Lazy Lizzie

Lazy Lizzie Video Creator

21/07/2025

প্রতিদিন এক্টু এক্টু করে মরার চাইতে একবারে মরে যাওয়া ভালো। কষ্ট বুকে জমতে থাকলে দম নিতেও কষ্ট হয়।

05/07/2025

I wish, আমার জন্যও কেউ একজন থাকবে যে সময় দিবে আমাকে প্রতিদিন কয়েক মিনিট হলেও, এক কাপ চা খাব একসাথে বসে,গল্প করলাম,কিছুক্ষণ। এই ত, আমার সারাদিনের জন্য এই কয়েক মিনিট নিজের মতো করে কারো সাথে এভাবে কাটানো হয়তো আমার জন্য এনার্জি ট্যাব্লেট এর মতো কাজ করতো। মাঝে মাঝে এটা মনে হয়।বাস্তবতা ভিন্ন কিছু বলে, এমনটা আসলে কখনো সম্ভব না।এখন যে বয়সে আছি,মানুষকে চিনে গেছি,নতুন করে প্রেম ভালোবাসা বন্ধুত্ব আর হয়তো হবে না কখনো। এখন টাকা দিয়ে হায়ার করা লাগবে মানুষকে তার সময় নেয়ার জন্য।

23/06/2025
হ হ, গসিফ খালি আমিই করি আর যেই হারামি ঘন্টার পর ঘন্টা গসিপ শুনে, সে কি এতই ফেরেশতা যে কথা কইতে পারে না বোবা, কালা,এমনে এ...
23/06/2025

হ হ, গসিফ খালি আমিই করি আর যেই হারামি ঘন্টার পর ঘন্টা গসিপ শুনে, সে কি এতই ফেরেশতা যে কথা কইতে পারে না বোবা, কালা,এমনে এমনে শুনছে গসিপ্পা,নিজের লাভের কারনে শুনছে,🤣🤣,নিজের ঘর ছাইড়া আমার ঘরে পইরা পইরা কথা শুনলো কেন, আবার নিজেও এক গাদা কথা কইলো কেনআরেকজনের নামে ? এত যদি বোবা হয়, সাধু হয়,নিজের এত্ত খ্রাপ লাগলে আবার কথা কওয়ার নাম দিয়া আসার কি দরকার আছিলো, ওরে সাধু,মুমিন মুসলমান,🙈।এত্ত খ্রাপ হইলে আমার বাসার খাবার ২বেলা গলা দিয়া নামতোই বা কেমনে 🤣🤣🙈।

আজ দেখলাম, ফ্রিজে রান্না করা গরুর মাংস ছাড়া আর কোন মাছ-মাংস নাই। দুইটা ফলি মাছ আছে খালি। ফনি মাছ খাওয়ার অভিজ্ঞতা আমার ...
19/06/2025

আজ দেখলাম, ফ্রিজে রান্না করা গরুর মাংস ছাড়া আর কোন মাছ-মাংস নাই। দুইটা ফলি মাছ আছে খালি। ফনি মাছ খাওয়ার অভিজ্ঞতা আমার আগে হয় নাই বাট রান্নার অভিজ্ঞতা আছে। শ্বশুরবাড়িতে প্রায়ই ফলি মাছ রান্না করছি আগে।শুধু জানি অনেক কাটা থাকে এই মাছে।কাল সুযোগ থাকলে বাজার করতেই হবে,,ফ্রিজে শুধুমাত্র একটা শসা একটা টমেটো ছিল সবজি হিসেবে।

যার জন্য যার প্রতিটা কাজে আপনি বুঝতে পারছেন আপনি অবহেলিত হচ্ছেন, আপনি প্রতিনিয়ত একটা ইনসিকিউট লাইফ লিড করছেন। এই সমস্যা...
19/06/2025

যার জন্য যার প্রতিটা কাজে আপনি বুঝতে পারছেন আপনি অবহেলিত হচ্ছেন, আপনি প্রতিনিয়ত একটা ইনসিকিউট লাইফ লিড করছেন। এই সমস্যাগুলো যিনি বা যারা তৈরি করেছেন , আপনার কাছের মানুষই হয়তো তার সাথে এ বিষয়গুলো নিয়ে কথা বললে দেখা যাবে এগুলো নিয়ে কথা বললে আপনি একটা সলিউশন পাবেন। তার চেয়েও বড় কথা আপনি তার কাছএ অপমানিত হবেন পলিউশন তো আরো পরের বিষয়। যার জন্য আপনি কষ্ট পাচ্ছেন যাকে আপনি বলেছেন আপনার কষ্টগুলোর কথা একটা সলিউশন পাওয়ার আশায়। আপনার সাথে তখন আর যোগাযোগ করবে না, আপনার সাথে কথা বলবে না। মূল কথা হচ্ছে সে কোন সলিউশন দিতে চায় না। এই গুলো মুখ বুঝে সব কিছু সহ্য করেন , তাহলে সব ঠান্ডা।

