Christina Marma

Christina Marma সবাই আমার নতুন আইডি Susmita Marma পেইজে ফলো দিয়ে পাশে থাকবেন।
(1)

কাহারে করিছো ঘৃণা তুমি ভাই,কাহারে মারিছ লাথি,হয়তো উহারই বুকে ভগবান, জাগিছেন দিবা রাতি...   🖋 -- কাজী নজরুল ইসলামশ্রমিক দ...
01/05/2025

কাহারে করিছো ঘৃণা তুমি ভাই,
কাহারে মারিছ লাথি,
হয়তো উহারই বুকে ভগবান,
জাগিছেন দিবা রাতি...

🖋 -- কাজী নজরুল ইসলাম

শ্রমিক দিবসের স্টেটাস আর পোস্ট দেখার জন্য শ্রমিক অপেক্ষা করে না।

বাস ভাড়া ৫টাকা কমানোর জন্য গায়ে হাত তুলা, বাবার বয়সী রিকশাওয়ালা দের তুই তুকারি করা, পরিচ্ছন্নকর্মী দের দেখে নাক সিটকানো এই সব কাজ থেকে আসুন নিজেকে বিরত রাখি।

সমাজের প্রতিটা পেশাই সমান ভাবে গুরুত্বপূর্ণ ।
ভালো থাকুক সকল খেটে খাওয়া মানুষ।❤️

শেষ বলতে কোনো কিছু নায়। একটা পেইজ নষ্ট হলে ১০ টা পেইজ খুলে চালাবো। তারপরও হার স্বীকার করব না। Christina Marma Christina ...
28/04/2025

শেষ বলতে কোনো কিছু নায়। একটা পেইজ নষ্ট হলে ১০ টা পেইজ খুলে চালাবো। তারপরও হার স্বীকার করব না।

Christina Marma
Christina Marma Official 👑

একটা ছেলের আইডি মেনশন করে দাও ইনবক্সে গিয়ে পটিয়ে ফেলব আমি। বিশ্বাস না করলে শেয়ার করে  একটা ছেলের আইডি মেনশন কর। Hill Pri...
27/04/2025

একটা ছেলের আইডি মেনশন করে দাও ইনবক্সে গিয়ে পটিয়ে ফেলব আমি।
বিশ্বাস না করলে শেয়ার করে একটা ছেলের আইডি মেনশন কর।

Hill Princes
Christina Marma

আপনি যে পর্যন্ত বিপদে না পড়বেন ওই পর্যন্ত আপনি মানুষকে চিনবেন না বিপদে পড়লেই কেবল মানুষকে চিনতে পারবেনা,স্বার্থ ছাড়া ...
25/04/2025

আপনি যে পর্যন্ত বিপদে না পড়বেন ওই পর্যন্ত আপনি মানুষকে চিনবেন না বিপদে পড়লেই কেবল মানুষকে চিনতে পারবেনা,স্বার্থ ছাড়া নিজেও কেউ এক পা আগাবে না।
অনেক আপন মানুষ তখন আপনার অনেক পর হয়ে যাবে।
কথা গুলা এজন্যই লিখে রাখলাম যাতে ফিউচারে মেমোরিতে আসে,আজকের দিনে আসলে শেষ দিন না।
এরপরও অনেকদিন আসবে অনেক সুন্দর ভাবে আসবে ভগবানের ভরসা ❤️❤️❤️

২৫-০৪-২০২৫
Hill Princes
Christina Marma
Christina Marma Ruhi 👑
Christina Marma Official 👑

এখন থেকে সব সময় এই আইডিতে এক্টিভ থাকবো। আমার প্রানপ্রিয় বন্ধুরা সবাই আমার এই আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন। Hill Princes C...
25/04/2025

এখন থেকে সব সময় এই আইডিতে এক্টিভ থাকবো। আমার প্রানপ্রিয় বন্ধুরা সবাই আমার এই আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন।

Hill Princes
Christina Marma

24/04/2025

অবশেষে আমাদের গান টা রিলিশ করলাম 💐💖 কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন 💐💖

Hill Princes
Christina Marma

24/04/2025
খুব সম্ভবত বছর দুয়েক আগে অগাস্টিনা চাকমা জেএসএসের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামে বক্তব্য রেখেছিল...
23/04/2025

