Noinamik / নৈনামিক

Noinamik / নৈনামিক We are "Noinamik" a musical band, As well as a music production platform for music lovers.

INTRODUCING NOINAMIK:
A TRAILBLAZING MUSIC ENTITY EST. 2020

Noinamik, a vibrant music production company and record label, emerged onto the scene in 2020 with a mission to amplify musical innovation and artistic expression. With a passion for nurturing talent and a keen ear for creativity, Noinamik has swiftly gained recognition as a force to be reckoned with in the ever-evolving music industry.

Driven by a commitment to excellence, Noinamik prides itself on discovering and showcasing emerging artists who are poised to redefine the musical landscape. With an expert team of producers, engineers, and industry professionals, the company crafts an environment where artists’ visions come to life, resulting in impactful tracks that resonate with audiences worldwide. In a digital age where music consumption is at an all-time high, Noinamik embraces the power of online platforms and streaming services to connect artists with listeners. The label’s dedication to fostering meaningful artist-label collaborations ensures that each release is a testament to the collective artistry that shapes the modern music landscape. With a foundation built on innovation, collaboration, and a deep appreciation for music’s transformative power, Noinamik continues to shape the future of the industry one beat at a time. As the company evolves, its passion remains unwavering, making Noinamik a name synonymous with creativity, authenticity, and the boundless possibilities of sound. A SHORT DESCRIPTION OF NOINAMIK’S EXCEPTIONAL PRACTICE PAD FACILITY:

Unlock Your Artistry at Noinamik’s Premier Practice Pad

At Noinamik, we believe that the journey to musical excellence begins with dedicated practice in the right environment. Our state-of-the-art practice pad stands as a haven for musicians of all genres, offering an unparalleled space where creativity knows no bounds. Nestled within our vibrant music production company and record label, the Noinamik practice pad is where the magic happens. Renowned bands and solo artists from across the country gather here to fine-tune their craft, experiment with new sounds, and harness their true potential. What sets our practice pad apart is more than just the top-notch equipment and acoustics – it’s the sense of community that flourishes within these walls. Musicians come together, share ideas, collaborate, and grow collectively. It’s a space where inspiration thrives, and connections are forged that extend beyond the practice room. Whether you’re a seasoned performer seeking to refine your stage presence or a rising star aiming to find your signature sound, Noinamik’s practice pad offers the ideal backdrop for your musical journey. Our commitment to providing a nurturing space aligns perfectly with our mission to empower artists and elevate their artistry. Step into Noinamik’s practice pad, and you’ll find more than just a rehearsal space – you’ll find a sanctuary where creativity reverberates and dreams come alive.

A melody has borned wrapped in human form,He kissed each note that made the silence warm.Sonu, With every song, a heart ...
30/07/2025

A melody has borned wrapped in human form,
He kissed each note that made the silence warm.
Sonu, With every song, a heart you heal,
Your voice- a truth the world can feel.

Today, 30th July, is the blessed Happy Birthday of legendary Singing Maestro ‘Sonu Nigam’. He is best known for his super melodious voice & versetaile singing style. On this day we ‘Noinamik’ are wishing Him lots of love, respects & fulfilment in His life.

সুরের ভেলায় ভাসতেন তিনিকণ্ঠে ছিল দ্রোহের ধ্বনি জেগে উঠতেন জনতার বিপ্লবেগণমানুষের গণসংহতির কলরবেআজ ২৩ জুলাই, বাংলাদেশের অ...
22/07/2025

সুরের ভেলায় ভাসতেন তিনি
কণ্ঠে ছিল দ্রোহের ধ্বনি
জেগে উঠতেন জনতার বিপ্লবে
গণমানুষের গণসংহতির কলরবে

আজ ২৩ জুলাই, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গণসংগীতশিল্পী ‘ফকির আলমগীর’র মৃত্যুবার্ষিকী। তিনি অসংখ্য গণসংগীত এদেশের মানুষের জন্য, মাটির জন্য গেয়েছেন। আজ তাঁর মৃত্যুদিবসে আমরা ‘নৈনামিক’ পরিবার অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তাঁকে।

