Nur's Creation

Nur's Creation Welcome to "Nur's Creation" which is created by Md Nurnabi Islam Nur. Have a nice day! Contact : nurnabiislamnur992@gmail

This page produces content on Poetry recitation, Voice overs and Share personal thoughts through posts, reels & videos.

23/06/2025

ছোট থেকেই দুই বন্ধু খুব ঘনিষ্ট। একে অপরের বিপদে ঝাপিয়ে পড়ে।
এক বন্ধু একটু ঘাড়ত্যাড়া খালি মাইনসের লগে যুদ্ধ মারামারি করে বেড়ায়। আরেক বন্ধু মুখে সবসময় তাকে সাপোর্ট দেয়।
হঠাৎ ঘাড়ত্যাড়া বাইঞ্চো*দ মার্কা বন্ধু বড় রকমের এক শত্রুর সাথে খোঁচা মেড়ে যখন যুদ্ধ,মারামারি করতে গিয়ে নিজের নাজেহাল অবস্থা তখন তার বন্ধুর দিকে তাকিয়ে বললো এখন আর কথা না কাজ দিয়ে প্রমান কর তুমি আমার কেমন বন্ধু।

অবশেষে বন্ধুত্ব রক্ষার্থে বন্ধু একটা শক্তিশালী অস্ত্র নিয়ে গিয়ে তার বন্ধুর শত্রুর উপর করলো এট্যাক।
এট্যাক করে তো তার বন্ধুর ভয় একটু কমাইলো ঠিকই কিন্তু মামা তো জানে না সে সাপের লেঞ্জায় পাড়া দিয়ে ফেলসে। নিজের ছোড়া শান্তির বাণী এখন বাণ হয়ে এখন নিজের দিকেই আসছে।

Lets see what will happen in the next..

22/06/2025

AI এর কারনে বিজ্ঞাপন চিত্রে কাজ করা ছোট ছোট অভিনেতা, অভিনেত্রী অথবা মডেলরা (যাদের ফেইসভ্যালুর চেয়ে অভিজ্ঞতা কোম্পানিগুলো পছন্দের তালিকায় ছিল)খুবই দুর্বিসহ সময় ফেইস করতে যাচ্ছে।

21/06/2025

আমার দিকে বেশিক্ষণ চেয়ে থেকো না, আমার সুন্দর মুখখানি ধীরে ধীরে অপরিচিত হয়ে যাবে।
বেরিয়ে আসবে কুৎসিত মিথ্যার ফোঁড়া!!

পারবে সব উপেক্ষা করে তাকিয়ে থাকতে?

20/06/2025

সময়কে নীরবতা ধীরে ধীরে গ্রাস করতে করতে মানুষটিকে পুরোপুরি চুপ করিয়ে দেয়।

আহা! নীরবতা এক অগভীর প্রশান্তির নাম৷

07/05/2025

অসম্পূর্ণ অধ্যায়ের নাম জীবন। যার শেষাংশ সুন্দর করার মতো ক্ষমতা মানুষের নেই।
কে জানে হয়তো আজই শেষ অধ্যায়ের রচনা হচ্ছে।
তাই পরের অধ্যায় গুলো সুন্দর করবো ভাবা দারুণ বোকামি।

একাকিত্ব রবের সান্নিধ্য বৃদ্ধি করে! একাকিত্ব শক্ত কিন্তু অসম্ভব সুন্দর!
31/03/2025

একাকিত্ব রবের সান্নিধ্য বৃদ্ধি করে! একাকিত্ব শক্ত কিন্তু অসম্ভব সুন্দর!

18/02/2025

সকাল গুলো শুরু হয় সূর্যের আলো যখন গায়ে লেগে তীব্রতার অনুভুতি দেয় তখন।
অথচ আমাদের সকাল গুলো শুরু হওয়া উচিত ছিল পূর্বাকাশে সূর্য ঊঁকি দেওয়ার পুর্বেই।

09/02/2025

শীতের শেষে বসন্তের যখন আনাগোনা,
তখনি গাছের ঝড়া পাতা ফিসফিসিয়ে বলে যায়, " নতুনের প্রস্তুতি চলছে, তুমিও সাজাও তোমাকে নতুনভাবে৷ বিষন্নতা কে উপভোগ করো, নয়তো নতুনের দিনে নতুন পাতার স্নিগ্ধ বাতাসের সুখ বড় পাংসে মনে হবে।"

07/02/2025

পুরুষ! তুমি কষ্ট পেয়েছো? আকাশের দিকে তাকাও, একটা দীর্ঘশ্বাস ছাড়ো। বেশি কষ্ট পেলে সিজ্দায় যাও, আল্লাহকে বল তোমার কষ্টের কথা। এই পৃথিবীর কেউ শুনবে না তোমার কষ্টের ঘ্যান-ঘানানি। বলতে গেলে তারা তোমার কষ্টের কথা কোন পার্থিব স্বার্থে শুনবে ঠিকই, তবে তোমায় সুযোগ বুঝে দুর্বল বলতে একটুও ভুল করবে না।

31/01/2025

আমার শত কষ্ট
"তোমার অনেক কষ্ট হয় তাইনা!" লাইনটি শুনেই নিমিষেই হারিয়ে যায়।

30/01/2025

প্রত্যহ করি পণ,
রবো আমি সুনিপুণ।

শয্যায় ভুলি পণ ,
কাল থেকে হবে ক্ষন🤣

28/01/2025

Struggle এর গল্পগুলো বোরিং!
সহজে কেউ শুনতে চাই না।

তবে স্ট্রাগলের গল্পের উপসংহারে যদি থাকে চকচকে সফলতা তাহলে তুমি মুহুর্তেই বনে যাবে Great Storyteller!
তোমার শ্রোতাও থাকবে ভুঁড়ি ভুঁড়ি। কেউ কেউ তো আসর জমানোর জন্য মায়া কান্নাও করে ফেলবে🤣

তবে কিছু সৌভাগ্যবানদের সফলতাহীন স্ট্রাগলের গল্পও ২-১ জন শোনে। খুব মন দিয়ে শোনে। জীবনে তাদের আঁকরে ধরে থাকা বাধ্যতামূলক । নয়তো তুমি হবে পৃথিবীর অচিহ্নিত প্রতারক।

Address

Banani Model Town

Telephone

+8801842670952

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur's Creation:

Share

Category