Parika chakma

  • Home
  • Parika chakma

Parika chakma Life is very beautiful if you can use it properly. Time is very important to you if you can use it exactly
(1)

২৫ বছর বয়সী টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গু-লি করে হ-ত্যা করেন তার নিজের বাবা...কারণ?প্রতিবেশীরা বলেছিল, “মেয়ের টাকায...
12/07/2025

২৫ বছর বয়সী টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গু-লি করে হ-ত্যা করেন তার নিজের বাবা...

কারণ?
প্রতিবেশীরা বলেছিল, “মেয়ের টাকায় সংসার চলে!” আর তিনি সেটা মেনে নিতে পারেননি। শুধু তাই না, বলা হচ্ছে মেয়ে রিল বানায়, এটাতেও নাখোশ ছিলেন বাবা।

রাধিকা নিজের ট্যালেন্টে সংসার চালাতেন, একটি টেনিস একাডেমি পরিচালনা করতেন। কিন্তু প্রতিবেশীদের ক-টূ মন্তব্য আর সমাজের চাপ তার বাবাকে এতটাই তাড়িত করে যে তিনি নিজেই মেয়েকে গু-লি করেন।

৫টি গু-লি চালান। অপরাধ স্বীকার করেছেন। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে।

এই সমাজে অনেক প্রতিবেশী আছেন যারা অন্যের ভালো স-হ্য করতে পারেন না। তারা স-মা-লো-চ-না করে, অ-প-মা-ন করে, এবং অন্যের ক-ষ্টে অদ্ভুত এক আনন্দ খুঁজে পায়।

এই ঘটনার পেছনে ছিল বি-ষা-ক্ত ইগো, এবং সমাজের চোখ রক্ষার নামে নিজের সন্তানের জীবন ধ্বং-স করে ফেলার নি-ষ্ঠু-র-তা।

তিনি একজন বাবা হিসেবে ব্য’র্থ।
যার কাছে নিজের মেয়ের জীবন থেকেও প্রতিবেশীদের মতামত বেশি মূল্যবান ছিল 🙂
゚ #সংগৃহীত

11/07/2025

ইসলামে বৌদ্ধ সবসময় হারিয়ে যায় কেন?সেই দিনগুলো খুব দূরের নয়, যখন এশিয়ার বিশাল অঞ্চলজুড়ে বৌদ্ধ ধ্বনি ভেসে আসত—“বুদ্ধ...
09/07/2025

ইসলামে বৌদ্ধ সবসময় হারিয়ে যায় কেন?

সেই দিনগুলো খুব দূরের নয়, যখন এশিয়ার বিশাল অঞ্চলজুড়ে বৌদ্ধ ধ্বনি ভেসে আসত—“বুদ্ধং শরণং গচ্ছামি।”

সিল্ক রোডের ধুলিমাখা পথে যেমন ছিল বৌদ্ধ ভিক্ষুদের পদচিহ্ন, তেমনি ছিল জ্ঞান, শান্তি, ও সহিষ্ণুতার আলো।

কিন্তু আজ, ইতিহাসের সেই পবিত্র অধ্যায় শুধু পাণ্ডুলিপিতে ঠাঁই পেয়েছে। বাস্তবতার জমিনে, ইসলামের তরবারির নিচে একে একে হারিয়ে গেছে সেই সভ্যতা, সেই ধর্ম, সেই মানুষ।

✡️গান্ধার, বামিয়ান যেন বিস্মৃত শ্মশান

আফগানিস্তানের বামিয়ানে ছিল পৃথিবীর বৃহত্তম বুদ্ধমূর্তি। দুই হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা সেই শিল্পকর্ম গুঁড়িয়ে দেয়া হয়েছিল ২০০১ সালে। তালেবানরা বলেছিল, “এটা মূর্তিপূজা।”

অথচ তারা ইতিহাসকে হত্যা করেছিল। বুদ্ধকে নয়, তারা মেরেছিল নিজ দেশীয় সাংস্কৃতিক পরিচয়কে। বামিয়ান ছিল গান্ধার সভ্যতার কেন্দ্র, যেখানে গৌতম বুদ্ধের শিক্ষায় গড়ে উঠেছিল শিল্প, জ্ঞান, ও সহনশীলতার বাতিঘর। আজ সেখানে শুধুই ধ্বংসস্তূপ।

সেখানে শুধু বৌদ্ধধর্ম হারিয়ে যায় নি। পুরো বৌদ্ধজাতি হারিয়ে গেছে।

✡️পাকিস্তানে বৌদ্ধ নিঃশেষ

আজকের পাকিস্তান—যেখানে ছিল প্রাচীন তক্ষশীলা বিশ্ববিদ্যালয়, যেখানে খ্রিস্টপূর্ব যুগে শিক্ষার আলো জ্বলতো, আজ সেখানে বৌদ্ধ নেই।

কীভাবে হারাল তারা?

