10/05/2022
এইচএসসি/সমমান পরিক্ষায় পাসকৃত শিক্ষার্থীদের জন্য এগ্রিবিজনেস শিক্ষায় ক্যারিয়ার গড়ার সুযোগ।
এইচএসসি পাসকৃত ছাত্রছাত্রীদের জন্য ৪ বছর মেয়াদী বিবিএ-ইন-এগ্রিবিজনেস কোর্সে ভর্তির একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এই বিশ্ববিদ্যালয়ে চাকুরীজীবীদের জন্য সান্ধ্যকালীন শিফটে ভর্তির সুযোগ আছে।
এগ্রিবিজনেস বিভাগ থেকে পাসকৃত ছাত্রছাত্রীরা দেশ ও বিদেশে চাকরি, ব্যবসা বাণিজ্য, শিক্ষকতাসহ বিভিন্নক্ষেত্রে তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে।
বর্তমানে বিবিএ-ইন-এগ্রিবিজনেস ডিগ্রিধারীদের সুযোগসমূহ:
১. বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ।
২. বেসরকারি কলেজে চাকুরীর নিবন্ধন করতে পারবে এবং প্রভাষক পদে চাকুরীর সুযোগ পাবে।
৩. বিভিন্ন কৃষিভিত্তিক ফার্ম, বীজ, সার, কীটনাশক কোম্পানিতে চাকুরীর সুযোগ পাবে।
৪. এগ্রবিজিনসে বিষয়টির জন্য বিসিএস এ আলাদা কোটা আছে। এগ্রবিজিনসে বা কৃষি ব্যবসা বিষয়টি কৃষি বিপণন অধদিপ্তররে সহকারী পরচিালক পদে বিসিএস এ ক্যাডারভুক্ত হয়েছে। এর ফলে জেনারেল বিসিএস এর পাশাপাশি ছাত্র ছাত্রীরা আলাদা কোটায় (সহকারী পরচিালক কৃষি বিপণন র্কমর্কতা পদে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে ।
৫. জেনারেল বিসিএস পরীক্ষায় অংগ্রহণ করতে পারবে।
..................................................
Permanent Campus:
Department of Agribusiness
ATISH DIPANKAR UNIVERSITY OF SCIENCE & TECHNOLOGY (ADUST)
Plot # 209, Sector # 15 (Khantek), Uttara, Dhaka-1230
Call for Details: 01792707339,
01834893256