আলোকিত লামা Alokito Lama

আলোকিত লামা Alokito Lama An online social platform. Presenting Lama to everyone. The group is to discuss the civic services, development, problems and possibilities of the upazila.

12/08/2025

এক চিলতে মিষ্টি হাসির ভীড়ে কত না বলা গল্প লুকিয়ে থাকে 🥲

08/08/2025

এইতো বিদ্যুৎ! একতো সারাদিন দেয়নি, এখন আসার আগেই চলে যায়! আর সপ্তাহে দুইদিন গাছ কাটার দোহায় দিয়ে বিদ্যুৎ বন্ধ রাখা হয়, তারপরও লোডশেডিং ঠিকই থাকে! ভাল হয়ে যাও গৌতম

সন্তানের জন্মের আগে গিয়েছিলেন প্রবাসে, দেশে ফিরে সন্তানকে ভালো মত আদর করার সুযোগ পাননি। তাই হইতো সন্তানের নিথর দে'হ দেখা...
06/08/2025

সন্তানের জন্মের আগে গিয়েছিলেন প্রবাসে, দেশে ফিরে সন্তানকে ভালো মত আদর করার সুযোগ পাননি। তাই হইতো সন্তানের নিথর দে'হ দেখার সাথে সাথে গগনবিদারী আর্তনাদে কাদঁছিলেন ওমান প্রবাসী বাহার উদ্দিন, অথচ মাইক্রোবাস থেকে একে একে মা-স্ত্রীসহ পরিবারের অন্যান্যদের ম'র'দে'হ বের করে আনার সময়ও ছিলেন শোকে পাথরের মতো স্তব্ধ। বাহারের চোখে এখন শুধু শূন্যতা, কারণ যে পরিবারের জন্য তিনি এত কষ্ট করে প্রবাস জীবন কাটিয়েছেন, সেই পরিবারের মা,স্ত্রী,সন্তান কেউই আর নেই। না জানি, কত স্বপ্ন বুনেছিল বাহারের স্ত্রী। মহান রাব্বুল আলআমীন বাহারকে এই শোক সইবার শক্তি দিক আমিন।

উল্লেখ্য, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম চওপল্লি গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন প্রবাস থেকে দেশে ফেরায় মঙ্গলবার বিকালে বিমান বন্দরে যায় তার পরিবারের লোকজন। রাতে স্বজনদের নিয়ে বিমান বন্দর থেকে একটি মাইক্রোবাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। বুধবার ভোরে মাইক্রোবাসটি চন্দ্রগঞ্জ জগদিশপুর এলাকায় পৌঁছালে চালক যানটির নি'য়'ন্ত্র'ণ হা'রি'য়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি সড়কের পাশে খালে প'ড়ে যায়। এতে বাহারের পরিবারের ৭জনের ম'র্মা'ন্তি'ক মৃ'ত্যু হয়।

05/08/2025

Sorry Sir

আজ পালাবার দিবস 😫
05/08/2025

আজ পালাবার দিবস 😫

04/08/2025

সাজগোজ চাকচিক্যময় বিলাসিতা জীবনযাপন। নিজের গ্রাম সাতকানিয়া ও শহরে রয়েছে একাধিক বাড়ী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক....

02/08/2025

লামা বিদ্যুৎ সরবরাহ
প্রতিদিন ঠিক এই টাইমে বিদ্যুৎ না থাকার কারণ কি!?
মিয়া ফাইজলামির একটা লিমিট থাকে। কি মেগাওয়াটের ঘাটতি থাকে, যে রুটিন করে বিদ্যুৎ বন্ধ রাখতে হয় ?

বান্দরবান এখন দেশের “দারিদ্র্যের মুকুটধারী”।
31/07/2025

বান্দরবান এখন দেশের “দারিদ্র্যের মুকুটধারী”।

গৌতম সাবেব, এটা কি !? লামা উপজেলায় বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে গ্রাহকের সাথে প্রতারণার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। লামা বি...
31/07/2025

গৌতম সাবেব, এটা কি !?

লামা উপজেলায় বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে গ্রাহকের সাথে প্রতারণার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। লামা বিদ্যুৎ অফিসের কর্মকর্তার বিরুদ্ধে এক গ্রাহকের ৩৭ হাজার ৩৪২ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ এনেছেন ভুক্তভোগী। এই ঘটনায় বিদ্যুৎ বিভাগের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।ভুক্তভোগী গ্রাহকের অভিযোগ অনুযায়ী, তাকে প্রথমে বিদ্যুৎ বিলের টাকা 'অফিসে' জমা দিতে বলা হয়। তবে গ্রাহক যখন ব্যাংকের মাধ্যমে বিল পরিশোধের আগ্রহ প্রকাশ করেন, তখন তাকে একটি বিলের কাগজ দেওয়া হয় যেখানে বিল পরিশোধের স্থান হিসেবে সোনালী ব্যাংক , আলীকদম শাখার কথা উল্লেখ রয়েছে। লামা উপজেলায় বিদ্যুৎ বিল কেন পার্শ্ববর্তী আলীকদম উপজেলার একটি ব্যাংকে জমা দিতে হবে?

31/07/2025

মধ্য রাতে বিদ্যুৎ এর সাব স্টেশনে ইট মারালো কে !?
কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন। নাকি ঘটনার মোড় ভিন্নভাবে প্রভাবিত করার পায়তারা !?

হয়তো অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন তাঁরা, আজ ফিরছে নিঃস্ব ও নিস্তব্ধ হৃদয়ে।
31/07/2025

হয়তো অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন তাঁরা, আজ ফিরছে নিঃস্ব ও নিস্তব্ধ হৃদয়ে।

মানলাম বিদ্যুৎ অফিসের জনবল সংকট, তাহলে এরা কারা! কোথা থেকে এলো !? এগুলার কাজ কি ?ওহে আমার বিদ্যুৎ পাখি !????
30/07/2025

মানলাম বিদ্যুৎ অফিসের জনবল সংকট, তাহলে এরা কারা! কোথা থেকে এলো !? এগুলার কাজ কি ?

ওহে আমার বিদ্যুৎ পাখি !????

Address

Bandarban

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত লামা Alokito Lama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share