
01/08/2025
আমি নির্জীব নিথর হয়ে পড়ে থাকি,স্বার্থপরতার স্থায়ী হিমাগারে।
কিন্তু... তবুও আমি ভেঙ্গে পরি না ...।
অপেক্ষায় থাকি ...একটি নতুন সাইক্লোনের...।
যে সাইক্লোন উড়িয়ে দেবে সকল বিষণ্ণতার কুৎসিত ভাবনা,
যে সাইক্লোন ভাসিয়ে নেবে আমার বুকের আটকে থাকা সব কষ্টের জঞ্জাল...।
তবুও আমি অপেক্ষায় থাকি ...একটি নতুন স্বপ্নের !
কিন্তু ...ভেঙ্গে পরিনা...💝💝💝