Parika chakma

Parika chakma Life is very beautiful if you can use it properly. Time is very important to you if you can use it exactly
(3)

09/08/2025
খাগড়াছড়ি এবার সেটেলার শিক্ষকের পাহাড়ি আদিবাসী স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টা! খাগড়াছড়ির গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ...
28/07/2025

খাগড়াছড়ি এবার সেটেলার শিক্ষকের পাহাড়ি আদিবাসী স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টা!

খাগড়াছড়ির গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন কর্তৃক ৮ম শ্রেণিতে পড়ুয়া এক পাহাড়ি আদিবাসী ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে অবস্থান নিয়েছেন। সেনাবাহিনী স্কুল টিতে এই মুহূর্তে অবস্থান করছে।

জানা গেছে, গতকাল রবিবার (২৭ জুলাই ২০২৫) বিদ্যালয়ে উক্ত ঘটনাটি ঘটে। পরে বাড়ি ফিরে ওই ছাত্রী ঘটনাটি তার মাকে জানান। আজ সোমবার (২৮ জুলাই) সকালে ওই ছাত্রীর মা-বাবা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে ঘটনার বিষয়ে অবহিত করেন। প্রধান শিক্ষক তাদেরকে অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিনকে বিদ্যালয় থেকে বহিষ্কারের আশ্বাস প্রদান করেন বলে জানা গেছে।

এদিকে, উক্ত ঘটনা নিয়ে আজ সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভিকটিম ছাত্রীর অভিভাবকদের ডেকে মীমাংসার চেষ্টার খবর পাওয়া গেছে। তবে কোন মীমাংসা হয়েছে কিনা জানা যায়নি।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, রয়েছে পুলিশের উপস্থিতিও।

ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে। তবে বিপুল সংখ্যক সেনা সদস্যের উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

শহরের বসবাসরত আদিবাসীরা সাবধান।সতর্কীকরণ পোস্ট📌 গতকাল চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় টিউশনি পড়াতে গিয়ে ফেরার পথে রাত ৮ ...
27/07/2025

শহরের বসবাসরত আদিবাসীরা সাবধান।
সতর্কীকরণ পোস্ট📌
গতকাল চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় টিউশনি পড়াতে গিয়ে ফেরার পথে রাত ৮ টায় বা সারে ৮ টায় নাগাদ আমার প্রিয় বন্ধু ছিনতাই শিকার হন।সাথে ছুরিঘাতে গুরুতর আহতও হন। একটা মোবাইল ফোন এবং নগদ কিছু টাকা নিয়ে যায়। পরে স্থানীয় লোকের মাধ্যমে এবং পুলিশের সহায়তা চট্টগ্রাম মেডিক্যাল নিয়ে যায়। রোগী শারীরিক অবস্থা ভালো আছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। শুধু আজ নয় প্রায়শই শোনা যায় সব জায়গায় বিশেষ করে আদিবাসী ভাইবোন এমন ছিনতাই ডাকাতির শিকার হতে। যারা এলাকা ছেড়ে শহরাঞ্চলে থাকেন পড়াশোনা তাগিদে হোক বা কর্মজীবনের হোক সর্তক থাকবেন সচেতন থাকবেন। ভগবান না করুন কাল আপনিও শিকার হতে পারেন।বাসা থেকে বের হওয়ার সময় প্রয়োজনের অধিক টাকা পয়সা নিয়ে বের হবেন না। রাস্তায় চলাচলে সর্তক থাকবেন।
ধন্যবাদ 🙏🙏🙏

রোগী নাম : দোঅংগ্য মারমা
বাড়ির : রামগড় , ফেনীকূল, খাগড়াছড়ি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রেজুয়েট এবং বি সিএস জন্য প্রস্তুতি নিচ্ছে ।

15/09/2023

24/06/2023

ভারতের মণিপুরী নারীদের মতো বাংলাদেশেও প্রতিবাদ হোক এভাবে

of a .

Address

Bandarban
Bandarban
4630

Alerts

Be the first to know and let us send you an email when Parika chakma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Parika chakma:

Share