ধর্মান্তর, ভয়, নিপীড়ন এবং একের পর এক জিহাদি আগ্রাসনের মধ্যে একটিও বৌদ্ধ জনগোষ্ঠী টিকে থাকেনি। ইসলামিক সাম্রাজ্য বিস্তারের নামে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে।

✡️বাংলাদেশে পাহাড়ের ভয়

পার্বত্য চট্টগ্রাম এখনো বাংলাদেশের মানচিত্রে একমাত্র অঞ্চল যেখানে বৌদ্ধধর্ম ও বৌদ্ধ সংস্কৃতি কিছুটা টিকে আছে।

কিন্তু ইতিহাস কি থেমে আছে?

না। সেখানে বৌদ্ধ নারী ধর্ষিতা, বিহার দখল, সামরিক ক্যাম্পের ছায়ায় বসবাস। ধর্মান্তর করার চাপ, স্কুলে ইসলামি পাঠ্যক্রম চাপিয়ে দেয়া, ও মৌলবাদীদের সংগঠিত তৎপরতা—সব মিলে পাহাড়েও যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বৌদ্ধ।

বান্দরবান মৌলবাদীদের লীলাভূমিতে পরিনত হয়েছে। তাদের নগ্ন মৌলবাদের থাবায় পাহাড়ী আদিবাসী চিরতরেই হারিয়ে যাচ্ছে।অনেক বিহার অনেক আগেই পরিত্যক্ত হয়ে গেছে।

✡️আরাকান থেকে বাংলাদেশ: রোহিঙ্গাদের প্রেক্ষাপট

মায়ানমারের রাখাইন রাজ্যে, আগে যেখানে ছিল বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা মুসলিমদের আগমন ও সহিংসতা বৌদ্ধদের সংখ্যাগরিষ্ঠতা ভেঙে দেয়। বহু বৌদ্ধ রাখাইন আজ বাংলাদেশ বা থাইল্যান্ডে উদ্বাস্তু।

অথচ আন্তর্জাতিক মিডিয়া শুধু মুসলিম নির্যাতনের গল্প শোনায় আর বৌদ্ধ সমাজের ভাঙনের কাহিনী চাপা পড়ে যায়।

✡️কেন বারবার বৌদ্ধ হারিয়ে যায়?

কারণ বৌদ্ধরা তরবারি নিয়ে যুদ্ধ করে না। তারা “মায় তেপি তেজেন” — অহিংসার মাধ্যমে জয় চায়।

কিন্তু যারা তরবারি নিয়ে আসে, তারা অহিংসার ভাষা বোঝে না। তারা মন্দিরকে দেখে মূর্তিপূজা হিসেবে, ভিক্ষুকে দেখে “কাফের,” আর ইতিহাসকে দেখে “জাহেলিয়াত।”

তাই বৌদ্ধ সবসময় পরাজিত হয়, ইতিহাসের বেদনার পাতায়।

✡️বৌদ্ধদের নিঃশব্দ বিলুপ্তি

বৌদ্ধদের গর্জে ওঠার ভাষা নেই। কারণ তাদের শিক্ষা শান্তি, তাদের দীক্ষা ধ্যান, তাদের অস্ত্র শুধু সহিষ্ণুতা।

কিন্তু এই সহিষ্ণুতাই যখন মৌলবাদীদের ভয়ংকর থাবার সামনে পড়ে, তখন ইতিহাসের চাকা শুধু ঘোরে না—
বরং একটি জাতির আত্মাও নিশ্চিহ্ন হয়ে যায়।

এটা কেবল ধর্মের লড়াই নয়, এটা অস্তিত্বের সংগ্রাম। বৌদ্ধদের দেশে অস্তিত্ব বিলুপ্তি হয়ে গেছে ইসলামের আগ্রাসী ধারার ছায়ায়।

বাংলাদেশে পাহাড় সেই পথে হাঁটছে।কিন্তু দুঃখজনক হচ্ছে সেটা পাহাড় আজও উপলব্ধি করতে পারেনি।

তাহলে পাহাড়ের চাকমারা কি হারিয়ে যাবে?

ছবি : ধ্বংসের আগে বামিয়ান বুদ্ধ

Courtesy : মাইকেল তোন্যে

সবাইকে শুভ আষাঢ়ী পূর্ণিমাজগতে সকল প্রাণী সুখী হোক।
09/07/2025

সবাইকে শুভ আষাঢ়ী পূর্ণিমা
জগতে সকল প্রাণী সুখী হোক।

আবারো কি একই কাহিনী পুনরাবৃত্তি ?গতকাল বিকেল 4:00, 29/6/25 থেকে রিনা মার্মা বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।  কোনো আত্মীয় বা...
30/06/2025

আবারো কি একই কাহিনী পুনরাবৃত্তি ?

