Kathaprokash

Kathaprokash দেশের নবীন-প্রবীণ লেখকদের সৃষ্টিকে নিয়ে কথাপ্রকাশ যাত্রা শুরু।

সৃজনশীলতার বিস্তার এবং দেশের নবীন-প্রবীণ লেখকদের সৃষ্টিকে তুলে ধরতে কথাপ্রকাশ-এর যাত্রা শুরু ২০০৪ সাল থেকে। কথাপ্রকাশ তার অগণিত পাঠকের চাহিদাকে সামনে রেখে নিয়মিত কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ, গবেষণা, সম্মাননা সংকলন, ভাষা ও সাহিত্য, আত্মজীবনী ও স্মৃতিকথা, সাক্ষাৎকার, মুক্তিযুদ্ধ, গণমাধ্যম ও চলচ্চিত্র, ভ্রমণ, প্রকৃতি ও পরিবেশ, স্বাস্থ্য ও চিকিৎসা, জীবনীগ্রন্থ, শিশুসাহিত্য, কিশোর ক্ল্যাসিক,

অনুবাদ, বিজ্ঞান ও সায়েন্স ফিকশনসহ বিচিত্র বিষয়ক বই প্রকাশ করে চলেছে। এ পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে ছয় শতাধিক বই। দেশের নবীন-প্রবীণ প্রতিভার সম্মিলন ঘটিয়ে কথাপ্রকাশ বাংলা সাহিত্যকে দেশে-বিদেশে ছড়িয়ে দিতে গ্রহণ করেছে নানামুখী উদ্যোগ। কথাপ্রকাশ ২০০৪ সাল থেকে নিয়মিতভাবে বাংলা একাডেমির ‘অমর একুশে গ্রন্থমেলা’য় অংশগ্রহণ করে আসছে। এছাড়া পাঠকের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য প্রতি বছর রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, শিশু একাডেমীসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় আয়োজন করে চলেছে ‘কথাপ্রকাশ বই উৎসব’। কথাপ্রকাশ কাজের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছে ঢাকা আন্তর্জাতিক বইমেলা ২০০৮-এ ‘শুভেচ্ছা পদক, অমর একুশে গ্রন্থমেলা ২০১০-এ সৃজনশীলতা ও শ্রেষ্ঠ স্টলের জন্য ‘সরদার জয়েন উদ্দিন স্মৃতি পুরস্কার’, বরিশাল জেলা প্রশাসন আয়োজিত বইমেলা ২০১২-এ ‘প্রথম স্থান’, রাজশাহী সংস্কৃতি উৎসব ২০১২-এ ‘বইমেলার সেরা স্টল’সহ বিভিন্ন পদক ও সম্মাননা। এছাড়া সৃজনশীল প্রকাশনায় অবদান রাখার জন্য কথাপ্রকাশ-এর প্রকাশক পেয়েছেন ‘জীবনানন্দ পদক’সহ বেশ কিছু সম্মাননা।

২০১৩ সাল থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তার লাভ করেছে কথাপ্রকাশ। বর্তমানে প্রতিষ্ঠানটি বহির্বিশ্বে বাংলাভাষীদের কাছে বাংলা বইকে পৌঁছে দিতে বিভিন্ন মেলার মাধ্যমে নিরলস কাজ করে যাচ্ছে।

১০০ বিজ্ঞানী রঙ্গ" বইয়ে পাওয়া যাবে ৪০ জন বিশ্বখ্যাত বিজ্ঞানীর জীবনের ১০০টি মজার ঘটনা। বিজ্ঞানীরা পৃথিবীকে নানা আবিষ্কার ...
21/07/2025

