20/08/2025
উদ্ভাবন, ক্ষমতায়ন ও জলবায়ু সহনশীলতার বিষয়ে জনসচেতনতা তৈরিতে, বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রদর্শণী ও প্রতিযোগিতা। আজ বুধবার ২০ আগস্ট, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই অভিযোজন এক্সপো।
উন্নয়ন সংস্থা গ্রাউস এর উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি। সভাপতিত্ব করেন গ্রাউস এর চেয়ারপারসন মংথুইচিং। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমা, মানবাধিকার ও উন্নয়নকর্মী লেলুং খুমী, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং, আশিকার উপ-নির্বাহী পরিচালক কক্সী তালুকদারসহ সংশ্লিষ্টরা।
এক্সপোতে পরিবেশ ও জলবায়ুসংশ্লিষ্ট বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রচেষ্টাগুলো তুলে ধরে। পরে জলবায়ু পরিবর্তন বিষয়ক কুইজ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। #বান্দরবান #খোলাচোখ #গ্রাউস