শুভ ভাই

শুভ ভাই You Don't Need Golden Spoon To Eat Good Food❤️

13/06/2025

বোনদের বিয়ে দিয়ে দিতে হবে জানলে ছোটবেলায় আম্মুকে বলতাম না, "আম্মু, আমাদের বোন কিনবা না?" 💔

16/04/2025

চলো ভিজি❤️

22/03/2025

বাড়তি কিছু চাওয়া নেই আর, শুধু একটু শান্তি চাই। জীবনের ছোট ছোট সুখগুলো হারিয়ে যেতে যেতে, আজ শুধুই ক্লান্তি। কোথাও একটু থামলে, কিছু সময়ের জন্য হলেও শান্তি পাবো, এটাই এখন একমাত্র চাওয়া।

আমাকে কেউ কখনো অসম্ভব রকমের ভালবাসেনি, কারো পছন্দের শীর্ষ তালিকায় আমি কখনো নিজের নাম লেখাতে পারিনি।কারো চোখে পৃথিবীর সু...
25/02/2025

আমাকে কেউ কখনো অসম্ভব রকমের ভালবাসেনি, কারো পছন্দের শীর্ষ তালিকায় আমি কখনো নিজের নাম লেখাতে পারিনি।
কারো চোখে পৃথিবীর সুন্দর মানুষটি আমি হতে পারিনি,কেউ আমার জন্য কেঁদে বুক ভাসায়নি।
কখনো বলেনি আমাকে তার লাগবেই লাগবে। কেউ বলেনি তোমাকে দেখলে আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়।

যখনই ভেবেছি না এই মানুষটা আমাকে ভালোবাসে, ঠিক তখনই তারা আমাকে ভুল প্রমাণ করেছে।
কেউ কথা রাখেনি, কেউ থাকেনি, কেউ আমার মাথায় হাত রেখে বলেনি এত ভয় কিসের, আমি আছি তো!

এই জীবনে এত মানুষ আসলো আবার শীতের কুয়াশার মতো হারিয়ে গেল,
কিন্তু কেউ আমায় তার করে রাখলো না। কারো জন্য আমি তার ব্যক্তিগত সুখ নামে পরিচিতি পাইনি। কারো একান্ত কাছের কেউ হয়ে উঠতে পারিনি।

আমার কান্না ভেজা চোখ দেখে কারো মন গলেনি, আমি কষ্ট পাবো ভেবে কেউ কখনো কোনো কাজ করতে পিছপা হয়নি। এমনকি আমার মন খারাপ হবে ভেবে কেউ কোন কথা মনে রাখেনি।
মোট কথা আমার আদ্র চোখ, রুক্ষ মুখ, মৌনতা, আমার নতি স্বীকার কারো মনে আচর কাটতে পারেনি।

আমার কোন কর্মকান্ডে কেউ কখনো মায়া, ভালোবাসা খুঁজে পায়নি।
আমাকে কেউ আগলে রাখবে, ভালোবাসবে, বুঝবে, এটা রূপকথার মত অসম্ভব আর অবাস্তব!🖤

18/02/2025

তোমার বন্ধু কিংবা নিকট আত্মীয়, যে হয়ত চায় তুমি ভালো থাকো। কিন্তু সে এটা চায় না , তুমি তার চেয়ে বেশি ভালো থাকো।
মানুষের সাধারণ মনের প্রবৃত্তি এভাবে কাজ করে।

কাজেই তুমি যখন পরিকল্পনা করো সবাইকে ছাড়িয়ে যাবার , খুব সাবধান - কেউ যেন জানতে না পায় !

02/02/2025
02/02/2025

যার অভাবে সন্ধ্যা নামে না, একটা সময় তাকে ছাড়া কত শত রাত পার হয়েযায়।

এক জনমে মানুষ কত কিছুই তো পায় না,
কিন্তু কিছু না পাওয়ার আক্ষেপ ;
শিরা-উপশিরায় প্রতিনিয়ত বিক্ষোভ করে যায় ।

মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময়,
সারাদিন বক বক করা মানুষটাও একদিন চুপসে যায় শব্দ হীনতায়।

শব্দের অভাব হলো মানুষের সব থেকে বড় দারিদ্র্যতা,
এই দারিদ্র্যতা মানুষকে করে তুলে নিঃসঙ্গ প্রতিমা।।

22/11/2024

অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে জীবনে হাসি আনন্দ হারিয়ে ফেলবেন না।হাসতে ভুলে যাবেন না!আপনার করা বাচ্চামি গুলো সুন্দর। কারণ এগুলো আপনি বেখেয়ালে করেন!নিজের আপন সত্ত্বাকে অনুসরণ করুন!
আপনি যেমনই হন আপনি ঠিক আছেন।💚

22/11/2024

যে প্রেম!
দেহ খোজে,অন্ধকার খোজে,
সেটা বোধহয় প্রেম না
সেটা লালসা🙂

12/08/2024

আমার বাসায় WIFI চলে গেসে

নাহিদ ভাই উল্টা পাল্টা সুইচ টিপটিপি কইরো না 🥲

05/08/2024

ছাত্রলীগের পোলাপাইনের ভিসা লাগলে ইনবক্স
📌

৫ মিনিট পর পর বিমান কেন ছেড়ে যাচ্ছে কারা যাচ্ছে?  এত ঘন ঘন শিডিউল কেন?
04/08/2024

৫ মিনিট পর পর বিমান কেন ছেড়ে যাচ্ছে কারা যাচ্ছে? এত ঘন ঘন শিডিউল কেন?

Address

Banani Model Town

Alerts

Be the first to know and let us send you an email when শুভ ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category