SP Rezaul Karim

SP Rezaul Karim সামর্থ্যের মধ্যে আইনী পরামর্শ প্রদানের মাধ্যমে অসহায় , নির্যাতিত জনতার পাশে দাঁড়াতে চাই।
(1)

এখন এই সুযোগ একদমই পাচ্ছিনা
28/06/2025

এখন এই সুযোগ একদমই পাচ্ছিনা

যাদের প্রয়োজন
18/06/2025

যাদের প্রয়োজন

31/05/2025

সাগর উত্তাল, উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়ছে তীরে....

08/05/2025

অনলাইন প্রতারণার নতুন ফাঁদ, সবাই সাবধান

একজন প্রতারিত ভুক্তভোগীর নিজের বক্তব্য পড়ুন

আমি টেলিগ্রাম একাউন্ট থেকে এক আপুর সাথে পরিচয়। ২ দিন কথা বলার পর সে আমাকে একটা সাইটের রেফার করে(সাইটের ঠিকানা কমেন্ট বক্সে দেয়া হল)। পরে আমি তাদের সাথে কথা বলে তাদের গ্রুপে জয়েন হই এবং কাজ করি। তারপর কাজ করে প্রথম দিন ১ হাজার টাকা ডিপোজিট করে আবার তা পুনরায় উইথডো করি।দ্বিতীয় দিন আবার দশ হাজার টাকা ডিপোজিট করে ১৪ হাজার টাকা উইড্র করি। তৃতীয় দিন আজকে ৩০ হাজার টাকার একটা অফার দিয়েছিল। এখানে বলা হয়েছিল যে ৩০০০০ টাকা জমা দিলে ১৩০০০ টাকা বোনাস এবং সাথে সাথেই তুলে নেয়া যাবে। পরবর্তীতে আমি সেই টাকা দেই এবং আমার কাছে আবার 88 হাজার টাকা তারা দাবি করে। আমি সেটিও দিয়ে দেই। পরবর্তীতে তারা আবার দুই লাখ টাকা দাবি করে। আমি সেটিও দিয়ে দেই। পরবর্তীতে এখন ৫ লাখ ৪৫ হাজার টাকা দাবি করতেছে। যদি না দেই তাহলে সেইটা টাকাও ফেরত পাবনা।

সুতরাং অনলাইনে যেকোন লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন।

16/04/2025

যেসকল বেকার ভাই বোনেরা কম খরচে বা ফ্রি প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে চান তারা এই পেজে যোগাযোগ করতে পারেন।

https://www.facebook.com/share/1E6CWMdWsM/?mibextid=LQQJ4d

আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান - যা অদক্ষ জনগোষ্ঠীকে কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে।

12/04/2025

বর্তমানে পুলিশের চাকরি কতটা কঠিন দেখেন। আচ্ছা বলেনতো এই সার্জেন্টের অবস্থানে আপনি হলে কি করতেন?

12/04/2025

*সবার জ্ঞাতার্থে সচেতনতামূলক পোস্ট*

'মার্চ ফর গাজা' উপলক্ষে আজকে ঢাকায় র‍্যালি আছে। অলরেডি সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এই র‍্যালিকে কেন্দ্র করে পুরো ঢাকা শহরে যানবাহন চলাচলে ধীরগতি হতে পারে। জরুরী কাজ ছাড়া এই এলাকায় গাড়ি নিয়ে না আসাই ভাল। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে জনসমুদ্রে পরিণত হয়েছে।

র‍্যালির রুট:

বাংলামোটর থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট (শাহবাগ হয়ে)
> কাকরাইল মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট (মৎস্য ভবন হয়ে)
> জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যানের টি এস সি গেট (দোয়েল চত্বর হয়ে)
> বখশীবাজার মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট (শহীদ মিনার হয়ে)
> নীলক্ষেত মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের টি এস সি গেট (ভিসি চত্বর হয়ে)

18/03/2025

মানলাম পুলিশ ইতোপূর্বে অনেক বাড়াবাড়ি করেছে, সাধারণ জনগণের সাথে অন্যায় করেছে, সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এখন নিশ্চয়ই পুলিশ চেষ্টা করছে সাধারণ জনগণের সাথে মিশে কাজ করার। একটা ধর্ষণের ঘটনা ঘটেছে , পুলিশ গিয়ে আসামী গ্রেফতার করে থানায় নিয়ে আসছিল, পথিমধ্যে উত্তেজিত জনতা পুলিশকে আক্রমণ করল, পুলিশের ৫ জন সদস্যকে মারধর করে আসামী ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিল, পুলিশের গাড়িটা ভাঙচুর করল। ভাই এভাবে আইনশৃংখলা পরিস্থতির উন্নয়ন কিভাবে সম্ভব বলেন। গাড়িটা যে ভাঙচুর করলেন কার গাড়ি এটা? কার টাকায় কেনা এই গাড়ি? এভাবে পুলিশ পিটিয়ে আইন নিজের হাতে তুলে নিলে শৃঙ্খলিত বাংলাদেশ গড়া দূরুহ হবে।

