20/10/2025
বান্দরবানের লামায় চিকিৎসা না পেয়ে মৃত্যুপথযাত্রী মেনরোয়া ম্রো: চিকিৎসকদের অবহেলার অভিযোগ
লামা (বান্দরবান), ২০ অক্টোবর ২০২৫: বান্দরবানের লামা উপজেলার তাউ পাড়ার বাসিন্দা মেনরোয়া ম্রো গুরুতর অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও সময়মতো চিকিৎসা না পাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও কর্মীরা একের পর এক কেবিনে স্থানান্তরের নির্দেশ দিলেও কার্যত কোনো চিকিৎসা শুরু করেননি।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেনরোয়া ম্রো। দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে স্থানীয়রা তাকে কাঁধে তুলে লামা বাজারে নিয়ে আসেন। সেখানে প্রাথমিকভাবে ম্যালেরিয়া পরীক্ষার জন্য স্যাম্পল দেওয়া হয়, কিন্তু ফলাফল পেতে বিলম্ব হয়। ল্যাবের কর্মীরা পরামর্শ দেন দ্রুত হাসপাতালে ভর্তি করতে।
তবে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শুরু হয় ভিন্ন চিত্র। গ্রামবাসীর অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক ও স্টাফরা প্রথমে কেবিন পরিবর্তনের নির্দেশ দেন, পরে আবার নতুন কেবিনে পাঠান। চারবারেরও বেশি কেবিন পরিবর্তনের পরও কোনো চিকিৎসা শুরু হয়নি। এই সময় মেনরোয়া ম্রো একাধিকবার জ্ঞান হারান।
অবশেষে চিকিৎসা না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে বাড়িতে ফিরিয়ে নিতে বাধ্য হন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, এই ঘটনার মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতি অব্যাহত বৈষম্য ও অবহেলার চিত্র আবারও প্রকাশ পেয়েছে। তারা বলেন, “নিজের এলাকায় যদি নিজেদের মানুষ চিকিৎসা না পায়, তবে সেই হাসপাতালের অস্তিত্বের অর্থ কী?”