Arpita's Universe

Arpita's Universe আমার জীবনের আনন্দ যদি অন্যের সাথে ভাগ করে নিতে পারি তবেই জীবন সার্থক বলে মনে করি।

ওঁ কাত্যায়নী মহামায়ে মহাযোগিণ্যধীশ্বরি।।বিষ্ণু-পদে পরাং ভক্তিম্ দেহিমে দেব - দুর্ল্লভাং।। জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা 🌺🌺
30/10/2025

ওঁ কাত্যায়নী মহামায়ে মহাযোগিণ্যধীশ্বরি।।
বিষ্ণু-পদে পরাং ভক্তিম্ দেহিমে দেব - দুর্ল্লভাং।। জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা 🌺🌺

আমি কেনো তোমায় ভুলতে পারছি না।কত চেষ্টা করছি মনটাকে অন্য দিকে ঘুরানোর।কিন্তু কোনো ভাবেই পারছিনা।কিছু তো একটা আছে তোমার ম...
15/10/2025

আমি কেনো তোমায় ভুলতে পারছি না।কত চেষ্টা করছি মনটাকে অন্য দিকে ঘুরানোর।কিন্তু কোনো ভাবেই পারছিনা।কিছু তো একটা আছে তোমার মধ্যে। না হয় তোমার মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষ তোমার জন্য হায় হুতাশ করতো না।মিস্ ইউ জুবিন দা😔😔

কোজাগরী লক্ষ্মী পূজায়🌺🌺
09/10/2025

কোজাগরী লক্ষ্মী পূজায়🌺🌺

সিঁদুর খেলা🥰🥰
05/10/2025

সিঁদুর খেলা🥰🥰

"মা, তোমার আশার প্রতীক্ষায় অনন্ত অপেক্ষায় আছি।"🙏🏻🙏🏻
03/10/2025

"মা, তোমার আশার প্রতীক্ষায় অনন্ত অপেক্ষায় আছি।"
🙏🏻🙏🏻

ওঁ আয়ুৰ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে। পুত্রান্ দেহি ধনং দেহি সৰ্ব্বান্ কামাংশ্চ দেহি মে। প্রচণ্ডে পুত্রদে নিত্যং ...
30/09/2025

ওঁ আয়ুৰ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে। পুত্রান্ দেহি ধনং দেহি সৰ্ব্বান্ কামাংশ্চ দেহি মে। প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে। কুলদ্যোতকরে চোগ্রে জয়ং দেহি নমোহস্তুতে ॥
শুভ মহাষ্টমী 🌺🌺
জয় মা🙏🏻🙏🏻

নবরাত্রির আজকে সপ্তম দিন, দেবীরূপ কালরাত্রি। দেবীর চারটি বাহু রয়েছে, ডান হাত দুটি যথাক্রমে অভয়া ও ভার মুদ্রায় এবং বাম...
29/09/2025

নবরাত্রির আজকে সপ্তম দিন, দেবীরূপ কালরাত্রি। দেবীর চারটি বাহু রয়েছে, ডান হাত দুটি যথাক্রমে অভয়া ও ভার মুদ্রায় এবং বাম হাত দুটি যথাক্রমে খড়গ ও বজ্র ধারণ করেছে। কালরাত্রি দেবী কৃষ্ণ বর্ণের। গলায় বিদ্যুতের মালা, চুলগুলো লম্বা ও বিক্ষিপ্ত। গলার মালা বিদ্যুতের মতো জ্বলে ওঠে। মায়ের তিনটি চোখ মহাবিশ্বের মতো বিশাল এবং গোলাকার।

যুদ্ধক্ষেত্রে আক্রমণরত অসুরদের দেখে ভীষণ ক্রুদ্ধ হন দেবী দুর্গা। রাগে তাঁর মুখমণ্ডল কালো হয়ে যায়। দেবী দুর্গার কপাল থেকে এক ভীষণ দর্শনা দেবী এই সময় প্রকট হন। সেই দেবী কালিকা বা কালরাত্রি। শুম্ভ, নিশুম্ভ ও রক্তবীজ বধের জন্য দেবী দুর্গাকে কালরাত্রির রূপ ধারণ করতে হয়েছিল। সেই ভয়ংকরী দেবী ভীষণ হুঙ্কার দিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন।

হিন্দু শাস্ত্র অনুসারে, নবরাত্রির সময় মা কালরাত্রির আরাধনা করলে ভক্তদের সব ধরনের ভয় দূর হয়। ভগবতীর এই মহৎ রূপের শুভ প্রভাবে নেতিবাচক শক্তি ভুল করেও আঘাত করে না। মায়ের এই রূপ বীরত্ব ও সাহসের প্রতীক। শুভ ফল দেওয়ার কারণে, তিনি শুভঙ্করী নামেও পরিচিত।

দেবীর প্রিয় ফুল হল রক্তজবা। ১০৮টি জবা ফুল দিয়ে গাঁথা মালা দেবীর চরণে অর্পণ করতে হয়। নবরাত্রির আজকের রঙ নীল যা অন্ধকার ধ্বংসের প্রতীক।

“হ্রীং কালরাত্রিঃ শ্রীং করালী চ ক্লীং কল্যাণী কলাবতী ।
কালমাতা কলিদর্পঘ্নী কপদীংশকৃপন্বিতা ॥
কামবীজজপানন্দা কামবীজস্বরূপিণী ।
কুমতিঘ্নী কুলীনাঽর্তিনশিনী কুলকামিনী ॥
ক্লীং হ্রীং শ্রীং মন্ত্রবর্ণেন কালকণ্টকঘাতিনী ।
কৃপাময়ী কৃপাধারা কৃপাপারা কৃপাগমা ॥”

প্রণাম-
“যা দেবী সর্বভূতেষু কালরাত্রি রূপেণ সংস্থিতা
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ॥”




রিপোস্ট

শুভ সপ্তমী 🙏🏼

ওঁ প্রচন্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে। কুলদ্যোতকরে চোগ্রে জবাব দেহি নমোহস্তুতে।ওঁ রুদ্রচন্ডে প্রচন্ডাসি প্রচণ্ড...
28/09/2025

ওঁ প্রচন্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে। কুলদ্যোতকরে চোগ্রে জবাব দেহি নমোহস্তুতে।
ওঁ রুদ্রচন্ডে প্রচন্ডাসি প্রচণ্ডগণ নাশিনী। রক্ষ মাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে।।
শুভ ষষ্ঠী 🌺🌺
জয় মা বিশ্বেশ্বরী🙏🏻🙏🏻

ওঁ সর্বে ভবন্তু সুখিনঃসর্বে সন্তু নিরাময়াঃ।সর্বে ভদ্রাণি পশ্যন্তুমা কশ্চিৎ দুঃখভাগভবেৎ।ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ...
27/09/2025

ওঁ সর্বে ভবন্তু সুখিনঃ
সর্বে সন্তু নিরাময়াঃ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু
মা কশ্চিৎ দুঃখভাগভবেৎ।
ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ🌼🙏

অনুবাদ: পৃথিবীর সবাই সুখী হোক, সবাই সকল অসুখ থেকে নিরাময় লাভ করুক। কেউ যেন কস্মিন কালেও কোনো প্রকার দুঃখ ভোগ না করে। শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও।🙏🌼

শুভ পঞ্চমী🌺🌺

জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোহস্তু তে।।
25/09/2025

জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোহস্তু তে।।

মায়ের আগমনী মানেই নতুন আশার আলো,অশুভ শক্তির বিনাশ আর শুভের জয়ধ্বনি।দেবীর পদধ্বনির সাথে সাথে ঘরে ঘরে জাগুক আনন্দ,মন ভরে...
21/09/2025

মায়ের আগমনী মানেই নতুন আশার আলো,
অশুভ শক্তির বিনাশ আর শুভের জয়ধ্বনি।
দেবীর পদধ্বনির সাথে সাথে ঘরে ঘরে জাগুক আনন্দ,
মন ভরে উঠুক শান্তি আর ভক্তিতে।

🌺 মায়ের আগমনে মুছে যাক সকল অন্ধকার,
নতুন দিনে ফুটুক প্রেম, শুভ্রতা আর সৌন্দর্যের আলো। 🌺

শুভ মহালয়া ❤️❤️❤️

Address

Banani Model Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arpita's Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share