Ronajit vlogs

Ronajit vlogs আমাদের দেশের প্রকৃতি সুন্দর ও লীলাভূমিকে নিয়ে গুরে বেড়ানো এই আমার স্বপ্ন।
(2)

চাঁদপুর থেকে নৌ-যানে যারা ঢাকা যাতায়ত করেন, পোস্ট'টি শুধুমাত্র তাদের জন্য:- ★ঢাকা-চাঁদপুর রুটের নতুন সময়সূচী:-★ঢাকা থেকে...
09/07/2025

চাঁদপুর থেকে নৌ-যানে যারা ঢাকা যাতায়ত করেন,
পোস্ট'টি শুধুমাত্র তাদের জন্য:-
★ঢাকা-চাঁদপুর রুটের নতুন সময়সূচী:-

★ঢাকা থেকে চাঁদপুর
সকাল-৬.০০ -ইমাম হাসান
সকাল -৭.২০ সোনারতরী-১
সকাল-৮.০০ -অগ্রদূত প্লাস
সকাল -৮.৩৫-বোগদাদীয়া-৭
সকাল - ৯-১৫ আব এ জম জম-১ (অনিয়মিত)
সকাল -৯.৫০- মিতালী-৭
সকাল ১০.২৫ -ঈগল-৮/আওলাদ-৬
সকাল -১১.০০- ইমাম হাসান-৭
সকাল -১১.৪৫-ইমাম হাসান-২
দুপুর :১২.৩০- ময়ূর-২
দুপুর -১.৩০ ময়ূর-১০
দুপুর ২.৩০- ঈগল-৪
বিকাল ৩.৩০- আল বোরাক
বিকাল ৪.৩০-ঈগল-৩
বিকাল ৫.৩০ -সোনারতরী-৩
বিকাল ৬.৩০-বোগদাদীয়া-৮/ ঈগল-৯
সন্ধ্যা -৭.৪৫-সোনারতরী-৪/ জামাল-১
রাত -৯.৪০ -
রাত ১০.৪০- বোগদাদীয়া-১৩
রাত ১১.৩০-আব এ জম জম-৭
রাত ১২.০০ রফ রফ-২

★চাঁদপুর থেকে ঢাকা

ঢাকা-চাঁদপুর রুটের সময়সূচী
সকাল-৬.০০ -সোনারতরী-৪/ জামাল-১
সকাল -৭.২০ সোনারতরী-৩
সকাল-৮.০০ -ঈগল-৭ /অনিয়মিত
সকাল - ৯.০০-ঈগল-৩
সকাল -৯.৩০-আল বোরাক
সকাল :১০.০০ ঈগল-৯/বোগদাদীয়া-৮
সকাল ১০.৪০ -বোগদাদীয়া-১৩
সকাল ১১.৩০- অনিয়মিত
দুপুর -১২.০০- রফ রফ-২
দুপুর -১.০০ আব এ জম জম-৭
দুপুর ২.০০-অগ্রদূত প্লাস
বিকাল ৩.৪০-সোনারতরী-১
বিকাল ৫.০০-বোগদাদীয়া-৭
বিকাল ৬.০০ -ইমাম হাসান-৭
সন্ধ্যা -৭.০০-ইমাম হাসান
রাত -১০.০০ -মিতালী-৭
রাত ১০.২০ -আব এ জম জম-১ /অনিয়মিত
রাত ১১.১০-ইমাম হাসান-২
রাত :১১.৩০- ঈগল-৪
রাত ১২.১৫-ময়ূর-১০
রাত -১২.৩০- ময়ূর-২
(তথ্য সংগৃহীত)

নির্বাচন না আসতে চাঁদাবাজি শুরু করতেছে।নির্বাচনে জয় হলে তো মানুষের রক্ত চুষে খাবে।আপনারা রাজনৈতিক অর্থ কি বুঝেন।1,জনগনদে...
08/07/2025

নির্বাচন না আসতে চাঁদাবাজি শুরু করতেছে।নির্বাচনে জয় হলে তো মানুষের রক্ত চুষে খাবে।
আপনারা রাজনৈতিক অর্থ কি বুঝেন।
1,জনগনদের সেবা করা
নাকি
2,জোর পুর্বক চাঁদা আদায় করা।