১০০ বিজ্ঞানী রঙ্গ" বইয়ে পাওয়া যাবে ৪০ জন বিশ্বখ্যাত বিজ্ঞানীর জীবনের ১০০টি মজার ঘটনা। বিজ্ঞানীরা পৃথিবীকে নানা আবিষ্কার দিয়ে চমকে দিয়েছেন, তবে তাঁদের জীবনে রঙ্গরসের অভাব ছিল না। গণিতজ্ঞ ইউক্লিড, আইজ্যাক নিউটন, অ্যালবার্ট আইনস্টাইন, নিকোলা টেসলা, জগদীশচন্দ্র বসু, রবার্ট ওপেনহাইমার, এফ আর খান সহ বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীর ব্যক্তিগত এবং কর্মজীবনের মজার ঘটনা এতে তুলে ধরা হয়েছে। বিজ্ঞান ও রম্যপ্রেমীদের জন্য এটি এক অমূল্য রত্ন।

অর্ডার লিংক:
https://kathaprokash.com/book/1340

21/07/2025
‘ঘরের শত্রু বিভীষণ’ হয়ে যায় মেহেদি হাসানের। পনেরো বছর আমেরিকায় কঠোর পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেন, তা লুট হয়ে যায় ব্য...
21/07/2025

‘ঘরের শত্রু বিভীষণ’ হয়ে যায় মেহেদি হাসানের। পনেরো বছর আমেরিকায় কঠোর পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেন, তা লুট হয়ে যায় ব্যাংকের লকার থেকে। স্বপ্নভঙ্গ হয় তার বিয়ের পিঁড়িতে বসার। ভুলের মাশুল গুনতে হয় সবাইকে। তার বন্ধু আশরাফুলকে প্রাণ দিতে হয়েছে আততায়ীর হাতে। রক্ত দিয়ে শোধ করতে হয়েছে ভুলের ঋণ। মেহেদির মাথায় গেড়ে বসে দুশ্চিন্তা। বন্ধুর মতো পরিণতি হবে কি তারও?

অর্ডার লিংক:
https://kathaprokash.com/book/1299

বাংলা সাহিত্যের যখন যৌবনকাল, ‘ফটোগ্রাফি’ তখন শিল্পমাধ্যমে কেবল হামাগুড়ি দিচ্ছে। নব জাগরণের স্বর্ণসময়ে শিল্পের এই নবতর মা...
21/07/2025

বাংলা সাহিত্যের যখন যৌবনকাল, ‘ফটোগ্রাফি’ তখন শিল্পমাধ্যমে কেবল হামাগুড়ি দিচ্ছে। নব জাগরণের স্বর্ণসময়ে শিল্পের এই নবতর মাধ্যমকে বিস্তৃতভাবে তুলে ধরতে এগিয়ে আসেন হাতেগোনা কয়েকজন রেনেসাঁ মানুষ। তাঁদের ধ্যানমগ্নতা আর শানিত ভাবনায় বাংলায় ফটোগ্রাফিচর্চার এক শক্তিশালী পাটাতন নির্মিত হয়।

১৮৮৫ সাল থেকে ১৯৪৭-এই ছয় দশকে ফটোগ্রাফি নিয়ে প্রবন্ধ লেখেন অমৃতলাল বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, আদীশ্বর ঘটক, মন্মথনাথ চক্রবর্ত্তী, আনন্দকিশোর ঘোষ, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, মহিমচন্দ্র ঠাকুর, সুকুমার রায়, সুকুমার মিত্র, আর্য্যকুমার চৌধুরী, পরিমল গোস্বামী, সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, চারু বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র দেব, প্রসাদদাস রায়, অনিলচন্দ্র মুখোপাধ্যায়, রাজকুমার বন্দ্যোপাধ্যায়, পরেশচন্দ্র সেনগুপ্ত ও গোলাম কাসেম ড্যাডি। বাংলা ভাষায় রচিত এই আদি প্রবন্ধগুলো এক মলাটে বন্দি করার উদ্যোগ এ দেশে এটাই প্রথম।

