রাধা গোবিন্দ কৃপা লাভ

রাধা গোবিন্দ কৃপা লাভ ধর্মীয় কথা ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মীয় ভিডিও ধর্মীয় ভাগবত আলোচনা কথা গীতা আলোচনা।

14/02/2025

সাংস্কৃতিক অনুষ্ঠান

14/02/2025

শচীমাতার ধৈর্য

12/02/2025

শ্রী চৈতন্য চরিতামৃত আদি নিলা রাজা প্রতাপ রুদ্র ভগবান শ্রীকৃষ্ণ প্রতি কি উপলব্ধি করেছিলেন।

09/02/2025

গৃহবধূদের কি বলা হয় ? আদর্শ গৃহস্ত ভক্তদের সুসম্পর্ক বজায় রেখে ভক্তি জীবন ।
শ্রীমান ঋষিকেশ গৌরাঙ্গ দাস প্রভু শ্রী মুখ থেকে থেকে।

02/02/2025

#অল্প সময় ভক্ত সঙ্গ করলে কি দুর্গতিপ্রাপ্ত হয়।
ভাগবত তত্ত্ব কথা শ্রবণ করুন জীবনকে ধন্য করুন। শ্রীমতি ধামেশ্বরী লক্ষ্মীপ্রিয়া দেবী দাসী মাতাজি।
শ্রীমান ঋষিকেশ গৌরাঙ্গ দাস প্রভু

10/01/2025


ঢাকার সাভারে দৃষ্টিনন্দন ইসকন মন্দির

31/03/2024
11/02/2024

#দিনো_কৃষ্ণ_ঠাকুর

11/02/2024

হরে কৃষ্ণ
গুরু মহারাজের শারীরিক সুস্থতা কামানোর জন্য কীর্তন মেলা শ্রীশ্রী গৌড় নিতাই ভক্তিবৃক্ষ মন্দির ভাটারা ঢাকা।

09/02/2024

#চতুর্থ_অধ্যায়_জ্ঞানযো #গীতা
#শ্লোক২০

ত্যত্ত্বা কর্মফলাসঙ্গং নিত্যতৃপ্তো নিরাশ্রয়ঃ। কর্মণ্যভিপ্রবৃত্তোহপি নৈব কিঞ্চিৎ করোতি সঃ ।। ২০ ৷৷

ত্যক্বা-ত্যাগ করে; কর্মফলাসঙ্গম্-কর্মফলের আসক্তি; নিত্য- সর্বদা; তৃপ্তঃ- পরিতৃপ্ত; নিরাশ্রয়ঃ- আশ্রয়শূন্য; কর্মণি - কর্মে; অভিপ্রবৃত্তঃ - পূর্ণরূপে প্রবৃত্ত; অপি-সত্ত্বেও; ন-না; এব- অবশ্যই; কিঞ্চিৎ - কিছুই; করোতি-করেন; সঃ- তিনি।

অনুবাদঃ কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষারহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোন কিছুই করেন না।

তাৎপর্যঃ কৃষ্ণভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষবিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমেই কেবল কর্মবন্ধন থেকে মুক্তিলাভ করা যায়। কৃষ্ণভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ ভগবৎ-প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন, তাই তাঁর কোন রকম কর্মফলের প্রতি আগ্রহ থাকে না। তিনি এমনকি তাঁর ব্যক্তিগত জীবনধারণের ব্যাপারেও নিস্পৃহ থাকেন, কেননা তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল। তিনি কিছুই সংগ্রহ বা সঞ্চয় করতে চান না, কিংবা যা কিছু তিনি লাভ করেছেন, সে সবও সুরক্ষিত করতে চান না। তাঁর সাধ্য অনুসারে সর্বতোভাবে তিনি তাঁর কর্তব্য পালন করেন এবং সব কিছুর জন্য কৃষ্ণের উপর নির্ভর করেন। এই ধরনের নিরাসক্ত কৃষ্ণভক্ত ভাল ও মন্দ সব রকম কর্মফল থেকে মুক্ত, যেন তিনি কোন কিছুই করছেন না। এটিই অকর্ম, অর্থাৎ ফলহীন কর্মের লক্ষণ। তাই কৃষ্ণভাবনারহিত যে সমস্ত কর্ম, সে সবই জীবকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে; আর সেটিই প্রকৃত বিকর্ম, যে সম্বন্ধে পূর্বেই বলা হয়েছে।

09/02/2024

#চতুর্থ_অধ্যায়_জ্ঞানযোগ #গীতা

#শ্লোক_১৯
যস্য সর্বে সমারম্ভাঃ কামসঙ্কল্পবর্জিতাঃ।
জ্ঞানাগ্নিদগ্ধকর্মাণং তমাহুঃ পণ্ডিতং বুধাঃ ।। ১৯ ।।

যস্য-যাঁর; সর্বে—সব রকম; সমারম্ভাঃ- কর্মপ্রচেষ্টা; কাম-ইন্দ্রিয়সুস্থ- ভোগের বাসনা; সঙ্কল্প- সঙ্কল্প; বর্জিতাঃ-রহিত; জ্ঞান-জ্ঞানের; অগ্নি-অগ্নি দ্বারা; দগ্ধ - দগ্ধ; কর্মাণম্ - কর্মসমূহ; তম্-তাঁকে; আহুঃ-বলেন; পণ্ডিতম্-পণ্ডিত; বুধাঃ- জ্ঞানীগণ।

অনুবাদঃ যাঁর সমস্ত কর্মপ্রচেষ্টা কাম ও সঙ্কল্পরহিত, তিনি পূর্ণজ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে, তাঁর সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে।

তাৎপর্য: যে মানুষ প্রকৃতই জ্ঞানবান, তিনিই কেবল কৃষ্ণভাবনায় ভাবিত ভক্তের কার্যকলাপ বুঝতে পারেন। যেহেতু কৃষ্ণভাবনাময় বৈষ্ণব সব রকম ইন্দ্রিয়তৃপ্তি বিষয়ক বাসনা থেকে মুক্ত, তাই বুঝতে হবে পরমেশ্বর ভগবানের নিত্যদাসরূপে তাঁর স্বরূপের যথার্থ জ্ঞানের দ্বারা তাঁর সমস্ত কর্মের প্রতিক্রিয়া দগ্ধ হয়েছে। প্রকৃত জ্ঞানী তিনিই, যিনি এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পেরেছেন। ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্বজ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়। এই আগুন একবার প্রজ্বলিত হলে তা সব রকম কর্মফলকে দগ্ধ করে দিতে পারে।

Address

Banani
Banani Model Town

Telephone

+8801767589380

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাধা গোবিন্দ কৃপা লাভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাধা গোবিন্দ কৃপা লাভ:

Share