আজও বাজে জীবনের সেই সুরভাঙা জানালায় ভেসে আসা প্রিয় কোনো রাগস্মৃতির রেডিওতে অবিরাম বেজে চলে প্রেমে, বেদনায়, বৃষ্টির অনুরা...
06/07/2025

আজও বাজে জীবনের সেই সুর
ভাঙা জানালায় ভেসে আসা প্রিয় কোনো রাগ
স্মৃতির রেডিওতে অবিরাম বেজে চলে
প্রেমে, বেদনায়, বৃষ্টির অনুরাগ

আজ ৬ জুলাই, বাংলা গানের অমর সংগীতশিল্পী ‘এন্ড্রু কিশোর’র প্রয়াণ দিবস। তিনি নেই, কিন্তু তাঁর গান আজও বাজে শ্রোতাদের হৃদয়ে। তাঁর মৃত্যুদিবসে আমরা ‘নৈনামিক’ পরিবার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করছি তাঁকে।

অচেনা দেশের সাগরের তীরেই যেন হারিয়ে গেলেনমিষ্টি কণ্ঠের গায়িকা শিল্পী জিনাত রেহানা। তিনি হারিয়ে গেলেও কখনোই হারাবে না তাঁ...
03/07/2025

অচেনা দেশের সাগরের তীরেই যেন হারিয়ে গেলেন
মিষ্টি কণ্ঠের গায়িকা শিল্পী জিনাত রেহানা।
তিনি হারিয়ে গেলেও কখনোই হারাবে না তাঁর গান।

বিশিষ্ট সংগীতশিল্পী ‘জিনাত রেহানা’র আকস্মিক মৃত্যুতে আমরা ‘নৈনামিক’ পরিবার শোকাহত। শিল্পীর পরিবারের প্রতি আমরা জানাই গভীর সমবেদনা। তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে তাঁর গানের মাধ্যমে।

যাঁর সুরের ভেতর বোনা হৃদয়ের ভাষাকণ্ঠে বাজে প্রেম, মাটি আর বিশ্বাসের আশাশ্রোতাদের হৃদয় নেচে ওঠে তাঁর দরদী সুরেউজ্জ্বল নক্...
01/07/2025

যাঁর সুরের ভেতর বোনা হৃদয়ের ভাষা
কণ্ঠে বাজে প্রেম, মাটি আর বিশ্বাসের আশা
শ্রোতাদের হৃদয় নেচে ওঠে তাঁর দরদী সুরে
উজ্জ্বল নক্ষত্র তিনি বাংলা গানের আকাশ জুড়ে

আজ ১ জুলাই, বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ‘সৈয়দ আব্দুল হাদী’র শুভ জন্মদিন। অসংখ্য জনপ্রিয় গানের প্লেব্যাক শিল্পী আব্দুল হাদী। তাঁর জন্মদিবসে আমরা ‘নৈনামিক’ পরিবার অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।

From the sacred breath that brings the bamboo to life, To decades of melodies that have touched the skies You are the so...
01/07/2025

From the sacred breath that brings the bamboo to life,
To decades of melodies that have touched the skies
You are the soul of the bansuri
Your passion, devotion & graces have millions story

Today, 1st July, is the blessed Happy Birthday of a living legend flute Maestro ‘Pandit Hariprasad Chaurasia’. He is the heart of Hindustani classical music. A true guru, a global icon, and a humble seeker. On this day we ‘Noinamik’ are wishing Him a long, healthy, and melodious life.

তুমি যেন সংগীতের খাঁটি সোনাকণ্ঠ তোমার মোহময় সুরে বোনাসংগীতপিয়সীদের হৃদয়ের রানীভালোবাসি তোমায় প্রিয় খালামণি।আজ ২৮ জুন, বা...
28/06/2025

তুমি যেন সংগীতের খাঁটি সোনা
কণ্ঠ তোমার মোহময় সুরে বোনা
সংগীতপিয়সীদের হৃদয়ের রানী
ভালোবাসি তোমায় প্রিয় খালামণি।

আজ ২৮ জুন, বাংলাদেশের সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র ‘ফেরদৌসী রহমান'র শুভ জন্মদিন। জীবন্ত কিংবদন্তি ‘ফেরদৌসী রহমান'র জন্মদিবসে ‘নৈনামিক’ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা।

He shaped the breeze with notes so pure,Made time itself seem to demure.A master’s touch, a sage’s grace,We saw the divi...
25/06/2025

He shaped the breeze with notes so pure,
Made time itself seem to demure.
A master’s touch, a sage’s grace,
We saw the divine in his sound's embrace.

