প্রাকৃতিক সৌন্দর্য

প্রাকৃতিক সৌন্দর্য তুমি প্রকৃতিকে ভালোবাসো প্রকৃতি তোমাকে ভালোবাসবে।
মেঘের দেশ বান্দরবান সম্পর্কে জানতে পেইজটি ফলো করুন
(1)

21/09/2024

প্রিয়
সংগ্রামী আদিবাসী বন্ধুরা,
আমাদের আর বসে থাকার সময় নেই, এখন আর চুপ করে থাকার সময় নেই । এখন সময় হয়ে এসছে লড়াই করার, সময় হয়েছে জেগে ওঠার, হয়েছে পাহাড়ের স্যাটেলারদের বিরুদ্ধে হুশিয়ার উচ্চারণ করার ।
এই স্যাটেলারদের আর কোনরকম সুযোগ দেওয়া যাবে না । অনেক সহ্য করেছি আর না ।
আজকে হয়তো পাহাড়ি খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে আক্রমণ-হামলা,গুলি করা হচ্ছে। অনেক আদিবাসী ভাই-বোনদের জীবন নেওয়া হচ্ছে। পাখির মতো করে গুলি করে মেরে ফেলা হচ্ছে আদিবাসীদেরকে ।
কালকে যে সমতল আদিবাসীদের ওপর এই ধরনের আক্রমণ-হামলা করা হবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আজকে পাহড়ে কালকে সমতলেও হতে পারে। তাই পাহাড় কিংবা সমতলের সকল আদিবসী সমাজ সবাই প্রস্তুত থাকুন ।
সংগ্রামী আদিবাসী সমাজ,
এখন আর জীবনের মায়া করলে চলবে না। এখন প্রতিবাদ করতে হবে,রুখে দাঁড়াতে হবে । আজকে আমরা যদি চুপ করে থাকি তাহলে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। তাই যে যেভাবে পারেন ,যে যেখানে আছেন সবাই নিজের অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়ুন ।

দরকার হলে আমরা আদিবাসী সমাজ লং মার্চ করবো রাজধানী ঢাকার উদ্দেশ্যে । আমরাও দেখিয়ে দিতে চাই আমরা কারা । নিজের জাতির জন্য,নিজের অধিকারের জন্য,নিজের পরিচয়ের জন্য,নিজের স্বাধীনতা-নিরাপত্তার জন্য জীবন দিতে প্রস্তুত আমরা আদিবাসীরা ।

গত ৩০বছর ধরে আমরা পাহাড়িরা এই অন্যায়-অত্যাচার,শাসন-শোষণ,নিপীড়ন দেখে সহ্য করে আসছি
আমাদের পাহাড়ের আদিবাসীদের সবসময় পিছিয়ে রাখা হয়েছে ।
রক্ত দিয়েছি,দিচ্ছি আরো দিবো
তবুও আদিবাসীদের স্বাধীন মুক্ত করেই ছাড়বো
আদিবাসীরা লড়াই করতে জানে, করে আসছে এবং করেই যাবো
আদিবাসীরা জীবন দিতে জানে দিচ্ছে এবং আরো জীবন দিবো ।
লড়াই যখন শুরু তখন এই লড়াইয়ের জয় করেই ছাড়বো।
আমরাও সংগ্রাম করতে জানি ।

প্রিয় আদিবাসীরা ,এখন আর ভাবার সময় নেই,অনেক ভেবেছেন অনেক দেখেছেন আর না। এখন হচ্ছে বাঁচা মরার লড়াইয়ে নামার সময় ।
সকলে ঐক্যবদ্ধ্য হয়ে হুশিয়ার উচ্চারণ করার সময় হয়ে এসছে । এখন সকল আদিবাসীদের একতা হওয়ার সময় হয়ে এসছে । এখন ভয় পেলে চলবেনা,নিজেকে এখন সাহসী করতে হবে অন্তত্য নিজের জন্য,নিজের সন্তানের জন্য হলেও।
আজকে আমরা যদি ঝাঁপিয়ে না পরি, আমরা যদি প্রতিরোধ-প্রতিবাদ না করি , আজকে আমরা যদি আমাদের অস্তিত্বকে ঠিক করতে না পারি তাহলে আমাদের আগামীর প্রজন্মের বা আগামী দিনের কি অবস্থা হবে সেটা কি ভেবে দেখেছেন..?

