Banaripara Upazila

Banaripara Upazila This Page I make for Communication & Enjoy

হাজার প্রতিকূলতার মাঝেও ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক নির্মল আনন্দ।সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।ঈদ মোবারক
09/07/2022

হাজার প্রতিকূলতার মাঝেও ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক নির্মল আনন্দ।
সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক

আজ বিকেলে টানা ২-২.৫ ঘন্টা ভারী বৃষ্টিপাতে বানারীপাড়া সদর রোডের চিত্র
19/06/2022

আজ বিকেলে টানা ২-২.৫ ঘন্টা ভারী বৃষ্টিপাতে বানারীপাড়া সদর রোডের চিত্র

অসংখ্য ধন্যবাদ প্রথম আলোকে
07/06/2022

অসংখ্য ধন্যবাদ প্রথম আলোকে

আলো জ্বলল স্বপ্নের পদ্মা সেতুতে
05/06/2022

আলো জ্বলল স্বপ্নের পদ্মা সেতুতে

সীতাকুণ্ডের দূর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জান্নাতের মেহমান বানিয়ে দিন আল্লাহ,যারা আহত আছেন তাদের সুস্থ করে দেন, শো...
05/06/2022

সীতাকুণ্ডের দূর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জান্নাতের মেহমান বানিয়ে দিন আল্লাহ,যারা আহত আছেন তাদের সুস্থ করে দেন, শোকার্ত পরিবারের ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দিন আল্লাহ।

ঐতিহ্যবাহী বাইশারী হাইস্কুল মাঠে বিশাল এক ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে,  সুভেচ্ছা ফি জামা দেয়ার শেষ তারিক ১৫ ই জ...
04/06/2022

ঐতিহ্যবাহী বাইশারী হাইস্কুল মাঠে বিশাল এক ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে, সুভেচ্ছা ফি জামা দেয়ার শেষ তারিক ১৫ ই জুন ২০২২,উদ্বোধনীয় খেলা ১৭ ই জুন ২০২২ রোজ শুক্রবার। নিন্মে দেখার জন্য অনুরোধ করা হলো।

👉 সকলে শেয়ার করে দেন।

ধান-নদী-খাল এই তিনে বরিশালঃ ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বরিশাল আমার গর্বকীর্তনখোলা নদীর তীরে অবস্থিত ধান-নদী খালের অপূর্ব সমাহ...
03/06/2022

ধান-নদী-খাল এই তিনে বরিশালঃ ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বরিশাল আমার গর্ব

কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত ধান-নদী খালের অপূর্ব সমাহার বরিশাল। বরিশাল দক্ষিণ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা এবং বরিশাল বিভাগের সদর দপ্তর। দেশের দক্ষিণে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র পলি জমে সৃষ্ট কয়েকটি দ্বীপ বরিশাল। এ অঞ্চল বা এর অংশ বিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে পরিচিত ছিল। প্রাচীন নাম বাকলা-চন্দ্রদ্বীপ। পাঙ্গালা, সাগরদ্বীপ, চন্দ্রদ্বীপ, বঙ্গাল প্রভৃতি ছত্রিশটি নামার পরিচয় পাওয়া যায়। চন্দ্রদ্বীপ কখনো পরগণা, কখনো বা রাজ্য হিসেবে সুপরিচিত ছিলো। চতুর্থ শতাব্দী পর্যন্ত এ অঞ্চল চন্দ্রদ্বীপ নামে প্রসিদ্ধ লাভ করে। দক্ষিণ পূর্ব বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারকালে দনুজমর্দন কর্তৃক চন্দ্রদ্বীপ নামে এ স্বাধীন রাজ্যটি প্রতিষ্ঠিত হয়। প্রাচীনকাল থেকেই নদী ভাঙ্গন, ঝড়-জলোচ্ছ্বাস মোকাবেলা করে বেঁচে থাকা এ অঞ্চলের মানুষের পেশা কৃষি ও মৎস্য শিকার। গঙ্গার মোহনায় অবস্থিত চন্দ্রদ্বীপে লোকবসতি কবে শুরু হয়েছে তার সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। তবে প্রাচীন পুঁথি থেকে ধারণা পাওয়া যায় বাকলা-চন্দ্রদ্বীপের জন্ম ৪ হাজার বছর পূর্বে। প্রাচীনকালে এই দ্বীপে ছিল অসংখ্য নদী-নালা।

বানারীপাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত ঘুড়ি   সুতা কাটাকাটি প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের খেলা আগামি  ১৫ মে রবিবার বেলা ৩ ট...
12/05/2022

বানারীপাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত ঘুড়ি সুতা কাটাকাটি প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের খেলা আগামি ১৫ মে রবিবার বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। উক্ত খেলা দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত।

স্বরূপকাঠীর শেখ নেয়ামত উল্লাহ এখন সুপার হিরো বাবা। স্ত্রী শিল্পীকে প্রসববেদনা নিয়ে ভর্তি করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল...
10/05/2022

স্বরূপকাঠীর শেখ নেয়ামত উল্লাহ এখন সুপার হিরো বাবা। স্ত্রী শিল্পীকে প্রসববেদনা নিয়ে ভর্তি করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে। এখনি ডাঃ সিজার কারার পরামর্শ দেন। তাই বিশেষ একটি ঔষধ কিনতে স্বামী হাসপাতালের বাহিরে চলে যান। এদিকে সহধর্মিণী শিল্পী টয়লেট করতে যান বাথরুমে এবং সেখানেই কমোডে সন্তান প্রসব করে ফেলেন।
কিন্তু সন্তান না দেখে কান্না কাটি শুরু করে দেন। ইতোমধ্যে স্বামী নেয়ামত এসে দেখে এই অবস্থা। সাথে সাথে টয়লেট পাইপে হাত ঢুকিয়ে দেন কিন্তু কিছুই পাওয়া গেলো না। হাতুড়ি নিয়ে এবার পাইপ ভাঙতে থাকেন। মহান রাব্বুল আলামীনের দয়ায় একপর্যায়ে নবজাতকের সন্ধান পেয়ে যায়। আলহামদুলিল্লাহ।
ডাঃ তালুকদার চেক-আপ করে বলেছেন নবজাতক সুস্থ এবং স্বাভাবিক আছেন।উল্লেখ্য ফায়ারসার্ভিস খবর দিয়ে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। শেখ নেয়ামত উল্লাহার বাড়ি গোনমান গ্রামে শেখ পাড়া বাজার এলাকায় এবং পেশায় একজন জেলে। নবজাতকের জন্য শুভকামনা রইলো। রাখে আল্লাহ মারে কে!
সংগ্রহিত

Address

Banaripara
8530

Telephone

+8801628966958

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banaripara Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category