বাংলায় ক্যামেরা আসে ১৮৪০ সালে। কিন্তু শিল্পসৃষ্টির এই জাদুযন্ত্রটি সাধারণ মানুষের নাগালে আসতে সময় লাগে আরও অন্তত চল্লিশ বছর। ডাগুয়েরোটাইপ, ক্যালোটাইপ, গ্লাস প্লেট নেগেটিভ আর সেলুলয়েড যুগের পর ডিজিটাল ফটোগ্রাফি এখন দুনিয়ায় রাজত্ব করছে। বর্তমান কালে ফটোগ্রাফিকে বলা হয় দৃশ্যশিল্পের সবচেয়ে কার্যকর ও বিশ্বাসযোগ্য মাধ্যম। বাংলায় এই মাধ্যমের প্রায় দুইশ যে গৌরবযাত্রা; তার বিভিন্ন পর্বে আলো ফেলে সাহাদাত পারভেজ নির্মাণ করেছেন আলোকচিত্রপুরাণ।

অর্ডারলিংক:
https://kathaprokash.com/book/1343

মামুন হুসাইনের রচনায় যেন মনোজগতের অচেনা গোলকধাঁধার ভিতর দিয়ে এক অদ্ভুত যাত্রা শুরু হয়। তাঁর গল্পের সজীব রক্ত ও নিথর স্না...
20/07/2025

মামুন হুসাইনের রচনায় যেন মনোজগতের অচেনা গোলকধাঁধার ভিতর দিয়ে এক অদ্ভুত যাত্রা শুরু হয়। তাঁর গল্পের সজীব রক্ত ও নিথর স্নায়ু আমাদের জীবনের অভিজ্ঞতার নানা দিকে ঠেলে দেয়, যেখানে সমর্পিত হয়ে থাকে মানবিকতা, নিঃসঙ্গতা, এবং সাংস্কৃতিক অভিযাত্রা। তাঁর গদ্যের প্রতিটি তরঙ্গ আমাদের মানসিক শুশ্রূষা দেয় এবং স্বরচিত আত্মার পরিত্রাণে নিয়ে যায়।

অর্ডার লিংক:
https://kathaprokash.com/book/1304

জীবনের গল্প, গল্পের জীবন" গল্পগ্রন্থের ২০টি গল্প বাঙালির জীবনগল্পের চিত্র তুলে ধরে। লেখকের অসামান্য গল্প বলার দক্ষতায় মা...
20/07/2025

জীবনের গল্প, গল্পের জীবন" গল্পগ্রন্থের ২০টি গল্প বাঙালির জীবনগল্পের চিত্র তুলে ধরে। লেখকের অসামান্য গল্প বলার দক্ষতায় মানবজীবনের সূক্ষ্ম অনুভূতি, প্রেম, সামাজিক অসঙ্গতি, বঞ্চনা, দ্রোহ এবং জীবনসংগ্রামের নানা দিক উঠে এসেছে। গল্পগুলো পাঠককে মানবিক ভাবনায় আন্দোলিত করবে এবং চরিত্রগুলো পাঠকের মননে গেঁথে যাবে। বইটির শেষে পাঠক মনে করবেন, "শেষ? কই, শেষ তো হলো না!
অর্ডার লিংক:
https://kathaprokash.com/book/1387

১৯৫০-এর দশকে কগনিটিভ বিপ্লবের পর, মানুষের মনোজগৎ ও জ্ঞান প্রক্রিয়া নিয়ে যুগান্তকারী আবিষ্কার হয়েছে। এই বইটি সেই উত্তরণকে...
20/07/2025

১৯৫০-এর দশকে কগনিটিভ বিপ্লবের পর, মানুষের মনোজগৎ ও জ্ঞান প্রক্রিয়া নিয়ে যুগান্তকারী আবিষ্কার হয়েছে। এই বইটি সেই উত্তরণকে উপজীব্য করে, জীবন-বাস্তবতার নানা সত্য ও উপাদানকে বৈজ্ঞানিক প্রেক্ষাপটে তুলে ধরে। এতে মানুষের চিন্তা, আচরণ এবং বৌদ্ধিক অসম্পূর্ণতার কারণগুলো বিভিন্ন বৈজ্ঞানিক শাখায় বিশ্লেষণ করা হয়েছে, যেমন: মনোবিজ্ঞান, দর্শন, নৃবিজ্ঞান, কগনিটিভ সায়েন্স এবং কোয়ান্টাম ফিজিক্স। এটি মানব অস্তিত্বের গভীর সত্যের প্রকাশ।

