09/08/2025
**"আজ ৯ আগস্ট — বিশ্ব আদিবাসী দিবস।
পাহাড়ি জনপদের প্রতিটি গলিতে, রাস্তায় আজ গর্জে উঠেছে স্লোগান—
✊ আমাদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে!
✊ পাহাড় থেকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করতে হবে!
✊ নিরীহ বম জনগোষ্ঠীর উপর দমন–পীড়ন বন্ধ করতে হবে!
রঙিন ব্যানার হাতে, ঐতিহ্যবাহী পোশাক পরে, আমরা র্যালিতে হেঁটেছি দীর্ঘ পথ। মুখে দৃঢ় উচ্চারণ—আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা থামবো না।
কিন্তু প্রশ্ন রয়ে যায়—প্রতিবছর দাবি জানালেও কেন সরকার তা পূরণ করে না? কেন প্রশাসন নীরব থাকে? আমাদের কণ্ঠ কি শুধু পাহাড়ের বাতাসে মিলিয়ে যাবে?
আমরা বাংলাদেশি—কিন্তু আমরা বাঙালি নই। আমরা আদিবাসী, আমাদের আছে নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ইতিহাস। সেই পরিচয়, সেই মর্যাদা, সেই অধিকার ফিরিয়ে দিতে হবে।
আজকের এই র্যালি শুধু হাঁটার নাম নয়—এটি ন্যায়ের জন্য হাঁটা, এটি বেঁচে থাকার লড়াই। আমরা আছি, আমরা থাকব, আমরা লড়ব—যতদিন না অধিকার আদায় হয়।"**