
29/08/2025
মুসলমানরা বীরের জাতি, অথচ আজ সারা বিশ্বে মার খাচ্ছে। মহানবী সাঃ এর সময়ে কোন এক যুদ্ধে একজন সাহাবী খালি হাতে আসছিলেন, তাকে জিজ্ঞেস করা হলো তোমার তলোয়ার কোথায়? উত্তরে তিনি বললেন, তার ঘরে তলোয়ার নাই। পরক্ষণেই তার হাতে একটা খেজুর গাছের ডাল তুলে দিয়ে বলেন তলোয়ার হিসেবে ব্যবহার করতে। আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিক। যদি রোযা রাখে যুদ্ধে জয় লাভ করা যেত তাহলে রাসুলুল্লাহ সাঃ এতগুলো যুদ্ধ করতেন না।। রোযা আল্লাহর রাজি খুশির জন্য, কিন্তু কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের বিপরীতে যুদ্ধই করতে হবে। আফসোস ফিলিস্তিনের জন্য আমার হৃদয় কাঁদলেও সাধ্য নাই, যাদের সাধ্য আছে তাদের হৃদয় শিশা ঢালা প্রাচীর এর ন্যায় কঠিন। হে আল্লাহ আপনি অতি শিগ্রই মুসলমানদের বিজয় দেন🤲🤲