অর্ডার লিংক:
https://kathaprokash.com/book/1319

কগনিটিভ বিপ্লবের প্রেক্ষাপটে মানুষের মনোজগৎ এবং জ্ঞান প্রক্রিয়ার যুগান্তকারী পরিবর্তনগুলো ব্যাখ্যা করা হয়েছে এই বইয়ে। এত...
19/07/2025

কগনিটিভ বিপ্লবের প্রেক্ষাপটে মানুষের মনোজগৎ এবং জ্ঞান প্রক্রিয়ার যুগান্তকারী পরিবর্তনগুলো ব্যাখ্যা করা হয়েছে এই বইয়ে। এতে চিন্তা, জ্ঞান প্রক্রিয়া এবং আচরণকে বিবর্তনীয় মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান, কোয়ান্টাম ফিজিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বশেষ ধারণার আলোয় বিশ্লেষণ করা হয়েছে। বইটি মানব অস্তিত্বের অদৃশ্য সত্য এবং মনো-সাংস্কৃতিক ইতিহাসের গভীরে প্রবেশ করে মানুষের বৌদ্ধিক অসংগতি ও বিকৃতির অন্তর্গত কারণগুলো চিহ্নিত করার চেষ্টা করেছে, যা পাঠকদের নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে।

অর্ডার লিংক:
https://kathaprokash.com/book/1319

মনোজগতের কত অচেনা গোলকধাঁধা ছুঁয়ে যেতে পারে গল্পের সজীব রক্ত? কত নিথর স্নায়ু ও করোটির ভেতর দিয়ে সেসব পৌঁছে যায় চির ঘুমে...
19/07/2025

মনোজগতের কত অচেনা গোলকধাঁধা ছুঁয়ে যেতে পারে গল্পের সজীব রক্ত? কত নিথর স্নায়ু ও করোটির ভেতর দিয়ে সেসব পৌঁছে যায় চির ঘুমের বিষণ্ন দরজায়? সেই বিস্ময়বিদীর্ণ দ্রাঘিমায় দাঁড়িয়ে আমরা জীবনের প্রচুর ভাঁড়ারের খোঁজ পাই।

মামুন হুসাইনের যে-কোনো রচনা গল্প-উপন্যাস অথবা গদ্যের দিব্যোজ্জ্বল তরঙ্গ এমন অজস্র অভিজ্ঞতায় সমর্পিত। সৃজনের নিভৃত ডালপালা বিস্তৃত হয়ে চলে সেসবে, অবলীলায়।

স্বরচিত আত্মার পরিত্রাণ, ক্ষুদ্র আয়তনের এই কাহিনি সামাজিক, সাংস্কৃতিক, মানবিক ও রাজনৈতিক চৈতন্যে উপনীত হতে হতে বিবরবাসী হয়ে ওঠা মানুষের নৈঃসঙ্গ্য-নিরাময়ের এক আশ্চর্য প্রণালি। মানুষের নিঃসঙ্গতাকে সম্ভবত দেশকালের পরিসীমায় গ্রেফতার করা যায় না। এই উপন্যাসিকার রবীন্দ্র-অনুরাগী শিল্পীর অন্তর্দহনের শুকনো অশ্রু চিহ্ন তেমনই, আত্মঅভিজ্ঞতার খোলস থেকে বেরিয়ে বিশ্বব্যাপী মানুষের স্বেচ্ছামৃত্যুর নীল বিবমিষা ছুঁয়ে যায়। এভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে সাম্প্রতিক গাজা উপত্যকার হত্যাযজ্ঞ যেমন এখানে স্মৃতি ও রক্তের অন্তর্গত অনুষঙ্গ; তেমনি মানুষের মানবিক হয়ে ওঠার সাংস্কৃতিক অভিযাত্রাও ভূখণ্ড ও সময় অতিক্রম করে চলে। ফলে ব্যক্তির স্বেচ্ছামৃত্যু যেন হয়ে ওঠে বৈশ্বিক হত্যালীলার সমার্থক।

