পাঠক সেবা বিডি -Pathak Sheba BD

পাঠক সেবা বিডি -Pathak Sheba BD পাঠকবৃন্দের সেবাই আমাদের উদ্দেশ্য

নামায পড়বো, গুনাহ ছাড়বো; এমন প্রতিজ্ঞা করেও, প্রতিজ্ঞা ঠিক রাখতে পারছেন না? বারবার নফস এবং শয়তান ধোঁকা দিচ্ছে?হেদায়েতের ...
08/10/2025

নামায পড়বো, গুনাহ ছাড়বো; এমন প্রতিজ্ঞা করেও, প্রতিজ্ঞা ঠিক রাখতে পারছেন না? বারবার নফস এবং শয়তান ধোঁকা দিচ্ছে?

হেদায়েতের পথে চলতে আমাদের প্রধান শত্রু হলো শয়তান আর নফস। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আর নফস তা কাজে পরিণত করে। নফস লোভী, খায়েশের পেছনে ছোটাই তার স্বভাব। শয়তানের যেমন মানুষকে ফাঁদে ফেলে গুনাহ করায়, নফসও তেমনি বিভিন্ন ছলচাতুরী করে মানুষকে গুনাহে জড়ায়। তাই দুটোর বিরুদ্ধে লড়াই জরুরী। মানুষের জীবনের শেষ মুহূর্তে শয়তান এসে সর্বোচ্চ চেষ্টা করে তার ঈমান কেড়ে নিতে। বাদ যায় না মুমিন বান্দারাও। কিন্তু মুমিনের ঈমানের জোরের সাথে শয়তান পেরে উঠতে পারে না। তাই শয়তানের ফিতনায় পড়ে নিজেকে নিঃশেষ করার আগেই সচেতন হওয়া চাই। এবং আত্মশুদ্ধির পথে কীভাবে চলবেন, এই পথ দেখাবে র‌বের প‌থে যাত্রা। বইটি আপনাকে এগিয়ে নেবে, পিছলে যেতে দেখলে হাত ধরে আসন্ন বিপদ প্রত্যক্ষ করাবে, দিকনির্দেশনা দেবে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে সর্বাত্মক সাহায্য করে যাবে।

প‌রি‌শে‌ষে, নিশ্চিত ভবিষ্যৎ তথা মৃত্যু এবং পরকালের জীবন সম্পর্কে বিস্তারিত জানতে “ভাবনায় পরকাল” বইটি আপনার জন্য সহায়ক হবে। ইন শা আল্লাহ

আত্মশু‌দ্ধি প্যাকেজের বইগু‌লো:
১. নফ‌সের বিরু‌দ্ধে লড়াই
২. শয়তা‌নের বিরু‌দ্ধে লড়াই
৩. র‌বের প‌থে যাত্রা
৪. ভাবনায় পরকাল

আপনি যদি প্যাকেজটি নিতে চান তাহলে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটি ইনবক্স করুন

অথবা এই(01748483281) নাম্বারে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করুন

সীরাতে ইবনে হিশাম রাসূল (সঃ) এর সর্বপ্রথম প্রণীত জীবনী গ্রন্হ—👇🏽👇🏽👇🏽সীরাত বলতে বুঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া...
07/10/2025

