15/07/2025
১৪ পেরিয়ে ১৫ জুলাই যেদিন আবু সাঈদের বুকে পলাতক স্বৈরাচারের লেলিয়ে দেয়া বাহিনী গুলি করলো তখনও ক্যান্টনমেন্ট শান্ত। শুরুর গল্পটা শুনুন তাহলে -
রাত প্রায় ১২ টা, রমিজ উদ্দিনের কিছু শিক্ষার্থী মিলে প্ল্যান করলো তারা ১৬ জুলাই স্বশরীরে আন্দোলন করবে। আমাকেও জানানো হলো যে সকাল ১০ টায় ইসিবি থেকে আন্দোলন শুরু হবে। তাদের সাহসিকতার পূর্ণ সমর্থন দিলাম।
১৬ জুলাই সকাল ১০ টায় রমিজের বেশ কিছু শিক্ষার্থী ইসিবি এসেছে আন্দোলন করার জন্য। কিন্তু বিগত রাতের পরিকল্পনা কলেজ কর্তৃপক্ষ কোনোভাবে জানতে পারায় বিভিন্ন গ্রুপগুলোতে কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে বলা হয়েছে। বলা হয়েছে তাদের টিসি দেয়া হবে। তাতে শিক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছিলো আন্দোলনে।
সকাল ১১ টা, ২০-৩০ জন শিক্ষার্থী ইসিবি একত্রিত হয়ে স্লোগান দেয়া শুরু করে। কিছুক্ষণের মধ্যে হাজির হয় আমাদের প্রিন্সিপাল আর উচ্চারণ গণিত বিভাগের একজন শিক্ষক। তারা জোরপূর্বক রমিজের সবাইকে ধরে নিয়ে যেতে চাইছিলো। ততক্ষণে দেখলাম বিএএফ শাহীন, আদমজী কলেজের আরও শিক্ষার্থীরা এসেছে। তারা আমাদের প্রিন্সিপাল আর শিক্ষার্থীদের ঘিরে রেখেছে, যেতে দিবে না। এক পর্যায়ে তাদের মাঝে রেখেই শুরু হলো স্লোগান - কোটা না মেধা? মেধা মেধা।
বেশ কিছুক্ষণ পর তারা পিছু হঠতে বাধ্য হয়ে ইসিবি ত্যাগ করে। এবার শুরু হয় রাজপথের আন্দোলন, একে একে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। শুরুটা হয়েছিলো প্রায় ৩০-৪০ থেকে। আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আমরা এখানে নয় আন্দোলন নিয়ে কুর্মিটোলা পর্যন্ত গিয়ে হাইওয়ে বন্ধ করে দিবো। শুরু হলো স্লোগান -
তুমি কে আমি কে?
রাজাকার রাজাকার
কে বলেছে কে বলেছে?
স্বৈরাচার স্বৈরাচার
কোটা না মেধা?
মেধা মেধা
আমার ভাই মরলো কেন?
জবাব চাই জবাব দাও
আবু সাঈদের রক্ত
বৃথা যেতে দিবো না
সবাই আমরা উপস্থিত হলাম কুড়িল ফ্লাইওভারের সামনে। রাস্তায় ব্যারিকেড দিয়ে সেখানেই বসে পরলাম আমরা। স্লোগান চলতে থাকলো। জ্যামের মধ্যে একটা সার্ভিস লাইন তৈরি করা হলো এম্বুলেন্স আর বিদেশগামীদোর জন্য। সেনাবাহিনীর গাড়ীও আমরা লড়তে দেইনি সেদিন। তাকিয়ে দেখি সেই ৩০-৪০ জনের আন্দোলন টা এখন ২০০-৩০০ জনের আন্দোলন। জ্যামে বসে থাকা মানুষগুলোর চোখ মুখে রাগের বদলে ছিলো উৎসাহ আর উদ্দীপনা। এক ভদ্রলোক বললেন - দরকার পরলে এভাবেই থাকবে রাস্তা ছাড়বা না, আমরাও তোমাদের সাথে আছি। বিভিন্ন গাড়ী থেকে আমাদের জন্য পানি দিচ্ছিলো তারা। বুঝে গেলাম এ দেশের আমজনতা আমাদের সাথে আছে। ধরে নিলাম, এই অপশাসনের বিনাশ হবেই হবে।
বিস্তারিত আরও বড়, লিখতে গেলে শেষ হবে না। তবে নিজের স্বচোখে দেখা ইতিহাস কিভাবে ভুলে যাই? মনে রেখেছি রাখবো আর আপনাদেরকেও স্মরণ করিয়ে দিবো।
এডমিন
এসআরসিসি শর্ট স্টোরিস।