TOH TONG

TOH TONG Indigenous people of Chittagong Hill Tracts.

03/08/2023

গান'টা শুনা-ই যায় এতে ক্ষতি নেই।

প্রচণ্ড ভালো লাগার মানুষটির ভালো লাগা ধরে রাখা, প্রার্থনার মানুষটি প্রার্থনায় থাকা বড় কঠিন বিষয়! জ্ঞানত, এ জীবন নদীর এপা...
14/06/2023

প্রচণ্ড ভালো লাগার মানুষটির ভালো লাগা ধরে রাখা, প্রার্থনার মানুষটি প্রার্থনায় থাকা বড় কঠিন বিষয়! জ্ঞানত, এ জীবন নদীর এপার আর ঐপার দু’পারই বদলায়।’’ প্রিয়-অপ্রিয় সব পরিবর্তন হয়, থেকে যায় শুধু'ই মায়া।

20/02/2023

ভিডিওটা শেয়ার করা উচিৎ সবার.. এটে অন্ততঃ শিখবে, বুঝবে সবাই অন্যদের মাতৃভাষার মর্মতা।

এটি ভালো কাজ করেছেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনায় Shama Makhing Marma

মাতৃভাষা আমাদের পরিচয় ও সংস্কৃতির সারমর্ম অথচ আমরা দিনদিন এই ভাষাকে ভুলিয়ে যাচ্ছি, বিকৃত করছি, অশুদ্ধ বানাচ্ছি দিনদিন। ...
20/02/2023

মাতৃভাষা আমাদের পরিচয় ও সংস্কৃতির সারমর্ম অথচ আমরা দিনদিন এই ভাষাকে ভুলিয়ে যাচ্ছি, বিকৃত করছি, অশুদ্ধ বানাচ্ছি দিনদিন। ভাষার এমন বিকৃত কিংবা অশুদ্ধ ব্যবহার হতো না, যদি আমরা নিয়মিত মায়ের ভাষাটা চর্চা করতাম এবং মায়ের ভাষা হিসেবে যথাযথ সম্মান ও গুরুত্ব দিতাম। ভাষার নিয়মিত চর্চা ও যথাযথ গুরুত্বের অভাবে আমরা এখন সম্পূর্ণ ‘খণ্ডকালীন’ তথা বহুলাংশে ‘আনুষ্ঠানিক’ মারমা পার করে মারমাত্ব থেকে বেড়িয়ে আসছি।

খুব ছোট কালে দেখেছি নিজেদের কোন ধর্মীয় কিংবা যেকোনো সামাজিক অনুষ্ঠানে মাতৃভাষায় ব্যানার, ফেস্টুন এমনকি অনুষ্ঠানের সঞ্চালনা সহ উপস্থাপনা সবকিছুই মাতৃভাষায় লেখা হতো, কথা হতো। এর প্রচলন এখন খুবই কমে যাচ্ছে। এটা কমতে কমতে এমন জাগায় ঠেকেছে যে- প্রায় সব অনুষ্ঠানেই এখন অন্য ভাষায় উপস্থাপনা সহ ব্যানারও দেখা যাচ্ছে, এটে হারিয়ে যাচ্ছে নিজেদের নিজস্বতা অন্যদিকে ক্রমেই মাতৃভাষার গুরুত্ববোধ থেকে সরিয়ে আনছি ভবিষ্যৎ প্রজন্মকে।

অধিকাংশ মারমা ছেলেপেলেরা মনে করে ২১শে ফেব্রুয়ারী মানে শুধুই বাংলার মাতৃভাষা দিবস, এটা মারমাদের কিংবা অন্য কারোর উৎসব নই!! এমনটা শুধু অশিক্ষিতরাই ভাবে তা- কিন্তু নই, অনেক প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারীও তা-ই মনে করে। তাই ভাষার মাসেও ভাষা-সচেতনতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

"কোন ভাষায় যেন এই পৃথিবী থেকে হারিয়ে না যায়, প্রত্যেকে যেন তাঁর মাতৃভাষায় নিজের মতামত প্রকাশ করতে পারে, আসুন আমরা এটিকে (মাতৃভাষা) লালন করি এবং আগামী প্রজন্মের জন্য এটি সংরক্ষণ করি। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি অতল শ্রদ্ধা।

শক্তি সঞ্চয় করো Neymar Jr. আগামীতে আরো শক্তিশালী হয়ে এসো, ভালোবাসা অটুট থাকলো❤️🇧🇷🇧🇩
09/12/2022

শক্তি সঞ্চয় করো Neymar Jr. আগামীতে আরো শক্তিশালী হয়ে এসো, ভালোবাসা অটুট থাকলো❤️🇧🇷🇧🇩

27/08/2022

রুঃরা কাঃ💚

আজ বিকাল তিনটায়, শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তিন আদিবাসী সংগঠনের বিক্ষোভ সমাবেশ।সংহতি প্রকাশ করছি, লড়াই অব্যাহত থাকুক✊
23/08/2022

আজ বিকাল তিনটায়, শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তিন আদিবাসী সংগঠনের বিক্ষোভ সমাবেশ।

