
19/07/2025
সেশান ১৭৮
ব্যাচ ৩০
আমরা আমাদের অতীত বদলাতে পারি না কিন্তু ভবিষ্যৎ বদলানোর সকল শক্তি ও সামর্থ্য আমাদের আছে – দরকার শুরু করা...
বেশিরভাগ সময় আমরা অতীত থেকে শিক্ষা না নিয়ে, অতীতের দুঃখ কষ্ট না পাওয়া নিয়ে অনুসুচনায় পরে থাকি। অতীতে কোন কিছু পারেন নাই – ঐ ভয় নিয়ে এখনো যদি মনে করেন যে আপনি পারবেন না বা আপনাকে দিয়ে হবে না। এটা ভুল চিন্তা।
অতীতে যা ঘটে গেছে তা শেষ, তা চাইলেও এখন আর অতীতকে আপনি বদলাতে পারবেন না।
কিন্তু আপনি যেটা পারবেন, তা হল আজ থেকে চাইলে আপনি আপনার ভবিষ্যৎ বদলাতে পারবেন। সেই মেধা ও সম্ভাবনা আপনার মাঝে আছে। শুধু এখন শুরু করতে হবে এবং কিছু দক্ষতা যোগ করে অনুশীলন করে যেতে হবে প্রতিদিন।
একটা মানুষ চাইলে যে কোন সময় ও যে কোন বয়সে নতুন করে শুরু করতে পারে, তাঁর ভাগ্য পরিবর্তনের কাজ শুরু করতে পারে এবং নতুন সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারে। কিন্তু এটা আপনাকে চাইতে হবে এবং কাজ শুরু করতে হবে।
কেউ যদি বলে পারি না বা পারবো না – তাঁর মানে চেষ্টা না করে বা শুরু না করেই হার মেনে বসে থাকা। বসে থাকা, অলসতা, অজুহাত – এগুলো খুব আরামদায়ক কাজ যা আপনার সম্ভাবনাকে নষ্ট করে ফেলে ও আপনাকে সাধারনের কাতারে ঠেলে দেয়, অসাধারণ হতে বাধা হয়ে দাঁড়ায়।
এই সাময়িক আরাম থেকে বের হয়ে আসতে হবে অসাধারণ কিছু করার প্রত্যয়ে। যা রচনা করার সকল সম্ভাবনা আপনার মাঝে আছে – দরকার শুধু ইচ্ছে, শুরু করা ও না পাওয়া পর্যন্ত লেগে থাকা।
- ইকবাল বাহার
#সাধারণ_থেকে_অসাধারণ_হয়ে_উঠার_চর্চা
#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন