VIRAL "অবহেলায় যাকে হারালে অবেলায় তাকে খুজ না"

15/08/2024

গুষ্টি চ*** গ্রামীণফোনের

14/08/2024
14/08/2024

দেখুন কিভাবে পুলিশগুলো লোকটা কে মেরে ফেলল।

14/08/2024

আমি বন্যা নিয়েই থাকতে চাই।

17/11/2023

পরীক্ষা ছিলো ইনকোর্স-২। পরীক্ষা চলাকালে টিচার কিছুক্ষণের জন্য বাহিরে গেলেন।
সবাই সবার খাতায় মগ্ন। পীনপতন নিরবতা। গার্ড শূণ্য হলে এক ইন্ডিয়ান মজা করে একটা কথা বলে ফেললো। সে এমনিও একটু মজার মানুষ। তার কথায় আমরা অনেকেই আটকে রাখতে না পেরে হেসে দিলাম।
কোন সমস্যা মনে হলোনা। কিছুক্ষণ পর টিচার আসলেন। এসে বেশ শান্ত এবং খুশ মেজাজে মুচকি হেসে বললেন, আমি বের হওয়ার পর তোমরা হেসেছো। তাইনা?
তিনি টেবিলে রাখা আইপ্যাড উচিয়ে ধরে বললেন, এইযে ক্যামেরা। ভিডিও অন করে রেখে গিয়েছিলাম।
আমরা যা কল্পনাও করিনি। তিনি সব ক্লাসেই ল্যাপটপ বা আইপ্যাড নিয়ে আসেন। আর এটা এভাবেই রাখেন।
তারপর বললেন, এভাবেই আমাদের অজান্তে আল্লাহ্ আমাদের দেখছেন। আমাদের প্রতিটা কাজ ক্যামেরায় রেকর্ড হচ্ছে।
এটা তাওহীদ ক্লাস।
আমি হাতে কলমে তোমাদের এই শিক্ষাটা দেবার জন্যই তোমাদের একা ছেড়ে বাইরে গিয়েছিলাম।
তোমরা পরীক্ষায় খেয়ানত করনি। তবে যদি জানতে ক্যামেরা অন আছে, তাহলে তোমরা এই অল্প হাসিটাও হাসতেনা।
"মাদীনা বিশ্ববিদ্যালয় থেকে"
লিখা: মাহ্দী ফয়সাল

11/11/2023

দু'শ ডলারের লোক্যালি প্রোডিউসড ইয়াসিন-১০৫ আরপিজি, যা কিনা রুশ ট্যান্ডম-৮৫ আরপিজির উপর বেস করে তৈরী করা...এর সামনে সাড়ে তিন মিলিয়ন ডলার সমমূল্যের বিভিন্ন ভার্সনের মারকাভার অসহায়ত্ব দেখার মত। সর্বোচ্চ দেড়শ' মিটার দূর থেকে ছোড়া সম্ভব হলেও ক্লোজ কোয়ার্টার কম্ব্যাটে এর পিনপয়েন্ট হিট প্রোব্যাবলিটি, এক্যুরেশি, ড্যামেজ অতুলনীয়।
ট্যাংকের আউটার সাইডের ডাবল স্টিলের রোল্ড হোমোজিনিয়াস আর্মার, মড্যুলার কম্পোজিট আর্মার, সিরামিক স্টিল নিকেল প্লেট কম্পোজিট সম্বলিত ক্লথ ম্যাট্রিক্স আর্মার ভেদ করে ইন্টারনাল সলিড আয়রন আর্মারের ৬০ সেন্টিমিটার ভেতরে পেনেট্রেট করার ক্যাপাবিলিটি রয়েছে হা মা সে র তৈরী এই আরপিজির।
অথচ, মারকাভাতে রয়েছে বিশ্বের অন্যতম সেরা কাউন্টারমেজার; যার নাম ট্রফি প্রটেকশন সিস্টেম। যা এতটাই অ্যাডভান্সড যে ড্রোন থেকে ড্রপাবেল কোনো অ্যামুনেশন কিংবা আরপিজি, এটিজিএম ডিজেবল করে দিতে পারে মুহূর্তেই। অথচ দিনশেষে ব্যাটেলগ্রাউন্ডে কিছুই কাজে আসছেনা।
এগুলো দেখলে মাথায় আসে সূরা আনফালের সেই ১৭ নাম্বার আয়াত। যেখানে আল্লাহ তা'য়ালা বলেন—
“তোমরা তাদেরকে হত্যা করনি বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে; বরং আল্লাহই নিক্ষেপ করেছেন এবং যাতে তিনি তাঁর পক্ষ থেকে মুমিনদেরকে পরীক্ষা করেন...উত্তম পরীক্ষা। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ”

~শাফিজ রহমান

Address

ROAD NO 12
Banani Model Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when VIRAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category