আল রিয়াদ প্রধান - Al Riad Prodan

আল রিয়াদ প্রধান - Al Riad Prodan তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকের পার্টি ছাত্র ফ্রন্ট নরসিংদী জেলা। I am a contact creator

মুরীদের দেহের ভিতরে ও বাহিরে, দেহের প্রত্যেক লোমকুপে, প্রত্যেক অনু-পরমাণুতে দেহের বাহিরে আলো-বাতাস, গাছ-পালা, বৃক্ষলতায়...
24/07/2025

মুরীদের দেহের ভিতরে ও বাহিরে, দেহের প্রত্যেক লোমকুপে, প্রত্যেক অনু-পরমাণুতে দেহের বাহিরে আলো-বাতাস, গাছ-পালা, বৃক্ষলতায়, চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্রে, তথা সৃষ্টি জগতের প্রত্যেক অনু-পরমাণু হইতে এসমে জাত ও নাফী এসবাতের জেকের মুরীদ এমন ভাবে শুনিতে পায় যেমন ঝি-ঝি পোকার একটানা সুর (ডাক) বা পানাপুকুরের মৎসকুলের বিরতিহীন চপচপ শব্দ। ইহাই সুলতানুল আজকরের দরজা। এমতাবস্থায় ছালেক বা মুরীদ এক অবর্ণনীয় তৃপ্তি পায়। মহান খোদাতায়ালা এই তৃপ্তিকে শান্তি হিসেবে উল্লেখ করিয়াছেন। আল্লাহপাক বলেন,

أَلَا بِذِكْرِ اللهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ .
(আলা বিযিক রিল্লাহি তাতমাইন্নুল কুলুব)

অর্থাৎ-“আল্লাহর জেকেরেই দেলে শান্তি।” (সূরা রা'আদঃ আয়াত নং-২৮) এই জেকেরকারীদের উদ্দেশ্যেই আল্লাহপাক বলেন,
رِجَالٌ ۙ لَّا تُلۡہِیۡہِمۡ تِجَارَۃٌ وَّ لَا بَیۡعٌ عَنۡ ذِکۡرِ اللّٰہِ
(রিজা-লুল লা-তুলহীহিম তিজা-রাতুওঁ ওয়ালা-বাই‘উন ‘আন যিকরিল্লা-হ)
অর্থাৎ-“এমন অনেক ব্যক্তি আছে যাহাদিগকে ব্যবসা-বাণিজ্য, এমন কি ক্রয়-বিক্রয়ও আল্লাহর জেকের হইতে গাফেল করিতে পারে না।" (সূরা নূরঃ আয়াত নং-৩৭)। দেল ও দেহের কোটি কোটি লতিফার মাধ্যমে জেকের করায় জেকেরকারীর দেল, চাম, হাড্ডি-মজ্জা সবই নরম হইয়া যায় । আল্লাহপাক বলেন,

ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَى ذِكْرِ الله.
(সুম্মা তালিনু জুলুদুহুম ওকুলুবুহুম ইলা যিকরিল্লাহি)
অর্থাৎ-“আল্লাহর জেকেরে তাঁহাদের চামড়া, দেহ, অন্তর সবই মোলায়েম হয়।” (সূরা জুমারঃ আয়াত নং-২৩)। আমার পীর কেবলাজানের ইন্তিকালের আঠাশ (২৮) ঘন্টা পর কবরে নামাইবার সময়ও তদীয় পবিত্র দেহ মোবারক তুলার মত নরম ছিল।

বানী-বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান হুজুর
মহান প্রতিষ্ঠাতা, জাকের পার্টি।

21/07/2025

বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন আহতদের পাশে জাকের পার্টির মহাসচিব

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আহত কোমলমতি শিক্ষার্থীদের দেখতে রাজধানীর বার্ন ইন্সটিটিউটে ছুটে যান জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। এ সময় জাকের পার্টি চিকিৎসক ফ্রন্টের বিশেষজ্ঞ চিকিৎসক ও জাকের পার্টি ছাত্রফ্রন্টের মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের নিয়ে বিশেষ মেডিকেল টিম, আপদকালীন ব্লাড ডোনেশন ইউনিট সাথে ছিলেন। এছাড়াও তার সাথে জাকের পার্টির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শামীম হায়দার ইমার্জেন্সি ইউনিটসহ অন্যান্য ইউনিটে ঘুরে ঘুরে আহত শিক্ষার্থীদের পাশে যান। চিকিৎসার খোঁজ–খবর নেন। কর্তব্যরত চিকিৎসক, নার্স, ভলান্টিয়ার এবং শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনদের সাথে কথা বলেন। সহমর্মিতা ও সমবেদনা জানান। মনোবল অটুট রাখার আহ্বান জানান।

সকলের আশু সুস্থতা কামনা করেন।

বিশেষ দোয়া

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বাদ আছর মিলাদ– মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

12/07/2025
"মুজাদ্দেদ" আরবী শব্দ। যাহার আভিধানিক অর্থ সংস্কারক, সংশোষক বা ভ্রম-প্রমান দূরকারী বা উৎকর্ষ সাধক। পূর্বেই বলা হইয়াছে, ...
11/07/2025

