21/09/2024
প্রিয়
সংগ্রামী আদিবাসী বন্ধুরা,
আমাদের আর বসে থাকার সময় নেই, এখন আর চুপ করে থাকার সময় নেই । এখন সময় হয়ে এসছে লড়াই করার, সময় হয়েছে জেগে ওঠার, হয়েছে পাহাড়ের স্যাটেলারদের বিরুদ্ধে হুশিয়ার উচ্চারণ করার ।
এই স্যাটেলারদের আর কোনরকম সুযোগ দেওয়া যাবে না । অনেক সহ্য করেছি আর না ।
আজকে হয়তো পাহাড়ি খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে আক্রমণ-হামলা,গুলি করা হচ্ছে। অনেক আদিবাসী ভাই-বোনদের জীবন নেওয়া হচ্ছে। পাখির মতো করে গুলি করে মেরে ফেলা হচ্ছে আদিবাসীদেরকে ।
কালকে যে সমতল আদিবাসীদের ওপর এই ধরনের আক্রমণ-হামলা করা হবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আজকে পাহড়ে কালকে সমতলেও হতে পারে। তাই পাহাড় কিংবা সমতলের সকল আদিবসী সমাজ সবাই প্রস্তুত থাকুন ।
সংগ্রামী আদিবাসী সমাজ,
এখন আর জীবনের মায়া করলে চলবে না। এখন প্রতিবাদ করতে হবে,রুখে দাঁড়াতে হবে । আজকে আমরা যদি চুপ করে থাকি তাহলে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। তাই যে যেভাবে পারেন ,যে যেখানে আছেন সবাই নিজের অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়ুন ।
দরকার হলে আমরা আদিবাসী সমাজ লং মার্চ করবো রাজধানী ঢাকার উদ্দেশ্যে । আমরাও দেখিয়ে দিতে চাই আমরা কারা । নিজের জাতির জন্য,নিজের অধিকারের জন্য,নিজের পরিচয়ের জন্য,নিজের স্বাধীনতা-নিরাপত্তার জন্য জীবন দিতে প্রস্তুত আমরা আদিবাসীরা ।
গত ৩০বছর ধরে আমরা পাহাড়িরা এই অন্যায়-অত্যাচার,শাসন-শোষণ,নিপীড়ন দেখে সহ্য করে আসছি
আমাদের পাহাড়ের আদিবাসীদের সবসময় পিছিয়ে রাখা হয়েছে ।
রক্ত দিয়েছি,দিচ্ছি আরো দিবো
তবুও আদিবাসীদের স্বাধীন মুক্ত করেই ছাড়বো
আদিবাসীরা লড়াই করতে জানে, করে আসছে এবং করেই যাবো
আদিবাসীরা জীবন দিতে জানে দিচ্ছে এবং আরো জীবন দিবো ।
লড়াই যখন শুরু তখন এই লড়াইয়ের জয় করেই ছাড়বো।
আমরাও সংগ্রাম করতে জানি ।
প্রিয় আদিবাসীরা ,এখন আর ভাবার সময় নেই,অনেক ভেবেছেন অনেক দেখেছেন আর না। এখন হচ্ছে বাঁচা মরার লড়াইয়ে নামার সময় ।
সকলে ঐক্যবদ্ধ্য হয়ে হুশিয়ার উচ্চারণ করার সময় হয়ে এসছে । এখন সকল আদিবাসীদের একতা হওয়ার সময় হয়ে এসছে । এখন ভয় পেলে চলবেনা,নিজেকে এখন সাহসী করতে হবে অন্তত্য নিজের জন্য,নিজের সন্তানের জন্য হলেও।
আজকে আমরা যদি ঝাঁপিয়ে না পরি, আমরা যদি প্রতিরোধ-প্রতিবাদ না করি , আজকে আমরা যদি আমাদের অস্তিত্বকে ঠিক করতে না পারি তাহলে আমাদের আগামীর প্রজন্মের বা আগামী দিনের কি অবস্থা হবে সেটা কি ভেবে দেখেছেন..?
তবে হ্যাঁ, সকল আদিবাসী বন্ধুরা সবাই খুব সাবধানে থাকবেন, চোখ-কান –নাক সবকিছু খোলা রাখবেন । খুব সাবধানতার সাথে চলাফেরা করতে চেষ্টা করবেন ।
কারণ এখন স্যাটেলাররা আমাদের ওপর কখন কি করে ফেলবে তার কোন ঠিক নাই। তারা এখন আমাদের ওপর হামলা করার জন্য তাকিয়ে আছে ।
স্যাটেলারদের বিরুদ্ধে আওয়াজ তুলুন আদিবাসীরা, হুশিয়ার উচ্চারণ করুন। সংগ্রাম প্রতিবাদ করুন সবাই।