তংদাইংনে

তংদাইংনে Taungdainnay welcomes you and wishes you a beautiful world and a peaceful life !

S Bikash Vlogs
19/09/2025

S Bikash Vlogs

With S Bikash Vlogs – I just got recognised as one of their rising fans! 🎉
07/09/2025

With S Bikash Vlogs – I just got recognised as one of their rising fans! 🎉

30/08/2025

Ritu Nokrek

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest amo...
26/08/2025

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest among my fans!

With Ritu Nokrek – I just got recognised as one of their rising fans! 🎉
21/08/2025

With Ritu Nokrek – I just got recognised as one of their rising fans! 🎉

17/03/2025

থানচির বংড পাথর (Bongdho Rock) বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত একটি রহস্যময় ও আকর্ষণীয় স্থান। এটি থানচি থেকে রেমাক্রি যাওয়ার পথে পড়ে এবং এর বিশেষত্ব হলো বিশাল আকারের একটি পাথর, যা এমনভাবে অবস্থান করছে যেন এটি যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে, কিন্তু আসলে তা স্থির হয়ে আছে বছরের পর বছর।

15/02/2025

সাঙ্গু নদী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও রহস্যময় নদীগুলোর একটি। এটি পার্বত্য বান্দরবানের বুক চিরে
প্রবাহিত হয়েছে, পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে গড়ে তুলেছে এক অনন্য ভূপ্রকৃতি।

এই নদীর তীরে রয়েছে অগণিত পাথরের স্তূপ, ঝরনা ও সবুজ বন। সেই অঞ্চলের মানুষের জীবনযাত্রা, প্রকৃতি ও প্রাণীদের নিয়ে গড়ে উঠেছে এক মনোমুগ্ধকর পরিবেশ। পাথরের রাজ্য, জনজীবন ও প্রাণপ্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন।

এই নদী শুধু নদী নয়! এটি প্রকৃতি ও জনজীবনের এক বিস্ময়কর সংযোগস্থল—যা তার বয়ে চলার ধারায় রেখে চলেছে এক চিরকালীন কাব্য।

কাপ্তাই হ্রদ বা কাপ্তাই বাঁধ।পাকিস্তান সরকার ১৯৫৬ সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে। ১৯৬২ সালে এর নি...
04/02/2025

কাপ্তাই হ্রদ বা কাপ্তাই বাঁধ।

পাকিস্তান সরকার ১৯৫৬ সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে। ১৯৬২ সালে এর নির্মাণ শেষ হয়। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউটাহ ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট ৬৭০.৬ মিটার (২,২০০ ফুট) দীর্ঘ ও ৫৪.৭ মিটার (১৭৯ ফুট) উচ্চতার এ বাঁধটি নির্মাণ করে। এ বাঁধের পাশে ১৬টি জলকপাট সংযুক্ত ৭৪৫ ফুট (২২৭ মিটার) দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্পিলওয়ে রাখা হয়েছে। এ স্পিলওয়ে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে। এ প্রকল্পের জন্য তখন প্রায় ২৫ কোটি ৪০ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরে তা ৪৮ কোটি টাকা ছাড়িয়ে যায়।

কাপ্তাই হ্রদের কারণে ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় যা ঐ এলাকার মোট কৃষি জমির ৪০ শতাংশ। এছাড়া সরকারি সংরক্ষিত বনের ২৯ বর্গমাইল এলাকা ও অশ্রেণীভুক্ত ২৩৪ বর্গমাইল বনাঞ্চলও ডুবে যায়। প্রায় ১৮ হাজার পরিবারের মোট এক লাখ মানুষ বাস্তুচ্যূত হয়।

বিদ্যুৎ উৎপাদন

প্রথমে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধরা হয়েছিল ১ লাখ ২০ হাজার কিলোওয়াট। প্রথমে ৪০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১ ও ২ নম্বর ইউনিট স্থাপন করা হলেও পরে ১৯৬৯ সালের ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩ নম্বর ইউনিটের কাজ শুরু হয়। বর্তমানে মোট পাঁচটি ইউনিট চালু আছে যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।

