Muhammod's Dairy

Muhammod's Dairy For update just follow my page…

14/07/2025
13/07/2025

শেফদের সবচেয়ে কঠিন রেসিপি: সময় খুঁজে পাওয়া প্রিয়জনদের জন্য।

11/07/2025

❤️

08/07/2025

চাকরি আপনার CV দেখে, কিন্তু প্রোমোশন দেয় আপনার EI দেখে।

কারণ, কর্মক্ষেত্রে প্রবলেম আসে স্কিলের ঘাটতি থেকে নয়, আবেগের ধাক্কা থেকে।

চলুন দেখি আরেকটি পরিচিত চিত্র:

একদিন অফিসে...

– বস আপনাকে সবার সামনে বাজেভাবে জবাব দিলেন — আপনি পুরোদিন মন খারাপ করে কাটালেন
– সহকর্মী আপনার আইডিয়াকে নিজের বলে চালিয়ে দিল — অথচ আপনি চুপ করে থাকলেন
– কাজের চাপ এত বেশি যে ঘুম হচ্ছে না, অথচ কাউকে কিছু বলতে পারছেন না
– প্রেজেন্টেশনে ছোট একটা ভুল হলো — এখন নিজেকেই দোষ দিতে দিতে আত্মবিশ্বাস শূন্য

এগুলো স্কিলের সমস্যা না।
এগুলো EI-এর অনুশীলনের অভাব।

ইমোশনাল ইন্টেলিজেন্স থাকলে আপনি পারবেন:

✅ বসের কথায় ভেঙে না পড়ে, নিজের ভ্যালু ধরে রাখতে
✅ নিজের কথা assertively বলা শিখতে — রাগ না করে, জোর দিয়ে
✅ চাপের মধ্যে শক্ত থাকা — মাথা ঠান্ডা রেখে প্ল্যান করা
✅ ভুল থেকে শেখা — ভুল হলে আত্মসম্মান হারানো নয়, আত্মউন্নয়ন

অফিসে EI মানে:

📌 টিমে সম্মান তৈরি
📌 বসের সাথে আত্মবিশ্বাসে কথা বলা
📌 ক্লায়েন্টের রাগ বুঝে কাজ ঠিকভাবে এগিয়ে নেওয়া
📌 সমস্যা দেখলে পালানো নয়, মুখোমুখি হওয়া

স্কিল হচ্ছে গাড়ির ইঞ্জিন —
কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে ব্রেক, ব্যালেন্স আর স্টিয়ারিং।

গন্তব্যে পৌঁছাতে হলে, সবগুলোই লাগবে।

📢 আপনি কি এখনো শুধু “স্কিল শেখা”তেই ব্যস্ত?
তাহলে সৎভাবে ভাবুন —

🔍 “Comprehensive chef inventory audit to uphold operational excellence.”📊 “Ensuring seamless culinary operations through...
01/07/2025

🔍 “Comprehensive chef inventory audit to uphold operational excellence.”
📊 “Ensuring seamless culinary operations through meticulous inventory control.”
🗂 “Strategic inventory management to support kitchen efficiency and quality.”
✅ “Data-driven approach to chef inventory for consistent supply chain performance.”
📦 “Optimizing resources through precise and proactive chef inventory tracking.”

22/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Rabby, সুন্দরবনের খাঁটি মধু

20/03/2025

এই গেমে হাসনাত ভাই হাইরা যাবেন, আমি জানি।

কাল থেকেই হাওয়া থেকে, আসমান থেকে দুর্নীতি বা নারী কেলেঙ্কারির নিউজ আসতে থাকবে। ফরম্যাট এক থাকবে। নিউজ এক থাকবে। খালি মিডিয়া আলাদা।

বাট ফ্যাক্ট কী জানেন?

যেই মিটিং থেকে উঠে আসছে, ঐটা এক্সেপ্ট করলেই ৫০০০ কোটির ফান্ড পাইয়া যাইতো।

বোকা মানুষ।

টাকাও ছাইড়া আসছে। এখন আবার ঐ দুর্নীতির নিউজেই ফাঁসবে।

বাংলাদেশে এমনই হয় সাধারণত। আজ পর্যন্ত ঐ প্রেসক্রিপশনের বাইরে গিয়ে কেউ রাজনীতি করতে পারে নাই।

হাসনাত পারলে ভালো। না পারলে ছেলেমেয়েদের আজকের এই গল্পটা শোনাবো আমি। শোনাবো আমাদের এক জার্সি পরা ক্যাপ্টেন ছিলো.....

হ্যা, কাপ্তানই তো। যখন হাজার কোটির ডিলিংসে ক্যাশপ্রেমিকরা দেশপ্রেমিকের সার্টিফিকেট বিক্রি করেছে, তখন এই ছেলেটা একটা জার্সি পরে সেইটা সবাইকে বলে দিয়েছে।

স্যালুট, ক্যাপ্টেন বাংলাদেশ!!

-Sadiqur Rahman Khan

Address

Banani Model Town

Alerts

Be the first to know and let us send you an email when Muhammod's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammod's Dairy:

Share