
07/06/2025
🌑
রাগী মেয়েরা কখনোই দীর্ঘসময় টিকতে পারে না।
তাদের রাগ🔥 যেমন দগদগে আগুনের মতো, তেমনি অভিমানও হয় নিঃশব্দ এক বিষের মতো 🖤
তারা কাছের মানুষের আঘাত💔 সহজে সয়ে নিতে পারে না। ভিতরে ভিতরে কেঁপে ওঠে, কিন্তু মুখে বলে না কিছুই,,,,,
চোখের কোণে জমে থাকা কান্না গুলো 😞
একসময় আর বাঁধ মানে না-চুপিসারে গড়িয়ে পড়ে একটার পর একটা অশ্রুকণা 🥲
নিজেকেই অজান্তে ভেঙে ফেলে, তবুও কারও চোখে পড়ে না সেই ভাঙনের চিহ্ন।
কেউ বুঝতে পারে না, কেউ জানতে চায় না,,,
ধীরে ধীরে তারা নিঃশব্দ হতে শিখে যায় রাগ - অভিমান, কষ্ট-সব চেপে রেখে 🌫️
একসময় কেবল একটা শরীর বেঁচে থাকে, যার ভিতরটা অনেক আগেই থেমে গেছে 🕯️
তখন লোকে অবাক হয়ে বলে-
"তুই তো অনেক চুপচাপ হয়ে গেছিস, আগে তো কত প্রাণবন্ত ছিলি!"
কিন্তু কেউ বোঝে না,
সেই প্রাণটাই তো হারিয়ে গেছে বহু আগেই - চুপ করে, নিঃশব্দে 😶🌫️
—একজন রাগী মেয়ে, যে আজও বেঁচে আছে নিঃশব্দে... 🖤