
24/07/2025
মুরীদের দেহের ভিতরে ও বাহিরে, দেহের প্রত্যেক লোমকুপে, প্রত্যেক অনু-পরমাণুতে দেহের বাহিরে আলো-বাতাস, গাছ-পালা, বৃক্ষলতায়, চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্রে, তথা সৃষ্টি জগতের প্রত্যেক অনু-পরমাণু হইতে এসমে জাত ও নাফী এসবাতের জেকের মুরীদ এমন ভাবে শুনিতে পায় যেমন ঝি-ঝি পোকার একটানা সুর (ডাক) বা পানাপুকুরের মৎসকুলের বিরতিহীন চপচপ শব্দ। ইহাই সুলতানুল আজকরের দরজা। এমতাবস্থায় ছালেক বা মুরীদ এক অবর্ণনীয় তৃপ্তি পায়। মহান খোদাতায়ালা এই তৃপ্তিকে শান্তি হিসেবে উল্লেখ করিয়াছেন। আল্লাহপাক বলেন,
أَلَا بِذِكْرِ اللهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ .
(আলা বিযিক রিল্লাহি তাতমাইন্নুল কুলুব)
অর্থাৎ-“আল্লাহর জেকেরেই দেলে শান্তি।” (সূরা রা'আদঃ আয়াত নং-২৮) এই জেকেরকারীদের উদ্দেশ্যেই আল্লাহপাক বলেন,
رِجَالٌ ۙ لَّا تُلۡہِیۡہِمۡ تِجَارَۃٌ وَّ لَا بَیۡعٌ عَنۡ ذِکۡرِ اللّٰہِ
(রিজা-লুল লা-তুলহীহিম তিজা-রাতুওঁ ওয়ালা-বাই‘উন ‘আন যিকরিল্লা-হ)
অর্থাৎ-“এমন অনেক ব্যক্তি আছে যাহাদিগকে ব্যবসা-বাণিজ্য, এমন কি ক্রয়-বিক্রয়ও আল্লাহর জেকের হইতে গাফেল করিতে পারে না।" (সূরা নূরঃ আয়াত নং-৩৭)। দেল ও দেহের কোটি কোটি লতিফার মাধ্যমে জেকের করায় জেকেরকারীর দেল, চাম, হাড্ডি-মজ্জা সবই নরম হইয়া যায় । আল্লাহপাক বলেন,
ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَى ذِكْرِ الله.
(সুম্মা তালিনু জুলুদুহুম ওকুলুবুহুম ইলা যিকরিল্লাহি)
অর্থাৎ-“আল্লাহর জেকেরে তাঁহাদের চামড়া, দেহ, অন্তর সবই মোলায়েম হয়।” (সূরা জুমারঃ আয়াত নং-২৩)। আমার পীর কেবলাজানের ইন্তিকালের আঠাশ (২৮) ঘন্টা পর কবরে নামাইবার সময়ও তদীয় পবিত্র দেহ মোবারক তুলার মত নরম ছিল।
বানী-বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান হুজুর
মহান প্রতিষ্ঠাতা, জাকের পার্টি।