27/03/2024
(যারা রেগুলার অর্ডার করেন অথবা হোলে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সচেতনতামূলক পোস্ট)
এরা কি আসলে মানুষ, সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকাও ঢাকার বাহিরে এটাই কি আমাদের অপরাধ? রোজা রমজানের মধ্যে মানুষ এইভাবে হয়রানি করতে পারে? আমরা হোলসেল ব্যবসা করি আমাদের প্রফিট থাকে ৫০/৬০ টাকা সর্বোচ্চ সেখানে আপনারা অনেকেই অর্ডার করে সেগুলোর ক্যান্সেল করে দেন, ফোন রিসিভ করেন না ,এসএমএস এর রিপ্লাই করেন না ,আপনাদের পার্সেল গুলো রিটার্ন চলে আসে প্রতিটা পার্সলে ১২০ টাকা করে আমাদের ডেলিভারি চার্জ কেটে নেওয়া হয়,, যে জায়গায় আমরা ৫০/৬০ টাকা প্রফিট করি সেখানে রিটার্ন পার্সেল আমাদের ১২০ টাকা করে বিনা কারণে লস হচ্ছে।। আমরা আগে অগ্রিম এক টাকাও নেই না কারণ অনেকেই বলেন টাকা মেরে খাবো, অনেকেই বলেন টাকা দেয়ার পর প্রোডাক্ট পাবেন না, আমরা বাটপার অথচ দেখেন বাটপারিটা কিন্তু আপনারা আমাদের সাথে করছেন ,,,আমরা ঠিকই অর্ডার নেওয়ার পর এক টাকাও অগ্রিম না নিয়ে পার্সেল ছেড়ে দিচ্ছি কিন্তু আপনারা রিসিভ করছেন না তাহলে বাটপার এই রোজা রমজানের মধ্যে আমরা নাকি আপনারা? তাই আজ থেকে যারাই ঢাকার বাইরে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করবেন তা না হলে অর্ডার নেওয়া হবে না।