Practice vaiya

Practice vaiya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Practice vaiya, Video Creator, Banani Model Town.

25/04/2025

✅❤️ হলিক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে বলেছেনঃ

"চোখে চোখ রেখে কথা বলবে, eye contact is very important "

"আমি যেন কখনই না দেখি তোমাদের ভারী ব্যাগের বোঝা বাবা মাকে দিয়েছ, নিজের ব্যাগের ভাড় নিজেই বহন করবে। ঠিক তেমনি নিজের জীবনের ভাড় নিজেই বহন করবে"

"ইতিবাচক বেহায়া হও, নেতিবাচক বেহায়া হবে না"

"Sometimes you cant find out your beauty, someone else can find it out. So never think you are useless"

"কালো কাজল যদি তোমার চোখকে সুন্দর করতে পারে, তবে হতাশা কেনো জীবনকে নয়?"

"মেয়েরা, জীবন কখনও সরলরেখায় চলে না, চলবেও না।"

"মেয়েরা, 'না' বলতে শিখবে।"

"তোমার কষ্টকে তুমি খাবে, তোমার কষ্ট তোমাকে খাবে না"

"the world is burning and someone is pouring petrol in it"

"সব ছেলেরাই সষ্ট্রার সৃষ্টি, তাহলে তোমরা কিভাবে ভাবো কেউ একটু আলাদা হবে? ”

" নারী হলো ঈশ্বরের সবচেয়ে যত্নে তৈরি করা সৃষ্টি৷ নারী হলো ঈশ্বরের ছুটির দিনে বাড়ির কাজের মতো পরম যত্নে তৈরী জিনিস, প্রতিটি নারী তার নিজস্ব স্বকীয়তায় সুন্দর।"

"এই পৃথিবীতে ঘটে যাওয়া অপরাধ গুলোর কারণ মূলত তিনটি, 'Money', 'Power', 'S*x' ।"

"মেয়েরা, কখনো কেউ তোমাকে ধোঁকা দিলে, নিজেকে তৈরি করবে, জীবনে সফলতা অর্জন করবে... যেদিন কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে, সেদিন এক জোড়া হাই হিল আর একটা শাড়ি কিনবে। তারপর সেই জুতো আর শাড়ি পরে তার আঁচল ছেড়ে যে তোমাকে আঘাত করেছিল তার সামনে দিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজের মহিমায় হেঁটে যাবে..... সেদিন সে তোমার সফলতা দেখে নিজেই অনুতপ্ত হবে।"

"কঠিন প্রশিক্ষন, সহজ পরীক্ষা"

"পৃথিবীর সবথেকে বড় যুদ্ধ হলো, আমাকে আমি করে তোলা"

"sit straight, back straight"

"dont waste your tears for silly reasons, they are precious like you"

"Hope for the best, prepare for the worst"

"মেয়েরা ক্রস লেগ এ বসবে না, পা গুটিয়ে বসো। সোজা হয়ে বসো"

"আমার মেয়েরা বস্তিতেও ফিট, রেডিসনেও হিট"

"শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমদিন শ্বাশুড়িকে বলবে, মা কড়াইতে আগে তেল দিব নাকি কাচামরিচ দিব? "

"মেয়েরা, আমাদের একটা হৃদয় আছে, একটা মন আছে"

"মেয়েরা মনকে রংগীন করবে, বিআরটিসির লাল বাসের মতো"

"কোনো দিন পার্টনারকে ঝাড়ি দিয়ে বলবে না, 'তোমার মত মানুষ আমি আর একটা

02/03/2025

⭕⭕ Agri A to Z Guidelines ✅✅

তোমরা যারা কৃষি গুচ্ছে ভালো মেরিট করতে চাও বা হয়তো কৃষি ই যাদের শেষ ভরসা-

কৃষি গুচ্ছের জন্য কমল্পিট গাইড লাইন এবং সাজেশন-
যে কোন জায়গায় চান্স পাওয়া জন্য প্রথমত তোমাকে সেই ভার্সিটির প্রশ্ন এনালাইসিস করতে হবে, এনালাইসিস করলেই দেখতে পারবে ১০০-১৫০ টা টপিক(ওভারঅল) থেকে বারবার ৮০% প্রশ্ন আসছে। ১০০-১৫০ টপিক পড়েই চান্স হয়ে যায়।এগুলো চান্স পাবার জন্য যথেষ্ট। আমি যখন পরীক্ষা দেই তখন এভাবেই প্রশ্ন ধরে টপিক সিলেক্ট করতাম। কোচিং এই কাজটা করে দিতে ব্যাসিকলি।

