Daily life of joya

Daily life of joya অন্যেরা সমালোচনা করুক, আপনি শুধু আপনার কাজ করে যান....

আমি নির্জীব নিথর হয়ে পড়ে থাকি,স্বার্থপরতার স্থায়ী হিমাগারে।কিন্তু... তবুও আমি ভেঙ্গে পরি না ...।অপেক্ষায় থাকি ...একট...
01/08/2025

আমি নির্জীব নিথর হয়ে পড়ে থাকি,স্বার্থপরতার স্থায়ী হিমাগারে।
কিন্তু... তবুও আমি ভেঙ্গে পরি না ...।
অপেক্ষায় থাকি ...একটি নতুন সাইক্লোনের...।
যে সাইক্লোন উড়িয়ে দেবে সকল বিষণ্ণতার কুৎসিত ভাবনা,
যে সাইক্লোন ভাসিয়ে নেবে আমার বুকের আটকে থাকা সব কষ্টের জঞ্জাল...।
তবুও আমি অপেক্ষায় থাকি ...একটি নতুন স্বপ্নের !
কিন্তু ...ভেঙ্গে পরিনা...💝💝💝

28/07/2025

❤️❤️❤️

শুনেছি অপেক্ষার প্রহর নাকি শেষ হয় নাভোরের অপেক্ষায় রাত যে আর কাটে নাঅন্ধকারে জোনাকির আলোয় স্বপ্নের জাল বুনে চলিভোরের স্ন...
26/07/2025

শুনেছি অপেক্ষার প্রহর নাকি শেষ হয় না
ভোরের অপেক্ষায় রাত যে আর কাটে না
অন্ধকারে জোনাকির আলোয় স্বপ্নের জাল বুনে চলি
ভোরের স্নিগ্ধ আলোতে তোমাকে দেখার অপেক্ষা
শিউলি ফুলের সুরভি মেখে তুমি আসবে
বলাও হয়না, শুধু অপেক্ষায় থাকা.........🖤🖤

চারপাশে এতো এতো হতাশা, এতো দূর্নীতি, চাঁদাবাজি, খুন,ধর্ষণ, অস্হিরতা, প্রাকৃতিক বিপর্যয়, মনুষ্য সৃষ্ট বিপর্যয় 😓😓এরই মাঝেই...
25/07/2025

চারপাশে এতো এতো হতাশা, এতো দূর্নীতি, চাঁদাবাজি, খুন,ধর্ষণ, অস্হিরতা, প্রাকৃতিক বিপর্যয়, মনুষ্য সৃষ্ট বিপর্যয় 😓😓
এরই মাঝেই ভালো থাকার চেষ্টা বা অনেকে ভালো থাকার অভিনয় করে যাচ্ছে।
তবুও যে বেঁচে আছি, এই অনেক 🙄
পৃথিবীর আলো, বাতাস গ্রহণ করছি।
এরচেয়ে আর কতইবা ভালো থাকবো!
তাইতো আজকের জন্য সৃষ্টি কর্তার নিকট লক্ষ কোটি প্রনাম🙏🙏🙏
সুস্থ আছি, জীবন যতটুকু পারা যায় উপভোগ করছি❤️❤️
কেনা জানে! আগামীকাল কি হয়....

কালো মেঘ গর্জন করে না,ঝপাঝপ বৃষ্টি পড়ে না।কিন্তু ভালোবাসার হৃদয়খানি পুড়ে হাহাকার তোলেদুমড়ে মুচড়ে যায় বুকের মধ্যে বাঁধা ব...
24/07/2025

কালো মেঘ গর্জন করে না,ঝপাঝপ বৃষ্টি পড়ে না।
কিন্তু ভালোবাসার হৃদয়খানি পুড়ে হাহাকার তোলে
দুমড়ে মুচড়ে যায় বুকের মধ্যে বাঁধা বাসা,
প্রতীক্ষারা শেষ ভালোবাসার চিঠি লেখে
তাতে থাকে শুধুই একরাশ ব্যর্থতার গল্প💔💔

ছোট ছোট বাচ্চাদের সাথে যেকোনো দুর্ঘটনা কোন ভাবেই সহ্য করা যায়না😭😭 এমন দুরাবস্থা যেখানে আমি /আপনি সহ্য করতে পারছিনা, সেখা...
21/07/2025

ছোট ছোট বাচ্চাদের সাথে যেকোনো দুর্ঘটনা কোন ভাবেই সহ্য করা যায়না😭😭 এমন দুরাবস্থা যেখানে আমি /আপনি সহ্য করতে পারছিনা, সেখানে তাদের পরিবারের কি অবস্থা হবে 💔
ভগবান তুমি সবাইকে রক্ষা করো 🙏🙏🙏
আর সেইসব পরিবার, বাবা -মাকে এই শোক কাটিয়ে উঠার মতো শক্তি দিও😓😓।

17/07/2025

মনে ন হয় আর পড়িবার

Address

Bandarban
4360

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily life of joya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share