Stupid & Stupidity

Stupid & Stupidity It's all about fun.

ভাবা যায়! উনি বিখ্যাত লালসালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ!সারা জীবন সৈয়দ ওয়ালীউল্লাহ সাহেবের খোঁচা খোঁচা কাঁচা পাকা ...
04/03/2024

ভাবা যায়! উনি বিখ্যাত লালসালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ!

সারা জীবন সৈয়দ ওয়ালীউল্লাহ সাহেবের খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়িগোফ, খাদি পান্জাবি পরা কি চেহেরা মনে মনে ভাবলাম। আর আজ কি দেখলাম! আমি ভেবেই পাচ্ছি না এই সাহেব টাইপ মানুষ কিভাবে অজো গায়ের এত গভীর চরিত্রগুলো লেখায় তুলে আনতে পারলেন?

সৈয়দ ওয়ালীউল্লাহ, চল্লিশ দশকের লেখক লালসালু, বহিপীর, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো এর জনক।

ওয়ালীউল্লাহকে আপনি এমনিতে না চিনলেও পাঠ্যপুস্তকে লালসালুর নাম শোনেননি এমন হবে না। কি অসম্ভব রকম স্মার্ট ছিলেন এই মানুষটি দেখুন একটু। ওনার বেশীরভাগ উপন্যাস গ্রাম্য পটভূমিতে নাহয় মনস্তাত্ত্বিক। বিয়েও করেছিলেন একজন বিদেশিনীকে। সৃষ্টিকর্ম নিয়েই যার একগাদা কথা বলা যায়, সৃষ্টিকর্ম বাদেও সেই যুগে এমন হ্যান্ডসাম, স্মার্ট আর স্বাধীনচেতা মন মানসিকতার লেখক কল্পনা করা যায়।

— সংগৃহীত

26/02/2024

মাবুদ গো—
একটা মানুষের অন্তরে আরেকটা মানুষের লাইগা এত প্রেম দিও না, যতটা প্রেম দিলে মোনাজাতে বান্দা তোমার রহমত না চাইয়া, তোমার কাছে চাইয়া বসে মানুষ।

29/12/2023

দীর্ঘ ১২ বছর পর বিদেশ থেকে দেশে এসেছি বিয়ে করার জন্য।
বাস্তবে আমার পছন্দের কেউ না থাকায় ফ্যমিলি একটা কচি মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে আগে থেকেই। তাতে আমার কোনো আপত্তি ছিলো না।

সোনা দানা সহ এক প্রকার বিয়ের সব প্রস্তুতি নিয়েই গতো ১৩ তারিখে দেশে আসছি।

দেশে আসার পরদিন থেকেই দুই ফ্যামিলিই বিয়ের আয়োজন করতে তাড়াহুড়ো শুরু করে দিছে।
এরমধ্যে আবার শশুরবাড়ি থেকে আমাকে দাওয়াত দিছে বিয়ের আগে তাদের মেয়েকে একবার দেখে আসার জন্য।

আব্বা, আম্মা আর আমি, আমরা তিনজন গেলাম হবু বৌ দেখতে।
তাদের বাড়িতে গেলাম! প্রথমে পরিচয় করিয়ে দেয়া হলো হবু শশুরের সাথে, তারপর শালার সাথে, তারপরেও বৌয়ের সাথে(বৌ মাশাআল্লাহ পরীর মতো, অল্পবয়সী সব মেয়েই সুন্দরী!
অতঃপর, পরিচয় করিয়ে দেয়া হলো হবু শাশুড়ির সাথে!
এইখানেই ঘটলো বিপত্তি।
শাশুড়ির দিকে তাকাতেই আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিছে কিছুক্ষণের জন্য।
এই সেই মেয়ে, যে একসময় আমার ক্লাস_ফাইভের_প্রেমিকা ছিলো! এস এসসির পরেই যার বিয়ে হয়ে যায়, এবং সে এখন আমার শাশুড়ি হতে যাচ্ছে....

- এখন আমার কি উচিত বিয়েটা ভেঙ্গে দেয়া? নাকি অতীত ভুলে গিয়ে প্রাক্তন প্রেমিকার মেয়েরে নিয়ে নতুন স্বপ্ন শুরু করবো?
তাছাড়া এই বিয়েটা কি আমার হালাল হবে?

😂😂

16/11/2023
16/10/2023

🤣🤣🤣

☺️☺️
14/10/2023

☺️☺️

Address

Banani Model Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stupid & Stupidity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share