বানিয়াচং গ্রাম - Baniyachong village

বানিয়াচং গ্রাম - Baniyachong village গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য,মাটি ও মানুষের নান্দনিক দৃশ্যগুলো তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য 🙋‍♂️ #বানিয়াচংগ্রাম-Baniyachongvillage

আমরা নিয়মিত এশিয়ার সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং এই পেইজ থেকে আপনাদের চাহিদা অনুযায়ী পোষ্ট করার চেস্টা করবো।

নতুন বাজারে মাছ,বানিয়াচং
13/09/2025

নতুন বাজারে মাছ,
বানিয়াচং

ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-"বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন ন...
13/09/2025

ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-

"বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন নাম্বারে পাঠিয়েছি, আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন"।

(গোপনীয়তার স্বার্থে পিন নাম্বারটি দিলাম না)।

ছেলের কথা মতো বাবা আজ জনতা ব্যাংক

গৌরীপুর শাখায় এসেছেন টাকা তোলার জন্য। বেশ অসুস্থ শরীর তাঁর। কোনমতে লাঠিতে ভর করে চলাফেরা করেন। বললাম- এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার।

তিনি জানালেন- সাথে আসার মতো কাউকে পাননি বলে কষ্ট করে একাই এসেছেন। টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন।

মুরুব্বিকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকাটা পে-আউট করে দেয়ার জন্য। কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালো, এই টাকার বেনিফিসিয়ারী তিনি নন, অন্য আরেকজন। পরবর্তীতে গোপন পিন নাম্বারটি আমি নিজে কয়েক বার মিলিয়ে দেখলাম, সহকর্মীর কথাই সত্যি। পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব্যাক্তিকে আপনি চিনেন কিনা। নাম শোনতেই তাঁর দু'চোখে জলের তান্ডব দেখলাম!

অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন।

তখন নায়ক রাজ্জাকের "বাবা কেনো চাকর" সিনেমাটির কথা মনে পড়ে গেল। হৃদয়ে বাজতে লাগলো- আমার মতো এমন সুখী নেইতো কারো জীবন.....

বুঝতে পারলাম, ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। ঘন্টা দেড়েক পর একজন তড়তাজা ভদ্রলোক এসে সে টাকা উঠিয়ে নিয়ে গেলেন। তার সাথেও কথা হল। জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছেন।

মাঝ বয়োসী ভদ্রলোক জানালো- "আমার জামাই, নবীর দেশে থাকে। খুব ভালো ছেলে, কয়েক মাস পর পর শরীর চেকআপের জন্য টাকা পাঠায়। পাগল একটা জামাই!, দোয়া করবেন স্যার।

আমি কিছুক্ষণের জন্য স্তব্দ হয়ে গেলাম।

ভাবলাম বাবা ছেলেকে বড় করে নবীর দেশে পাঠিয়েছিলেন ঠিকই, এখন সে আবু জাহেলের দেশে বাস করে......

12/09/2025

শুভ সকাল বানিয়াচং ☕

মানুষ বড় হতে চায়—এটাই স্বাভাবিক। শিক্ষা, কর্ম, সাফল্য, অর্থ-সবকিছুই মানুষকে বড় করে তোলে। কিন্তু বড় হওয়ার মানে যদি হয় অ...
11/09/2025

মানুষ বড় হতে চায়—এটাই স্বাভাবিক। শিক্ষা, কর্ম, সাফল্য, অর্থ-সবকিছুই মানুষকে বড় করে তোলে। কিন্তু বড় হওয়ার মানে যদি হয় অহংকারে ভেসে যাওয়া, তবে সেই বড় হওয়া আসলে ছোট হয়ে যাওয়ার নামান্তর।

আমরা অনেক সময় ভুলে যাই, আমাদের আজকের অবস্থান কোনো একদিনে তৈরি হয়নি। আমাদের পাশে ছিল পরিবার, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী মানুষ। বিশেষ করে যারা আমাদের শৈশবে হাত ধরে পথ দেখিয়েছে, কষ্ট সহ্য করে সুযোগ তৈরি করেছে-তাদের প্রতি অকৃতজ্ঞতা দেখানো মানে নিজের শিকড়কে অস্বীকার করা।