মামুন হুসাইনের গদ্যের চলনই এক অভিজ্ঞান। অজস্র ভাবনার স্পন্দন তাতে জলের মতো ঘুরে ঘুরে খেলা করে। আমাদের মানসিক শুশ্রূষা দেয়। স্বরচিত আত্মার পরিত্রাণও তাই। এই উপন্যাসিকার অনন্যতা এখানেই।

অর্ডার লিংক:
https://kathaprokash.com/book/1304

জন্মশতবর্ষ পার হলো কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের। ফরিদপুরে জন্ম এই বিশ্বখ্যাত সিনেমার ফেরিওয়ালা সম্পর্কে কতটুকুই-বা...
19/07/2025

জন্মশতবর্ষ পার হলো কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের। ফরিদপুরে জন্ম এই বিশ্বখ্যাত সিনেমার ফেরিওয়ালা সম্পর্কে কতটুকুই-বা জানি আমরা? অথচ ছোট্ট দুই শব্দের নামের আড়ালে এই মানুষটি বাংলা চলচ্চিত্রকে নিয়ে গিয়েছেন বিশ্বমঞ্চে। একদিকে শ্রমজীবী মানুষের লড়াই, অন্যদিকে সিনেমাশিল্পের নন্দন। এই দুইয়েরই সম্মিলন ঘটেছিল তাঁর জীবন ও কাজে। বাল্যকাল থেকেই তিনি ছিলেন প্রগতিশীল রাজনীতির সমর্থক। এমনকি, রাজনৈতিক কারণে তাঁকে কারাবরণ করতে হয়েছিল। পরবর্তীকালে, ইন্টারমিডিয়েট পাশের পর তাঁরা চলে আসেন কলকাতায়।

ফজলে রাব্বী এসব তথ্যের কেবল সংকলনই করেননি, অত্যন্ত আন্তরিক প্রয়াসে মৃণাল সেনের জীবনের এই অজানা অধ্যায় জানিয়েছেন। রয়েছে তাঁর প্রতিটি সিনেমা নিয়ে অনুপুঙ্খ বিশ্লেষণ। রয়েছে মৃণাল সেনের লেখালেখির প্রসঙ্গ, তাঁর চলচ্চিত্র ভাবনা, সমালোচনা, জীবন ও গ্রন্থপঞ্জি। তাছাড়া সম্প্রতি উন্মুক্ত হয়েছে তাঁকে নিয়ে চর্চার নতুন নতুন দিগন্ত। সব মিলিয়ে একটি বইয়ের মধ্যে সামগ্রিক মৃণাল সেন। এভাবে লেখক একজন ব্যক্তির হয়ে ওঠা, বিকাশের নানা পর্ব বিশ্লেষণ ও তথ্যপূর্ণ করে সাজিয়েছেন। আশা করি বইটি বাংলা ভাষায় মৃণালচর্চায় গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠবে।

অর্ডার লিংক:
https://kathaprokash.com/book/1327

জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) বলেছিলেন, সকল দেশের সাহিত্যেই দেখা যায় একজন শ্রেষ্ঠতম কবির কাব্যে তার যুগ এমন মানবীয় পূর্ণতায় ...
18/07/2025

জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) বলেছিলেন, সকল দেশের সাহিত্যেই দেখা যায় একজন শ্রেষ্ঠতম কবির কাব্যে তার যুগ এমন মানবীয় পূর্ণতায় প্রতিফলিত হয় যে সেই যুগের ইতস্তত বিক্ষিপ্ত পথে যেসব কবি নিজেদের ব্যক্ত করতে চান, ভাবে, ভাষায়, কবিতা, ইঙ্গিতে বা নিহিত অর্থে সেই মহাকবিকে এড়িয়ে যাওয়া তাদের পক্ষে দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। রবীন্দ্রনাথের মূল্যায়ন প্রসঙ্গেই জীবনানন্দ এই মন্তব্য করেছিলেন। আজ আমরা নিঃসংশয়ে বলতে পারি বিংশ শতাব্দীতে যে মুষ্টিমেয় সাহিত্যিকের হাতে বাংলা কাব্য, ছোটগল্প, উপন্যাস এবং সাহিত্যচিন্তা সমৃদ্ধ হয়েছে জীবনানন্দ দাশ তাদের মধ্যে সর্বাগ্রগণ্যদের একজন।