Today, the 25th of June, is the Demise day of world’s all time legendary singer ‘Michael Jackson’. No words are perfect to express Him. On this day we ‘Noinamik’ are remembering Him with lots of love, respect & gratitude.

On endless nights and easy Sundays, too,The world sang louder because of you.Your voice- a lantern in music’s hall,Still...
20/06/2025

On endless nights and easy Sundays, too,
The world sang louder because of you.
Your voice- a lantern in music’s hall,
Still lights the hearts of young and old, all.

Today, 20 June, is the blessed Happy Birthday of legendary singer ‘Lionel Richi’. His melodious voice & singing style touches everyone's heart directly. On this day we ‘Noinamik’ are sending lots of love, wishes & respect.

The sacred melodies of Eid ul Adha fill the air, We celebrate faith & sacrifice in a harmony pair.Eid brings us together...
07/06/2025

The sacred melodies of Eid ul Adha fill the air,
We celebrate faith & sacrifice in a harmony pair.

Eid brings us together in spirit and compassion. Let’s cherish the beauty of giving, the power of unity, and the song of hope that plays in every heart. From Noinamik-Eid Mubarak to all of our friends & family across the world!

বুকে আগুন, মুখে স্বাধীনতার গানসঙ্গী গিটার , সুরে যার ছোটে তুফানকণ্ঠে ছিল প্রতিধ্বনি বাংলার কোটি প্রাণমঞ্চ এমন কাঁপাতেন শ...
05/06/2025

বুকে আগুন, মুখে স্বাধীনতার গান
সঙ্গী গিটার , সুরে যার ছোটে তুফান
কণ্ঠে ছিল প্রতিধ্বনি বাংলার কোটি প্রাণ
মঞ্চ এমন কাঁপাতেন শুধুই আজম খান

আজ ৫ জুন, বাংলাদেশের ব্যান্ডসংগীতের গুরু ‘আজম খান’র প্রয়াণ দিবস। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। একাধারে গীতিকার, সুরকার, গায়ক ও সংগীত পরিচালক। আজকে তাঁর মৃত্যদিবসে আমরা ‘নৈনামিক’ পরিবার গুরু ‘আজম খান’কে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে স্মরণ করছি।

কখনো প্রেমিক, কখনো প্রলয়- একাই একটি স্বর,বিদ্রোহ আর শান্তি তাঁর কবিতায় সমস্বর।গেয়েছেন গান কোরআনের, তুলেছেন গীতা সুরে,শৃঙ...
24/05/2025

কখনো প্রেমিক, কখনো প্রলয়- একাই একটি স্বর,
বিদ্রোহ আর শান্তি তাঁর কবিতায় সমস্বর।
গেয়েছেন গান কোরআনের, তুলেছেন গীতা সুরে,
শৃঙ্খল ভাঙা ছিল তাঁর জীবনের পুরোটা জুড়ে।

আজ ২৪ মে, বাংলাদেশের জাতীয় কবি ‘কাজী নজরুল ইসলাম’র জন্মবার্ষিকী। কোন বিশেষণেই তাঁর বিশেষণ যেন পূর্ণ হবার নয়। আজকের এই বিশেষ দিনে আমরা ‘নৈনামিক’ পরিবার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসায় স্মরণ করছি তাঁকে।

Address

Road 4, House 20, Block F, Banani
Banani Model Town
1213

Alerts

Be the first to know and let us send you an email when Noinamik / নৈনামিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noinamik / নৈনামিক:

Share

Noinamik Studio

"Noinamik" is a platform for music lovers where all of the music thirsty people in every genres including the country and abroad can join for sharing their knowledge of music as well as they can learn their necessary lessons from each others .