"মুজাদ্দেদ" আরবী শব্দ। যাহার আভিধানিক অর্থ সংস্কারক, সংশোষক বা ভ্রম-প্রমান দূরকারী বা উৎকর্ষ সাধক।
পূর্বেই বলা হইয়াছে, মানুষ যখনই আল্লাহকে ভুলিয়া অসত্য ও কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত হইত, শয়তান বা নাফসে আম্মারার পায়রবী১ করা শুরু করিত, আল্লাহর বিধানের বিরোধিতা করিত; ঠিক তখনই দয়াময় খোদাতায়ালা এক একজন নবী বা রাসূল প্রেরণ করিয়া আল্লাহভোলা, পথভ্রষ্ট ও গোমরাহ মানব জাতিকে অসত্য ও অন্ধকারের গভীর সমুদ্র হইতে উদ্ধার করিবার ব্যবস্থা করিতেন। আগত নবী বা রাসূল মানবজাতিকে শয়তান ও নাফসের শৃংখল হইতে মুক্ত করিতেন; তাহাদের আত্মিক ত্রুটি-বিচ্যুতি ধুইয়া মুছিয়া পরিষ্কার করিতেন তথা আত্মিক সংস্কারক হিসাবে কাজ করিতেন। ঠিক তেমনি সমাজ ও রাষ্ট্র হইতে যাবতীয় কুসংস্কার ও মিথ্যাকে ঝাড়িয়া ফেলিয়া আল্লাহর সত্য বিধানকে প্রতিষ্ঠিত করিতেন; অশান্ত ও ঝঞ্ঝা-বিক্ষুপ্ত মানবসমাজে শান্তি আনয়ন করিতেন। আল্লাহর প্রেরিত ঐ সমস্ত নবী ও রাসূলের যাবতীয় কর্মকান্ডই ছিল সংস্কারমুখী।

শ্রেষ্ঠ নবী, রাসূলে পাক (সাঃ) এর পরে আল্লাহপাক তাহার বিধানকে শেরেকী, বেদাতী ও মিথ্যার বেড়াজাল হইতে মুক্ত রাখার জন্য নবী পাঠান না ঠিকই; কিন্তু নবীদের চরিত্রে চরিত্রবান করিয়া প্রতি শতাব্দিতেই উম্মতে মুহাম্মদীর মধ্য হইতে কিছু কিছু বিশেষ লোক পাঠান, যাহারা আল্লাহর বিধানকে বা দীন ইসলামকে কলুষমুক্ত রাখিবার জন্য আজীবন পরিশ্রম করেন। তাহাদের কর্মকান্ডও হয় সংস্কার ধর্মী। তাহাদেরকেই মুজাদ্দেদ বলা হয়। মূলতঃ নবুয়ত ও মুজাদ্দেদীয়াতের তফাৎ করিতে গেলে যাহা বলা যায়, তাহা হইল-নবুয়ত হইল মূল বা আসল, আর
মুজাদ্দেদীয়াত হইল প্রতিবিম্ব বা ছায়া ।

বানী- বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)
মহান প্রতিষ্ঠাতা, জাকের পার্টি।
Saim Amir Faisal Sami

পবিত্র আশুরা দেশব্যাপী জাকের পার্টির উদ্যোগে অনুষ্ঠানমালা শুরু আজজাকের পার্টির উদ্যোগে অত্যন্ত বেদনাঘন ও শোক গম্ভীর আয়োজ...
05/07/2025

পবিত্র আশুরা

দেশব্যাপী জাকের পার্টির উদ্যোগে অনুষ্ঠানমালা শুরু আজ

জাকের পার্টির উদ্যোগে অত্যন্ত বেদনাঘন ও শোক গম্ভীর আয়োজনে আজ শনিবার দেশব্যাপী জেলা ও উপজেলা পর্য্যায়ে পবিত্র আশুরার অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

মাগরিব নামাজ আদায়ান্তে ২ রাকায়াত করে ৬ রাকায়াত নফল নামাজ আদায় ও বিশেষ মুনাজাতের মধ্যে দিয়ে সারা দেশে আশুরার অনুষ্ঠানমালা শুরু হয়।

অনুষ্ঠানে হযরত ঈমাম হোসাইন (রা:) ছাহেব, তদীয় পরিবার পরিজন, সঙ্গী সাথী - শোহদায়ে কারবালা স্মরণে আর্তনাদ, আহাজারি আর অশ্রু ভরা মুনাজাতে মগ্ন এখন দেশজুড়ে লাখ লাখ রাসুল ( সা:) প্রেমী বিশ্বাসী।

নামাজ আদায়ের পরে পাক কালাম ফাতেহা শরীফ পাঠ ও মুনাজাত, মোরাকাবা মোশাহেদা ও জেকের আসকার, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, প্রকৃত ইসলাম রক্ষায় কারবালায় সুমহান আত্মত্যাগ আলোকপাত করে আলোচনা, বিশ্ব মুসলিমের উদ্যেশ্যে প্রদত্ত কারবালা আত্মত্যাগের উপর বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী ( কু:ছে:আ:) ছাহেবের পবিত্র নসিহত পাঠ এবং বিশ্ব ওলী কেবলাজান ছাহেবের রওযা শরীফ যিয়ারত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সম্পন্ন হবে।

যিয়ারতকালে দেশ ও জাতি, মুসলিম উম্মাহ, সর্বোপরি শান্তিকামী বিশ্বমানবতার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হবে।

04/07/2025
02/07/2025

মেধার বিপরীতে অন্য কোনো সুবিধা দিয়ে সুযোগ পাওয়া উচিৎ নয়! : ড. সায়েম আমীর ফয়সল, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিনিয়র ভাইস চেয়ারম্যান জাকের পার্টি।

সময়টা ছিলো ২০১৭ সাল
02/07/2025

সময়টা ছিলো ২০১৭ সাল

Address

Narsingdi

Telephone

+8801794747011

Alerts

Be the first to know and let us send you an email when আল রিয়াদ প্রধান - Al Riad Prodan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আল রিয়াদ প্রধান - Al Riad Prodan:

Share