জীবনানন্দ দাশ বাংলা ভাষার প্রধানতম আধুনিক কবি। কেবল তা-ই নয়, তিনি লিখেছেন ১২৮টি ছোটগল্প ও ১৯টি উপন্যাস এবং বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ। তাঁর কবিতাভাস্কর্য আমাদের কাছে পরম বিস্ময়। তার গদ্য অনন্যসাধারণ। তার জীবনোপলব্ধি আমাদের বোধ ও বোধিকে আপ্লুত করে। জীবদ্দশায় তিনি প্রকাশ করেছেন সামান্য। তাঁর সহস্রাধিক কবিতা এবং অনেক উপন্যাস ও ছোটগল্প পঠিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

কবি, কথাসাহিত্যিক, প্রবন্ধকার এবং সর্বোপরি মানুষ জীবনানন্দ দাশকে নিয়ে শ্রেষ্ঠ কয়েকটি রচনা এই গ্রন্থে সংকলিত হয়েছে। যারা লিখেছেন তারা সকলেই দেশে-বিদেশে জীবনানন্দ বিশেষজ্ঞ হিসেবে সমাদৃত। এই রচনাগুলোতে বহুকৌণিক বিশ্লেষণের মধ্য দিয়ে জীবনানন্দ দাশের কবিতা, উপন্যাস ও প্রবন্ধ-নিবন্ধের স্বরূপ উদ্ঘাটিত হয়েছে।

কথাপ্রকাশ কবি জীবনানন্দ দাশের নানা গ্রন্থ প্রকাশ করে চলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মূল পাণ্ডুলিপি অনুসরণপূর্বক সংকলিত ‘জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ প্রবন্ধ’। আরেকটি উল্লেখযোগ্য প্রকাশনা হলো ‘পাণ্ডুলিপি চিত্রসহ জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা’।

অর্ডার লিংক :
https://kathaprokash.com/book/1328

পূর্বগামী আনিসুজ্জামানের ২৮টি প্রবন্ধের সংকলনগ্রন্থ। বাংলা সাহিত্যের ১৮ জন মনীষীর পরিচয় ও তাঁদের সৃষ্টির বিশ্লেষণ পাওয়া ...
18/07/2025

পূর্বগামী আনিসুজ্জামানের ২৮টি প্রবন্ধের সংকলনগ্রন্থ। বাংলা সাহিত্যের ১৮ জন মনীষীর পরিচয় ও তাঁদের সৃষ্টির বিশ্লেষণ পাওয়া যাবে গ্রন্থের দুই শতাধিক পাতায়।

বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, নজরুল-এঁদের জীবন ও সৃষ্টির নানা প্রসঙ্গ উত্থাপিত হয়েছে আনিসুজ্জামানের তীক্ষ্ণ দৃষ্টি ও জ্ঞানের গভীরতার আলোকে। আবার সাহিত্যবিশারদ, কাজী ওদুদ প্রমুখ বাঙালি মুসলমানের অবদানও তাতে সমভাবেই উপস্থাপিত। সঙ্গে রয়েছে আবুল ফজল, হবীবুল্লাহ বাহার, শওকত ওসমান, আহমদ শরীফ, শামসুর রাহমান-এঁদের সঙ্গে ব্যক্তিগত স্মৃতির নানা চমকপ্রদ তথ্য।

সরল ছন্দোময় ভাষায় পূর্বগামীদের এই পথচলার চিত্র একটি উদার যুক্তিনির্ভর সংস্কৃতিমান সমাজ গঠনে এখনো প্রাসঙ্গিক।

অর্ডার লিংক:
https://kathaprokash.com/book/1275

Address

Banani Model Town

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

88029581942

Alerts

Be the first to know and let us send you an email when Kathaprokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kathaprokash:

Share

Category