Taqwa - তাকওয়া

Taqwa - তাকওয়া আসুন আমরা সবাই সত্য জানতে চেষ্টা করি, কারন সত্যই একদিন আমাদেরকে মুক্তি দিবে ইনশাআল্লাহ প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। [বুখারী]

15/09/2025

ক্ষুধার যন্ত্রণায় আকাশের দিক তাকিয়ে আছে শিশুরা 😭

08/09/2025

আমরা কখনো'ই এতটা ব্যাস্ত নই যে, আমাদেরকে সালাত ছেড়ে দিতে হবে। এটা কেবল আমাদের গু'রুত্বের উপর নি'র্ভর করে।

- ড. বিলাল ফিলিপস ❤️

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না। বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্...
07/09/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না। বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো,
যতক্ষণ না তা শেষ হয়।”

- (সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)

07/09/2025

সূরা কাউসার আমরা পড়ি ঠিকই… কিন্তু আমরা কি আসলেই বুঝি আল্লাহ কী বলছেন?

একটা ছোট্ট সূরা কাউসার। মাত্র তিনটা আয়াত।

কিন্তু এর ভেতরে এমন গভীর বার্তা আছে, যেটা পুরো দুনিয়া আর আখিরাতের হিসাবটাই পাল্টে দিতে পারে।

আমরা নামাজে এটা পড়ি, কিন্তু খুব তাড়াহুড়া করে, পড়ি শুধু শেষ করার জন্য।

অথচ এখানে আল্লাহ আমাদের জন্য রেখেছেন সুসংবাদ, আবার ভয়ঙ্কর সতর্কবার্তাও।

রাসূলুল্লাহ (সাঃ)-এর উপর যখন সূরাটা নাযিল হলো, উনি তখন অনেক খুশি হইলেন।

কারণ উনি বুঝলেন, আল্লাহ সরাসরি ভ্যালিডেশন দিচ্ছেন—“তুমি ঠিক পথে আছো।”

এখন প্রশ্ন আমরা যখন পড়ি, তখন আমরা কি এই ভ্যালিডেশনটা পাই? আমরা কি কোরআনের পথে আছি?

যদি হ্যাঁ, তাহলে এই সূরা আমাদের জন্য সুসংবাদ।

যদি না, তাহলে এই তিনটা আয়াতই আমাদের জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা।

এখন আসি প্রথম দুই আয়াতের দিকে, প্রথম আয়াতে আল্লাহ আমাদের মুমিন বান্দাদের জন্য সুসংবাদ দিচ্ছেন।

মানে, যারা সত্যি আল্লাহর পথে, যারা অন্তরে আল্লাহকে রাখে, তাদেরকে তিনি নিশ্চয়তা দিচ্ছেন তাদের হারানোর কিছু নাই।

তাদের অন্তরে শান্তি, ভেতরের সুখ, আধ্যাত্মিক সফলতা নিশ্চিত। এটা একদম ভ্যালিডেশন—“তুমি যা করছো, তুমি ঠিক পথে আছো।”

দ্বিতীয় আয়াতে আল্লাহ আমাদের রিমাইন্ড যে, আমরা যেন সূরা মাউনের ওই দুর্বল সালাত আদায়কারীদের মতো না হই।

আমাদের নামাজ, আমাদের কোরবানী, আমাদের দোয়া, আমাদের চ্যারিটি—সব কিছুই হোক একদম ফোকাসড, এখলাসের সাথে, কেবল আল্লাহর জন্য।

আমাদেরকে বুঝতে হবে, শুধু পড়লেই হবে না, আমাদের ইবাদতে সেটা ব্যবহার করতে হবে।

তিন নম্বর আয়াতে আল্লাহ খুব ক্লিয়ার করে দিলেন—যারা ইসলামকে ঘৃণা করে, যারা আল্লাহকে মানে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই।

তারা শিকড় ছাড়া গাছের মতো হয়ে যাবে এই দুনিয়ায়ও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। দিনের শেষে তাদের কাছে টাকা থাকবে, সম্মান থাকবে, নাম থাকবে, কিন্তু ভেতরে শান্তি থাকবে না।

তারা যত ভোগ করুক, যত উপভোগ করুক, তাও সবসময় এক ধরনের শূন্যতা নিয়ে ঘুরবে।

আর আমাদের জন্য আল্লাহর নির্দেশনা কী? *“ফাসল্লি লি রাব্বিকা”—*মানে নামাজ হবে শুধু আল্লাহর জন্য। শুধু সালাত না, আমাদের কোরবানী, আমাদের ইবাদত, আমাদের চ্যারিটি—সব কিছুই যেন হয় খুব ফোকাসড, একদম এখলাসের সাথে।

এই জায়গায় একটা ভেবে দেখার মতো বিষয়—আমরা নামাজ পড়ি তাড়াহুড়ো করে, অনেক সময় শুধু শেষ করার জন্য। অথচ এটাই সেই সূরা, যেটা পড়তে গিয়ে আমাদের থেমে ভাবা উচিত ছিল, আল্লাহ আমাদের কী বলছেন।

ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন—সবচেয়ে বড় শাস্তি হলো, আল্লাহর শত্রুরা কোনোদিন সালাতের মজা পায় না, কোনোদিন ইবাদতের সুখ পায় না। তারা ভেতরে সবসময় খালি।

কিন্তু যে বান্দার অন্তরে আল্লাহ আছে—সে দুনিয়ায় গরিব হোক, কুঁড়েঘরে থাকুক বা জেলে থাকুক—দিনের শেষে সেজদায় সে শান্তি খুঁজে পাবে।

সো, আসল সফলতা হলো আল্লাহর ভালোবাসা। যদি সেটা অন্তরে থাকে,তাইলে সব কিছু ঠিক থাকবে। আর যদি সেটা না থাকে, দুনিয়ার সব অর্জন নিয়েও আপনি ব্যর্থ।

আল্লাহ যেন আমাদের সবাইকে এই সূরা কাউসারের মর্ম বোঝার, নামাজে এর স্পিরিট ধরে রাখার এবং কেয়ামতের দিনে রাসূলুল্লাহ (সাঃ)-এর হাত থেকে আল কাউসারের পানি পান করার তৌফিক দেন, আমীন।

04/09/2025
জাবির (রাঃ) সূত্রে বর্ণিত, তিনি বলেন, ’আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর সাথে ছিলাম। এমন সময় আমাদের সামনে দিয়ে...
01/09/2025

জাবির (রাঃ) সূত্রে বর্ণিত, তিনি বলেন, ’আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর সাথে ছিলাম। এমন সময় আমাদের সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হলে তিনি উঠে দাঁড়িয়ে গেলেন।

অতঃপর ’আমরা তা বহন করতে অগ্রসর হয়ে দেখি সেটা ইয়াহুদীর লাশ। ’আমরা বললাম, হে আল্লাহর রাসূল, এটা তো ইয়াহুদীর লাশ।

তিনি বললেনঃ নিশ্চয়ই মৃত্যু একটি ভয়াবহ ঘটনা। কাজেই তোমরা কোনো লাশ নিয়ে যেতে দেখলে উঠে দাঁড়াবে।

বো°মার আঘাতে বাবার ছিন্নভিন্ন দেহাবশেষ উড়ে এসে ছড়িয়ে ছিটিয়ে লেগে আছে ছেলের শরীরে। 😢 #গাজা
31/08/2025

বো°মার আঘাতে বাবার ছিন্নভিন্ন দেহাবশেষ উড়ে এসে ছড়িয়ে ছিটিয়ে লেগে আছে ছেলের শরীরে। 😢

#গাজা

30/08/2025

চারটি জিনিস রিযিক নিয়ে আসেঃ
১) রাতজেগে ইবাদত করা,
২) শেষ রাতে ইস্তিগফার করা,
৩) সাদাকাহ প্রদান করা এবং
৪) দিনের শুরু ও শেষে (সকাল-সন্ধ্যায়) যিকর করা।

- ইমাম ইবনুল কায়্যিম (রহ.)
[যাদুল মা‘আদ: ৪/৩৭৮]

30/08/2025

যখন আল্লাহ কোনো বান্দাকে মহব্বত করেন, তখন তার দুঃখ, যন্ত্রণা ও দুশ্চিন্তা বৃদ্ধি করে দেন। আর যখন তিনি কোনো বান্দাকে অপছন্দ করেন, তখন তার জন্য দুনিয়ার জীবনকে সহজ ও প্রসারিত করে দেন।

— ফুদ্বাইল বিন ইয়াদ্ব (রহ.)
(সিয়ারু আ'লামিন নুবালা: ৮/৪৩২)

29/08/2025

রাসুল (স) বলেছেন: যে ব্যাক্তি হালাল খাদ্য খেয়ে জীবনযাপন করবে, সুন্নত অনুসারে আমল করবে, এবং কোনো মানুষ তার দ্বারা কষ্ট পাবে না, সে ব্যাক্তি জান্নাতে যাবে।

[তিরমিযি ৪/৬৬৯]

29/08/2025

Ameen

29/08/2025

“সাইয়্যেদুল ইস্তাগফার” ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দুয়া।

اَللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوْءُ بِذَنْۢبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهٗ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ.

“আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খলাক্বতানী ওয়া আনা ‘আব্দুকা, ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু। আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু, আবূউলাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী। ফাগফির লী, ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা।”

“হে আল্লাহ্‌! আপনি আমার রব্ব, আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আর আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি স্বীকার করছি আমার অপরাধ। অতএব আপনি আমাকে মাফ করুন। নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করে না।”

বুখারি - (৬৩০৬)

Address

Islamic State
Banani Model Town
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa - তাকওয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taqwa - তাকওয়া:

Share

Category