SRCC Short Stories

SRCC Short Stories This magazine is a platform where you can share your memories and experiences gathered during your Ramiz Uddin College life.

May the beautiful experiences spent at the college and the beautiful times spent with your friends live forever

16/07/2025

এই ছেলেমেয়েগুলোকে কলেজ টিসির ভয় দেখিয়েছিলো। বলেছিলাম - টিসি দিলে কয়জনকে দিবেন ? গ্রুপগুলোতে যখন ছেলেমেয়গুলো প্রতিবাদের ভাষায় তাদের দেখানো ভয়কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিলো তখন যেনো বার বার সুকান্ত ভট্টাচার্যের কবিতাটা মনে পরছিলো -

তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তো করে।

এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,
এ বয়সে তাই নেই কোনো সংশয়—
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।



১৪ পেরিয়ে ১৫ জুলাই যেদিন আবু সাঈদের বুকে পলাতক স্বৈরাচারের লেলিয়ে দেয়া বাহিনী গুলি করলো তখনও ক্যান্টনমেন্ট শান্ত। শুরুর ...
15/07/2025

১৪ পেরিয়ে ১৫ জুলাই যেদিন আবু সাঈদের বুকে পলাতক স্বৈরাচারের লেলিয়ে দেয়া বাহিনী গুলি করলো তখনও ক্যান্টনমেন্ট শান্ত। শুরুর গল্পটা শুনুন তাহলে -

রাত প্রায় ১২ টা, রমিজ উদ্দিনের কিছু শিক্ষার্থী মিলে প্ল্যান করলো তারা ১৬ জুলাই স্বশরীরে আন্দোলন করবে। আমাকেও জানানো হলো যে সকাল ১০ টায় ইসিবি থেকে আন্দোলন শুরু হবে। তাদের সাহসিকতার পূর্ণ সমর্থন দিলাম।

১৬ জুলাই সকাল ১০ টায় রমিজের বেশ কিছু শিক্ষার্থী ইসিবি এসেছে আন্দোলন করার জন্য। কিন্তু বিগত রাতের পরিকল্পনা কলেজ কর্তৃপক্ষ কোনোভাবে জানতে পারায় বিভিন্ন গ্রুপগুলোতে কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে বলা হয়েছে। বলা হয়েছে তাদের টিসি দেয়া হবে। তাতে শিক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছিলো আন্দোলনে।

সকাল ১১ টা, ২০-৩০ জন শিক্ষার্থী ইসিবি একত্রিত হয়ে স্লোগান দেয়া শুরু করে। কিছুক্ষণের মধ্যে হাজির হয় আমাদের প্রিন্সিপাল আর উচ্চারণ গণিত বিভাগের একজন শিক্ষক। তারা জোরপূর্বক রমিজের সবাইকে ধরে নিয়ে যেতে চাইছিলো। ততক্ষণে দেখলাম বিএএফ শাহীন, আদমজী কলেজের আরও শিক্ষার্থীরা এসেছে। তারা আমাদের প্রিন্সিপাল আর শিক্ষার্থীদের ঘিরে রেখেছে, যেতে দিবে না। এক পর্যায়ে তাদের মাঝে রেখেই শুরু হলো স্লোগান - কোটা না মেধা? মেধা মেধা।

বেশ কিছুক্ষণ পর তারা পিছু হঠতে বাধ্য হয়ে ইসিবি ত্যাগ করে। এবার শুরু হয় রাজপথের আন্দোলন, একে একে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। শুরুটা হয়েছিলো প্রায় ৩০-৪০ থেকে। আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আমরা এখানে নয় আন্দোলন নিয়ে কুর্মিটোলা পর্যন্ত গিয়ে হাইওয়ে বন্ধ করে দিবো। শুরু হলো স্লোগান -

তুমি কে আমি কে?
রাজাকার রাজাকার
কে বলেছে কে বলেছে?
স্বৈরাচার স্বৈরাচার
কোটা না মেধা?
মেধা মেধা
আমার ভাই মরলো কেন?
জবাব চাই জবাব দাও
আবু সাঈদের রক্ত
বৃথা যেতে দিবো না

