WIZ KISTO

WIZ KISTO আমার পেইজে সবাইকে স্বাগতম।🫡🥀
আপনাদের জন্য মজাদার ও আকর্ষণীয় পোস্ট দেওয়া চেষ্টা করবো। লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে সাথে থাকবেন।

04/05/2025

মুক্তিযুদ্ধের ত্রিপুরার অবদান অন্যতম, কিন্তু বর্তমানে বাংলাদেশে ত্রিপুরারাই অনেক অবহেলিত। এবং ভারতের ত্রিপুরাদের বিরুদ্ধে নানান প্রসঙ্গে কথা বলছে অনেক বাঙালি। দূঃখের সময় যে ত্রিপুরারাই পাশে ছিল সেই কথা হয়তো তোমরা ভূলেই গেছ।🥲


Good morning everyone🌞🌄
01/04/2025

Good morning everyone🌞🌄

মানবতা এখনো বেঁচে আছে।🇧🇩⚽
25/03/2025

মানবতা এখনো বেঁচে আছে।🇧🇩⚽


বান্দরবান জেলা আলীকদম উপজেলায় সম্প্রতি চেয়ারম্যান পদে নির্বাচিত মোহাম্মদ আবুল কালামের আসল রূপ।🤬 সহজ সরল জনগোষ্ঠীর নারীর ...
25/03/2025

বান্দরবান জেলা আলীকদম উপজেলায় সম্প্রতি চেয়ারম্যান পদে নির্বাচিত মোহাম্মদ আবুল কালামের আসল রূপ।🤬 সহজ সরল জনগোষ্ঠীর নারীর সাথে এমন অশ্লীলতা করার মন মানসিকতা নিয়ে প্রশাসনিক দায়িত্ব, উন্নয়নমূলক কাজ, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সেবামূলক কার্যক্রম, নীতি ও বিধি প্রণয়ন, রাজস্ব ও বাজেট এইসব পরিচালনা করবে কোন বিবেক দিয়ে? এই হিংস্র নরপশুটিকে বয়কট করা হোক। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।✊🤬

সবাই প্রতিবাদ করুন ,
এবং আদিবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন ।✊


24/03/2025

জাতির সংস্কৃতি ও ঐতিহ্য এবং একটা জাতিকে পুরোপুরি বিলুপ্ত করতে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ষড়যন্ত্র করা হচ্ছে।যদি এই ধর্মান্তরকরণ ঠেকানো না যায়, তাহলে আগামী দিনে ত্রিপুরা জাতিসহ পাহাড়ের অন্যান্য আদিবাসী গোষ্ঠীর অস্তিত্বই বিলীন হয়ে যাবে। আমাদের ঐতিহ্য, আমাদের ভাষা, আমাদের পোশাক—সবকিছু ধ্বংস হয়ে যাবে, আর আমাদের পরিচয় অন্য একটি কৃত্রিম পরিচয়ে ঢেকে দেওয়া হবে।

23/03/2025

বিচার চাই বিচার চাই,
রাজেরুং হত্যা বিচার চাই।✊
আমার বোনের ধর্ষণ কেন ,
প্রসাশনের জবাব চাই।✊

Shout out to my newest followers! Excited to have you onboard! Chingthowai Marma, Anønná Çkm Trí, Khuthairung Tripura, D...
05/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Chingthowai Marma, Anønná Çkm Trí, Khuthairung Tripura, Durjoy Tripura, পাসিং ম্রো, বাইকার পোলা, দন রয় ম্রোচৈ, Rang Hin Mro DC, Sayan Gemar

04/03/2025

আসল কথা হচ্ছে আমাদের আদিবাসী কিছু সংখ্যক নারীরাই সচেতনহীন। দিনে দিনে এইসব নোংরা কাজে লিপ্ত হচ্ছে, সমাজের রীতি নীতি অমান্য করে বেজাতি হয়ে যাচ্ছে । এই হিংস্র নরপশুরা এই সুযোগ চাইতে দেখে কেন ধরা দিতে হবে।আমরা এই ধরনের আরও অনেক ঘটনা দেখেছি এবং দেখেই যাচ্ছি সেই ঘটনাগুলোর দেখে কি আমরা সচেতন হতে পারিনা? সেই জ্ঞানটুকু কি আমাদের নাই?আমরা কেন সেই হিংস্র নরপশুদের ফাঁদে পড়বো? আমরা আদিবাসীরা তো কম বেশি জানি সেই হিংস্র নরপশুদের ব্যাপারে তারা কিরকম স্বভাবের । সচেতন হীনতার কারণে এই ধরনের ঘটনা গুলো বার বার ঘটে চলেছে। এইসব ব্যাপারে আদিবাসী সচেতন সমাজকে সজাগ থাকতে হবে।আমি মনে করি ওইসব নোংরা কাজে যাদেরকে পাওয়া যাবে আদিবাসী সচেতন সমাজ তাদেরকে যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি প্রদান করে।যাতে অন্য কোন নারীরাও সেইটা দেখে ওইসব নোংরা কাজে লিপ্ত হতে সাহস না পাই। আর যারা( হিংস্র নরপশুরা) এইধরনের মন মানসিকতা নিয়ে ঘুরতে আসে বা ষড়যন্ত্র করতে আসে এবং আমাদের আদিবাসী নারীদের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে একটা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সেই ধরনের প্রত্যেকটা ব্যক্তিকে তীব্র নিন্দা জানাই। এবং
ওই ধরনের হিংস্র নরপশুদের শাস্তি দাবি জানাই।আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা অবলম্বন করি এবং সচেতন সমাজ গড়ে তুলি।


03/03/2025

বন্ধু সাবধানে বিড়ি টানিস🚬🫠

28/02/2025
24/02/2025

Mention your luiccha fnd 🫠


Address

Bandarban

Alerts

Be the first to know and let us send you an email when WIZ KISTO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share