তবে হ্যাঁ, সকল আদিবাসী বন্ধুরা সবাই খুব সাবধানে থাকবেন, চোখ-কান –নাক সবকিছু খোলা রাখবেন । খুব সাবধানতার সাথে চলাফেরা করতে চেষ্টা করবেন ।
কারণ এখন স্যাটেলাররা আমাদের ওপর কখন কি করে ফেলবে তার কোন ঠিক নাই। তারা এখন আমাদের ওপর হামলা করার জন্য তাকিয়ে আছে ।

স্যাটেলারদের বিরুদ্ধে আওয়াজ তুলুন আদিবাসীরা, হুশিয়ার উচ্চারণ করুন। সংগ্রাম প্রতিবাদ করুন সবাই।

21/09/2024

প্রিয় দেশবাসী,
আমরা জানি নতুন বাংলাদেশ হয়েছে,নতুন স্বাধীন হয়েছে ।
আপনারা সবাই জানেন এবং দেখছেন যে পাহাড়ে অনেক শান্তি,পাহাড়ের মধ্যে কোন অরাজগতা নেই । আপনারা জানেন এবং পেয়েছেন যে পাহাড়িদের আচরণ,ব্যবহার কেমন ।
আপনারা আমাদের এই পাহাড়ে টুর করতে ,ঘুরতে অনেক পছন্দ করেন । বাংলাদেশের সবথেকে সুন্দর সুন্দর জায়গা এই পার্বত্য পাহাড়েই।
কিন্তু আপনারা জানেন না এই পাহাড়ের মধ্যে স্যাটেলাররা কি করছে ।পাহাড়ের আদিবাসীদের ওপর কি পরিমাণ অত্যাচার ,শাসন-শোষণ করা হয় সেটার হয়তো আপনাদের এক বিন্দুও ধারণা নেই বা জানেন না।
পাহাড়ের সৌন্দযের আড়ালে আদিবাসীদের জীবন-যাপন কেমন সেটাতো আপনারা জানেন না,দেখেন নাই।
এক কেজি চাল-ডাল কিনতেও অনুমতি নিতে হয়, টোকেন নিয়ে বাজার করতে হয় । নিজের এলাকায় প্রবেশ করার জন্যও আইডি কার্ড দেখাতে হয় । সব জায়গায় সবসময় জবাবদিহিতা করতে হয় আমাদের পাহাড়ের আদিবাসীদের । এসবকিছু কি আপনারা দেশবাসীরা জানেন..?
কিন্তু এখনতো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আদিবাসীদের ওপর অন্যায়-অত্যাচার করা হচ্ছে। কিভাবে পাখির মতো করে গুলি করে মেরে ফেলা হচ্ছে।
দেশ স্বাধীন হলেও পাহাড়ে এখনো স্বাধীন হয়নি,সমতলের জন্য দেশ স্বাধীন হয়েছে পাহাড়ে নয়…!
সেটার প্রমাণ হয়তো আপনারা পাচ্ছেন,দেখছেন..!

