বান্দরবানঃ The Beauty Queen of Nature

বান্দরবানঃ The Beauty Queen of Nature Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বান্দরবানঃ The Beauty Queen of Nature, Digital creator, Bandarban.

05/02/2025

বাংলাদেশ!
জেগে উঠো আরেকবার।
ইনকিলাব জিন্দাবাদ

20/09/2024

ওয়া সু*নির পোয়া বদ্দা হালা অক্কল ইক্কা আইয়ো, হতাগিন এক্কানা হুনি য।

পার্বত্য চট্টগ্রামের আসল চিত্র।

04/09/2024

আয়নাঘরের নৃশংসতার দীর্ঘ বর্ণনা থেকে আপনি খালি নিতে পারলেন জাতীয় সঙ্গীতের অংশটুকু। অথচ, যে নিপীড়ন আর জুলুমের মুখোমুখি তিনি হয়েছেন, সেটা আপনার বুকে লাগলো না। লাগলো শুধু "জাতীয় সঙ্গীত " প্রসঙ্গ? এটার নামই পৌত্তলিকতা, এটার নামই "ফ্যাসিবাদের প্রতি গোপন-গহন প্রেম" !! ১৫ বছর ধ'রে যে ফ্যাসিপ্রেমী মন ও মগজ তৈরি হয়েছে সেটির চিকিৎসা দরকার সর্বপ্রথম!

- কালেক্টেড

ফেনীর তিন উপজেলার প্রবেশপথে এই পরিমান পানি,ভিতরে কি অবস্থা একটু চিন্তা করুন। আল্লাহ সবাইকে হেফাজত করুক।-কালেক্টেড
22/08/2024

ফেনীর তিন উপজেলার প্রবেশপথে এই পরিমান পানি,ভিতরে কি অবস্থা একটু চিন্তা করুন।

আল্লাহ সবাইকে হেফাজত করুক।

-কালেক্টেড

⚠️🔺 রেড এলার্ট কাপ্তাই 🔺⚠️কাপ্তাই বাঁধের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট, বর্তমানে পানি আছে ১০১ ফুট। আর ৮ ফুট বাড়ার সম্ভাবনা দে...
22/08/2024

⚠️🔺 রেড এলার্ট কাপ্তাই 🔺⚠️

কাপ্তাই বাঁধের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট, বর্তমানে পানি আছে ১০১ ফুট। আর ৮ ফুট বাড়ার সম্ভাবনা দেখা গেলে বাঁধ কর্তৃপক্ষ বাঁধ ছাড়তে বাধ্য হবে। সেক্ষেত্রে রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, পটিয়া, আনোয়ারা, বোয়ালখালি, পটিয়া, বাঁশখালী বন্যা প্লাবিত হবার সম্ভাবনা আছে। বিপর্যস্ত হবে চট্টগ্রাম বন্দর।
লিচুবাগান এবং এর আশেপাশের এলাকায় মাইকিং করা হচ্ছে, বিকাল ৩টা নাগাদ কাপ্তাই বাঁধ খোলা হবে। সবাই সতর্কতা অবলম্বন করুন।

মূল পোস্টঃ Military Freaks

22/08/2024

ফেনীর ফাইনাল আপডেট হচ্ছে পুরা ফেনী তলিয়ে গেছে। ইলেক্ট্রিসিটি , মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই। দুয়েক ঘন্টা পরে ফেনীর ভেতর থেকে আর কোনো খবর মোটেও পাওয়া যাবেনা। এখনো যদি রাষ্ট্র সর্বসর্বশক্তি দিয়ে ঝাপিয়ে না পড়ে লক্ষাধিক প্রাণহানি ঘটে যাবে। কারো সাথে কারো যোগাযোগ নেই। ভলান্টারিং অনেকাংশে ভেঙে পড়েছে, সবাই প্রাণ বাচাতে ব্যস্ত। মূলত ভোর থেকে এখন অবধি টানা বৃষ্টি সব শেষ করে দিয়েছে। সবাই দোয়া করেন। প্রশিক্ষিত এবং সজ্জিত বাহিনী ছাড়া এই মুহুর্তে কেউ ওখানে খুব বেশি কিছু আর করতে পারবেনা।

22/08/2024

পার্বত্য চট্টগ্রামবাসী সতর্ক থাকুন

স্বপ্ন আর প্রাণ তলিয়ে  যাচ্ছে বানের পানিতে...
22/08/2024

স্বপ্ন আর প্রাণ তলিয়ে যাচ্ছে বানের পানিতে...

একটু মাটির খোঁজে..
22/08/2024

একটু মাটির খোঁজে..

22/08/2024
22/08/2024

প্রিয় চট্টগামবাসী,
আসসালামু আলাইকুম!
বর্তমানে ভয়াবহ বন্যার আঘাতে বাংলাদেশের বিভিন্ন স্থানের মানুষ ঘরছাড়া হয়ে আছে। সকল বন্যার্তদের সহায়তায় কেউ যদি শুকনা খাবার (মুড়ি,চিড়া,গুড়,বিস্কুট,স্যালাইন) দিতে চান, সকাল ১০ টায় ষোলশহর স্টেশন ( চট্টগ্রাম) নিয়ে আসুন। গণত্রান সংগ্রহ কর্মসূচি চলবে।

প্রয়োজনে:
আরেফিন : 01703506390
শাফি: 01305973494
আব্দুল হামিদ: 01301690716

Talat Mahmod Rafi

22/08/2024

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মানুষদের জন্য প্রাণ-রক্ষাকারী আবহাওয়া পূর্বাভাস

বৃষ্টি ধীরে-ধীরে কুমিল্লা, ফেনী ও ত্রিপুরা রাজ্যের দিক থেকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর দিকে অগ্রসর হচ্ছে। তবে কুমিল্লা ও ফেনী জেলার উপর কমপক্ষে আরও ৬ থেকে ১২ ঘন্টার বৃষ্টি অব্যহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ ভোর ৫ টার পর থেকে শুরু করে সারাদিন চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার উপরে ভারি থেকে খুবই ভারি বৃষ্টির সম্ভাবনা প্রায় ১০০%। এই রকম ভারি বৃষ্টি কমপক্ষে ৬ থেকে ১২ ঘন্টা চলার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে সাঙ্গু, কর্ণফুলী, হালদার, নাফ, ইছামতী, মাতামুহুরি সহ সকল নদীর উপকূল-বর্তী সকল বাড়ি-ঘড়ের মানুষের সূর্য উঠার সাথে-সাথে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে। নদীর উপকূলের দোকান-পাটের মালামাল দ্রুত সরিয়ে নিতে হবে। ২০২৩ সালের মতো পাহাড়ি ঢলের প্রবল আশংকা করা যাচ্ছে।

আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে ব্যাপক পাহাড় ধ্বসের প্রচণ্ড ঝুঁকি রয়েছে। ২০১৭ সালের মতো ভয়ংকর প্রান-ঘাতি ভূমিধ্বসের আশংকা করা যচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে। খাড়া পাহাড়ের উপরে কিংবা কেটে ফেলা পাহাড়ের ঢালে বসবাস করা মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হবে আজ দুপুরের পূর্বে। পাহাড় ধ্বসের কারণে ১ টা মানুষের মৃত্যু যেন না হয়।

- Mostofa Kamal Palash,
Weather Researche.

Address

Bandarban
4600

Website

Alerts

Be the first to know and let us send you an email when বান্দরবানঃ The Beauty Queen of Nature posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share