Nazat - নাজাত

Nazat - নাজাত ভালো ভালো আপডেটিং ইসলামিক ও সমকালীন পোস্ট অথবা ভিডিও কন্টেন্ট পেতে আমাদের পেইজের সাথেই থাকুন।

14/05/2025

স্বপ্ন অনেক সুন্দর আমি স্বপ্ন দেখতে ভালবাসি
স্বপ্ন আমাকে সামনে এগিয়ে যেতে শিখায়

সরাসরি কুরআন, ধর্ম ও ইসলামী বিধানকে কটাক্ষ ও চ্যালেঞ্জ করে নারী কমিশন যে প্রতিবেদন পেশ করেছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল।...
27/04/2025

সরাসরি কুরআন, ধর্ম ও ইসলামী বিধানকে কটাক্ষ ও চ্যালেঞ্জ করে নারী কমিশন যে প্রতিবেদন পেশ করেছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল। যার লাইনে লাইনে ইসলামবিদ্বেষ ও পশ্চিমা বেহায়াপনা ও বেষ্যাপনাকে প্রমোট করা হয়েছে।
কুরআন বিরোধী এই প্রতিবেদন ও কমিশন বাতিলসহ তাদের এই ঘৃণ্য ও নির্লজ্জ স্পর্ধার জন্য এদেরকে বিচারের সম্মুখীন করতে হবে।
এর জন্য ৩ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র তৈরি করে সরকারকে এতে বাধ্য করতে হবে।
আসুন নিজে অংশগ্রহণ করি। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করি।
পোস্টটি বেশি বেশি শেয়ার করি।

ইসলাম নারীকে যে সম্মান ও অধিকার দিয়েছে অন্য কোন ধর্ম নারীকে সে সম্মান ও অধিকার দেয়নি।
25/04/2025

ইসলাম নারীকে যে সম্মান ও অধিকার দিয়েছে অন্য কোন ধর্ম নারীকে সে সম্মান ও অধিকার দেয়নি।

এই বিমানটি আমেরিকার সবচেয়ে বড় হাতিয়ার,,একটার দাম ১টা পদ্মাসেতুর দামের সমান,প্রায় ২৫০০০কোটি টাকা,,২বিলিয়ন,,১কোটি ২০লাখ প্...
14/04/2025

এই বিমানটি আমেরিকার সবচেয়ে বড় হাতিয়ার,,একটার দাম ১টা পদ্মাসেতুর দামের সমান,প্রায় ২৫০০০কোটি টাকা,,২বিলিয়ন,,১কোটি ২০লাখ প্রবাসীর ১মাসের ইনকামের সমান,
বিমানটি একসাথে ১৬টা পারমাণবিক বোমা বহন করে, মানে ১৬টা বড় শহর শেষ,
এটার জ্বালানি আর মেরামত খরচ শুনলে মাথা নষ্ট হবে আপনার প্রতি ঘন্টায় উড়ার খরচ প্রায় ১কোটি ২০লাখ টাকা,, আর প্রতিবার উড়াল দিয়ে আসার পর মেইন্টেনেন্স খরচ ৬০কোটি টাকা,, চিন্তা করতে পারেন,,,কোন মুসলিম দেশই এটা আটকানোর ক্ষমতা রাখে না,,আমেরিকা ২১টা এমন বিমান বানিয়েছে,,

মার্চ ফর গাজা নিয়ে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নির্দেশনা১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী...
11/04/2025

মার্চ ফর গাজা নিয়ে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নির্দেশনা

১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন।
২. যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।
৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে।
৪. দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন।

21/03/2025

বলার ভাষা নেই,,,,,,,,
সব আল্লাহ পাকের হাতে
ইয়া রব্বে কা'বা আপনি দয়া করুন।

13/03/2025

শাহবাগ আর শাপলা এক নয়, শাহবাগে ফ্যা*সিবাদের জন্ম হয়েছে এবং শাপলায় দেশপ্রেমিক ধ*র্মীয় মুল্যবোধের মানুষরা জী*বন দিয়েছে!

