নিখাদ সংবাদমাধ্যম প্রতিবেদনে কোয়ান্টাম ফাউন্ডেশনের কার্যকলাপ।
চুক্তির বাস্তবায়নে গণ সমাবেশ
লাংকম পাড়া।
গতকাল বিকাল ৩ টায় ভূমিদস্যু রাবার কোম্পানির ১৫ জন মাস্তান বাহিনী এসে বান্দরবানের লামার সরই ইউনিয়নের লাংকম পাড়া, জয়চন্দ্র পাড়া ও রেংয়েন কার্বারি পাড়ার একমাত্র পানির উৎস ঝিরিতে বিষ ছিটিয়ে দেয় বলে এলাকাবাসী জানিয়েছেন। ঝিরিতে বিষ দেওয়ার ফলে ওই ঝিরিতে থাকা কাঁকড়া, চিংড়ি মারা যাচ্ছে এবং গ্রামবাসীরাও পানি সংকটে পড়ছে। এমতাবস্থায় স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য।
Raises Your voice
গতকাল রাতে লামায় ডলুছড়ি মৌজায় লাংকম পাড়ায় রাবার কোম্পানি ইন্ডাস্ট্রির মালিক ২০/৩০জন লোক লাগিয়ে বৌদ্ধ মন্দির তছনছ করে মন্দিরের সংরক্ষিত বৌদ্ধ মূর্তি ও নিয়ে গিয়েছে বলে জানা গেছে রেংয়েন পাড়ায় রেংয়েন ম্রো কারবারী মুখে।
তথ্য সংগ্রহীত
প্রামাণ্য চিত্র যুক্ত করা হলো।
সুস্থ বিচারের দাবি।
আজ (৯ এপ্রিল ২০২২) সকাল ৯:০০ টার দিকে বান্দরবান লামা সরই ইউনিয়নের লাংকম ম্রো পাড়া এলাকায় শতাধিক বহিরাগত বাঙালি লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে এসে গ্রামবাসীদের লাগানো শত শত গাছ কেটে দেয় ও জঙ্গল পরিষ্কার করে। গ্রামবাসী পাহাড়িরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে হামলার চেষ্টা করে, মেরে ফেলার হুমকি দেয় এবং একজন পাহাড়ি আদিবাসীকে মারতে পারলে তারা দশ লাখ টাকা পাবে বলেও উল্লেখ করে।
এইধরনের পরিস্থিতি পরবর্তীতে বড় ধরনের সহিংসতার সংঘাত ঘটাতে পারে এজন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুস্থ্যবিচারের জোর দাবি জানাচ্ছি।
বিস্তারিত ভিডিওতে দেখুন।।
আমাদের রিনাপ্লুং
রিনাপ্লুং বাঁশির সুর যুগে যুগে আমাদের মাঝে থাকবে।
প্লুং, তিংতেং , ত্র বেঁচে থাকবে প্রানে প্রানে।
-------- ইয়াংবং হোং
ঢাকা রাজপথে ম্রোদের বাঁশি সুর