
15/06/2025
আজ বিশ্ব বাবা দিবস।
সকল বাবার প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা।
সন্তান ও পরিবারে বাবার বহুমুখী অবদান, অভিভাবকত্ব বলে কি আর শেষ করা যায়।
বাবা ধৈর্যের দীপ্ত প্রতীক। সন্তানের মেরুদন্ড গড়ে দেয়ার কারিগর। তিনি এক নীরব সত্তা, যিনি নিজের সমস্ত স্বপ্ন আবদ্ধ করেন সন্তানের মসৃণ পথ চলা আর সুরক্ষিত ভবিষ্যৎ বিনিমার্ণে।
জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি ক্লান্ত বিকেলে, যিনি মাথার ওপর আকাশ হয়ে থাকেন।
বাবা- পরিবার গঠনের মৌলিক ভিত্তি, মূল্যবোধের উত্তরাধিকার সর্বোপরি নিঃস্বার্থ ত্যাগের এক নির্ভরশীল যোদ্ধা।
সকল বাবা কে বিনম্র সালাম।