16/09/2023
হাড্ডি কখনো গোস্ত হয় না!
উপজাতি কখনো বন্ধু হয় না।
এ একটা কথা নিয়ে বাঙ্গালী আর আমাদের আদিবাসীদে কয়েকদিন ধরে রাতারাতি হচ্ছে সোশ্যাল মিডিয়া।
কথা'টি উদ্দেশ্যে আমি বলতে চাই...
আপনাদের প্রথমত ভুল হচ্ছে আমাদের'কে উপজাতি বলে নির্ধারিত করা।
কথা'টা হচ্ছে আমরা উপজাতি নই, আমরা আদিবাসি।
আমি গর্ভ করে বলতে পারি আমরা আদিবাসী, আমাদের চৌদ্দ গোষ্ঠীর আদিবাসী।
একজন হৃদয় নামে বাঙ্গালী ছেলে মৃত্যুর জন্য পুরো জাতি, গোস্ঠী দায়ী এ'টা কেমনে সম্ভব? আপনারা যে আমাদেরকে যা " তা বলে যাচ্ছেন... আমরা না"কি মানুষের মাংস খায়। আ"রে ভাই যে অপরাধ করেছে শাস্তি তার প্রাপ্প। এখানে জাতি, গোস্ঠী, ধর্ম, বর্ণ নিয়ে টানাটানি করার কি দরকার। But এ কথা'টা বলার আপনাকে কে " বা অনুমতি দিলো ?
একজন অপরাধীর জন্য পুরো জাতি, গোস্ঠীর উদ্দেশ্যে _ হাড্ডি কখনো গোস্ত হয় না, উপজাতি কখনো বন্ধু হতে পারে না। কথা'টি যদি সুশিক্ষিত সমাজের পরিণতি হয়ে থাকে তাহলে আমি বল'বো সুশিক্ষিত সমাজের তার কোনো স্থান থাকতে পারে না।
মানবজাতি,,, মানব জীবনে আমরা সবাই মানুষ মানুষের পরিচয় পাই। এখানে জাতি, গোস্ঠী, ধর্ম, বর্ণ ও সংস্কৃতি এসব তার ব্যক্তিগত পরিচয়। একজন অপরাধ করলে, অপরাধের জন্য তার'ই দায়। এখানে,, জাতি , গোস্তী দায়ী হতে পারে না।
আমি বাঙ্গালী ভাই, বোনদের উদ্দেশ্যে বলছি ,,, আপনাদের লক্ষণ ঠিক করুন, মানুষ মানুষকে চিন্তে শিখুন। কোনো সংবিধানের লেখা নেই যে একজন অপরাধীর জন্য জাতি, গোস্তী দায়।
বিদ্র : একজন অপরাধীর জন্য _ জাতি, গোস্ঠী দায়ী নই।