গতকাল বিকেল 4:00, 29/6/25 থেকে রিনা মার্মা বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো আত্মীয় বাড়িতেও যায়নি এবং কোনো বান্ধবির বাড়িতেও যায়নি। মেয়েটিকে খুঁজে না পেয়ে পরিবারের গ্রামের মানুষের দুচিন্তা ভেরেই চলেছে , প্রিয় ভাই বোনেরা আপনাদের সহযোগিতা কামনা করছি প্লিজ আপনারাও খোঁজ করুন যেন এই বোনকে তার মা বাবা ও গ্রামে পৌঁছে দিতে পারি, আপনারা শেয়ার করুন যেন আপনাদের শেয়ারের মাধ্যমে এই বোনকে খুঁজে পেতে পারি। ゚viralシfypシ゚viralシalシ ゚ ゚ ゚

পাহাড়ি মেয়ে নিখোঁজ মানে বাঙালির সাথে পলায়ন 😡😡😡😡আরেকটি উইকেট  হারিয়ে গেল  #বাঙালি যুবকের কাছে। ছোটবেলায় বুড়ো বুড়িদ...
21/06/2025

পাহাড়ি মেয়ে নিখোঁজ মানে বাঙালির সাথে পলায়ন 😡😡😡😡

আরেকটি উইকেট হারিয়ে গেল #বাঙালি যুবকের কাছে। ছোটবেলায় বুড়ো বুড়িদের কাছে শুনেছিলাম, ভবিষ্যতে এ মেয়েরাই মারমাদের জাত ধ্বংস করবে, এমনকি নিজের বউকেও নাকি বাঙালির ঘরে গিয়ে চাইতে হবে, "আমার বউ দাও " । হয়তো আর বেশিদিন নেই।

#রাঙ্গুনিয়া উপজেলা পদুয়ার পশ্চিম খুরুশিয়া এলাকার পেকুয়া পাড়ার বাসিন্দা নি*খোঁজ উস্যাংমা মারমা (১৬) নামের কিশোরীটির স*ন্ধান পাওয়া গেছে। কিশোরী নিজে তার পছন্দের ছেলের সাথে নি*রুদ্দেশ হয়। ছেলেটির নাম মোহাম্মদ আজিম। তার বাড়ি পূর্ব খুরুশিয়া গ্রামে। উস্যাংমা মারমা ও আজিম দু'জনে কো*র্ট ম্যারেজ করেছে বলে জানা গেছে......

#উল্লেখ্য, গত ১৫ জুন বেলা এগারটায় দাদার বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়ে নি*খোঁজ হন উস্যাংমা মারমা।
কিশোরীর জেটু ক্যাসিও মারমা বলেন, আমার ভাইজি বাঙ্গালী ছেলেকে বিয়ে করেছে বলে শুনেছি। তবে আমরা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছি। ত*দন্ত করছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি...........
fans ゚followerseveryone

নিখোঁজ হাওয়ার ঘটনাটি সঠিক, ইতিমধ্যে অনুসন্ধানের নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিখোঁজ ব্যক্তির বিবরণ: নাম: উস্যাংমা মারমা বয়...
16/06/2025

নিখোঁজ হাওয়ার ঘটনাটি সঠিক, ইতিমধ্যে অনুসন্ধানের নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিখোঁজ ব্যক্তির বিবরণ: নাম: উস্যাংমা মারমা বয়স: ১৬ বছর, উচ্চতা ও গায়ের রং: হালকা ফর্সা, এসএসসি পরীক্ষার্থী ঠিকানা রাঙ্গুনিয়া পেকুয়াপাড়া।যদি কেউ তার খোঁজ পান বা কোনো তথ্য জানতে পারেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে:

📞 যোগাযোগ: 01552693954

আপনার একটি ছোট্ট সহায়তা পরিবারের জন্য অনেক বড় হতে পারে। অনুগ্রহ করে খেয়াল রাখুন এবং তথ্য পেলে জানান।
একজন সন্তানের নিখোঁজ বার্তা,বাবা মায়েদের যে পরিমাণে কষ্ট দেয় সেটা একমাত্র ভুক্তভোগীরাই বুঝতে পারেন"!!
বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

from

16/06/2025

15/09/2023

24/06/2023

ভারতের মণিপুরী নারীদের মতো বাংলাদেশেও প্রতিবাদ হোক এভাবে

of a .

Address


Alerts

Be the first to know and let us send you an email when Parika chakma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Parika chakma:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share