সবাই আমরা উপস্থিত হলাম কুড়িল ফ্লাইওভারের সামনে। রাস্তায় ব্যারিকেড দিয়ে সেখানেই বসে পরলাম আমরা। স্লোগান চলতে থাকলো। জ্যামের মধ্যে একটা সার্ভিস লাইন তৈরি করা হলো এম্বুলেন্স আর বিদেশগামীদোর জন্য। সেনাবাহিনীর গাড়ীও আমরা লড়তে দেইনি সেদিন। তাকিয়ে দেখি সেই ৩০-৪০ জনের আন্দোলন টা এখন ২০০-৩০০ জনের আন্দোলন। জ্যামে বসে থাকা মানুষগুলোর চোখ মুখে রাগের বদলে ছিলো উৎসাহ আর উদ্দীপনা। এক ভদ্রলোক বললেন - দরকার পরলে এভাবেই থাকবে রাস্তা ছাড়বা না, আমরাও তোমাদের সাথে আছি। বিভিন্ন গাড়ী থেকে আমাদের জন্য পানি দিচ্ছিলো তারা। বুঝে গেলাম এ দেশের আমজনতা আমাদের সাথে আছে। ধরে নিলাম, এই অপশাসনের বিনাশ হবেই হবে।

বিস্তারিত আরও বড়, লিখতে গেলে শেষ হবে না। তবে নিজের স্বচোখে দেখা ইতিহাস কিভাবে ভুলে যাই? মনে রেখেছি রাখবো আর আপনাদেরকেও স্মরণ করিয়ে দিবো।

এডমিন
এসআরসিসি শর্ট স্টোরিস।


Just want to know about our co-curricular activities..? Dive into SRCC’s vibrant co-curricular world — whether you're in...
14/07/2025

Just want to know about our co-curricular activities..?

Dive into SRCC’s vibrant co-curricular world — whether you're into debating, take shot, arts, business, theatre, or leadership — there's a club waiting for your spark!

Learn. Lead. Create. Perform. Explore.
This is where your passions turn into purpose.



14/07/2025

তুমি কে? আমি কে?
রাজাকার রাজাকার।
কে বলেছে? কে বলেছে?
স্বৈরাচার স্বৈরাচার

ফিরে দেখা জুলাই।🔥



সংশোধন : কলেজের প্রাথমিক পোস্ট থেকে সংগৃহিত তথ্য থেকে আমাদের পূর্বের পোস্টে  আবেদনের নূন্যতম যোগ্যতার জিপিএ পোস্ট করা হয়...
12/07/2025

সংশোধন : কলেজের প্রাথমিক পোস্ট থেকে সংগৃহিত তথ্য থেকে আমাদের পূর্বের পোস্টে আবেদনের নূন্যতম যোগ্যতার জিপিএ পোস্ট করা হয়েছিলো। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তা পরিবর্তন করায় আমরাও আমাদের পোস্ট আপডেট করেছি।

শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞাপ্তি।




12/07/2025

এইদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো না থাকলে হয়তো জুলাই এক র"ক্ত ইতিহাসের নামেই রচিত হতো। অন্যায় দেখলে তারা যেভাবে রাজপথে নেমে আসে তেমনি অন্যায়ের শিকর উপরে ফেলে আবারও পড়ার টেবিলে ফিরে যায়। এরা ক্ষমতা চায় না এরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায়। 🇧🇩

স্যালুট বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় 🫡

12/07/2025

প্রতিবাদ চলবেই..!

11/07/2025

বিবেকে যার কুত্তায় মূত্র বিসর্জন করেছে সেই এই ঘটনার পরে দলকে জাস্টিফাই দেবার কথা বলবে। যারা বলে চাঁদাবাজ কোনো দলের না তাহলে দল থেকে তাদের বহিষ্কার করার মানে কি..? বিষয়টা এমন না যে চুরি করার পর মাথায় পাগড়ি দেয়ায় সে মাওলানা হয়ে গেছে!

দেশনেতা তার দলকে কতটা সুষ্ঠু পরিচালনা করতে পারে তা এই একটা ঘটনার মাধ্যমেই বোঝা যায়। এই ঘটনা আজ দৃশ্যমান তাই দলকে দুধ দিয়ে গোসল করাচ্ছেন। যেগুলো পর্দার আড়ালে হয় ? এই দায় যেমনটা দলের ঠিক একই ভাবে ইন্টেরিমের। এক বছর ধরে কি বালের আইন সংস্কার করলেন, যে প্রকাশ্যে একটা মানুষকে পাথর থেতলে হ'ত্যা করে?

