
16/07/2025
ভালো থেকো বাংলাদেশ 🇧🇩
আগামী ১৭ জুলাই বাংলাদেশে আমার শেষ দিন। ২০তারিখ আমার ইতালি যাওয়ার ফ্লাইট এবং পাঁচ বছর সেখানে থাকবো। অনিচ্ছা শর্তেও যেতে হচ্ছে ! সবাইকে অনেক মিস করবো 🥺
আমার জন্য আপনারা দোয়া করবেন।💙
আমি জানি,ইতালি যাওয়ার এই খবরে আপনারা অনেকেই হয়তো অবাক হবেন। কারন হুট করেই ডিসিশন, কাউকেই জানানো হয় নি।
যাদের কে বলতে পারিনি এবং যারা আমাকে চেনেন তাদের জানাতে আমার এ পোস্টটা
আমিও পোস্টটি পাওয়া মাত্র কপি করে দিলাম
এবং সত্যি বলতে, আমি নিজেই জানি না,
আসলে কে ইতালি যাচ্ছে ! 😁
সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।