সীরাতে ইবনে হিশাম রাসূল (সঃ) এর সর্বপ্রথম প্রণীত জীবনী গ্রন্হ—👇🏽👇🏽👇🏽
সীরাত বলতে বুঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াত লাভের আগে নবুওয়াতের পারিপার্শ্বিকতা রচনাকারি ঘটনাবলি, তাঁর জন্মের আগে সংঘটিত রিসালাতের নিদর্শন সংবলিত ঘটনাবলী, তাঁর জন্ম, জন্মের পর নবুওয়াতকাল পর্যন্ত তাঁর বেড়ে ওঠা, মানবজাতিকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান, আহ্বানের পর ইসলামের প্রচার ও প্রসারের চূড়ান্ত বিজয় অর্জিত হওয়া পর্যন্ত ইসলামের দাওয়াত গ্রহণকারীদের বিবরণ সম্বলিত রাসূল (সঃ) এর সমগ্র জীবন ।
মুসলিম বিশ্বের কাছে সীরাত গ্রন্হ হিসেবে যে গ্রন্হটি অতীব গ্রহণীয় ও নির্ভরযোগ্য তা হচ্ছে সীরাতে ইবনে হিশাম। এ গ্রন্থের প্রণেতা বিশিষ্ট মনীষী, ইতিহাসবিদ ও ভাষাবিদ আবদুল মালিক ইবনে হিশাম, এই মনীষীর নামেই গ্রন্হটি সর্বজন স্বীকৃত হলেও এর মূল রচিয়তা হলেন ঐতিহাসিক মদীনা মুনাওয়ারার অধিবাসী মুহাম্মদ ইবনে ইসহাক ।
মদীনাবাসি নবীজিকে কত সম্মান করতেন তার এক অপার দৃষ্টান্ত হলো মুহাম্মদ ইবনে ইসহাকের লিখিত গ্রন্হ “সীরাতুন নব্বীয়াহ” । কিন্তু আস-সীরাতুল নববীয়াহ নামে একক গ্রন্হ হিসেবে পরবর্তীতে সংরক্ষিত হয়নি। পরে তাঁর এ সীরাতুন নব্বীয়াহ গ্রন্হটিকে ইবনে হিশাম সংযোজন বিয়োজন করে পাঠকগ্রাহ্য করে প্রকাশ করেন। নাম দেন সীরাতে ইবনে হিশাম।
📖বইঃ সীরাতে ইবনে হিশাম
✍🏽মূল লেখকঃ আবু মুহাম্মদ আব্দুল মালেক বিন হিশাম মুআফেরি (রহ) (ইবনে হিশাম)
📝অনুবাদঃ শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (দা.বা.)
✏️সম্পাদনাঃ মোঃ লুৎফুর রহমান
📄পৃষ্ঠা সংখ্যাঃ ১০০০ পৃষ্ঠা
📑কাগজের ধরণঃ ৬৫ জি এস এম ক্রিম পেপার
📒বাইন্ডিংঃ হার্ড ব্যাক ডাস্ট কাভার (ম্যাট লেমি)
📏সাইজঃ ৯.৫” * ৭.৫”
💰মুদ্রিত হাদীয়াঃ ১৪৫০ ৳

 #আসহাবে রাসূল সিরিজ ১০ টি ব‌ই ।বিশেষ ছাড়ে! ৭৯০ টাকা (উন্নতমানের কাগজ) ।সাহাবায়ে কেরাম রা. হলেন নববী গ্রহের এক উজ্জ্বল ন...
04/10/2025

#আসহাবে রাসূল সিরিজ ১০ টি ব‌ই ।
বিশেষ ছাড়ে! ৭৯০ টাকা (উন্নতমানের কাগজ) ।
সাহাবায়ে কেরাম রা. হলেন নববী গ্রহের এক উজ্জ্বল নক্ষত্র।এমন পুষ্পের মতো তাঁরা- যার সুবাসে গোটা বিশ্বজগত মাতোয়ারা। যে ফুলে বিরাজ করে ঈমান, ত্যাগ, উৎসর্গ ও কুরবানীর ভুবনজুড়ানো সৌরভ।
সাহাবারা ছিলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা। সর্বোত্তম মানুষ। এসব সাহাবার জীবনের নানা দিক উঠে এসেছে ‘আসহাবে রাসূল সিরিজে'।
এই চিন্তা এবং সময়ের তাকাযাকে সামনে রেখেই এই 'আসহাবে রাসূল সিরিজ'। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি, মহান সাহাবীগণের ঘটনাগুলো চমকপ্রদ ও নান্দনিক আঙ্গিকে আপনাদের হাতে তুলে দিতে।
★ বইগুলো সংগ্রহ করুন, পড়ুন, উপহার দিন।
ঘরে বসে বইগুলো হাতে পেতে মেসেজ করুন।

বইটি অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন

আরো জানতে আমাদের কল করুন:
PHONE NO: 01748-483281

#পাঠক_সেবা_বিডি_Pathak_Sheba_BD

 #আসহাবে রাসূল সিরিজ  ১০ টি ব‌ই । বিশেষ ছাড়ে! ৭৯০ টাকা (উন্নতমানের কাগজ) ।সাহাবায়ে কেরাম রা. হলেন নববী গ্রহের এক উজ্জ্বল...
08/05/2025

#আসহাবে রাসূল সিরিজ ১০ টি ব‌ই ।
বিশেষ ছাড়ে! ৭৯০ টাকা (উন্নতমানের কাগজ) ।
সাহাবায়ে কেরাম রা. হলেন নববী গ্রহের এক উজ্জ্বল নক্ষত্র।এমন পুষ্পের মতো তাঁরা- যার সুবাসে গোটা বিশ্বজগত মাতোয়ারা। যে ফুলে বিরাজ করে ঈমান, ত্যাগ, উৎসর্গ ও কুরবানীর ভুবনজুড়ানো সৌরভ।
সাহাবারা ছিলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা। সর্বোত্তম মানুষ। এসব সাহাবার জীবনের নানা দিক উঠে এসেছে ‘আসহাবে রাসূল সিরিজে'।
এই চিন্তা এবং সময়ের তাকাযাকে সামনে রেখেই এই 'আসহাবে রাসূল সিরিজ'। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি, মহান সাহাবীগণের ঘটনাগুলো চমকপ্রদ ও নান্দনিক আঙ্গিকে আপনাদের হাতে তুলে দিতে।
★ বইগুলো সংগ্রহ করুন, পড়ুন, উপহার দিন।
ঘরে বসে বইগুলো হাতে পেতে মেসেজ করুন।
ডেলিভারি চার্জ:
৭০ টাকা ঢাকার ভেতর
এবং বাইরে ১২০ টাকা
বইটি অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন

#পাঠক_সেবা_বিডি_Pathak_Sheba_BD

06/02/2025

#আসহাবে রাসূল সিরিজ ১০ টি ব‌ই ।
বিশেষ ছাড়ে! ৭৯০ টাকা (উন্নতমানের কাগজ) ।
সাহাবায়ে কেরাম রা. হলেন নববী গ্রহের এক উজ্জ্বল নক্ষত্র।এমন পুষ্পের মতো তাঁরা- যার সুবাসে গোটা বিশ্বজগত মাতোয়ারা। যে ফুলে বিরাজ করে ঈমান, ত্যাগ, উৎসর্গ ও কুরবানীর ভুবনজুড়ানো সৌরভ।
সাহাবারা ছিলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা। সর্বোত্তম মানুষ। এসব সাহাবার জীবনের নানা দিক উঠে এসেছে ‘আসহাবে রাসূল সিরিজে'।
এই চিন্তা এবং সময়ের তাকাযাকে সামনে রেখেই এই 'আসহাবে রাসূল সিরিজ'। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি, মহান সাহাবীগণের ঘটনাগুলো চমকপ্রদ ও নান্দনিক আঙ্গিকে আপনাদের হাতে তুলে দিতে।
★ বইগুলো সংগ্রহ করুন, পড়ুন, উপহার দিন।
ঘরে বসে বইগুলো হাতে পেতে মেসেজ করুন।
ডেলিভারি চার্জ:
৫০ টাকা ঢাকার ভেতর
এবং বাইরে ১০০ টাকা
বইটি অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন

#পাঠক_সেবা_বিডি_Pathak_Sheba_BD

নামায পড়বো, গুনাহ ছাড়বো; এমন প্রতিজ্ঞা করেও, প্রতিজ্ঞা ঠিক রাখতে পারছেন না? বারবার নফস এবং শয়তান ধোঁকা দিচ্ছে?হেদায়েতের ...
11/09/2023

নামায পড়বো, গুনাহ ছাড়বো; এমন প্রতিজ্ঞা করেও, প্রতিজ্ঞা ঠিক রাখতে পারছেন না? বারবার নফস এবং শয়তান ধোঁকা দিচ্ছে?

হেদায়েতের পথে চলতে আমাদের প্রধান শত্রু হলো শয়তান আর নফস। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আর নফস তা কাজে পরিণত করে। নফস লোভী, খায়েশের পেছনে ছোটাই তার স্বভাব। শয়তানের যেমন মানুষকে ফাঁদে ফেলে গুনাহ করায়, নফসও তেমনি বিভিন্ন ছলচাতুরী করে মানুষকে গুনাহে জড়ায়। তাই দুটোর বিরুদ্ধে লড়াই জরুরী। মানুষের জীবনের শেষ মুহূর্তে শয়তান এসে সর্বোচ্চ চেষ্টা করে তার ঈমান কেড়ে নিতে। বাদ যায় না মুমিন বান্দারাও। কিন্তু মুমিনের ঈমানের জোরের সাথে শয়তান পেরে উঠতে পারে না। তাই শয়তানের ফিতনায় পড়ে নিজেকে নিঃশেষ করার আগেই সচেতন হওয়া চাই। এবং আত্মশুদ্ধির পথে কীভাবে চলবেন, এই পথ দেখাবে র‌বের প‌থে যাত্রা। বইটি আপনাকে এগিয়ে নেবে, পিছলে যেতে দেখলে হাত ধরে আসন্ন বিপদ প্রত্যক্ষ করাবে, দিকনির্দেশনা দেবে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে সর্বাত্মক সাহায্য করে যাবে।

প‌রি‌শে‌ষে, নিশ্চিত ভবিষ্যৎ তথা মৃত্যু এবং পরকালের জীবন সম্পর্কে বিস্তারিত জানতে “ভাবনায় পরকাল” বইটি আপনার জন্য সহায়ক হবে। ইন শা আল্লাহ

আত্মশু‌দ্ধি প্যাকেজের বইগু‌লো:
১. নফ‌সের বিরু‌দ্ধে লড়াই
২. শয়তা‌নের বিরু‌দ্ধে লড়াই
৩. র‌বের প‌থে যাত্রা
৪. ভাবনায় পরকাল

আপনি যদি প্যাকেজটি নিতে চান তাহলে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটি ইনবক্স করুন

অথবা এই(01748483281) নাম্বারে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করুন

আল-আদাবুল মুফরাদ (দুই খণ্ড)লেখক : ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী (র)প্রকাশনী : পথিক প্রকাশনআল হাদিস, সুন্নাত ও শিষ্টাচ...
11/09/2023

আল-আদাবুল মুফরাদ (দুই খণ্ড)
লেখক : ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী (র)
প্রকাশনী : পথিক প্রকাশন
আল হাদিস, সুন্নাত ও শিষ্টাচার, আদব, আখলাক এর বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করা আছে

# # মানব জীবনে আদব বা শিষ্টাচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আদর্শ ও সুশৃঙ্খল সমাজ গঠনে শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম। উত্তম চরিত্র, ভালো ব্যবহার ও সুসভ্য জাতি গঠনের সর্বোত্তম উপায় ও উপকরণ রয়েছে পবিত্র কুরআন ও হাদিসে নববিতে।

# # আহার-পানীয় গ্রহণে, অন্যের সঙ্গে কুশল বিনিময়ে, সালাম আদান-প্রদানে, অনুমতি গ্রহণে, উঠা-বসা, কথা বলা, দুআ-মুনাজাত, আনন্দ ও শোক প্রকাশ প্রভৃতি ক্ষেত্রে মুমিনের আচরণ কিরূপ হবে তার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে ইসলামে। কোনো মুসলিম কাঙ্ক্ষিত মানের ও সুসভ্য মানুষরূপে গড়ে উঠবে এবং নিজেকে অন্যান্য জাতি অপেক্ষা ভিন্ন বৈশিষ্ট্যমন্ডিত করতে সক্ষম হবে তখনই, যখন ইসলামি শিষ্টাচারের সুষমাকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও পার্থিব জীবনের সকল দিক ও বিভাগে ফুটিয়ে তুলতে পারবে। তাই মানব জীবনে শিষ্টাচার অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।আজ থেকে ১৪০০ বছর আগে

# # নববি আদর্শ ও তাঁর দিক-নির্দেশনা ভুলে গিয়েছি। ফলে আমরা এবং আমাদের প্রজন্ম নববি পথ থেকে ছিটকে পড়ে পশ্চিমাদের আচরণে নিমজ্জিত হচ্ছি। তাই তো আমাদের জীবন হয়ে যাচ্ছে অন্ধকারাচ্ছন্ন আদব-আখলাক, আচরণ ও বিবিধ বিষয় নিয়ে ইমাম বুখারি রাহিমাহুল্লাহু রচনা করেছেন—“আল-আদাবুল মুফরাদ” নামক একটি বিখ্যাত হাদিসের গ্রন্থ। গ্রন্থটিতে আদব-আখলাক সংক্রান্ত ১৩৫০ টি গুরুত্বপূর্ণ হাদিস স্থান পেয়েছে। হাদিসগুলোর তাহকিক করেছেন প্রসিদ্ধ দুইজন মুহাক্কিক আলেম। কালজয়ী এই গ্রন্থটি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাভাষীদের জন্য আমাদের এই আয়োজন।

Regular price 1100/-
Offer price 650/-

অর্ডার করার জন্য আমাদের ইনবক্সে আপনার নাম,ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন

অথবা (01748483281) এই নাম্বারে ফোন করে অর্ডারটি কনফার্ম করুন

 #আসহাবে রাসূল সিরিজ  ১৫ টি ব‌ই । রেগুলার মূল্য ২২৫০/-বিশেষ ছাড়ে! ১২৫০ টাকা (উন্নতমানের কাগজ) ।সাহাবায়ে কেরাম রা. হলেন ন...
10/09/2023

#আসহাবে রাসূল সিরিজ ১৫ টি ব‌ই ।
রেগুলার মূল্য ২২৫০/-
বিশেষ ছাড়ে! ১২৫০ টাকা (উন্নতমানের কাগজ) ।
সাহাবায়ে কেরাম রা. হলেন নববী গ্রহের এক উজ্জ্বল নক্ষত্র।এমন পুষ্পের মতো তাঁরা- যার সুবাসে গোটা বিশ্বজগত মাতোয়ারা। যে ফুলে বিরাজ করে ঈমান, ত্যাগ, উৎসর্গ ও কুরবানীর ভুবনজুড়ানো সৌরভ।
সাহাবারা ছিলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা। সর্বোত্তম মানুষ। এসব সাহাবার জীবনের নানা দিক উঠে এসেছে ‘আসহাবে রাসূল সিরিজে'।
এই চিন্তা এবং সময়ের তাকাযাকে সামনে রেখেই এই 'আসহাবে রাসূল সিরিজ'। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি, মহান সাহাবীগণের ঘটনাগুলো চমকপ্রদ ও নান্দনিক আঙ্গিকে আপনাদের হাতে তুলে দিতে।
★ বইগুলো সংগ্রহ করুন, পড়ুন, উপহার দিন।
ঘরে বসে বইগুলো হাতে পেতে মেসেজ করুন।
ডেলিভারি চার্জ:
৬০/- টাকা ঢাকা সিটির ভেতরে
ঢাকার সাব এরিয়া ৮০/-
এবং বাইরে ১১০ টাকা

কিতাবুল ফিতান”ফিতনা সম্পর্কে  ২০০০ হাদিস সংকলিত হয়েছে ইমাম বুখারী রহ.-এর শিক্ষক ইমাম নুআইম ইবনু হাম্মাদ (রাহিমাহুল্লাহ)-...
04/09/2023

কিতাবুল ফিতান”

ফিতনা সম্পর্কে ২০০০ হাদিস সংকলিত হয়েছে ইমাম বুখারী রহ.-এর শিক্ষক ইমাম নুআইম ইবনু হাম্মাদ (রাহিমাহুল্লাহ)-র "কিতাবুল ফিতান" । যুগে যুগে কিতাবটি দলিল গ্রন্থ হিসেবে ব্যবহার হয়ে আসছে। এছাড়াও বইটির সংকলক ইমাম নুআইম ইবনু হাম্মাদ (রাহিমাহুল্লাহ)
ছিলেন যুগশ্রেষ্ঠ ইমাম ও আলেম। "কিতাবুল ফিতান" একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। সময়ের দাবি অনুসারে বর্তমানে একজন আলেম তো বটেই, একজন সাধারণ মানুষের তা পাঠ করা দরকার। এই ফিতনার সময় প্রত্যেক ঈমানদারের উচিত বইটি নিজেদের সংগ্রহে রাখা।

বইটির বৈশিষ্ট্য:
১। বইটি সাধারণদের উপযোগী করে অনুবাদ করা হয়েছে।
২। বইয়ে সকল হাদিস তাহকিক করে দেওয়া হয়েছে।
৩। পাঠকের সুবিধার্থে হাদিসের পাশাপাশি সংযুক্ত করা হয়েছে নোট।
ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ ৬০/-
ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ১১০/-
ঢাকার সাব এরিয়া গুলোতে ডেলিভারি চার্জ ৮০/-