আল্লাহ পাক চতুর্থ রোজার ফজীলত আমাদের কে দান করুন।
04/03/2025

আল্লাহ পাক চতুর্থ রোজার ফজীলত আমাদের কে
দান করুন।

04/03/2025

✍️ রোজা ভঙ্গের ২৩ টি কারণ

📍 যে কারনে রোজা ভাঙ্গলে কাযা ও কাফফারা দিবে
📍 যে কারনে রোজা ভাঙ্গলে শুধু কাযা করতে হয়

🔺 যে বিষয়গুলোর কারণে কাযা ও কাফফারা উভয়টি জরুরি–যেমনঃ

⛔১নং- সহবাস; এতে লিপ্ত হলে সবচেয়ে বেশি গুনাহ হয়। যে ব্যক্তি রমযানের দিনের বেলা স্বেচ্ছায় স্ত্রী সহবাস করবে; এতে করে বীর্যপাত হোক কিংবা না হোক। তার উপর তওবা করা, কাযা ও কাফফারা করা উভয়টি জরুরি। এর দলিল হচ্ছে,

এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-এর নিকট এসে বলল, আমি রোযা অবস্থায় স্ত্রী সহবাস করেছি। রাসূলুল্লাহ ﷺ তাকে কাফফারা আদায়ের নির্দেশ দিয়েছেন। (সহীহ বুখারী ৬৭০)

⛔২নং- ইচ্ছাকৃতভাবে পানাহার। যেমনঃ পানি, ভাত, বিড়ি, সিগারেট, হুক্কা ইত্যাদি।

এক ব্যক্তি রমযানে রোযা রেখে (ইচ্ছাকৃতভাবে) পানাহার করল। তখন রাসূলুল্লাহ ﷺ তাকে আদেশ করলেন, যেন একটি দাস আযাদ করে বা দুই মাস রোযা রাখে বা ষাটজন মিসকীনকে খানা খাওয়ায়। (সুনানে দারাকুতনী ২/১৯১)

ইমাম যুহরী রহ. বলেন, ‘রমযানে রোযা রেখে যে ইচ্ছাকৃতভাবে পানাহার করবে তার হুকুম ইচ্ছাকৃতভাবে দিনে সহবাসকারীর অনুরূপ।’ অর্থাৎ তাকে কাযা ও কাফফারা উভয়টি আদায় করতে হবে। (মাবসূত, সারাখসী ৩/৭৩; আলবাহরুর রায়েক ২/২৭৬)

#বিঃদ্রঃ সহবাসের মাধ্যমে বা ইচ্ছেকৃত খানা খেয়ে রোজা ভঙ্গ করলে, কাযা ও কাফফারা দিতে হয়। যেমনঃ

১) আল্লাহর কাছে তাওবা করতে হবে।
২) বাকি দিন অর্থাৎ মাগরিব পর্যন্ত খানা না খেয়ে কাটাতে হবে।
৩) একটানা ৬০টি রোজা রাখতে হবে, যদি ফাঁক দিয়ে কোনদিন ১টা রোজা ছুটে যায়, তাহলে আবার প্রথম থেকে ৬০টি রোজা রাখতে হবে, অবশ্য নারীরা ঋতুর কারণে বিরতি দিতে পারবে।
আর ৬০টি রোজা রাখা সম্ভব না হলে, ৬০জন মিসকিনকে ১ বেলা খানা খাওয়াতে হবে।

🔺 যে বিষয়গুলোর কারণে শুধু কাযা করতে হয়। কাফফারা দেয়া লাগে না। যেমনঃ ১ রোজার বদলে শুধু ১টি রোজা কাযা করতে হয়।

⛔৩নং- অযু বা গোসলের সময় রোযার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে রোযা ভেঙ্গে যাবে।

সুফিয়ান সাওরী রহ. বলেন, ‘রোযা অবস্থায় কুলি করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে রোযা ভেঙ্গে যাবে এবং তা কাযা করতে হবে। (মুসান্নাফে আবদুর রাযযাক: ৭৩৮০)