কোটা কটন শাড়ী, আমার গায়ে হলুদ এর শাড়ি এইটা।এখন থেকে ১০ বছর আগে আমার এই শাড়ী টা out of the blue কিনা হইছিলো, লিলি আপু, দি...
13/06/2025

কোটা কটন শাড়ী, আমার গায়ে হলুদ এর শাড়ি এইটা।এখন থেকে ১০ বছর আগে আমার এই শাড়ী টা out of the blue কিনা হইছিলো, লিলি আপু, দিপালি ফুফু আর হাসিনা আণ্টি suddenly বিয়ের আগের সন্ধ্যায় বলে উঠলো যে করে হোক আমরা লিজার হলুদ করবো নিজেরা,তারা রাত ১০টায় গিয়া কোনো মতে এক দোকান পেলো বাজারে, এক্টাই হলুদ রং এর শাড়ি দোকানে ছিলো আর কপাল গুনে হয়ে গেল আমার হলুদের শাড়ি। 🤧।এই শাড়ী অইদিন only ১ঘন্টার জন্য পড়ছি।আর আজ ক্লজেটে পাইলাম কাপড় গোছাতে গিয়ে।ভেবেছিলাম কোন একদিন পড়ে সুন্দর করে সেজে ঘুরতে যাবো। কিন্তু ঘুরা আর হয় না,বাজার ঘাট অফিস সবই করা হয়,দায়িত্ব পালন হয়, অই ভাবে ঘুরা হয় না।এত্ত কথা নিশ্চয়ই সবার কাছে বিরক্তিকর লাগতিছে,আচ্ছা আর কিছু লিখবো না।
এবার,আসল কথায় আসি,এই শাড়িটি আমি হাদিয়া হিসেবে দিতে চাই কোন বোনকে।আপনারা কেএ আগ্রহী হলে আমাকে নির্দিধায় আমার পেইজে নক দিবেন।আমাকে ঠিকানা দিয়ে দিলে ডেলিভারি দিয়ে দিবো।যে আমাকে নক দিবেন এইটা ভাইবেন না যে আমি আবার জনএ জনে আপনার কথা বলে বেড়াবো।শাড়ি টা ফুল্লি নিউ এখনো।

31/01/2025

ফাইনালি জানুয়ারি মাস শেষ হচ্ছে 🌿🌿
আর মাত্র ৩০ মিনিট বাকী 😊

06/08/2024

ছাত্ররা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে কোনো নির্দিষ্ট দলের জন্য নয়,
আমরা এমন ভুল আর করবো না যে আবার ১৭ বছর পস্তাতে হয়।

05/08/2024

Contact them if you are in Danger ⛔️
Duty officers at Different locations of Dhaka today‼️

1. Capt Saikat: 017 6951 0515 (Mohammadpur)
2. Capt Ridnan Saleh: +880 16 4196 8237 (Mohammadpur)
3. ⁠Capt Ashik: +880 17 3899 8458 (Segunbagicha)
4. ⁠Capt Abrar: +880 17 4156 9832 (Uttara)
5. ⁠Capt Atahar Ishtiaq: +880 17 6951 1144 (Mirpur)
6. ⁠Capt Zarraf: 01708375371 (Stadium, Polton)
7. ⁠Capt Nasif: +880 17 6951 0803 (Baridhara)
8. Lt Imrul 81: +880 17 0526 0019 (Agargaon)
9. Adjt 21 Engrs Bn: 01769013094 (Gulshan/Banani)
10. Capt Shihab: 017 6604 7323 (Motijheel, Bangladesh Bank KPI)

📸 BDMilitary/BDOSINT

Spread it.💗

05/08/2024

যতক্ষন পর্যন্ত না, বাংলাদেশের প্রত্যেক নাগরিক নিরাপদ বোধ করছে ততক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন না।
Protect our minorities.
Don't let our sacrifices go in vain.

Address

Dhaka
Banani Model Town
1206

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lazy Lizzie posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lazy Lizzie:

Share