খোলা চোখ - Khola Chokh

খোলা চোখ - Khola Chokh দেশ-বিদেশের সংবাদ, বিনোদন, ছবি ও ভিডিও
https://kholachokh.press সংবাদ, বিনোদন, শিক্ষা - এই তিন বিষয়ে আমরা লেখা, ছবি, ভিডিও এবং অডিও কনটেন্ট প্রকাশ করি।

24/09/2025

বান্দরবান শহরে গাড়ি চালকদের বেপরোয়া আচরণ ও ট্রাফিক পুলিশের নিস্ক্রিয়তায় সড়কে বিশৃঙ্খলা বাড়ছে। যত্রযত্র অবৈধ পার্কিং, রাস্তা বন্ধ করে মালামাল ওঠানামাসহ রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের দৌরাত্ম্যে ক্ষুব্ধ এলাকাবাসী। শহরের রাজার মাঠ এলাকা থেকে ২৪ সেপ্টেম্বর দুপুরে ধারন করা ভিডিও। শীঘ্রই বিস্তারিত আসছে... #বান্দরবান #খোলাচোখ #যানবাহন

ফেনী জেলার সাথে গোলশূন্য ড্র-এর মাধ্যমে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল থেকে আপাতত বিদায় নিতে হয়েছে বান্দরবানকে। ১৭ সেপ্টে...
18/09/2025

ফেনী জেলার সাথে গোলশূন্য ড্র-এর মাধ্যমে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল থেকে আপাতত বিদায় নিতে হয়েছে বান্দরবানকে। ১৭ সেপ্টেম্বর বান্দরবান জেলা ষ্টেডিয়ামে বান্দরবান জেলা ও ফেনী জেলার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ড্র এর ফলে বান্দরবান জেলা প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে ছিটকে পড়েছে।

ফেনী জেলার সাথে গোলশূন্য ড্র-এর মাধ্যমে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল থেকে আপাতত বিদায় নিতে হয়েছে বান্দরবানকে।...

10/09/2025

বান্দরবানে প্রায় দেড় যুগ ধরে চলে আসা অবৈধ টোল-ট্যাক্স আদায় এভাবেই বন্ধ করে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান। বাজার ফান্ডের ইজারার নামে মারমা বাজারে আর কাউকে টোল দিতে হবে না। এলাকাবাসীর দাবির মুখে বুধবার বাজার পরিদর্শনে এসে এ সিদ্ধান্ত দেন তিনি। #বান্দরবান #খোলাচোখ #মারমাবাজার

শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বান্দরবান সদরের বালাঘাটা পুলিশ লাইনে এ ঘটনা ঘটে। এ সময় তার দুই পা ভেঙে যায়। প্রথমে তাকে
06/09/2025

শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বান্দরবান সদরের বালাঘাটা পুলিশ লাইনে এ ঘটনা ঘটে। এ সময় তার দুই পা ভেঙে যায়। প্রথমে তাকে

বান্দরবানে পুলিশ লাইনের ব্যারাক ভবনের ছাদ থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা ....

“এই অর্থ কারও ব্যক্তিগত সম্পদ ছিল না, জনগণের টাকাই খরচ হয়েছে। কিন্তু মাত্র দুই বছরেই ভেতরে অন্ধকার, দেয়াল ফেটে পানি পড...
01/09/2025

“এই অর্থ কারও ব্যক্তিগত সম্পদ ছিল না, জনগণের টাকাই খরচ হয়েছে। কিন্তু মাত্র দুই বছরেই ভেতরে অন্ধকার, দেয়াল ফেটে পানি পড়ছে, মাটি খসে পড়ছে। এভাবে কী মানুষ চলাচল করতে পারে?”

বান্দরবানের কেন্দ্রীয় বাস টার্মিনালের সঙ্গে সংযোগ সড়ক হিসেবে নির্মিত প্রায় ১১ কোটি টাকার এ টানেল উদ্বোধনের .....

21/08/2025

২১ আগস্ট বৃহষ্পতিবার সকালে এ কর্মসূচির আয়োজন করা হয় #খোলাচোখ #বান্দরবান #রুমা

এ ঘটনায় আইনের আশ্রয় না নিয়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভুক্তভোগী কিশোরীর চিকিৎসা বাবদ আরো ১০ হাজার টাকা ধার্য করেন রুমা উ...
20/08/2025

এ ঘটনায় আইনের আশ্রয় না নিয়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভুক্তভোগী কিশোরীর চিকিৎসা বাবদ আরো ১০ হাজার টাকা ধার্য করেন রুমা উপজেলার...

