Lui A person who loves nature

‎কঠিন দুনিয়ার বিপরীতে'নরম থাকাও এক অবর্ণনীয় যু'দ্ধ!❤️
24/08/2025

‎কঠিন দুনিয়ার বিপরীতে'নরম থাকাও এক অবর্ণনীয় যু'দ্ধ!❤️

নেক্সট ম্যাচ বান্দরবান মুরুব্বি টিমের সাথে চলবে 😁
22/08/2025

নেক্সট ম্যাচ বান্দরবান মুরুব্বি টিমের সাথে চলবে 😁

ভাদ্রমাস কুকুরের মত তুরা ও পাগল হয়ে গেছো আমার নামে পার্সেল অর্ডার করে।
22/08/2025

ভাদ্রমাস কুকুরের মত তুরা ও পাগল হয়ে গেছো আমার নামে পার্সেল অর্ডার করে।

21/08/2025

মামা কিন্তু দূর থেকে খেলতে আসার সুয়ালক টিমের সাপোর্টার।কারণ দূর থেকে খেলতে আচ্ছে তারা যেনো জিতুক সেটা চাই মামা।শেষ পর্যন্ত খেলা ড্র। তারপর সময় বাড়ানো হয়নি।রেফারি, কমিটি উপর হতাশ মামা.!

21/08/2025

খেলা চলাকালীন এরকম ব্যক্তি পাওয়া ভাগ্য লাগে।মামা কিন্তু হতাশ রেফারি,কমিটি উপর।

"৫০০ দিনের অন্যায় কারাবাস মানবাধিকারের চরম লঙ্ঘন।নিরীহ জনগোষ্ঠীর শিক্ষার্থী, তরুণ, সাধারণ মানুষকে বিনা অপরাধে বন্দি করে ...
21/08/2025

"৫০০ দিনের অন্যায় কারাবাস মানবাধিকারের চরম লঙ্ঘন।নিরীহ জনগোষ্ঠীর শিক্ষার্থী, তরুণ, সাধারণ মানুষকে বিনা অপরাধে বন্দি করে রাখা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। আমরা দৃঢ় কণ্ঠে বলছি অন্যায় শৃঙ্খল ভেঙে দাও।নিরপরাধ জীবনের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করো।অবিলম্বে মুক্তি দিতে হবে"।

আলীকদম-থানচি সড়ক ও গাইড ইস্যু নিয়ে কিছু কথা আলীকদম উপজেলা সদরে আসতে কিংবা আলীকদম থেকে থানচি যেতে আর গাইড নেওয়ার প্রয়োজন ...
21/08/2025

আলীকদম-থানচি সড়ক ও গাইড ইস্যু নিয়ে কিছু কথা

আলীকদম উপজেলা সদরে আসতে কিংবা আলীকদম থেকে থানচি যেতে আর গাইড নেওয়ার প্রয়োজন নেই—এটা নিঃসন্দেহে স্বস্তির খবর।

তবে স্থানীয় প্রশাসনের কাছে আমাদের অনুরোধ—যদি কেউ গাইড ছাড়া ভ্রমণ করতে গিয়ে বিপদে পড়ে, তার দায় যেনো এলাকার নিরীহ সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া না হয়।ভেবে দেখা দরকার, গাইড ছাড়া ভ্রমণকারীদের জীবন কতটা নিরাপদ? তারা ঠিকভাবে চলাফেরা করতে পারবে তো?আমরা চাই না, আরেকজন চিংমা খিয়াংয়ের মতো মর্মান্তিক ঘটনা যেনো ঘটে।

🚫 নিরীহ মানুষদের উপর দোষারোপ বা চাপ সৃষ্টি নয়, বরং সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনে।

পাহাড় মতোই আমাদের জীবনও প্রবাহিত হয়—সময়, অভিজ্ঞতা আর স্মৃতির কুয়াশা বুকে নিয়ে।
21/08/2025

পাহাড় মতোই আমাদের জীবনও প্রবাহিত হয়—সময়, অভিজ্ঞতা আর স্মৃতির কুয়াশা বুকে নিয়ে।

আজ এক ভদ্রলোক সিগারেট কোম্পানির হয়ে মার্কেটিং করতে এসে ওটিপি’র জন্য আমার নাম্বার চাইলো। কিন্তু তার আচরণ দেখে মনে হলো, কো...
21/08/2025

আজ এক ভদ্রলোক সিগারেট কোম্পানির হয়ে মার্কেটিং করতে এসে ওটিপি’র জন্য আমার নাম্বার চাইলো। কিন্তু তার আচরণ দেখে মনে হলো, কোম্পানি হয়তো তাকে শিখায়নি—কিভাবে পরিচিত বা অপরিচিত কারও সাথে ভদ্রভাবে কথা বলতে হয়। মার্কেটিং শুধু পণ্যের প্রচার নয়, মানুষের সাথে বিনয়ের সাথে যোগাযোগ করার শিক্ষাটাই আসল। অথচ সেই শিক্ষা যেন তারা দেয়নি।

পুরুষের সবচেয়ে বড় যুদ্ধটা চলে তার নিজের মাথার ভেতরেই।এই লড়াই চোখে দেখা যায় না,কোনো খবরের কাগজেও ছাপা হয় না।দিনের পর দিন,...
20/08/2025

পুরুষের সবচেয়ে বড় যুদ্ধটা চলে তার নিজের মাথার ভেতরেই।এই লড়াই চোখে দেখা যায় না,কোনো খবরের কাগজেও ছাপা হয় না।দিনের পর দিন, নিজের চিন্তা আর দ্বন্দ্বের সাথেই সে যুদ্ধ করে।বুঝার মত কেউ নেই.!

সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না।
19/08/2025

সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না।

Address

Bandarban

Alerts

Be the first to know and let us send you an email when Lui posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share