21/09/2024

প্রিয় দেশবাসী,
আমরা জানি নতুন বাংলাদেশ হয়েছে,নতুন স্বাধীন হয়েছে ।
আপনারা সবাই জানেন এবং দেখছেন যে পাহাড়ে অনেক শান্তি,পাহাড়ের মধ্যে কোন অরাজগতা নেই । আপনারা জানেন এবং পেয়েছেন যে পাহাড়িদের আচরণ,ব্যবহার কেমন ।
আপনারা আমাদের এই পাহাড়ে টুর করতে ,ঘুরতে অনেক পছন্দ করেন । বাংলাদেশের সবথেকে সুন্দর সুন্দর জায়গা এই পার্বত্য পাহাড়েই।
কিন্তু আপনারা জানেন না এই পাহাড়ের মধ্যে স্যাটেলাররা কি করছে ।পাহাড়ের আদিবাসীদের ওপর কি পরিমাণ অত্যাচার ,শাসন-শোষণ করা হয় সেটার হয়তো আপনাদের এক বিন্দুও ধারণা নেই বা জানেন না।
পাহাড়ের সৌন্দযের আড়ালে আদিবাসীদের জীবন-যাপন কেমন সেটাতো আপনারা জানেন না,দেখেন নাই।
এক কেজি চাল-ডাল কিনতেও অনুমতি নিতে হয়, টোকেন নিয়ে বাজার করতে হয় । নিজের এলাকায় প্রবেশ করার জন্যও আইডি কার্ড দেখাতে হয় । সব জায়গায় সবসময় জবাবদিহিতা করতে হয় আমাদের পাহাড়ের আদিবাসীদের । এসবকিছু কি আপনারা দেশবাসীরা জানেন..?
কিন্তু এখনতো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আদিবাসীদের ওপর অন্যায়-অত্যাচার করা হচ্ছে। কিভাবে পাখির মতো করে গুলি করে মেরে ফেলা হচ্ছে।
দেশ স্বাধীন হলেও পাহাড়ে এখনো স্বাধীন হয়নি,সমতলের জন্য দেশ স্বাধীন হয়েছে পাহাড়ে নয়…!
সেটার প্রমাণ হয়তো আপনারা পাচ্ছেন,দেখছেন..!

প্রিয়
সংগ্রামী আদিবাসী বন্ধুরা,
আমাদের আর বসে থাকার সময় নেই, এখন আর চুপ করে থাকার সময় নেই । এখন সময় হয়ে এসছে লড়াই করার, সময় হয়েছে জেগে ওঠার, হয়েছে পাহাড়ের স্যাটেলারদের বিরুদ্ধে হুশিয়ার উচ্চারণ করার ।
এই স্যাটেলারদের আর কোনরকম সুযোগ দেওয়া যাবে না । অনেক সহ্য করেছি আর না ।
আজকে হয়তো পাহাড়ি খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে আক্রমণ-হামলা,গুলি করা হচ্ছে। অনেক আদিবাসী ভাই-বোনদের জীবন নেওয়া হচ্ছে। পাখির মতো করে গুলি করে মেরে ফেলা হচ্ছে আদিবাসীদেরকে ।
কালকে যে সমতল আদিবাসীদের ওপর এই ধরনের আক্রমণ-হামলা করা হবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আজকে পাহড়ে কালকে সমতলেও হতে পারে। তাই পাহাড় কিংবা সমতলের সকল আদিবসী সমাজ সবাই প্রস্তুত থাকুন ।
সংগ্রামী আদিবাসী সমাজ,
এখন আর জীবনের মায়া করলে চলবে না। এখন প্রতিবাদ করতে হবে,রুখে দাঁড়াতে হবে । আজকে আমরা যদি চুপ করে থাকি তাহলে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। তাই যে যেভাবে পারেন ,যে যেখানে আছেন সবাই নিজের অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়ুন ।

দরকার হলে আমরা আদিবাসী সমাজ লং মার্চ করবো রাজধানী ঢাকার উদ্দেশ্যে । আমরাও দেখিয়ে দিতে চাই আমরা কারা । নিজের জাতির জন্য,নিজের অধিকারের জন্য,নিজের পরিচয়ের জন্য,নিজের স্বাধীনতা-নিরাপত্তার জন্য জীবন দিতে প্রস্তুত আমরা আদিবাসীরা ।

গত ৩০বছর ধরে আমরা পাহাড়িরা এই অন্যায়-অত্যাচার,শাসন-শোষণ,নিপীড়ন দেখে সহ্য করে আসছি
আমাদের পাহাড়ের আদিবাসীদের সবসময় পিছিয়ে রাখা হয়েছে ।
রক্ত দিয়েছি,দিচ্ছি আরো দিবো
তবুও আদিবাসীদের স্বাধীন মুক্ত করেই ছাড়বো
আদিবাসীরা লড়াই করতে জানে, করে আসছে এবং করেই যাবো
আদিবাসীরা জীবন দিতে জানে দিচ্ছে এবং আরো জীবন দিবো ।
লড়াই যখন শুরু তখন এই লড়াইয়ের জয় করেই ছাড়বো।
আমরাও সংগ্রাম করতে জানি ।