20/08/2025

দেশ ও সমাজের প্রতি নাগরিকদের দায়িত্ব সম্পর্কে যা বললেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি #বান্দরবান #খোলাচোখ #মারুফাসুলতানাখানহীরামনি

20/08/2025

উদ্ভাবন, ক্ষমতায়ন ও জলবায়ু সহনশীলতার বিষয়ে জনসচেতনতা তৈরিতে, বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রদর্শণী ও প্রতিযোগিতা। আজ বুধবার ২০ আগস্ট, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই অভিযোজন এক্সপো।

উন্নয়ন সংস্থা গ্রাউস এর উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি। সভাপতিত্ব করেন গ্রাউস এর চেয়ারপারসন মংথুইচিং। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমা, মানবাধিকার ও উন্নয়নকর্মী লেলুং খুমী, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং, আশিকার উপ-নির্বাহী পরিচালক কক্সী তালুকদারসহ সংশ্লিষ্টরা।

এক্সপোতে পরিবেশ ও জলবায়ুসংশ্লিষ্ট বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রচেষ্টাগুলো তুলে ধরে। পরে জলবায়ু পরিবর্তন বিষয়ক কুইজ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। #বান্দরবান #খোলাচোখ #গ্রাউস

ভিকটিম (১২) পাইন্দু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীতে পড়ালেখা করে। স্কুলটি ভিকটিমের নিজ পাড়া হতে অনেক...
20/08/2025

ভিকটিম (১২) পাইন্দু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীতে পড়ালেখা করে। স্কুলটি ভিকটিমের নিজ পাড়া হতে অনেক দূরে হওয়ায়

17/08/2025

বান্দরবান শহরের উপজেলা পরিষদের সামনে থেকে ছিনতাই হওয়া টাকাসহ ছিনতাইকারীকে আটক করেছে জেলা পুলিশ। ছিনতাইয়ের ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান চালানো হয়। পরে বান্দরবান, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চকরিয়ার খুটাখালী নতুন পাড়া থেকে শাহাদাত হোসেন সাজু নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি জেলা পরিসংখ্যান অফিসে অস্থায়ী ভিত্তিতে গাড়ি চালক ছিলেন।

আজ ১৭ আগস্ট দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ছিনতাই করা দুই লাখ পনেরো হাজার টাকার মধ্যে ২ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এ সময় জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #খোলাচোখ #বান্দরবান

পাহাড় কাটার বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদগত ১৪ আগস্ট বান্দরবান সদরের বনরূপা পাড়ায় পাহাড় কাটার দায়ে মোঃ জহিরুল হক ভুট্ট...
16/08/2025

পাহাড় কাটার বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৪ আগস্ট বান্দরবান সদরের বনরূপা পাড়ায় পাহাড় কাটার দায়ে মোঃ জহিরুল হক ভুট্টু নামের এক ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক ৫০ হাজার টাকা জরিমানা করার সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন পরিবেশ আইনে শাস্তিপ্রাপ্ত ওই ব্যক্তি।

তিনি দাবি করেছেন, প্রতি বছর বর্ষা মৌসুমে ভারী বর্ষণের ফলে তার ঘরের উপর মাটি পড়ে দেওয়াল ভেঙ্গে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। এই বিষয়ে ২০২০ সালে, অর্থাৎ ৫ বছর আগে মাটি সরাতে প্রশাসনের অনুমতি লাগে কিনা স্থানীয় সাংবাদিকদের কাছে জানতে চেয়ে ফেইসবুকে একটি পোস্ট করেন। কিন্তু তিনি প্রশাসনের কাছ থেকে কোনো সাড়া পাননি। ফলে বসবাস করার অনুপযোগী হয়ে পড়া ঘর পূণঃনির্মাণের জন্য ধসে পড়া মাটি অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন। প্রকৃতপক্ষে পাহাড় কাটা, মাটির ব্যবসা তার পেশা নয়। জনস্বার্থবিরোধী এবং পরিবেশ বিপর্যয় সৃষ্টিকারী কোন কর্মকান্ডে তিনি জড়িত ছিলেন না এবং ভবিষ্যতেও জড়িত হবার সম্ভাবনা নেই।

Address

Editorial Office: Nuel Plaza, K. B. Road, Bandarban Sadar. Bandarban. Dhaka Office: 134, New Elephant Road
Bandarban
4600

Alerts

Be the first to know and let us send you an email when খোলা চোখ - Khola Chokh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খোলা চোখ - Khola Chokh:

Share