12/07/2025
মানুষের ভালোবাসা,যত্ন কুকুর ও বুঝতে পারে।যদি প্রশ্ন ওঠে বিশ্বাসের তাহলে মানুষের থেকে কুকুরই সেরা। অচেনা এক পাহাড়ে গিয়ে এই কুকুরটির সাথে আমার পরিচয়। কুকুরটির প্রতি আমার ভালবাসা ও যত্ন দেখে নিষ্পাপ প্রাণীটিও খুব সুন্দর ভাবে আমাকে স্বাগতম জানিয়েছে । ক্ষনিকের জন্য মনে হয়েছিল কুকুরটি আমার অনেক আগের চেনা 🥹