যদি আইন গুলো খাতা কলমে আর টিভির পর্দা পর্যন্তই সীমাবদ্ধ থাকে তবে ইস্তফা দিয়ে সেনাবাহিনীর হাতে দায়িত্ব দিয়ে চলে যায়। সেনাশাসন থাকলে মারা শুধু আমজনতা খাবে না এসব কুকুরের দলও খাবে।

কোনো নব্য জালেম তৈরি হওয়ার আগে দ্বিতীয়বার ভাববেন। যদি মানুষ মা'রার পর আইসা বলেন দল থেকে বহিষ্কার তাহলে এভাবে বহিষ্কারই করতে পারবেন। দল চালানো আপনাদের কাজ না। আপনারাও একটি কথা মনে রাখবেন - জালেম আর জুলুমের অবসান হয়েছে দরকার পরলে আবারও হবে। কিন্তু হাসিনা দেশ ছেড়ে ভারত পালাতে পারলেও আপনারা লন্ডনে পালাবার সুযোগও পাবেন না।

আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না!


স্বাধীন দেশ তাই স্বাধীন ভাবে চাদার জন্য মানুষ মা'রা জায়েজ।
11/07/2025

স্বাধীন দেশ তাই স্বাধীন ভাবে চাদার জন্য মানুষ মা'রা জায়েজ।

শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞাপ্তি।
11/07/2025

শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞাপ্তি।




SRCC presents Blue Shoulders 🔷🔵🟦
10/07/2025

SRCC presents Blue Shoulders 🔷🔵🟦


10/07/2025

এবছর এসএসসি পাসের হার সারাদেশে ৬৮.৪৫%। যারা পাস করেছে তাদের সবার জন্য শুভকামনা। যারা এবার পাস করতে পারেনি আবারও চেষ্টা করো, হাল ছেড়ো না।

এই ফলাফল এইচএসসি ২৫ পরিক্ষার্থীদের জন্য একটা দিক নির্দেশনা হতে পারে। তাই এইচএসসি পরিক্ষার্থীদের খুবই সতর্কতার সহিত ভালো মতো পরিক্ষা দেবার জন্য অনুরোধ করছি।

এটা রেজাল্টের ধ্বস না বরং এটাই হলো প্রকৃত রেজাল্ট যা বিগত ১৫-১৬ বছরে হয়নি। বিগত বছরগুলোতে সাধারণত পরিক্ষা হতো কোনো নির্বাচনিত সরকারের অধীনে। আর কোনো সরকারই চাইবে না তার আমলে রেজাল্টের ধ্বস দেখাতে। কেননা যদি তার আমলে রেজাল্টের হার কম হয় জনগণ মনে করবে সেই সরকার শিক্ষাখাতে ব্যর্থ। যার দরুন সরকার জনগণকে দেখানোর কারণে একটা ভুঁইফোড় রেজাল্ট তৈরি করে। যাতে দেখা যায় স্বল্প কিছু ফেইল দিয়ে A+ এর সংখ্যাও মাত্রাধিক।

অপরদিকে এবছর পরিক্ষা হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। এ সরকারের উদ্দেশ্য গদী না। এ সরকারের উদ্দেশ্য সংস্কার করা। শিক্ষাখাতও যার একটি অংশ। তাই বলাই যায়, গতকাল দেয়া শিক্ষা উপদেষ্টার কথাই এবার সত্য হবে। রেজাল্ট এবার সুনিপুণ ভাবেই তৈরি হবে।

এইচএসসি ২৫, তোমাদের উদ্দেশ্যে বলছি, বিগত বছরগুলোর রেজাল্ট দেখে খুশি হয়ে পড়াশোনা বাদ দিয়ে কোনো মতে পরিক্ষা দেয়ার চিন্তা থেকে বেরিয়ে আসো। যদিও বিষয়টা তোমাদের জন্য একটু মানসিক যন্ত্রণাদায়ক। কিন্তু এটাই শিক্ষার বাস্তবতা।

অন্তত এসব রেজাল্টের প্রভাব এখন নেতিবাচক হলেও আগামী বছরগুলোতে যদি এভাবেই রেজাল্টের মূল্যায়ন করা হয় তবে এর ইতিবাচক প্রবাভগুলো সুদূরপ্রসারী।

Best of luck Ramizian 🥀



Address

Banani Model Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRCC Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category