3,দেশের জন‍্য উন্নয়নের কাজ করা
নাকি
4..হুমকিও ভয় দেখিয়ে চাঁদা আদায় করা।

L*D রোগে আতংকিত হয়ে এন্টিবায়োটিক ইনজেকশন দিয়ে গরু মারবেন না💉🚫⚠️1) গরুর L*D রোগে প্রথম সপ্তাহে বেশী ঔষধ ব্যবহার করবেন না,...
03/07/2025

L*D রোগে আতংকিত হয়ে এন্টিবায়োটিক ইনজেকশন দিয়ে গরু মারবেন না💉🚫⚠️

1) গরুর L*D রোগে প্রথম সপ্তাহে বেশী ঔষধ ব্যবহার করবেন না, এ সময় গরুর নিজের রোগ দমন সক্ষমতা দিয়ে রোগকে মোকাবেলায় সুযোগ দিতে হবে।কতটুকু মোকাবেলা করতে পারছে, এটা খেয়াল করে সাপোর্ট চিকিৎসা দিতে হবে। ভয়ে অগ্রীম চিকিৎসা করতে গিয়ে পিছিয়ে যাবেন।
2) এই সময়/ প্রথম দুই সপ্তাহ কোন প্রকার এন্টিবায়োটিক ব্যবহার করবেন না, কারন এটা ভাইরাস ঘটিত রোগ, ব্যকটেরিয়া ঘটিত রোগ না।
3) প্রথম সপ্তাহে যত বেশী ঔষধ খাওয়াবেন, এই রোগ ভাল হতে তত বেশী সময় লাগবে; ক্ষতি বেশী হবে, শেষে চিকিৎসা ব্যয় বাড়বে, তথাপি ও গরু-বাছুর বাঁচানো কঠিন হবে।
4) এ সময় আপনার প্রধান কাজ হল একটি থার্মোমিটার হাতের কাছে রাখা, জ্বর মাপা ও জ্বর নিয়ন্ত্রনে রাখা, ফাষ্টভেট/পাইরালজিন এসব ট্যবলেট খাওয়ান প্রতি আট ঘন্টা পরপর দিনে তিনবার। কম করে হলে দিনে 2-3 বার গোসল করাবেন, শরীর মুছে দিতে হবে, জ্বর 104 থেকে নীচে রাখতে হবে।
5) এই সময় খাবার সোডা বড় গরুর জন্য 30 গ্রাম,বাছুর হলে 15 গ্রাম, নিমপাতা পরিমান মত,জিংক সিরাপ বাছুরকে 50 মিলি, বড় গরুকে 100 মিলি করে 15-20 দিন খাওয়াতে থাকুন। এতে এ রোগের পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে।
6) গোটা গুলো মোটামুটি দৃশ্যমান হতে সুযোগ দিতে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, এ সময় গরুর রোগ প্রতিরোধশক্তি এই ভাইরাসের বিরুদ্ধে ফাইট করছে এটা জোর করে বন্ধ করতে না যেয়ে একটু সময় দিন ও পরে নন স্টেয়রয়েড এন্টিহিস্টামিন ইনজেকশন দিতে পারেন। এসময় এষ্টাভেট/রেনাসিন ইনজেকশন 100 কেজি বডি ওয়েটের জন্য 8-10 সিসি পরপর তিন দিন/ এক দিন পরপর তিন বার দিতে পারেন। এ সময় রেজিঃ ভেটের পরামর্শ নিবেন।
7) এ সময় খাবার স্বাভাবিক রাখুন,ইলেকট্রোলাইটস/ডেক্সড্রোজ ও মিনারেলস সাপোর্ট দিতে পারেন। ওর স্যালাইন,লেবুর রস, ক্যালসিয়াম, এমাইনোভেট প্লাস সিরাপ এসব দিয়ে এনার্জি ও পুষ্ঠি সাপোর্ট দিতে হবে। এতে গরুর রোগ প্রতিরক্ষা তৈরীতে সহায়তা হবে।
8) এ সময় No lumpy, Lumpy cure, FRA C12 এসব পাউডার খাওয়াতে পারেন। এতে ভাইরাস ভেতর থেকে দূর্বল হয়ে যাবে।
9) নিমপাতা সিদ্ধ পানি, পটাশের পানি, স্যাম্পু, টিমসেন/ GPC8 /FAM 30 এসব দিয়ে গোসল করাতে হবে।

