খোলা চোখ - Khola Chokh

খোলা চোখ - Khola Chokh দেশ-বিদেশের সংবাদ, বিনোদন, ছবি ও ভিডিও
https://kholachokh.press সংবাদ, বিনোদন, শিক্ষা - এই তিন বিষয়ে আমরা লেখা, ছবি, ভিডিও এবং অডিও কনটেন্ট প্রকাশ করি।

১৭ জুলাই ২০২৫, বান্দরবানের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ’বান্দরবানবাসী’ ফেইসবুক গ্রুপের ১০ বছরে পদার্পণ উপলক্...
01/08/2025

১৭ জুলাই ২০২৫, বান্দরবানের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ’বান্দরবানবাসী’ ফেইসবুক গ্রুপের ১০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ কুইজে অংশ নেন ৩৫০ জন প্রতিযোগী। ২০টি বিষয়ে সচেতনতামূলক প্রশ্নের সবগুলো সঠিক উত্তর দিয়ে প্রাথমিকভাবে বিজয়ী হন ৪১ জন স্মার্ট নেটিজেন।

সাইবার নিরাপত্তা এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ বিষয়ে এওয়ার্ডপ্রাপ্তরা হলেন: মো. স্বাধীন আহমেদ, হ্লা মো সাং মারম...

তাঁরা বলেন, বাজার ফান্ডের জটিলতা পিছিয়ে পড়া বান্দরবানবাসীর অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করছে এবং এটি ...
31/07/2025

তাঁরা বলেন, বাজার ফান্ডের জটিলতা পিছিয়ে পড়া বান্দরবানবাসীর অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করছে এবং এটি ...

বান্দরবানের বাজার ফান্ডের তৌজিভুক্ত জমি নিয়ে ছয়দফা দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান ক...

24/07/2025

বৃক্ষরোপণকে উৎসাহিত করতে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। ২৪ জুলাই বৃহস্পতিবার বিকালে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক। এ সময় একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানেই এসে শেষ হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত বৃক্ষ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ফলদ ও বনজ গাছের চারা নিয়ে এসেছেন নার্সারি মালিকরা। এছাড়াও মেলায় অংশ নিচ্ছে বিভিন্ন স্থানীয় এনজিও এবং দেশীয় হস্ত ও কুটির শিল্পের উদ্যোক্তারা।

মেলার উদ্বোধনী পর্বে বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০টি স্টল অংশ নিচ্ছে।

21/07/2025

আলীকদমে ম্রো জুমঘরে পর্যটকের মর্মান্তিক মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মিয়ানমার সীমান্তঘেঁষা স্মরণী-মরণী এলাকায় ম্রো জাতিগোষ্ঠীর একটি জুমঘরে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক পর্যটক। নিহত পর্যটকের নাম মো. তোহা বিন আমিন (২২), পিতা আল-আমিন, স্থায়ী ঠিকানা শান্তিবাগ, ডেমরা থানা, ঢাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুমঘরে থাকা একটি গাদা বন্দুক খেলনা ভেবে খেলাচ্ছলে নাড়াচাড়া করার সময় হঠাৎ তা বিস্ফোরিত হয়ে তোহা গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। বন্দুকটি যার হাতে ছিল, তাঁর নাম মীর মাহাদ হাসান নাবিল, পিতা আল-আমিন, বাড়ি গেন্ডারিয়ার শ্যামপুর এলাকায়।

এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও তিনজনের নাম-পরিচয় জানতে জিজ্ঞাসাবাদ চলছে। স্মরণী-মরণী এলাকাটি আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।

তথ্যসূত্র: জেলা পুলিশ ও আলীকদম থানা।

20/07/2025

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর নামে এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারীর ‘অশালীন বক্তব্যের’ প্রতিবাদে বান্দরবান জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ। ২০ জুলাই ২০২৫

সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা!
20/07/2025

সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা!