সত্যিকারের বড় মানুষ সেই, যে নিজের সাফল্যের শিখরে দাঁড়িয়েও মাথা নত করে কৃতজ্ঞতা জানাতে পারে। যে বাবা-মা কিংবা গুরু তাকে বড় করেছে, তাদের সামনে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা না করে বরং বিনয় দেখায়। কারণ বড় হওয়ার সবচেয়ে সুন্দর দিক হলো-যারা আমাদের জীবন গড়তে সাহায্য করেছে, তাদের পাশে থেকে নিজের বড়ত্বকে অর্থবহ করে তোলা।

তুমি বড় হও-এটাই কামনা। কিন্তু কখনো তাদের সামনে বড় হয়ো না, যারা তোমাকে বড় করেছে। কারণ তাদের আশীর্বাদ আর দোয়া ছাড়া তোমার বড় হওয়া কখনোই পূর্ণতা পাবে না

আজমিরিগঞ্জ 🌿
11/09/2025

আজমিরিগঞ্জ 🌿

10/09/2025

বৃষ্টিময় সকালের শুভেচ্ছা
🙋‍♂️☕

★ এক ছেলে গ্রাজুয়েশন শেষ করার পর কথাপ্রসঙ্গে তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, সফল জীবন কাকে বলে?বাবা সরাসরি এই কথার জবাব ন...
09/09/2025

★ এক ছেলে গ্রাজুয়েশন শেষ করার পর কথাপ্রসঙ্গে তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, সফল জীবন কাকে বলে?

বাবা সরাসরি এই কথার জবাব না দিয়ে বললেন, আমার সাথে চলো, আজ আমরা ঘুড়ি ওড়াব। তখন তোমার প্রশ্নের উত্তর দেব।

ছেলে অবাক হয়ে বলল, কি বলছেন বাবা! এই বয়সে আপনি ঘুড়ি ওড়াবেন!

বাবা তখন ছেলেকে হাত ধরে টানতে টানতে বাড়ির পিছনের মাঠে নিয়ে গেলেন। সেখানে কয়েকটি বাচ্চা ছেলেমেয়ে ঘুড়ি ওড়াচ্ছিল। বাবা ওদের একজনের কাছ থেকে তার ঘুড়িটা চেয়ে নিয়ে ওড়াতে শুরু করলেন। তিনি নাটাই থেকে সুতা ছাড়ছেন আর ছেলে মনোযোগ দিয়ে দেখছে। আকাশে ঘুড়ি বেশ খানিকটা উপরে উঠে যাবার পর বাবা বললেন, ওই দেখো, ঘুড়িটা অতো উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয় না, এই সুতার টানের কারণে ঘুড়িটা আরো উপরে যেতে পারছে না?

ছেলে বলল, তা ঠিক, সুতো না থাকলে ওটা আরও উপরে যেতে পারত!

বাবা আলগোছে সুতা কেটে দিলেন। ঘুড়িটা সুতার টান মুক্ত হয়ে প্রথমে কিছুটা উপরে উঠে গেল, কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে দূরে অদৃশ্য হয়ে গেল।

এবার বাবা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, শোনো খোকা, জীবনে আমরা যে উচ্চতায় বা পর্যায়ে আছি বা থাকি, সেখান থেকে প্রায়ই মনে হয় ঘুড়ির সুতার মতো কিছু কিছু বন্ধন আমাদের আরও উপরে যেতে বাধা দেয়। যেমন ঘর, মা-বাবা, স্ত্রী, সন্তান, পরিবার, বন্ধুবান্ধব, অনুশাসন ইত্যাদি। আর আমরাও সেইসব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ঐ বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে; আমাদেরকে স্থিরতা দেয়, নিচে পড়তে বাধা দেয়। এই বন্ধন না থাকলে আমরা হয়ত ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্পসময়েই আমাদেরও পতন হবে ঐ বিনে সুতোর ঘুড়ির মতোই! জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও, তবে কখনোই ঐ বাঁধনগুলো ছিঁড়বে না। সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য; তেমনি সামাজিক ও পারিবারিক বন্ধনগুলো আমাদের সাফল্যের শিখরে টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন।

শুভ সকাল🌿
09/09/2025

শুভ সকাল🌿

জীবনসঙ্গী দেখতে যেমনই হোক, তার মন-মানসিকতা যদি খুব ভালো হয়, তবে আপনি সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। যার মন-মানসিকতা ভালো, সে স...
08/09/2025

জীবনসঙ্গী দেখতে যেমনই হোক, তার মন-মানসিকতা যদি খুব ভালো হয়, তবে আপনি সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। যার মন-মানসিকতা ভালো, সে সঙ্গীকে সম্মান করে, ভালোবাসে এবং যত্ন নেয়।

