Razu Gaming

Razu Gaming Official page of Razu Gaming (RazuRahmanBD). UID: 3483244089 Official Fan Page of 'Razu Gaming' by 'Razu Rahman'.

15/11/2024
08/08/2024

কি দারুন আইডিয়া ❤️❤️❤️

ট্রাফিক বিভাগ ঢেলে সাজানো সময় স্টুডেন্টদের এড করা যায়, ৪/৬ ঘন্টা পার্ট টাইম জবের ব্যবস্থা করা যায়। এটা করলে ট্রাফিক বিভাগে দুর্নীতি যেমন অনেকটাই কমে আসবে, সাথে সাথে স্টুডেন্টদের আয়ের ব্যবস্থা হবে। ওরা দেশের জন্য যা করেন এতটুকু তাদের জন্য করতেই পারি।

-Abed Reazul
Traffic Alert

একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরের ৫ বছর পর তার শহরের একটি শাখায় এসেছিলেন টাকা তুলতে।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে ...
09/05/2024

একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরের ৫ বছর পর তার শহরের একটি শাখায় এসেছিলেন টাকা তুলতে।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এলো না, কারণ কেউ তাকে চিনতে পারেনি। ব্যাংকটিতে যারা কাজ করছেন সবাই নতুন।

তিনি নিজেকে ঐ ব্যাংকের সাবেক এমডি হিসেবে পরিচয় দেন।পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চা অফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, "অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে?”সাবেক এমডি বলেন,"প্রথম ২/১ বছর খুব খারাপ লেগেছে।নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে।এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদ, পদবী, উপাধি, শান-শাওকাত সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটা স্থায়ী, বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়।”

সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয়! এই সত্যটা সময় থাকতে আমরা বুঝতে চাই না! তাই আসুন সময়ের মুল্য দিতে শিখি। সময়ে যা করা প্রয়োজন, সেটার দিকেই বেশী মনোযোগী হই।

06/05/2024

প্রেমে পড়ে গেম খেলো না গেম খেলে প্রেম করো?

ঈদ মোবারক - Eid Mubarak ❤️
11/04/2024

ঈদ মোবারক - Eid Mubarak ❤️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Razu Gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Razu Gaming:

Share