বান্দরবানসহ সমগ্র পার্বত্য চট্টগ্রামকে "শাস্তির স্থান" হিসেবে উপস্থাপন করাকে গভীর অবমাননা ও অপমান হিসেবে দেখছে ....

বান্দরবান জেলা নিয়ে অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে আজ ২০ জুলাই সকালে বান্দরবান প্রেস ক্লাবে ‘বান্দরবান ছাত্র সমাজ’ ব্যান...
20/07/2025

বান্দরবান জেলা নিয়ে অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে আজ ২০ জুলাই সকালে বান্দরবান প্রেস ক্লাবে ‘বান্দরবান ছাত্র সমাজ’ ব্যানারে এক সংবাদ সম্মেলনে স্থানীয় কয়েকজন তরুণ এ ঘোষণা দেন।

20/07/2025

জুলাই পদযাত্রার অংশ হিসেবে বান্দরবানে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ১৯ জুলাই শনিবার বান্দরবান প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আর্ট শিখলে শিশুরা মেধাবী হয় — যে ১০ কারণে    🧠 মনোযোগ বাড়ে – ছবি আঁকার সময় শিশু মনোযোগী হয়, যা পড়ালেখাতেও কাজে লাগে।    ...
19/07/2025

আর্ট শিখলে শিশুরা মেধাবী হয় — যে ১০ কারণে

🧠 মনোযোগ বাড়ে – ছবি আঁকার সময় শিশু মনোযোগী হয়, যা পড়ালেখাতেও কাজে লাগে।

🖍️ সৃজনশীলতা বাড়ে – কল্পনা শক্তি বাড়ে, নতুন কিছু ভাবতে শেখে।

🧩 সমস্যা সমাধানে দক্ষ হয় – কীভাবে একটা ছবি সাজাবে, কোন রঙ ব্যবহার করবে—এসব ভাবতে ভাবতেই বুদ্ধি বাড়ে।

🎯 ধৈর্য বাড়ে – ধীরে ধীরে আঁকা শেখার মধ্য দিয়ে সহনশীলতা তৈরি হয়।

✍️ হাতের কাজ উন্নত হয় – হাতের লেখা, ছোট ছোট কাজের দক্ষতা বাড়ে।

🧘 মাথা ঠান্ডা থাকে – আর্ট মানে মন শান্ত রাখা, স্ট্রেস কমে যায়।

💬 নিজেকে প্রকাশ করতে শেখে – মুখে না বলতে পারলেও, ছবি দিয়ে অনুভূতি প্রকাশ করতে পারে।

👀 পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে – চারপাশের জিনিস খেয়াল করা শেখে।

🤝 দলগতভাবে কাজ শেখে – আর্ট ক্লাস বা প্রতিযোগিতায় দলগত অংশগ্রহণ শেখে।

🌟 আত্মবিশ্বাস বাড়ে – নিজের আঁকা দেখে গর্ব হয়, মন ভালো থাকে।

আর্ট শিশুর মন ও মস্তিষ্ক গড়ার এক শক্তিশালী মাধ্যম। তাই আপনার সন্তানকে মেধাবী করতে চাইলে আর্ট শেখান। পৃথিবীর সকল সন্তানের জন্য ভালোবাসা।

আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা
19/07/2025

আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা

বান্দরবানে বিএনপি সহযোগী সংগঠন জিয়াস্মৃতি সংসদ অফিস ভাঙচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ১৮ জনের বি.....

Sharing
19/07/2025

Sharing

17/07/2025

বান্দরবানে বিএনপি’র অঙ্গ সংগঠন যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। মিছিলটি বিকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ট্রাফিক মোড়ের মুক্তমঞ্চে সমাবেশ করে। সেখানে বক্তব্য রাখেন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Address

Editorial Office: Nuel Plaza, K. B. Road, Bandarban Sadar. Bandarban. Dhaka Office: 134, New Elephant Road
Bandarban
4600

Alerts

Be the first to know and let us send you an email when খোলা চোখ - Khola Chokh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খোলা চোখ - Khola Chokh:

Share