10/07/2025
প্রেস বিজ্ঞপ্তি-
ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অডিটোরিয়ামে "জুম ম্যাগাজিন প্রকাশনা ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব - ২০২৫" অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ০৯ জুলাই, ২০২৫, রোজ: বুধবার, বিকাল ৩.৩০ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে "জুম ম্যাগাজিন প্রকাশনা ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব - ২০২৫" অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল "রুখে দিয়ে সকল আগ্রাসন ঋদ্ধ করি জুম জনপদ, বহুত্বের ঐকতানে বুনি স্বপ্ন এই হোক আমাদের শপথ।"
অনুষ্ঠানটি দুইটি ভাগে অনুষ্ঠিত হয়। প্রথমে আলোচনা সভার শুরুতে সংগঠনটির বার্ষিক ম্যাগাজিন 'জুম' এর চাংক্রান-সাংগ্রাইং-সাংগ্রাই-বৈসু-বিঝু-বিহু-সাংগ্রাই-বিঝু-সাংলান-পাতা-থাংগ্রেন ২০২৫ সংকলন এর মোড়ক উন্মোচন করা।
পাভেল পার্থ বলেন, সরকার ইউক্যালিপটাস আর একাশিয়া গাছ রোপণ নিষিদ্ধ করলেও কিছুদিন আগে বনবিভাগ বান্দরবানের আলীকদমে কলাগাছ, পেঁপেঁ গাছের বাগান উজাড় করে সেখানে ইউক্যালিপটাস আর একাশিয়া গাছ লাগিয়েছে। তারমানে আলিকদমে ম্রোদের এলাকা কি ডাবল স্ট্যান্ডার্ড এলাকা? জাত্যভিমানী বাঙালি রাষ্ট্র পাহাড়ের সেই বার্গী পাখিটিকে হত্যা করেছে। হত্যা করেছে সেই প্লুং, উবোগীত, হেঙরঙ এর সুরকে। জ্ঞানতাত্বিক ছিনতাইয়ের মাধ্যমে আদিবাসী সমাজকে প্রান্তিকতার দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে জবাব দেওয়ার অন্যতম প্রতিফলন এই ‘জুম’ ম্যাগাজিন। আদিবাসীদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জুম্ম তরুণ সমাজকেই এগিয়ে আসতে হবে। জাত্যভিমানী রাষ্ট্রের বিরুদ্ধে প্রশ্ন তোলার মানসিকতা গড়ে তুলতে হবে।