প্রিয় আদিবাসীরা ,এখন আর ভাবার সময় নেই,অনেক ভেবেছেন অনেক দেখেছেন আর না। এখন হচ্ছে বাঁচা মরার লড়াইয়ে নামার সময় ।
সকলে ঐক্যবদ্ধ্য হয়ে হুশিয়ার উচ্চারণ করার সময় হয়ে এসছে । এখন সকল আদিবাসীদের একতা হওয়ার সময় হয়ে এসছে । এখন ভয় পেলে চলবেনা,নিজেকে এখন সাহসী করতে হবে অন্তত্য নিজের জন্য,নিজের সন্তানের জন্য হলেও।
আজকে আমরা যদি ঝাঁপিয়ে না পরি, আমরা যদি প্রতিরোধ-প্রতিবাদ না করি , আজকে আমরা যদি আমাদের অস্তিত্বকে ঠিক করতে না পারি তাহলে আমাদের আগামীর প্রজন্মের বা আগামী দিনের কি অবস্থা হবে সেটা কি ভেবে দেখেছেন..?

তবে হ্যাঁ, সকল আদিবাসী বন্ধুরা সবাই খুব সাবধানে থাকবেন, চোখ-কান –নাক সবকিছু খোলা রাখবেন । খুব সাবধানতার সাথে চলাফেরা করতে চেষ্টা করবেন ।
কারণ এখন স্যাটেলাররা আমাদের ওপর কখন কি করে ফেলবে তার কোন ঠিক নাই। তারা এখন আমাদের ওপর হামলা করার জন্য তাকিয়ে আছে ।

স্যাটেলারদের বিরুদ্ধে আওয়াজ তুলুন আদিবাসীরা, হুশিয়ার উচ্চারণ করুন। সংগ্রাম প্রতিবাদ করুন সবাই।

আমিও আদিবাসী আদিবাসী হবোশোনো আদিবাসী মেয়েআদিবাসী করো, আদিবাসী সোনা মেয়েতোমার জুমচাষ শিখি, দৃঢ় করি পায়ের পেশিতোমার পোশাক ...
09/08/2024

আমিও আদিবাসী

আদিবাসী হবো
শোনো আদিবাসী মেয়ে
আদিবাসী করো, আদিবাসী সোনা মেয়ে
তোমার জুমচাষ শিখি, দৃঢ় করি পায়ের পেশি
তোমার পোশাক পরি, পাঠ করি আদিমন্ত্র
ভাবি, বিষ ঢেলে যদি শুদ্ধ হয়
আমাদের চির কাঙ্ক্ষিত, অথচ ভাঙচুর
তাজা রক্তের স্রোতে ভেসেথাকা গণতন্ত্র।

আদিবাসী হব, শোনো আধুনিক মেয়ে
আদিবাসে নাও একবার, অকৃপণ সোনা মেয়ে
তুমি তো মননে নববাসী, আধুনিক চিরকাল
সভ্যতা কি জানে?
না জানুক; জানে তো মহাকাল।
আমরাও জানি, জানে মহারথি অনেকেই
আরও জানি-এই স্বদেশ, আমার চেয়ে বরং
অনেক বেশী আছে-স্পন্দিত তোমাতেই।

আমি হবো সেই প্রেম, সেই আদিবাসী-
যাবো সমতল থেকে পাহাড় অরণ্যে ভাসি
হবো তোমার সবুজ বৃক্ষের নরম পাতা
এই সংহারে তবুও পুড়ুক- দূরত্বের খাতা।
( Collectect )

24/07/2024

তো সবার কি অবস্থা🥱🥱
এই কয়েকদিন কেমন অভিজ্ঞতা হলো 🤢
পুরো এক সপ্তাহের পর মামার বাড়ি থেকে আসছেন অনুভূতি প্রকাশ করেন দেখি 🤭

17/03/2024

Real nature 🥰....


27/11/2023
The beautiful river 🥰🥰
24/11/2023

The beautiful river 🥰🥰

25/10/2023

Bandorban 🥰


18/10/2023

Natural beauty village 🥰🥰

মনোরম দৃশ্য 💕💕 : Google
18/10/2023

মনোরম দৃশ্য 💕💕

: Google

16/10/2023

Amazing waterfall 🥰🥰💕😱

Address

Bandarban

Telephone

+8801881009654

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রাকৃতিক সৌন্দর্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রাকৃতিক সৌন্দর্য:

Share