⛔৪নং- যা সাধারণত আহারযোগ্য নয় বা কোনো উপকারে আসে না, তা খেলেও রোযা ভেঙ্গে যাবে। আবদুল্লাহ ইবনে আববাস রাযি. ও ইকরিমা রহ. বলেন, ‘(পেটে) কোনো কিছু প্রবেশ করলে রোযা ভেঙ্গে যায়। কোনো কিছু বের হওয়ার দ্বারা রোযা ভাঙ্গে না।’ (সহীহ বুখারী ১/২৬০)

⛔৫নং- দাঁত থেকে রক্ত বের হয়ে যদি তা থুথুর সাথে ভেতরে চলে যায় তবে রক্তের পরিমাণ থুথুর সমান বা বেশি হলে রোযা ভেঙ্গে যাবে। (আলবাহরুর রায়েক ২/২৭৩; রদ্দুল মুহতার ২/৩৯৬)

⛔৬নং- হস্তমৈথুনে বীর্যপাত হলে রোযা ভেঙ্গে যাবে।

⛔৭নং- মেয়েদের লজ্জাস্থানের ভিতরে বা পুরুষ ও নারীর পায়খানার রাস্তার ভিতরে ভিজা আঙ্গুল প্রবেশ করায়, তাহলে রোযা ভেঙ্গে যাবে। শুকনো আঙ্গুল প্রবেশ করালে ভাঙ্গবে না।
أو أدخل أصبعه مبلولة بماء أودهن في دبره” أو استنجى فوصل الماء إلى داخل دبره أو فرجها الداخل بالمبالغة فيه والحد الفاصل الذي يتعلق بالوصول إليه الفساد قدر الحقنة وقلما يكون ذلك (طحطاوى على مراقى الفلاح-557، الفتاوى الهندية-1/204)
ادخل اصبعه اليابسة فيه اى دبره او فرجها لم يفطر (رد المحتار، كتاب الصوم، باب ما يفسد الصوم، قبيل مطلب مهم المفتى فى الوقائع-2/99، النهر الفائق-2/23

⛔৮নং- মুখে বমি চলে আসার পর ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে রোযা ভেঙ্গে যাবে। যদিও তা পরিমাণে অল্প হয়। (আলবাহরুর রায়েক ২/২৭৪; আদ্দুররুল মুখতার ২/৪১৫)

⛔৯নং- রোযা অবস্থায় হায়েয বা নেফাস শুরু হলে রোযা ভেঙ্গে যাবে।

⛔১০নং- পেটের এমন ক্ষতে ওষুধ লাগালে রোযা ভেঙ্গে যাবে, যা দিয়ে ওষুধ পেটের ভেতর চলে যায়। বিশেষ প্রয়োজনে এমন ক্ষতে ওষুধ লাগালে পরে সে রোযার কাযা করে নিতে হবে। (ফাতাওয়া হিন্দিয়া ১/২০৪; রদ্দুল মুহতার ২/৪০২)

⛔১১নং- নাকে ওষুধ বা পানি দিলে তা যদি গলার ভেতরে চলে যায় তাহলে রোযা ভেঙ্গে যাবে।

⛔১২নং- মলদ্বারে/পায়খানার রাস্তার ভেতর ওষুধ বা পানি ইত্যাদি গেলে রোযা ভেঙ্গে যাবে।

আবদুল্লাহ ইবনে আববাস রাযি. থেকে বর্ণিত-
ذكر عنده الوضوء من الطعام، قال الأعمش مرة والحجامة للصائم، فقال : إنما الوضوء مما يخرج وليس مما يدخل، وإنما الفطر مما دخل وليس مما خرج.
শরীর থেকে (কোনো কিছু) বের হলে অযু করতে হয়, প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোযা এর উল্টো। রোযার ক্ষেত্রে (কোনো কিছু শরীরে) প্রবেশ করলে রোযা ভেঙ্গে যায়, বের হলে নয় (তবে বীর্যপাতের প্রসঙ্গটি ভিন্ন)। (ফাতাওয়া হিন্দিয়া ১/২০৪; রদ্দুল মুহতার ২/৪০২)