তাই তোমাদের প্রস্তুতিকে সহজ করে দিতে বিগত প্রশ্ন এনালাইসিস করে দিচ্ছি, যদিও নিজে করা বেটার। এখনো ১ মাসের মতো সময় আছে। তুমি কেনো শুধু চান্স পাওয়া জন্য পড়বে, আমি চাই তুমি ভালো মেরিট করো, মনের মতো ভার্সিটি পাও, পছন্দের সাব্জেক্ট পাও। শুধু চান্স পাওয়াই মুল লক্ষ্য না হোক। আমি কোপাবো😁 এটা লক্ষ হোক। মানে টপ করা মিন করছি।😁

English preparation :
*যেই টপিকগুলো আমি সাজেশন দিয়েছি এই টপিকগুলোর (BCS+VERSITY) তে আসা প্রশ্নগুলো ব্যাখ্যাসহ ভালোমতো শেষ করতে পারলে ইনশাআল্লাহ ১০/১০ পাবে।
1. BCS, DU, Medical এ আসা প্রশ্ন।
*2. কৃষি এক্সামের বিগত প্রশ্ন গুলো ব্যাখা সহ পড়বে(বেশি আাসা প্রশ্ন গুলো মার্ক করে রাখবে)
আর আলাদা করে ব্যাখ্যা খুব সুন্দর মতো এই প্রশ্নগুলো সবাই English for competitive exam/Apex বইতে পেয়ে যাবে।

1)Must to read::
a)The Sentence(5*)
b) Synonym and Antonym(7*)
c)The phrase(3*)
d)The Clause(3*)
e)Use of Noun(5*)
f)Use of pronoun
g)Use of Preposition(5*)
h)Sub Verb Agreement
i)Verb(5*)
j)Tense(3*)
k)Adverb and Adverbial(7*)
l)Voice(3*)

2)Not in the short syllabus but important::
a) Spelling(5*)
b)Group verb(3*)
c) Narration

Physics preparation :
ফিজিক্স থেকে খুব কঠিন প্রশ্ন হয় না একটু গুছিয়ে সিলেক্টটিভ টপিক পড়লেই ভালো করা যায়।
১. বেসিক কনসেপ্ট ও বই থেকে দাগানো লাইন গুলো পড়বে। থিওরির জন্য।
*২.সূত্র গুলো,এক সূত্র এর সাথে অন্য সূত্র সম্পর্ক,একটি চলকের সাথে আারেকটি চলকের সম্পর্কে,সমানুপাতিক, ব্যস্তানুপাতিক এ রকম।
৩.Types ভিত্তিক ম্যাথ পড়বে(বিগত প্রশ্ন এনালাইসিস বেসড)
৪.কৃষির বিগত প্রশ্ন সলভ বুঝে বুঝে
৫.বই এর প্রতিটি অধ্যায়ের লাস্টের mcq তবে ইসসাক স্যার এর পিছনের সংক্ষিপ্ত গুলো পড়ে নিও।
6. ক্যালকুল

01/03/2025

তোমরা যারা ভয় পাচ্ছ যে আমার চান্স হবে কিনা ,আমি পারবো কিনা ,আমার শেষ সুযোগ কাজে লাগতে পারবো কিনা তাদের জন্য কিছু কথা
১: যারা কোথাও চান্স পাওনি এখনো তাদের বলি ধৈর্য হারিও না ।পড়তে থাকো ।হয়তো তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে
২: এখনো ভালো একটা সময় রয়েছে তাই প্রতিদিন রুটিন করে এক্সাম এবং পড়তে থাকো (মিনিমাম ১০ ঘন্টা)। যতক্ষণ না তোমার রুটিনের পড়া শেষ হবে ততক্ষণ টেবিলে বসে থাকতে হবে।ঈদ রোজা প্রতিবছর এ আসবে । তাই গা ভাসিয়ে দিও না।

৩: সব সময় টেবিলে পড়ার চেষ্টা করবা। মনোযোগ হারিয়ে যায় এমন জিনিস টেবিলে থেকে দূরে রাখ
৩: এসময় শরীর সুস্থ রাখা খুবই জরুরি
৪: অনেক এ বলে ঘুম পাই পড়তে গেলে তাদের বলি ভিতরে স্বপ্ন কে জাগাও তাহলে সেই স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে নাহ
দিনশেষে তোমার একটা চান্স ,যেটা তুমি একটু চেষ্টা করলেই পারবা , সেইদিন হবে আসল ঈদ ।