উল্লেখিত পরামর্শ গরু পালনকারী ভাই ও বোনেরা সঠিক ভাবে পালন করলে ভয়ানক L*D রোগ থেকে আপনার গরু দ্রুত সুস্থ্য হয়ে উঠবে।

শেয়ার করবেন

অভিনন্দন বাংলাদেশ৭৩ ধাপ এগিয়ে থাকা মায়ানমারকে ২-১ গোলে হারালো বাঘিনীরাঋতুপর্ণা চাকমার জোড়া গোল
02/07/2025

অভিনন্দন বাংলাদেশ
৭৩ ধাপ এগিয়ে থাকা মায়ানমারকে ২-১ গোলে হারালো বাঘিনীরা
ঋতুপর্ণা চাকমার জোড়া গোল

21/06/2025
চরম অভদ্র কিছু প্রশ্ন, বর্তমান মানব সমাজের মধ্যে....
21/06/2025

চরম অভদ্র কিছু প্রশ্ন, বর্তমান মানব সমাজের মধ্যে....

🔴 ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!১। ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে ম...
12/06/2025

🔴 ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!

১। ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে মেরে রক্তাত্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই, সাহায্য করেন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে। ওরা আপনাকে মেরে সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র।

২। ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই। বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে। আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন। ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্লাক মেইল করবে।

৩। শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা,রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা।
এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪। রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ। আপনাকে তাদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না। সব হারাবেন। মেয়ে দিয়ে ব্লাক মেইল করবে।

৫। গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬। যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম। আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭। রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থাকে ফেলে দেয়।

৮। লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯। যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না। কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০। হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখোর ওঁত পেতে থাকে ছিনতাই এর জন্য।

এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে। সচেতনতা সৃষ্টিতে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ধন্যবাদ।।

আমাদের বান্দরবান শহর
10/06/2025

আমাদের বান্দরবান শহর

কেও কি কচি বাঁশ খাইবেন।নাকি কচি বাঁশ গুলো দেখে অবাক হয়েছেন।
01/06/2025

কেও কি কচি বাঁশ খাইবেন।নাকি কচি বাঁশ গুলো দেখে অবাক হয়েছেন।

31/05/2025

যাদের রবি সিম আছে তারা *২১২*০১ # ডায়াল করুন। ২০ মিনিট টকটাইম ও ২৫০ এমবি পাবেন। ধন্যবাদ।

এই ১০ টি ঔষধ আপনারা সবাই  বাসায় রাখবেন-১.Sergel 20mg. গ্রস্টিকের সমস্যা হলে খালি পেটে খাবেন।২.viset 50mgবা Algin50mg যে ...
26/05/2025

এই ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেন-

১.Sergel 20mg. গ্রস্টিকের সমস্যা হলে খালি পেটে খাবেন।

২.viset 50mgবা Algin50mg যে কোন পেট ব্যথ্যা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথ্যা হলে খাবেন।

৩.Napa Extra বা Napa Extrend জ্বর বা ব্যথ্যা হলে খাবেন।

৪.Ecosprin 75mg.বুকে চাপ চাপ ব্যথ্যা হলে খাবেন।

৫.Flazyl400mg বা Filmet400mg.পাতলা পায়খানা হলে খাবেন।

৬.Tufnil 200mgপ্রচন্ড মাথা ব্যথ্যা হলে খাবে।

৭.Rolac10mg বা Tory 90mg দাঁত ব্যথ্যা হলে খাবেন।

৮.Rupa10 mgবা Fexo 120 mg স্বদি ঠান্ডা, কাশি বা এলার্জি হলে খাবেন।

৯. Emistat 8mg বমি হলে খাবেন।

১০. Tenoloc 50mgবা Amdocal 5mg হঠাৎ প্রেশার বেড়ে গেলে খাবেন।

প্রাথমিক চিকিৎসা হিসাবে ঔষধ গুলো হাতের কাছে রেখে দিবেন,(প্রয়োজনে ডাক্তারের স্মরনাপন্ন হবেন।)
Collected

https://bdkul.com

Address

Bandarban

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ronajit vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category