⛔১৩নং- সুবহে সাদিকের পর সাহরীর সময় আছে ভেবে পানাহার বা স্ত্রীসঙ্গম করলে রোযা ভেঙ্গে যাবে।

⛔১৪নং- ইফতারির সময় হয়ে গেছে ভেবে সূর্যাস্তের পূর্বে ইফতার করে নিলে রোযা নষ্ট হয়ে যাবে। (আদ্দুররুল মুখতার ২/৪০৫; আলবাহরুর রায়েক ২/২৯১)

⛔১৫নং- রোযা রাখা অবস্থায় ভুলবশত পানাহার করে রোযা নষ্ট হয়ে গেছে ভেবে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোযা নষ্ট হয়ে যাবে।

⛔১৬নং- ভাঁপ দিয়ে গলার ভিতর ওষুধ পৌছালে, চাই আগের পদ্ধতিতে ভাঁপ দেয়া হোক বা নতুন কোন মেশিনের মাধ্যমে। রোজা ভেংগে যাবে।

⛔১৭নং- মাথার এমন যখমে ওষুধ লাগালে রোযা ভেঙ্গে যাবে,যা দিয়ে ওষুধ মস্তিষ্কে চলে যায়। বিশেষ প্রয়োজনে এমন স্থানে ওষুধ লাগাতে হলে পরে সে রোযা কাযা করে নিতে হবে।

⛔১৮নং- নাকে ড্রপ ওষুধ বা পানি দিলে তা যদি খাদ্যনালিতে চলে যায় তাহলে রোযা ভেঙ্গে যাবে এবং কাযা করতে হবে।

⛔১৯নং- আগর বাতি, কয়েল, হুক্কা, বিড়ি ইত্যাদির ধোঁয়া যদি কারো নাকের ভিতর প্রবেশ করে পেটে চলে যায়

⛔২০নং- অনিচ্ছাকৃত বমি হওয়ার কারণে রোযা নষ্ট হয়ে গেছে মনে করে রোযা ভেঙ্গে ফেললে কাযা করতে হবে।

আলী ইবনে হানযালা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি রোযার মাসে ওমর রাযি.-এর নিকট ছিলেন। তার নিকট পানীয় পেশ করা হল। উপস্থিত লোকদের কেউ কেউ সূর্য ডুবে গেছে ভেবে তা পান করে ফেলল। এরপর মুয়াযযিন আওয়াজ দিল, আমীরুল মুমিনীন! সূর্য এখনো ডুবেনি। তখন ওমর রাযি. বললেন, ‘যারা ইফতারি করে ফেলেছে তারা একটি রোযা কাযা করবে। আর যারা ইফতারি করেনি তারা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন।’(মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬/১৫০)

⛔২১নং- ইচ্ছাকৃতভাবে বমি করলে রোযা নষ্ট হয়ে যাবে। হাদীস শরীফে এসেছে,مَنْ ذَرَعَهُ الْقَيْءُ فَلَيْسَ عَلَيْهِ قَضَاءٌ ، وَمَنْ اسْتَقَاءَ عَمْدًا فَلْيَقْضِ রোযা অবস্থায় (অনিচ্ছাকৃত) বমি হলে কাযা করতে হয় না। আর ইচ্ছাকৃত বমি করলে সে যেন তা কাযা করে নেয়। (জামে তিরমিযী ৭২০)

⛔২২নং- খাদ্যের বিকল্প হিসেবে ইনজেকশন পুশ করা।

কারণ এমন ইনজেকশন নিলে খাবার/পানাহারের প্রয়োজন হয় না। না খেয়েই দিন পার করা যায়।