খুব সম্ভবত বছর দুয়েক আগে অগাস্টিনা চাকমা জেএসএসের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামে বক্তব্য রেখেছিল। ওই সময়ে অগাস্টিনা চাকমার ইউরোপীয় স্টাইলে ড্রেস প্যাটার্ন নিয়ে কতিপয় বুদ্ধিজীবী, ইউপিডিএফ পন্থীরা মৌলবাদী মডেলে অনেক কথা তুলেছিল। এবারও অগাস্টিনাই পুরো পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের পক্ষে জাতিসংঘের সেইম প্লাটফর্মে কাউখালি মারমা আদিবাসী সেটেলার ফাহিম কর্তৃক ছাত্রীর ধর্ষণের ঘটনা তথা পুরো পার্বত্য চট্টগ্রামেরমানবাধিকার পরিস্থিতি তুলে ধরেছেন। হালের ওই বুদ্ধিজীবীদের বলব প্রশংসা নাই বা করলেন অন্তত একটা ধন্যবাদ দিন।

আদিবাসী স্থায়ী ফোরামের ২৪তম অধিবেশনে আদিবাসী নারীর অধিকার বিষয়ে অগাস্টিনার বলেন, আদিবাসী জুম্ম নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়নের সাথে ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম চুক্তিটি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থতার কারণে আদিবাসী জুম্ম নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন অর্জিত হওয়া এখনো সুদূরপরাহত।

বিশেষ করে, অস্থায়ী সেনাক্যাম্পসমূহ প্রত্যাহার, ভূমি বিরোধ নিষ্পত্তি, ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পরিবারসমূহের পুনর্বাসন, বাঙালি সেটেলারদের পার্বত্য চট্টগ্রামের বাইরে পুনস্থাপন, আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের ক্ষমতা হস্তান্তর ইত্যাদি বাস্তবায়ন না করার কারণে আদিবাসী জুম্ম নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে, অপরদিকে তাদের উপর সহিংসতা অব্যাহত রয়েছে।
২০২৪ সালে মুসলিম সেটেলারদের কর্তৃক জুম্ম নারী ও শিশুদের উপর ১২টি যৌন সহিংসতার রেকর্ড রয়েছে এবং এসব ঘটনায় ১৬ জন জুম্ম নারী ও শিশু সহিংসতার শিকার হয়। এসব ঘটনায় যদিও কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়, দুর্বল মামলা ও পুলিশের দুর্বল ভূমিকার কারণে গ্রেপ্তার হওয়ার কয়েকদিন পরেই জামিনে জেল থেকে ছাড়া পায়। সুতরাং এরূপ ঘটনায় জড়িত কোনো ব্যক্তিকে এ পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি এবং সেই অনুযায়ী শান্তি প্রদান করা হয়নি। বিচারিক কার্যক্রম থেকে অব্যাহতির সংস্কৃতির কারণেই জুম্ম নারী ও শিশুর উপর যৌন সহিংসতার ঘটনাগুলো পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে অব্যাহতভাবে ঘটে চলেছে।

উদাহরণস্বরূপ, গত ১০ মার্চ বান্দরবান জেলায় মো: জামাল হোসেন নামে এক বহিরাগত শ্রমিক কর্তৃক আদিবাসী খিয়াং সম্প্রদায়ের মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনার ক্ষেত্রে, বান্দরবান সেনা জোনের ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীন খামতাং পাড়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সারোয়ার এর নেতৃত্বে সেনাবাহিনী ভুক্তভোগীর পরিবারকে থানায় মামলা দায়ের করার পরিবর্তে একটি সামাজিক আপোষে পৌঁছার জন্য চাপ প্রয়োগ করে।

সেনা মেজর সারোয়ারের নির্দেশে আদিবাসী মুরুব্বিরা ধর্ষণকারী মো: জামাল হোসেনকে মাত্র ২ লক্ষ টাকা জরিমানা দেওয়ার সিদ্ধান্ত দেয়। মেজর সারোয়ারকে যখন এই রায়ের বিষয়ে অবহিত করা হয়, মেজর সারোয়ার তখন উক্ত জরিমানা কমিয়ে দিতে মুরুব্বিদের অনুরোধ করে। গ্রামের মুরুব্বিরা জরিমানা কমিয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকা নির্ধারণ করে। ঐ সিদ্ধান্ত শোনার পর, সেটা গ্রহণ করতেও মেজর সারোয়ার রাজি ছিলেন না। পরে, মেজর সারোয়ারের চাপে গ্রামের মুরুব্বিরা মাত্র ৪০ হাজার টাকার জরিমানা দেওয়ার রায় দিতে বাধ্য হন। এরপরও সেই টাকা বকেয়া রাখা হয় এবং ভুক্তভোগীর পরিবারকে নগদ টাকা দেওয়া হয়নি।

পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নারীদের অধিকার বিষয়ে স্থায়ী ফোরামকে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যাতে সে পার্বত্য চট্টগ্রামে তাদের অধিকার সহ অরক্ষিত আদিবাসী নারীদের সুরক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এবং তা করার জন্য স্থায়ী ফোরামকে অবশ্যই-

১. পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়নের স্বার্থে ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে উদ্বুদ্ধ করতে হবে।

২. সম্ভাব্য ক্ষতি থেকে আদিবাসী নারীদের সুরক্ষার উদ্দেশ্যে বিশেষ আইন প্রণয়নে বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে হবে।

এখন কথা হচ্ছে, চবির ৫ শিক্ষার্থীদের যারা অপহরণ করেছে তারা এখন খুবই সংকটে পড়েছে।প্রথমত: মুক্তিপণ দাবি করে নিজেরা লাভ করব...
20/04/2025

এখন কথা হচ্ছে, চবির ৫ শিক্ষার্থীদের যারা অপহরণ করেছে তারা এখন খুবই সংকটে পড়েছে।
প্রথমত: মুক্তিপণ দাবি করে নিজেরা লাভ করবে এই সুযোগই তারা পাচ্ছে না।
দ্বিতীয়ত : গতবারে কাঞ্চনা আর সুষ্টিকে অপহরণ করে মারধর করে যেভাবে বানিয়ে ঘুরে নিয়ে আসার নাটক করেছিলো, সেটা ও এখন পারছে না।
তৃতীয়ত : জনগণ তাদের সংগঠনের প্রতি ঘৃণা প্রকাশ করছে ।
তারা ভাবতে ও পারেনি জল এতো পর্যন্ত গড়িয়ে যাবে।
তাদের ছেড়ে দিলেও ক্ষতি, আটকে রাখলে ও ক্ষতি।
যাদের নিয়ে গেছে তারা,সরল , মিশুক প্রকৃতির হলেও তাদের আদর্শে তারা অটল থাকবে । তাদের সাথে পরিচয় আর মেলামেশার পর যা বুঝেছি এইটুকু বিশ্বাস করায় যায়।
এখন ও সময় আছে বলে মনে হয়, তাদের সুস্থ নিরাপদের সাথে পরিবারের হাতে তুলে দিলে অন্তত কর্মীদের মান বাঁচবে । ঘন্টা পর ঘন্টা না কাটিয়ে ফেরত পাঠানোর দাবি জানাচ্ছি।
শুরু থেকেই কিন্তু ঘন্টা গুণে রাখা হচ্ছে।

সাংগ্রাই মাসে ধর্ষণ কে ধর্ষণ ধরা হয় না, এটা দুষ্টামি।বিজু মাসে অপহরণে উদ্ধারের বদলে নতুন নাটক সাজিয়ে হেনস্থা করা হয়। ...
19/04/2025

সাংগ্রাই মাসে ধর্ষণ কে ধর্ষণ ধরা হয় না, এটা দুষ্টামি।
বিজু মাসে অপহরণে উদ্ধারের বদলে নতুন নাটক সাজিয়ে হেনস্থা করা হয়।
পাহাড়ের উৎসব ক্যামেরার ধারণ করা হয় , তবে নিয়ম নীতি নয় ।
যুবতীদের ভেজা দেহ, মেইন ফোকাস।
এখন নতুন করে মনে হচ্ছে,সাংগ্রাই আর ঐতিহ্যের অংশ নয় , সংস্কৃতি নয়, বৌদ্ধ ধর্মের ও নয় । এটি অতিথিদের প্রদর্শনের আসর , জন্মদিনের কেক কাটার শুভক্ষণ।
বয়কট শব্দ টা ব্যবহার করে পানি খেলায় অংশ নেওয়া সকল কে , সম্মানের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানায় ।

সবাই যদি ভালোবেসে একটা ফলো পেইজে ফলো দিলে হত আমিও আপনাদের ভালোবাসায় সামনে এগিয়ে যেতে পারতাম৷ ভুল করে রক্ত দেওয়া পিক ফেইস...
12/04/2025

সবাই যদি ভালোবেসে একটা ফলো পেইজে ফলো দিলে হত আমিও আপনাদের ভালোবাসায় সামনে এগিয়ে যেতে পারতাম৷
ভুল করে রক্ত দেওয়া পিক ফেইসবুকে পোস্ট দিয়ে নিজের নিজে নিজে নষ্ট করলাম। এখন এই নতুন আইডি আপনাদের ভালোবাসা ওপর নির্ভর করে।

Hill Princes
Christina Marma
Christina Marma Ruhi 👑
Christina Marma Official 👑

Address

Bandarban

Website

Alerts

Be the first to know and let us send you an email when Christina Marma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category