
02/10/2025
সেশান ১৬২
ব্যাচ ৩১
অন্যের ভালো দেখলে বা উন্নতি দেখলে খুশী হতে শেখা
কারো জীবনে ভালো কিছু দেখলে খুশী হবেন এবং তাঁকে আপ্রিসিয়েট করবেন।
আরেকজনের ভালো দেখে খুশী হতে অসুবিধা কি? একদিন আপনার ভালো কিছু দেখলে তিনিও খুশী হবেন। খুশী হতে না পারলে চুপ করে থাকুন, নিজেকে সেই জায়গায় এগিয়ে নিয়ে যান।
কারো হিংসা করেছেন তো, তার উপকার করেছেন। কারণ সে হিংসা করতে করতে সময় নষ্ট করবে, আর আপনি কাজ করতে করতে এগিয়ে যাবেন। হিংসা বিদ্বেষ মানুষের সম্ভাবনাকে নষ্ট করে দেয় এবং বিবেক অকার্যকর হয়ে যায়।
কারো উপকার করতে নাও পারেন, ক্ষতি বা বদনাম করার কি প্রয়োজন! প্রাপ্তিটা কি? কোন অর্জন নেই, নিজেকে ছোট করা ছাড়া।
অন্যের ভালো বা উন্নতি দেখে খুশি হতে শেখা মানে হলো ভেতরের ঈর্ষাকে একটু একপাশে রেখে মনটা খোলা রাখা। কয়েকটা সহজ উপায় আছে যেগুলো চর্চা করলে এটা সম্ভব—
১। তুলনা না করা – সবসময় নিজের সাথে অন্যকে মেলালে মন খারাপ হয়। তাই ভাবতে হবে, সবার পথ আলাদা।
২। শেখার দিক দেখা – অন্যের সফলতা দেখে “ও পারছে, আমিও পারব” এই ভাবনা তৈরি করা।
৩। প্রশংসা করতে অভ্যস্ত হওয়া – সত্যি মন থেকে কারও কাজের ভালো দিক বললে নিজের মধ্যেও ইতিবাচকতা জন্মায়।
৪। কৃতজ্ঞ থাকা – নিজের যা আছে সেটা ভেবে খুশি হলে অন্যের উন্নতি দেখেও ভালো লাগতে শুরু করে।
৫। সহযোগিতা করা – সুযোগ পেলে কারও সফলতায় হাত বাড়িয়ে দিলে মন আরও প্রশান্ত হয়।
অন্যের ভালো দেখে এই খুশী আপনাকে পজিটিভ এনার্জি দিবে, আপনার এগিয়ে যাওয়া সুগম হবে।
- ইকবাল বাহার
#সাধারণ_থেকে_অসাধারণ_হয়ে_উঠার_চর্চা
#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন