Vipnewsbd.com

Vipnewsbd.com Vipnewsbd.com is one of the popular Bangla news portal.This online portal has started to provide rea Website:- http://www.vipnewsbd.com
instagram:-

24/07/2025
11/07/2025

নতুন ভোটার ও নারী
ভোটারদের উৎসাহিত করতে হবে ---নাফিজ মাহবুব।
-----------
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও
মানবাধিকার রক্ষায় করণীয় শীর্ষক এক
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি'র
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,
জনাব নাফিজ মাহবুব
ভোটাধিকারকে একজন নাগরিকের সবচেয়ে বড়
অধিকার হিসেবে আখ্যায়িত করেছেন।

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত
বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে
"সার্ক মিডিয়া ক্লাব"
ও আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা কর্তৃক আয়োজিত এই সভায় তিনি গুরুত্বারোপ করেন।

যে যখন শাসকের গদিতে বসার জন্য জনগণের ম্যান্ডেট প্রয়োজন হয় না, তখন সেই শাসকের কাছে জনগণের অধিকার ও সুযোগ-সুবিধা কোনো গুরুত্বই পায় না।

নাফিজ মাহবুব তার বক্তব্যে আরও বলেন,
"নাগরিকের ভোটের অধিকার যখন থাকে না,
তখন তার অন্যসব অধিকার একে একে বিলুপ্ত হতে থাকে।

ভোটাধিকার হলো সেই জিনিস,
যা একজন শাসককে রাষ্ট্রের নাগরিকের প্রতি দায়বদ্ধ থাকতে বাধ্য করে।"

তিনি আরও মনে করেন যে,
স্বাধীন দেশের নাগরিক হিসেবে ভোটের অধিকারের
প্রশ্নে আমাদের সবচেয়ে বেশি সচেতন হওয়া উচিত।

এটি নিশ্চিত হলে অন্যান্য সকল হিসাব-কিতাব স্বয়ংক্রিয়ভাবে সঠিক পথে এগোতে থাকে।

তিনি দলীয় কোন্দল ও ব্যক্তিস্বার্থ ভুলে গিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র রক্ষায় সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

এ প্রসঙ্গে তিনি কয়েকটি
গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেন।

* নতুন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা : তরুণ প্রজন্মের অংশগ্রহণ গণতন্ত্রের জন্য অপরিহার্য।

* নারী ভোটারদের উৎসাহিত করা: নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি সুষ্ঠু ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন সম্ভব নয়।

* আর্থিক লেনদেন পরিহার করা: অর্থের বিনিময়ে ভোট কেনাবেচা রোধ করে নির্বাচনের পবিত্রতা রক্ষা করা।

* পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগে শতভাগ সুষ্ঠু পরিবেশ তৈরি করা: ভোটাররা যাতে নির্ভয়ে এবং স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা
এডভোকেট বোরহান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ঢাকা মহানগর উত্তর সানেক সহ-সভাপতি
জনাব আলতাফ হোসেন মোল্লা।

সভার সভাপতিত্ব করেনঃ
উক্ত পরিষদের সভাপতি সাব্বির আহমেদ রনি।
#নতুন #ভোটার #সংগ্রহ #জাতীয়তাবাদী #দল
#বিএনপি Nafiz Mahbub
কপি-- ত্রিশাল বার্তা।

https://uttaranews24.com/2025/07/10/%e
10/07/2025

https://uttaranews24.com/2025/07/10/%e

প্রতিদিনের জীবনের এক অনিবার্য বাস্তবতা হলো মৃত্যু। আজও আমরা শুনছি—কেউ না কেউ পৃথিবীর মায়া ত্যাগ করে চিরস্থায়ী জ....

08/07/2025

আন্দালিব রহমান পার্থ একটি ইন্সটিটিউট--+ নাফিজ মাহবুব রানা

ঢাকা ডেক্স- খুলনা বিভাগীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক নাফিজ মাহবুব(রানা) ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ কে একটি ইন্সটিটিউট হিসেবে আক্ষা দিয়ে বলেন উনাকে নিয়ে গবেষণা চলে। নতুন প্রজন্মের জন্য একজন আইডল। রাজনীতিতে সমস্যা আসবে সমাধান করাই সাংগঠনিক কর্মসূচিকে সাফল্য মণ্ডিত করতে হবে। খুলনা জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক ভাবে সমস্যা গুলো চিহ্নিত করে কেন্দ্রের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের পথ কে সুগম করে সাংগঠনিক কর্মসূচিকে বেগবান করতে হবে। আগামী সংসদ নির্বাচন কে ইঙ্গিত করে খুলনা বিভাগের সফলতার কথা উল্লেখ করে বলেন যেভাবে আপনারা আজকের মতবিনিময় সভাকে সাফল্যমন্ডিত করেছেন, এভাবে আগামী দিনেও কাজ করে যেতে পারলে খুলনা বাসী বেশি সংখ্যক সাংসদ পার্লামেন্টে দেখতে পারবেন বলে আমি বিশ্বাস করি।

#রাজনীতিরখবর
#রাজনীতিরকথাজনতারকথা
#বিজেপি
#বাংলাদেশরাজনীতি
#ময়মনসিংহ
#ত্রিশালউপজেলা
#ত্রিশালথানা

06/06/2025

বিজেপি, ময়মনসিংহ বিভাগ-এর
বিপ্লবী সাংগঠনিক সম্পাদক,
জনাব Nafiz Mahbub (রানা) ভাইয়ের
পক্ষ থেকে ময়মনসিংহ বিভাগের
সকল'কে জানাই ঈদের শুভেচ্ছা 🌹

06/06/2025

বিজেপি, ময়মনসিংহ বিভাগ-এরবিপ্লবী সাংগঠনিক সম্পাদক, জনাব Nafiz Mahbub (রানা) ভাইয়ের পক্ষ থেকে ময়মনসিংহ বিভাগেরসকল'কে জান.....

ত্রিশাল উজানদাপাড়া গ্রামে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নবজাগ্রত যুব সংঘের বিক্ষোভ মিছিলআজ শুক্রবার চৌরাস্তা বাজারে নবজাগ্...
11/04/2025

ত্রিশাল উজানদাপাড়া গ্রামে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নবজাগ্রত যুব সংঘের বিক্ষোভ মিছিল

আজ শুক্রবার চৌরাস্তা বাজারে নবজাগ্রত যুব সংঘের উদ্যোগে ফিলিস্তিনে চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি চৌরাস্তা বাজার থেকে শুরু হয়ে কাটাখালি বাজার প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তা বাজারে এসে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

এই কর্মসূচি কোনো রাজনৈতিক দলের নয়, সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ও মানবিক চেতনা থেকে উৎসারিত।

বিশ্বের বিবেককে জাগ্রত করার আহ্বান

এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে নবজাগ্রত যুব সংঘ শুধু প্রতিবাদ জানায়নি, বরং তারা একটি জোরালো বার্তা দিয়েছে— জুলুম যত বড়ই হোক, মুসলমানরা নিরব থাকবে না।

বিক্ষোভ শেষে দোয়া মাহফিলে ফিলিস্তিনের শহীদদের জন্য মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং মুসলিম উম্মাহর ঐক্য ও বিজয়ের জন্য প্রার্থনা করা হয়।

স্থানীয় জনতার আন্তরিক অংশগ্রহণ

এই প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, দিনমজুর, কৃষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

তাদের চোখেমুখে ছিল ক্ষোভ, কণ্ঠে ছিল প্রতিবাদের দৃপ্ত আওয়াজ। অনেকেই চোখের পানি মুছতে মুছতে বলেন, “আমরা দূরে থেকে কিছু করতে না পারলেও অন্তত প্রতিবাদের আওয়াজ তো তুলতে পারি।”

এ ধরনের প্রতিবাদে অংশ নেওয়া এক কলেজছাত্রী বলেন, “ফিলিস্তিনের নিরীহ শিশুদের মুখ যখন দেখি, নিজের ভাই-বোনদের কথা মনে পড়ে যায়। এই অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা মানেই তা মেনে নেওয়া, আর আমরা তা হতে দেব না।”

সমাপ্তি কিন্তু নয়—শুরুর বার্তা

নবজাগ্রত যুব সংঘের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এমন আরও সচেতনতা ও সংহতি মূলক কর্মসূচি পালন করা হবে।

তারা দেশের অন্যান্য এলাকাতেও এ ধরনের প্রতিবাদ ও সচেতনতা বার্তা পৌঁছে দিতে চায়।

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার হামলা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এ প্রতিবাদ কর্মসূচি স্থানীয়ভাবে যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি বিশ্বজনীন মানবতা ও ন্যায়ের পক্ষে একটি সাহসী অবস্থান হিসেবেও নজির হয়ে থাকবে।

13/02/2025

Address

Banani Model Town

Alerts

Be the first to know and let us send you an email when Vipnewsbd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vipnewsbd.com:

Share

Category