21/07/2025
এই দায়ভার পাইলট বা বিমান বাহিনীর না। এই দায়ভার নিতে হবে স্বাধীনতার পর থেকে অদ্যাবধি দেশ সেবার নামে যেসব সুশীল রাজনীতিবিদগণ অপরাজনীতি, দুর্নীতি আর স্বাধীনতার নামে পরাধীনতার নীতি অনুসরণ করেন,, কখনো এই দেশের তো কখনো অন্য দেশের তাবেদারি করেন, তাদের নিতে হবে।। একটি স্বাধীন দেশের সামরিক খাত এত দুর্বল হয় কীভাবে? উত্তর কোরিয়ার দিকে তাকান,, মানুষ খাইতে পারে না কিন্তু তাদের সামরিক খাতে কি পরিমান অর্থ ব্যয় করে,, যার ফলাফল হিসেবে বিশ্বের এক নম্বর সামরিক শক্তিধর দেশও তাদের হিসেব করে চলে,, তারা চোখ রাঙিয়ে কথা বলতে পারে,,, কিছুদিন আগে জে-১০ সি (চায়না) যুদ্ধ বিমান কিনতে চাইলেও কোন অদৃশ্য ছায়ার প্রভাবে হারিয়ে গেল,,,
ফ্লাইট লেঃ তৌকির স্যার আপনার কোন দোষ নাই,, আপনার দোষ আপনি এমন দেশের আকাশ প্রতিরক্ষায় নেমেছেন যেখানে জীবন দেয়া ছাড়া কোন উপাই নাই,,, মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাত নসীব করুক,, আমিন।।
পরিশেষে বলবো,, বর্তমান আধুনিক বিশ্বে যে দেশের সামরিক খাত যত বেশি উন্নত, সে দেশ তত বেশি সম্মান ও মাথা উচু করে দাঁড়িয়ে আছে।। মহান রব আমাদের দেশটাকে এমন কিছু মহান নেতৃত্বের হাতে তুলে দিক যারা এই দেশ ও জাতির মাথা উচু করবে।। আমিন।।