
11/09/2025
বেচারা কুফা মজুমদার
ব্যারিস্টারি পড়তে গেল; হইতে পারল না।
প্রেম করলো; প্রেমিকারে পাইল না।
দুঃখে হারপিক খাইলো; মরলো না।
ডেসটিনির পাশে দাঁড়াইলো; ডেসটিনি ডুইবা গেল।
বিদ্যানন্দের পাশে দাঁড়াইলো; বিদ্যানন্দ মিথ্যানন্দ হইয়া গেল।
আওয়ামিলীগের নৌকায় উঠল; নৌকা ডুইবা গেল।
শেষ পর্যন্ত বেচারা ডাকসুর ভিপি প্রার্থী আবিদের পাশেও দাঁড়াইছিলো; বাকিটা ইতিহাস।