সংহতি প্রকাশ করছি,
লড়াই অব্যাহত থাকুক✊

পাহাড় থেকে স্বর্ণ উত্তোলন শুরু করেছেন, পাহাড়ের স্বর্ণ উৎপাদনকারীরা🥰
22/08/2022

পাহাড় থেকে স্বর্ণ উত্তোলন শুরু করেছেন, পাহাড়ের স্বর্ণ উৎপাদনকারীরা🥰

21/08/2022

আহা...!
কি মনোমুগ্ধকর নিত্য আর গান।

20/08/2022

ম্রাইমা রুঃরা💚

18/08/2022

সুন্দর উদ্যেগ

Rtv । আরটিভি কে ধন্যবাদ এতো সুন্দর একটা অনুষ্ঠান কভার করার জন্য।
https://fb.watch/eZxW5We-7c/

বছরে ৩৬৫দিনে ৩৬৪দিন ঘুমিয়ে ১দিন জাগ্রত হওয়া জাতি আমরা, আজ সেই দিন যেদিনে প্রতিবছর একবার ঘুম ভাঙ্গে আমাদের। তবে সবার ঘুম ...
08/08/2022

বছরে ৩৬৫দিনে ৩৬৪দিন ঘুমিয়ে ১দিন জাগ্রত হওয়া জাতি আমরা, আজ সেই দিন যেদিনে প্রতিবছর একবার ঘুম ভাঙ্গে আমাদের। তবে সবার ঘুম ভাঙ্গলেও আমার ভাঙ্গেনি ঘুম। যখন ৩৬৫দিন’ই জাগ্রত হবেন জাতি সেদিন আমারো ভাঙ্গবে ঘুম, সেদিন আমিও ঘুম থেকে উঠে পৃথিবীর সকল আদিবাসীকে শুভেচ্ছা জানাবো #শুভ_আদিবাসী_দিবসের_শুভেচ্ছা বলে।

ভালো থাকুক পৃথিবীর সকল নৃগোষ্ঠী নামক ঘুমন্ত আদিবাসী, মুক্তিপাক তাঁরা রাষ্ট্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী/উপজাতি বলে জোরপূর্বক চাপানো দ্বায় থেকে।

07/08/2022

সরকার/রাষ্ট্র তোমরা জেনে রেখো-
আমাদের অস্থিত্বকে তোমরা যতোই নির্মূল করার অপচেষ্টা করো তা কখনোই সফল হবে না।
তোমরা যতো অস্বীকার করবা, ততো আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের বিশ্বাস করবে যে আমরাই এই বাংলার আদিবাসী। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো প্রজন্ম থেকে প্রজন্মের আদিবাসী হয়ে✊✊

পোষাক আমাদের সংস্কৃতির একটি অংশ' এটি আমাদের ফ্যাশনের চাইতেও অনেক কিছু। এই পোষাকে জরিয়ে আছে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের...
04/08/2022

পোষাক আমাদের সংস্কৃতির একটি অংশ' এটি আমাদের ফ্যাশনের চাইতেও অনেক কিছু। এই পোষাকে জরিয়ে আছে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের পূর্বপুরুষের অস্থিত্ব ও জাতির পরিচয়।

📌আসুন আমরা জোরগলায় গর্বের সাথে কন্ঠ মিলিয়ে জানান দিই সকল মানুষকে✊✊✊

আমাদের আছে নিজস্ব পোষাক, আছে ভিন্নতা খাবার। আমাদের আছে নিজস্ব বর্ণ ও আছে নিজস্ব ভাষা। আমরা নয় উপজাতি' আমরা আদিবাসী, হ্যাঁ আমরাই বাংলার আদিবাসী।

ছবি: পেইজ থেকে নেয়া, পেইজটার লিঙ্ক কমেন্টস বক্সে দিলাম দেখে আসতে পারেন কিউটনেস কুইনদের💚

📌আমরা ভুলে গেছি আজ থেকে ০৯বছর আগে ২০১৩ সালের ০৩ আগস্টের কথা। ভুলে গেছি অপহরণের নাটক সাজিয়ে লুটের'রা সংঘবদ্ধভাবে একাধিক আ...
03/08/2022

📌আমরা ভুলে গেছি আজ থেকে ০৯বছর আগে ২০১৩ সালের ০৩ আগস্টের কথা। ভুলে গেছি অপহরণের নাটক সাজিয়ে লুটের'রা সংঘবদ্ধভাবে একাধিক আদিবাসীদের গ্রামের প্রায় ৪০০ ঘরবাড়ি সহ বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ, ভাংচুর ও নির্দোষী আদিবাসীদের দোকানপাটে লুটপাটের কথা-

🙏🙏🙏🙏আজ এই বাংলার শোকাবহ মাসে সেদিনের নিহত হওয়া সকল মনুষ্যগণের কাছে ক্ষমা চাচ্ছি ও শ্রদ্ধা ভরে স্বরণ করছি।

📌কমেন্টস বক্সে আরো কিছু ছবি সংযোগ করা আছে

ছবিঃ Prothom Alo

এটাই মারমা আদিবাসী যুবতীর চিরচায়িত রুপ, পোষাক পরিধান, মাথার চুলের খোপা... 💚
01/08/2022

এটাই মারমা আদিবাসী যুবতীর চিরচায়িত রুপ, পোষাক পরিধান, মাথার চুলের খোপা... 💚

30/07/2022

আমি মারমা জাতির একজন আদিবাসী। আমার নিজের পরিচয়ে পরিচিত হওয়ার স্বাধীনতা পৃথিবীর কোন দেশের সরকার তার নিজের তৈরি আইন, সংবিধান বা প্রজ্ঞাপণ দ্বারা কেড়ে নিতে পারেনা।

Address

Bandarban
4600

Telephone

+8801974854904

Website

Alerts

Be the first to know and let us send you an email when TOH TONG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share