তিন খণ্ডের মোট পৃষ্ঠা সংখ্যা: ১১৬৮
মুদ্রিত মূল্য: ১৯২০ টাকা।
৫১% ছাড়ে আমাদের কাছে পাচ্ছেন ৯৩০ টাকায়।

বইটি নিতে আমাদের পেজে মেসেজ করুন।

আজ আমরা পার্থিব শিক্ষা অত্যন্ত গুরুত্বসহকারে অর্জন করলেও রাসূল সা,-এর বাস্তবজীবন ও পূর্ণাঙ্গ সুন্নাহ সম্পর্কে তেমন সচেতন...
12/08/2023

আজ আমরা পার্থিব শিক্ষা অত্যন্ত গুরুত্বসহকারে অর্জন করলেও রাসূল সা,-এর বাস্তবজীবন ও পূর্ণাঙ্গ সুন্নাহ সম্পর্কে তেমন সচেতন নই। বর্তমানে আমাদের দেশে ইসলামী বইয়ের কোনাে অভাব নেই। কিন্তু আফসােসের বিষয় হলাে, ব্যাবহারিক জীবনে রাসূল সা. কেমন ছিলেন ও মানবজীবনে প্রত্যুষে ঘুম হতে জেগে ওঠা থেকে শুরু করে সারাদিনের কর্মব্যস্ততা শেষে আবারও নিদ্রা যাওয়া পর্যন্ত প্রত্যেকটি কাজের যে সুন্নাতী পদ্ধতি রয়েছে এর ওপর পূর্ণাঙ্গ, তত্ত্ব ও তথ্যবহুল নির্ভরযােগ্য কোনো বই নেই বললেই চলে।

শায়েখ মাওলানা হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহ. রচিত “প্রাকটিক্যাল লাইফ অফ দ্যা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড কমপ্লিট সুন্নাহ” নামাক গ্রন্থটি এ বিষয়ে অত্যন্ত সমৃদ্ধ ও বেশ পূর্ণাঙ্গ। বাংলা ভাষা-ভাষীদের জন্যে তা অনুবাদ-এর পাশাপাশি যেসব বিষয় অপূর্ণাঙ্গ মনে হয়েছে, সেসব বিষয়ে প্রয়ােজনীয় ও পূর্ণাঙ্গ আলােচনা কুরআন-হাদীসের আলােকে সংযােজন করা হয়েছে।

গ্রন্থটি অধ্যয়নে একজন মুমিন তার দৈনন্দিন ব্যাবহারিক জীবনে কাঙ্ক্ষিত সকল সুন্নাতের একটি পূর্ণাঙ্গ চিত্র পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে।

আল কুরআনের ১-৩০ পারার দুই খন্ডের সর্বাধিক সংখ্যক আয়াতের পূর্ণাঙ্গ শানে নুযুলশানে নুযুল জানা না থাকার কারণে আয়াতের সঠিক ভ...
12/08/2023

আল কুরআনের ১-৩০ পারার দুই খন্ডের সর্বাধিক সংখ্যক আয়াতের পূর্ণাঙ্গ শানে নুযুল
শানে নুযুল জানা না থাকার কারণে আয়াতের সঠিক ভাব ও অন্তর্নিহিত মর্ম উদঘাটন করা যায় না।
এবং ঘটনার প্রেক্ষাপট না জানার দরুন মানুষ আয়াতের উল্টো ও ভুল অর্থ বুঝতে পারে।
তাই এই বইটি রাখলে কোরআন বোঝার ক্ষেত্রে উপকার হবে।
সর্বাধিক সংখ্যক আয়াতের পূর্ণাঙ্গ শানে নুযুল কোরআনের ১-৩০ পারা দুই খন্ডের বই
লেখক : মুফতি আবু বকর সিরাজী
পৃষ্ঠা : ১৬০০
কভার: হার্ড কভার
বিক্রয় মূল্য: ৯৯০৳
#শানে-নুযূল
#সূরা

লেখক -মুফতি আবু বকর সিরাজী

Address

Banglabazar
Banani Model Town
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাঠক সেবা বিডি -Pathak Sheba BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share