বি: দ্র: কিছুক্ষণ আগে খিলক্ষেত বাজারের ঘটনা

17/03/2025

অনেকেই জিডি করার পর বুঝতে পারেন না পরবর্তীতে কি করবেন। আসলে জিডি যেকোন বিষয় নিয়েই করা যায়, কিন্তু জিডির বিষয় বস্তুর উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ। আপনি যদি এমন কোন অভিযোগ করেন যেটা এফআইআর হওয়ার মত নয়, কিন্তু অপরাধের পর্যায়ে পড়ে অর্থাৎ নন কগনিজেবল অফেন্স বা অধর্তব্য অপরাধের পর্যায়ে পড়ে তাহলে আপনার জিডির তদন্তের জন্য পুলিশ আদালতের অনুমতির জন্য আবেদন করবে। সেক্ষেত্রে আদালতের অনুমতি সাপেক্ষে পুলিশ তদন্ত করে একটা রিপোর্ট পাঠাবে সংশ্লিষ্ট আদালতে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে আদালত বিচার কার্যক্রম চালাবে। এক্ষেত্রে যেটা হয় থানা ও আদালতের প্রক্রিয়া করতে বেশ কিছুটা সময় লেগে যায় এবং আপনাকে এই পেছনে লেগে থাকতে হয়। বেশিরভাগ সময় তদন্তকারি পুলিশ অফিসার সেই জিডির বিষয়ে তেমন সময় ও শ্রম দিতে পারেনা। তাই জিডি করলেই যে আপনার প্রক্রিয়া দ্রুত হয়ে যাবে এমন নয়। নিয়মিত আপডেট নেয়া, তথ্য প্রমাণ দিয়ে তদন্তে সহায়তা করলে আপনি দ্রুত সমাধান পেতে পারেন। আদালতের অংশে আপনি একজন ভাল আইনজীবী নিয়োগ দিলে দ্রুত ও ভাল সমাধান পেতে পারেন।

তবে হারানো জিডির ক্ষেত্রে এমন আইনী প্রক্রিয়া সাধারণত ফলো করা হয়না। বেশিরভাগ হারানো জিডি করা হয় পুনরায় কপি তোলার জন্য, অথবা আপনার হারানো জিনিস দিয়ে কোন অপরাধ কর্মকান্ড ঘটলে যেন আপনার উপর দায় না পড়ে।

05/03/2025

আমি দু:খিত
প্রতিদিন অনেক মানুষ আমাকে মেসেঞ্জারে নক দেয় বিভিন্ন পুলিশী সহায়তার জন্য বিশেষ করে মোবাইল উদ্ধার করে দেওয়ার জন্য। যখন জেলায় পদায়ন ছিল তখন এই কাজটা খুব সহজেই করে দিতে পারতাম। কিন্তু এখন যেখানে আছি সেখানে এই সুযোগটা আর নাই, তাই এখন আর এই হেল্পটা করতে অপারগ আমি। এখন বিশেষ কাজে নিয়োজিত যার সাথে স্বাভাবিক পুলিশী সেবার কোন সম্পর্ক নেই। সুতরাং সবাইকে অনুরোধ আইনী পরামর্শ চাইতে পারেন কিন্তু মোবাইল উদ্ধার বা পুলিশী কোন কাজে সরাসরি সহায়তা করা এই অবস্থানে সম্ভব হচ্ছেনা। এইজন্য আমি সবার নিকট দু:খ প্রকাশ করছি।

সাধ্যের মধ্যে আইনী পরামর্শ দেওয়া চলমান থাকবে

দাবি আদায়ের একমাত্র উপায় হল রাস্তা বন্ধ-এর কি কোন সংস্কার হওয়া উচিৎ নয়?
03/02/2025

দাবি আদায়ের একমাত্র উপায় হল রাস্তা বন্ধ-এর কি কোন সংস্কার হওয়া উচিৎ নয়?

বিশ্ব ইজতেমা উপলক্ষে ঢাকাবাসী ও ঢাকায় আগমন ও প্রস্থানে আগ্রহী নাগরিকদের অগ্রীম দিক নির্দেশনা
27/01/2025

বিশ্ব ইজতেমা উপলক্ষে ঢাকাবাসী ও ঢাকায় আগমন ও প্রস্থানে আগ্রহী নাগরিকদের অগ্রীম দিক নির্দেশনা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SP Rezaul Karim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SP Rezaul Karim:

Share