর মহিমাকীর্তন করতে আমি ভুলিনি!
“ মেয়েদের বাবাটা অনেক সুন্দর রে। সত্যিই দারুণ একটা বর পেয়েছিস। ”
বান্ধবীর চোখমুখ লাল হয়ে গেলো। অপমানিত হলো মনে হয়। তবে আমি মন থেকেই বলেছিলাম। লোকটা খুবই সরল মনের। কত সুন্দর করে মেয়ে দুটোর সাথে মজা করছে। আগলে রাখছে। জবাব দিলো।
“ হ্যাঁ, সুন্দর। অনেক সুন্দর। তুই বিয়ে করিসনি? ”

আমি মুচকি হাসলাম। সে বুঝে গেলো আমি বিয়ে করে ফেলেছি। কলেজে থাকতে সে খুব বুদ্ধিমতীই ছিলো।
দাওয়াত দিলি না যে! নাকি পালিয়ে বিয়ে করছিস?
তার চোখে চোখ রেখে বললাম।

পালিয়ে না। আর আমি তোর জ্বলেপুড়ে মরে যাওয়া দেখতে চাইনি।সে এত অপরূপা।দেখে তুই একদম মরে যেতিস। মাথা ঘুরে পড়ে গেলে সেখানে একটা হৈহুল্যই পড়ে যেত না?

বান্ধবী বৌয়ের ছবি দেখতে চাইলো। আমি স্টেশনের কাছে এসে বললাম।
তোর রাতের ঘুমটা নষ্ট হয়ে যাক আমি চাই না! ”
বান্ধবী হাসলো। বয়স বেড়েছে। হাসির ঝলক কমেনি।

আমি যেমন তেমন মেয়েকে দেখে জ্বলব না। আচ্ছা দেখ ঐ মেয়েটার মতো তোর বৌ? সামনের সিটে শাড়ি পড়ে যে বসে আছে মেয়েটা? এত লম্বা লম্বা চুল আমি কমই দেখেছি! এমন হলে আমি ঠিকই জ্বলতাম!
এবার আমিও হাসলাম। কথার উত্তর দিলাম না।

সেই লম্বা চুলের মেয়েটার হাত ধরে ট্রেন থেকে নেমে গেলাম। বান্ধবী ট্রেনের জানালা দিয়ে আমার দিকে চেয়ে বললো।

অসভ্যগিরি ছাড়লি না। সুন্দরী মেয়ে দেখলেই হাত ধরতে মন চায়? আর এইযে আপু আপনিও কিছু বলছেন না যে? 🤭
মেয়েটা লজ্জা পেয়ে গেলো। গালগোল লাল হয়ে গেছে। চোখদুটো নিচু করে বললো।

“ বর হাত ধরবে না তো কে ধরবে আপু? ”🫣
বান্ধবী জানালাটা টেনে দিলো কেন বুঝলাম না"
সমাপ্ত 😎


20/01/2024

মাজহারুল ইসলাম সুজন

18/01/2024

বৈশাখের ঐ রৌদ্র ঝরে,,
আকাশ যখন ভেঙে পড়ে।

17/01/2024

এবারের বিপিএলে প্রতিপক্ষ দলের বোলারদের আ*তংকের নাম রাকিম কর্নওয়েল,আজম খাঁন এবং ইয়াসির আলী।এই তিনজন বিগ পাওয়ার হিটারের নাম শুনলে বোলারদের কলিজা শুখিয়ে যায়।

বিশেষ করে মজার বিষয় হলো এদের মধ্যে যে কেউ ব্যাটিং করতে মাঠে নামলে গ্যালারির দর্শকদের আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে হয়।একেকটা ছক্কা প্রায় ১০০ মিটারের মতো হয়ে যা দেখে দর্শকদের মন ভরে যায়।আশা করি তারা সুযোগ পেলে ভক্তদের ভালো কিছু উপহার দিবেন।

বিপিএলের সকল আপডেট নিউজ পেতে BPL 2024 আমাদের গ্রুপের পাশে থাকুন,সঠিক সময়ে আপনাদের কাছে সকল নিউজ পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।

16/12/2023

না পড়ে কেউ হা হা রিয়েক্ট দিবেন না।

fb তে এক বড় ভাই পোস্ট দিছে in a relationship with.....

আমি ভুল করে হা হা রিয়েক্ট মারছি।
ভাই তো চরম খেপেছেন 🥺

আমি বললাম sorry bro ভুল করে দিয়ে ফেলছি, কিছু মনে করবেন না।
:আচ্ছা ঠিক আছে পরের বার যেনো এই ভুল না হয়।

২বছর পর ভাইয়াটা আবার পোস্ট দিছে,
in a relationship with......
আমি এবার wow রিয়েক্ট দিলাম,
সাথে একটা comment ও করলাম।
:ভাই আগের বার হা হা রিয়েক্ট দিয়ে ভুল করছি, এইবার দেখেন ওয়াও দিছি।

এইবার ভাইয়ার gf তো রেগে আগুন।

ভাইয়ারে মেনশন দিয়া বলতেছে,,,,ওই কু/ত্তা তুই আগেও প্রেম করছিলি।
(ভাইয়া)ইয়ে মানে কই নাতো জানু,
:এই কু/ত্তা তুই না কইছিলি আমি তোর প্রথম প্রেম??
:তুমিই তো আমার প্রথম জান বিশ্বাস করো 😢

