Anika2.1

Anika2.1 Support humanity

হলুদের গুঁড়ার দাম আকাশছোঁয়া 🙂
20/06/2025

হলুদের গুঁড়ার দাম আকাশছোঁয়া 🙂

baby: তারা যদি খালি লুতুপুতু ই করবে আমাকে আনল কেন খোদা।🙂
20/06/2025

baby: তারা যদি খালি লুতুপুতু ই করবে আমাকে আনল কেন খোদা।🙂

প্রতীক জোশী গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন। একজন সফটওয়্যার পেশাজীবী হিসেবে, তিনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেন তাঁর স...
12/06/2025

প্রতীক জোশী গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন। একজন সফটওয়্যার পেশাজীবী হিসেবে, তিনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেন তাঁর স্ত্রী ও তিন ছোট সন্তানের জন্য বিদেশে একটি ভালো ভবিষ্যৎ গড়ে তোলার।

বছরের পর বছর পরিকল্পনা, কাগজপত্রের ঝামেলা এবং ধৈর্যের পর, অবশেষে সেই স্বপ্ন বাস্তব হতে চলেছিল। মাত্র দুই দিন আগে, তাঁর স্ত্রী ডা. কোমি ভ্যাস, যিনি একজন চিকিৎসক, ভারতে নিজের চাকরি থেকে পদত্যাগ করেন। ব্যাগপত্র গুছিয়ে ফেলা হয়েছিল, বিদায় জানানো হয়েছিল, সামনে অপেক্ষা করছিল নতুন ভবিষ্যৎ।

আজ সকালে, তারা পাঁচজনই ( প্রতীক যোশী, তার ওয়াইফ এবং তিন সন্তান) এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। একটি সেলফি তুলে আত্মীয়দের পাঠান। এটি ছিল একমুখী যাত্রা, এক নতুন জীবন শুরু করার জন্য।

কিন্তু তারা আর পৌঁছাতে পারেননি। বিমানটি বিধ্বস্ত হয়। কেউই বেঁচে ছিলেন না।

এক মুহূর্তেই একটি জীবনের সমস্ত স্বপ্ন ছাই হয়ে যায়। নির্মম এক স্মরণ করিয়ে দেয়: জীবন ভয়াবহভাবে ভঙ্গুর। আপনি যা গড়ে তুলেছেন, যা কিছু আশা করেন, যা কিছু ভালোবাসেন—সবই এক সূক্ষ্ম সুতোয় ঝুলে থাকে। তাই যতক্ষণ সময় আছে, বাঁচুন, ভালোবাসুন, এবং সুখের জন্য আগামীকালের অপেক্ষা করবেন না।

11/06/2025

ননীর পুতুল টাইপ মেয়েরাই লাইফে সুখে থাকে। বাপের বাড়িতেও প্রিন্সেস ট্রিটমেন্ট পায়, বিয়ের পরেও।
রাস্তা পার হতে পারেনা, চুলা ধরাতে পারেনা, রোদে বের হলে অসুস্থ হয়ে যায়, একা কোথাও যেতে পারেনা এগুলা নিয়ে হাসাহাসি করসি জীবনে অনেক।

কিন্তু বিশ্বাস করেন, এদের কষ্ট করা লাগেই না। এরা কিছু করতে গেলে সবাই চলে আসে, কিছু একটা করে ফেললে তা হয় আজুবা।
জামাই গুলাও কন্সার্ন থাকে ২৪ ঘন্টা। হাচি দিলেও ডাক্তার হাজির।

আর আমরা যারা পরিশ্রমি? আমরা তো লোহা দিয়া বানাইন্না বেডি মানুষ। সব পারি। কারো হেল্প লাগেনা। কারো এপ্রিসিয়েশন ও লাগেনা। শরীর খারাপ লাগলেও কি, মন খারাপ হইলেও কি? আমরা সব সহ্য করতে পারি।
লেখা:শেখ অবন্তী

11/06/2025

যার সাথে কথা বলতে চাই ওই দেরিতে রিপ্লাই দেয়। আর যার সাথে চাই না সে বিয়ের আলাপ করে। 🙂

11/06/2025

আম্মু বলতাছে 'ফ্যানের ও তো একটা জীবন বন্ধ কর একটু' 🙂

11/06/2025

মন, মস্তিষ্ক, দেহ, শরীর, চেহারা, সুরত, ব্রেইন, পড়াশোনা, হাসিখুশি সব নষ্ট হয়ে গেছে!🙂

11/06/2025

সৌদি আরবের সাথে মিল রেখে সারা দেশে পালিত হচ্ছে তীব্র গরম!🥵

যারা জামাইকে গোল গোল রুটি খাওয়াবে পোস্ট করে।🙂তারা আসলে রুটি যেমন বানাই 🙂
11/06/2025

যারা জামাইকে গোল গোল রুটি খাওয়াবে পোস্ট করে।🙂
তারা আসলে রুটি যেমন বানাই 🙂

😋😋
11/06/2025

😋😋

ভালোবাসার শেষ পরিনতি 🙂
11/06/2025

ভালোবাসার শেষ পরিনতি 🙂

ছেলেদের স্বপ্ন।🙂
11/06/2025

ছেলেদের স্বপ্ন।🙂

Address

Bandarban

Alerts

Be the first to know and let us send you an email when Anika2.1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share