যেকোন হেল্প লাগলে অবশ্যই জন্যও
@শেকৃবি

30/01/2025

প্রতিদিন নিজেকে প্রশ্ন করো—তোমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কী? সকালে চোখ খুলেই স্বপ্নটি কল্পনা করো আর ভাবো—আজ তোমার করণীয় কী? যে পদক্ষেপগুলো তোমাকে লক্ষ্য পূরণের পথে এগিয়ে নেবে, সেগুলো নির্ধারণ করো এবং দৃঢ় প্রতিজ্ঞ হও। লক্ষ্য হলো জীবনের কম্পাস, যা তোমাকে সঠিক পথে পরিচালিত করবে। প্রতিটি ছোট কাজ, প্রতিটি মুহূর্ত যেন সেই লক্ষ্য অর্জনের ভিত্তি হয়ে ওঠে। তাই প্রতিদিন, প্রতিটি মুহূর্তে, তোমার স্বপ্নকে নতুন করে অনুভব করো; তাকে বাস্তবে রূপ দেওয়ার সংকল্প নাও এবং একাগ্রচিত্তে পথচলা অব্যাহত রাখো।


©️

21/01/2025
09/01/2025

হাসান আল বসরীকে জিজ্ঞেস করা হল, আপনার ধার্মিকতার গোপন সূত্র কি?

তিনি বললেনঃ আমি চারটি ব্যপার অনুধাবন করেছি। সেগুলো হলঃ

১। আমি জানি, আমার রিজিক আর কাউকেই দেয়া হবে না। এজন্য আমার হৃদয় তৃপ্ত হয়ে গেছে।

২। আমি জানি, আমার করণীয় (ইবাদত) আর কেউ করে দিতে পারবে না। তাই আমি নিজেই সেগুলো করা শুরু করেছি।

৩। আমি জানি, আল্লাহ আমাকে দেখছেন। এজন্য আমি গুণাহ করতে লজ্জিত বোধ করি।

৪। আমি জানি, মৃত্যূ আমার জন্য অপেক্ষা করছে। এজন্য আমি আল্লাহর সাথে দেখা করার জন্য নিজেকে তৈরী করতে শুরু করেছি।

04/01/2025

মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টরের সেক্টর কমান্ডারদের নাম মনে রাখার সহজ টেকনিক -
➡️১নং‌ সেক্টর:- ছন্দ: জিরো One।
জি= জিয়াউর রহমান।
রো=রফিকুল ইসলাম।

➡️২ নং সেক্টর:- ছন্দ: ঢাকা মহানগর।
ম= খালেদ মোশাররফ।
হা= ATM হায়দার।

➡️৩নং সেক্টর:- ছন্দ: তিনশ।
ন= নুরুজ্জামান।
শ= শফিউল্লাহ।

➡️৪ নং সেক্টর:- ছন্দ: চার।
চ= চিত্তরঞ্জন।
র=আব্দুল রব।

➡️৫নং সেক্টর:- ছন্দ: পাঁচশ।
শ= শওকত আলী।

➡️৬নং সেক্টর:- ছন্দ: ছক্কা বাশার।
বাশার= এম কে বাশার।

➡️৭ নং সেক্টর:- ছন্দ: Seven।
N= নাজমুল হক।

➡️৮ নং সেক্টর:- ছন্দ: ও ৮ মণ।
ও= আবু ওসমান চৌধুরী।
মণ= মঞ্জুর।

➡️৯ নং সেক্টর: সবগুলো জানলে এইটা এমনি মনে থাকবে।

➡️১০ নং সেক্টর:- কোনো সেক্টর কমান্ডার ছিলো না।

➡️১১ নং সেক্টর:- ছন্দ: ১১ হাতা শাড়ি।
হা= হামিদুল্লাহ।
তা= আবু তাহের।
©

⭕ সাত হাজার মোম আনো
🍀 সাত - সাত জন বীরশ্রেষ্ঠ
🌿 হা - হামিদুর রহমান
🍀 জা - জাহাঙ্গীর
🌿 র - রুহুল আমিন
🍀 মো - মুস্তফা
🌿 ম - মতিউর রহমান
🍀 আ - আব্দুর রউফ মুন্সী
🌿 ন - নূর মোহাম্মদ শেখ

🟣 এইবার আসি সেক্টরে খুবই সহজ একটা তারিখের মাধ্যমেই মনে রাখবো 😁😁😁😁

তারিখটি হলো - 4 - 7 - 10 , 2018

⭕ সিরিয়াল অনুযায়ী 7 জন বীরশ্রেষ্ঠ এর সেক্টর বুঝিয়েছি 😁😁😁

এর থেকে সহজ আর কোনো টেকনিক আমার জানা নেই আশা করি এইটা বুঝতে পারছেন 🙂🙂🙂🙂
©ollected

Address

Banani Model Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Practice vaiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category