Cheap Mentality আছে, এমন মানুষ সঙ্গীর সাথে শুধুই দুর্ব্যবহার করে! তাদের সঙ্গীর প্রতি টান খুব কমই থাকে। অন্যের সামনে সঙ্গীকে ছোট করাটা তাদের কাছে আনন্দের ব্যাপার। তারা সঙ্গীকে অন্য কারো সাথে তুলনা করতেও কখনো ভাবে না।

জীবনসঙ্গী দেখতে সুন্দর, সুশ্রী হওয়ার চাইতে তার মন-মানসিকতা ভালো হওয়া গুরুত্বপূর্ণ বেশি। একটা মানুষের সাথে একদিন বা দু'দিন কিংবা কয়েকমাস বা কয়েক বছর নয়, আমৃত্যু একসাথে থাকার চুক্তির মাধ্যমই হচ্ছে বিবাহ।

আপনি যার সাথে এতকাল একসাথে থাকবেন, একবার ভাবুন, সে যদি আপনার সাথে দুর্ব্যবহার করে, আপনাকে অসম্মান করে, আপনার প্রতি যত্নশীল না হয়, তবে এতকাল একসাথে থাকবেন কীভাবে? দেখতে সুন্দর হলে আপনি তার চেহারা দেখে সব দুঃখ ভুলে যাবেন, সব অপমান, অসম্মান মেনে নিবেন?

পৃথিবীতে মানুষ মনের কদর খুব কমই করে! তবে যে একজন Cheap Mentally সম্পন্ন মানুষকে তার জীবনসঙ্গী হিসাবে পেয়েছে, তার কাছে সুন্দর চেহারার চাইতে সুন্দর মনের গুরুত্ব বেশি।

একজন ভালো মানুষের বৈশিষ্ট্য হলো, তার মন-মানসিকতা ভালো হওয়া। আর একজন আদর্শ সঙ্গীর বৈশিষ্ট্য হলো, সে তার সঙ্গীকে সম্মান করে এবং সঙ্গীর প্রতি সে যথেষ্ট যত্নবান হয়।

মনে রাখবেন,

নিকৃষ্ট মন-মানসিকতার মানুষের সাথে একদিনও একসাথে থাকা যায় না। তবে যারা বাধ্য হয়ে থাকে, তারা সন্তানের মুখের দিকে তাকিয়ে আর নয়তো কোনো বাধ্যবাধকতা, মায়ার কারণেই সবকিছু মেনে নেয়।

নাসিরনগর
07/09/2025

নাসিরনগর

একসাথে বড় হওয়া একই মায়ের গর্ভে জন্ম নেয়া ভাই বোনগুলো কেন বড় হয়ে পর হয়ে যায়? কেন তাদের মধ্যে এতো দুরত্ব তৈরি হয়? কেন ক...
05/09/2025

একসাথে বড় হওয়া একই মায়ের গর্ভে জন্ম নেয়া ভাই বোনগুলো কেন বড় হয়ে পর হয়ে যায়? কেন তাদের মধ্যে এতো দুরত্ব তৈরি হয়? কেন কারো স্বামী কারো স্ত্রী এসে ভাই-বোন এর মধুর সম্পর্কগুলো রক্তের বন্ধনগুলো ছিন্ন করে দেয়? এই কেনোর উত্তর নেই।

কারন এর জন্য প্রত্যেক ভাই বোনই দায়ী। তারা কেন অন্যের কথায় নিজের রক্তের সম্পর্ক নষ্ট করে? কেন সত্য মিথ্যা যাচাই করার মুরোদ নেই তাদের?

কাউকে ধনী কাউকে গরীব সেতো বিধাতাই বানান। টাকা আর আত্মগরিমায় অন্ধ হয়ে মানুষ একই বিছানায় ঘুমানো ভাইবোনের সাথে দুরত্ব তৈরি করে যোজন যোজন মাইল। ছোট বেলায় যে ভাইবোনের সাথে ঝগড়া হলে দুই মিনিট পরই আবার মিল হয়ে যেতে। বড় বেলায় ভাই বোনের সাথে ঝগড়া হলে দেখা হয় জানাযায়।

Address

Baniyachong

Alerts

Be the first to know and let us send you an email when বানিয়াচং গ্রাম - Baniyachong village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বানিয়াচং গ্রাম - Baniyachong village:

Share

Category