25/07/2025
অভিনেত্রী ও নির্মাতা মাশহাদি একজন পুরস্কারপ্রাপ্ত প্রামাণ্যচিত্র নির্মাতা, চলচ্চিত্র সম্পাদক ও অভিনেত্রী। তার কাজের মধ্যে রয়েছে ‘ডেজার্ট অব বিলিফ’, ‘বায়ু’, ‘নৌ জালালউদ্দিন’, ‘ডিলিউশন’, ‘হোয়ার দ্য উইন্ড ব্লোজ’, ‘ম্যানচেস্টার কার্গো’ ও ‘গোসান’। ইরানি চলচ্চিত্রে অবদানের জন্য বিভিন্ন চলচ্চিত্র উৎসব থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এ তারকা।