তবে, যেসব ইনজেকশন পানাহারের স্থলাভিষিক্ত নয়; বরং চিকিৎসার জন্য দেয়া হয়, উদাহরণতঃ ইনসুলিন, পেনেসিলিন কিংবা শরীর চাঙ্গা করার জন্য দেয়া হয় কিংবা টীকা হিসেবে দেয়া হয় এগুলো রোযা ভঙ্গ করবে না; চাই এসব ইনজেকশন মাংশপেশীতে দেয়া হোক কিংবা শিরাতে দেয়া হোক। (শাইখ মুহাম্মদ বিন ইব্রাহিম এর ফতোয়াসমগ্র ৪/১৮৯) তবে, সাবধানতা স্বরূপ এসব ইনজেকশন রাতে নেয়া যেতে পারে।

⛔২৩নং- ইনহেলার ব্যবহার করলে
শ্বাসকষ্ট দূর করার জন্য মুখের ভেতরে ইনহেলার স্প্রে করতে হয়। ওষুধটি যদিও স্প্রে করার সময় গ্যাসের মতো দেখা যায়। কিন্তু বাস্তবিক পক্ষে তা দেহবিশিষ্ট তরল ওষুধ। অতএব তরল ওষুধ মুখের ভেতর স্প্রে করার দ্বারা রোজা ভেঙে যাবে।
তবে মুখে স্প্রে করার পর না গিলে যদি থুতু দিয়ে ফেলে দেয়া হয়, তা হলে রোজা ভঙ্গ হবে না। এভাবে কাজ চললে বিষয়টি অতিসহজ হয়ে যাবে। এতে শ্বাসকষ্ট থেকে রেহাই পাওয়ার পাশাপাশি রোজা ভঙ্গ হবে না।
এবিষয়ে কিছু চিকিৎসকের মতামত হচ্ছে- সেহরিতে এক ডোজ ইনহেলার নেয়ার পর সাধারণত ইফতার পর্যন্ত আর ইনহেলার ব্যবহারের প্রয়োজন পড়ে না। তাই এভাবে ইনহেলার ব্যবহার করে রোজা রাখা যায়।

তবে কারও অবস্থা যদি এমন মারাত্মক আকার ধারণ করে যে, ইনহেলার নেয়া ব্যতীত ইফতার পর্যন্ত অপেক্ষা করা কষ্টকর হয়ে পড়ে, তা হলে তাদের ক্ষেত্রে শরিয়তে এ সুযোগ রয়েছে যে, তারা প্রয়োজনভেদে ইনহেলার ব্যবহার করবে এবং পরবর্তী সময় রোজা কাজা করে নেবে।
আর কাজা করা সম্ভব না হলে ফিদিয়া আদায় করবে। আর যদি ইনহেলারের বিকল্প কোনো ইনজেকশন থাকে, তা হলে তখন ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করবে। কেননা রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভাঙবে না।

🔺 উল্লেখ্য, বিনাওজরে ইচ্ছাকৃত পানাহার বা সহবাসের মাধ্যমে রমজানের রোজা ভেঙে ফেললে তার কাজা ও কাফফারা অর্থাৎ লাগাতার ষাট দিন রোজা রাখতে হয় বা ৬০ জন মিসকিন কে খাবার খাওয়াতে হয়।
পানাহার ও সহবাস ছাড়া অন্য পদ্ধতিতে ইচ্ছাকৃত ভাঙলে কাফফারা দিতে হয় না, হ্যাঁ কাযা অর্থাৎ এক রোজার পরিবর্তে এক রোজা আদায় করতে হয়। (মাবসুত সারাখসি ৩/৭২)

03/03/2025

রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে মেশক আম্বরের চেয়ে বেশী প্রিয়।

01/03/2025

আলহামদুলিল্লাহ
প্রথম রোজার ফজরের জামাত আদায় করলাম
♥️❤️♥️❤️♥️❤️

27/02/2025

মুহাম্মদ (সাঃ) এর জীবনের শেষ মূহুর্ত
মাত্র ২ টা মিনিট চাচ্ছি সবার কাছে
এড়িয়ে যাবেননা,)

মুহাম্মদ (সাঃ) এর জীবনের শেষ মূহুর্ত চলছে।' হঠাৎ সেখানে একজন লোক এসে
বললেন, সালাম'
আমি কি ভিতরে আসতে পারি।
ফাতিমা (রাঃ) বললেন,
দুঃখিত আমার পিতা খুবই অসুস্ত।- ফাতিমা (রঃ) দরজা বন্ধকরে রাসূলের কাছে গেলেন।
মুহাম্মদ (সাঃ) বললেন,
কে সেই লোক?
ফাতিমা বললেন,
এই প্রথম আমি তাকে দেখেছি। আমি তাকে চিনি না।
-শুনো ফাতিমা,
সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী
ফেরেশতা আজরাইল।
এটা শুনে ফাতিমার অবস্থা তখন, ক্রন্দনরত, বোবার মতো হয়ে গিয়েছে।
-রাসূল (সাঃ) বললেন,
হে জিবরাঈল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে?
জিবরাঈল (আঃ) বললেন,
হে রাসুল: আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার, উম্মতের নাজাতের জন্যে।
-মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের
কাছে এলেন,জান কবজ করার জন্যে।
মালাইকাত মউত আজরাইল,আরো কাছে এসে ধীরে ধীরে,রাসূলের জান কবজ করতে থাকলেন।
পাশে দাঁড়িয়ে থাকা জিব্রিলকে রাসূল
বললেন ঘোঙানির সাথে,ওহ জিবরাঈল এটা কেমন বেদনা, দায়ক জান কবজ করা।
-ফাতিমা (রাঃ) তার চোখ বন্ধ করে
ফেললেন,আলী (রাঃ)তার দিকে উপুড় হয়ে
বসলেন,জিবরাঈল তার মুখটা উল্টা দিকে
ফিরিয়ে নিলেন।-রাসুল(সঃ)বললেন,
হে জিবরাঈল তুমি মুখটা উল্টা দিকে
ঘুরালে কেন,আমার প্রতি তুমি বিরক্ত ?
জিবরাঈল বললেন,হে রাসূলুল্লাহ
সাকারাতুল মউতের অবস্থায়
আমি আপনাকে কিভাবে দেখে
সহ্য করতে পারি।-ভয়াবহ ব্যাথায় রাসূল ছোট্ট একটা
গোঙানি দিলেন।রাসূলুল্লাহ বললেন,হে আল্লাহ সাকারাতুল মউতটা(জানকবজের সময়) যতই ভয়াবহ
হোক,সমস্যা নেই,আমাকে সকল ব্যথা দাও আমি
বরণ করবো,কিন্তু আমার উম্মাহকে
ব্যথা দিওনা।রাসূলের শরিরটা ধীরে ধীরে ঠান্ডা
হয়ে আসতে লাগলো।তার পা,বুক কিছুই নড়ছে না
এখন আর।রাসূলের চোখের পানির সাথে
তার ঠোঁটটা কম্পিত ছিলো,তিনি কিছু বলবেন মনে হয়।-আলি (রাঃ) তার কানটা রাসূলের
মুখের কাছে নিয়ে গেলো।
রাসূল বললেন, নামাজ কায়েম করো
এবং, তোমাদের মাঝে থাকা দূর্বলদের
যত্ন নাও।-রাসূলের ঘরের বাইরে চলছে কান্নার
আওয়াজ,সাহাবীরা একজন আরেক জনকে
জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত।আলী (রাঃ) আবার তার কানটা, রাসূলের মুখের কাছে ধরলো,রাসূল
চোখ ভেজা অবস্থায় বলতে
থাকলেন,ইয়া উম্মাতি,,
ইয়া উম্মাতি,আল্লাহ্' আমাদের সবার মাঝে বুঝ, দান করুন!
আমীন_

Address

Banani Model Town

Alerts

Be the first to know and let us send you an email when Nazat - নাজাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazat - নাজাত:

Share