তোর লগে এখনই breakup..... যা কুত্তা আর ফোন দিবি না তোকে এখনই ব্লক।

আমি চুপিচুপি ঝগড়া দেখছিলাম এতোক্ষণ রিপ্লাই হচ্ছে না, হয়তো ব্লক লিস্টে পরে গেছে এতোক্ষণে।
আমি চাট অফ করে রাখছি তাই ভাইয়া ও মেসেজ দিতে পারছে না।

এর কয়েক দিন পর দেখলাম পোস্ট দিছে,,,,,

married with........
নিচে আমাকে মেনশন করে বলছে ভাই এইবার আর কোনো রিয়েক্ট দিস না, please 👏

আমি ভাবলাম রিয়েক্ট দিতে না করছে comment করতে তো আর না করে নি।
আমি লিখলাম।
"ভাইজান গত দুইবার রিয়েক্ট দিছি এইবার এমনিতেই দিতাম না।"

comment এর রিপ্লাই এ ভাবিজান ভাইজান কে মেনশন করে লিখছে,
:এর আগে দুইবার মানে কি??
তুমি কি আগেও দুইবার বিয়ে করছিলা??😢

যা তোরে তালাক!!!
#রম্যগল্প
মন ছুঁ'য়ে যেতে নতুন নতুন গল্প পেতে আমার আইডি ফলো করে রাখুন 🥰

16/12/2023

বাংলার বিজয় মানেই ৩০ লাখ শহীদের রক্তের মূল্যে পাওয়া লাল সূর্য। আধুনিক অস্ত্রে সজ্জিত, তৎকালীন একাধিক পরাশক্তির সাহায্য নিয়েও বর্বর পাকিস্তা*নী সেনারা পারেনি বাঙালিকে পরাজিত করতে।
১৯৭১ এর ডিসেম্বর মাসের শুরু থেকেই প্রতিবেশী ভারতের সেনাবাহিনী, মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর আক্রমণে পাকিস্তা*নীদের অবস্থা জলে, স্থলে ও আকাশে এতোটাই শোচনীয় ছিল যে, তারা যদি ১৬ই ডিসেম্বরে আত্মসমর্পণ না করতো তবে ৭/১০ দিনেই তাদের সমস্ত গোলাবারুদ শেষ হয়ে যেত। তারপর তাদের ৯০ হাজারের বেশি সেনার জীবন হয়তো বিপন্ন হতো।
মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী চার পাশ থেকে ঘিরে রেখেছিল ঢাকাকে। বিপদ বুঝতে পেরে তর্জন গর্জন করা পাক আর্মি খুব দ্রুত সিদ্ধান্ত নেয় আত্মসমর্পণের। তারা বুঝেছিল, বাংলা থেকে তাদের বিদায় নিতেই হবে, এর বিকল্প নেই। তারপর আসে সেই মাহেন্দ্রক্ষণ, ১৬ই ডিসেম্বর বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 'Instrument of Surrender' এ স্বাক্ষর করে, অস্ত্র মাটিতে ফেলে দিয়ে আত্মসমর্পণ করে পাকিস্তা*নীরা।
আজ আমরা স্মরণ করি মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদকে, একই সাথে শ্রদ্ধা জানাই লাখো মা বোনকে, যাদের আত্মত্যাগে আজকে আমরা স্বাধীন। স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার দেয়া রূপরেখার অবলম্বনে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা।
সংকটে, সংগ্রামে, দুর্যোগ - দুর্বিপাকে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় সাধারণ মানুষের সাথে ছিল তার জন্মলগ্ন থেকেই। উন্নত, সমৃদ্ধ - স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের সাথেই থাকুন।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।।
#বিজয়দিবস #১৬ডিসেম্বর #বাংলাদেশ #আওয়ামীলীগ #বঙ্গবন্ধু #শেখহাসিনা 🇧🇩✌️

গতকাল লাহিড়ী হাটে জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন জননেতা মাজহারুল ইসলাম সুজন ভাই।। জয় হোক নৌকা মার্কার,,,, জয় হোক সুজন ...
02/12/2023

গতকাল লাহিড়ী হাটে জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন জননেতা মাজহারুল ইসলাম সুজন ভাই।। জয় হোক নৌকা মার্কার,,,, জয় হোক সুজন ভাই এর।।
জয় বাংলা।

শেষ বারের মতো দেখাটাও আর হলোনা তোমার সাথে।। 😴😴
29/11/2023

শেষ বারের মতো দেখাটাও আর হলোনা তোমার সাথে।। 😴😴

25/11/2023

22/11/2023

🇦🇷 Argentina Vs Brazil 🇧🇷
World cup qualifiers

🇦🇷0-0🇧🇷
24'মিনিট

লাইভ স্কোর আপডেট পেতে পেইজের সাথেই থাকুন।@followers

Address

Baliadangi Thakurgaon
Baliadangi

Telephone

+8801858683394

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahsan slog &blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share