তথ্য : উইকিপিডিয়া।

03/02/2025

বান্দরবানে মারমা, ম্রো, বম, খুমী, ত্রিপুরা, লুসাই, চাকমা, তঞ্চঙ্গ্যা, চাক, খিয়াং, পাংখুয়া ও বঙ্গালীসহ ১২ টি জনগোষ্ঠীর বসবাস। প্রতিটি জনগোষ্ঠীর আলাদা আলাদ পোশাক পরিচ্ছদ খাদ্যাবাস, নিজস্ব সংস্কৃতি। এই জেলার সাংস্কৃতিক ও বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের জীবনধারা নিয়ে সত্যিকার অর্থে বহুজাতি ও বহু সংস্কৃতির এক সমৃদ্ধ জনপদ।

03/02/2025

বম সম্প্রদায়ের বাঁশনৃত্য বা ব্যাম্বো ডান্স নামেও পরিচিত। নিজস্ব ঐতিহ্য পোশাকে এই নৃত্য যুবক যুবতীরা সাধারণত অংশগ্রহণ করে থাকেন। জোড়া জোড়া লম্বা বাঁশের দুই প্রান্তে আড়াআড়িতে দুবার উপরে নিচে, দুবার পাশাপাশি অর্থাৎ একবার ফাঁক একবার চাপা ঠুকাঠুকিতে ছন্দতাল সৃষ্টি হয়, যখনই ফাঁক পড়বে সুচারু পদস্ফালন করে বৃত্তের আকারে যুবক যুবতীরা নেচে নেচে ঘুরে যায়।

সম্প্রতি বান্দরবানে তারুণ্য উৎসবে এই বাঁশনৃত্য পরিবেশনা করা হয়েছিল।

02/02/2025

বাঁশির সুর যেন প্রকৃতির নিজস্ব ভাষা, হৃদয়ের অতল থেকে উঠে আসা এক অপার্থিব সঙ্গীত। এর সুর কখনো মধুর, কখনো বিষাদময়, আবার কখনো উদাসী ভাব জাগিয়ে তোলে। বাঁশির শব্দ একদিকে যেমন প্রশান্তি এনে দেয়, তেমনই মানুষের আবেগের নানা রঙ তুলে ধরে।

শিল্পী: @ক্যউপ্রু মার্মা।

21/01/2025

পাহাড় মানে প্রাণ প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবন বাঁচিয়ে রাখা। পাহাড়ি শিশুরা শুধু দু-তিন বছর বয়স অবধি মায়ের পিঠে,কোলে বা কাপড়ের ভাঁজেই কাটে তাদের। কারণ সংগ্রামেই তাদের জীবন।

প্রতি মুহূর্তে যেন চলে টিকে থাকার নিরন্তন সংগ্রাম। সাত-আট বছর বয়সে পাহাড়ের শিশুরা ঘরের প্রায় সব কাজই শিখে যায়। না শিখেও উপায় নেই তাদের।

সন্ধ্যা থেকে শেষ রাত অবধি ঘুমিয়ে সঞ্চয় করতে হয় সারাদিন পথচলার প্রাণশক্তি। চলার শক্তি এজন্য যে বয়সে শিশু-কিশোর হলেও ভোরের আলো ফুটতেই শুরু হয় তাদের জীবন সংগ্রাম। পানি সংগ্রহ তাদের প্রধান এবং প্রথম কাজ।

এরপরই মা-বাবা কাজ জুম থেকে না ফেরার আগ পর্যন্ত চলে পরিবারের ছোটদের দেখভালের দায়িত্ব। এগুলো পাহাড়ি মানুষের নিত্যদিনের সংগ্রাম।

সম্প্রতি থানচি রেমাক্রি যাওয়ার পথে 'ক্যাহ্ পাজা্ ওয়াহ' এলাকায় এমন পাহাড়ি কিশোর-কিশোরীদের জীবন সংগ্রামের দৃশ্য চোখে পড়ে।

Address

New Gulshan Area, Bandarban Municipality
Bandarban
4600

Alerts

Be the first to know and let us send you an email when তংদাইংনে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তংদাইংনে:

Share