Md Akash Ahmed Thirsty

Md Akash Ahmed Thirsty স্বপ্ন সে তো ছিলো আকাশ ছোঁয়া,,
কিন্তু
বাস্তবে সে তো জমিনেও স্থান পাই না।

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
26/12/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

04/12/2024

প্রত্যেকটা নারীর পাশে,আমি কি করলাম বলা,,
একজন পুরুষ থাকাটা ঐ নারীর জন্য সৌভাগ্যের।

With Smshojol Hassan – I just got recognised as one of their top fans! 🎉
01/12/2024

With Smshojol Hassan – I just got recognised as one of their top fans! 🎉

30/11/2024

পরিস্থিতি যেমনই হোক ভেঙ্গে পড়বেন না,,
জাস্ট ঘুমিয়ে পড়বেন।
শুভ সকাল।

28/11/2024

একটা সময় তুমিও আর আমায় খুঁজবে না,
আমিও হয়ত আর পা রাখব না তোমার গলিতে।
হয়ত এমন একটা সকাল আসবে,
যে সকালের প্রথম রিংটোনে
তুমি আর আমায় খুঁজবে না।

28/11/2024

একটা অসুখের মত করে কদিন আখড়ে ধরে ছিলে,,
তোমাকে নিয়ে এর চেয়ে বেশি এখন আর কিছু ভাবিনা।

27/11/2024

একটা ভুল করে দেখ,,
মানুষ ভুলে যাবে তুমি অতীতে তাদের জন্য কি করেছো।

27/11/2024

আত্মসম্মানে আঘাত লাগলে,,
একটা সহজ সরল মানুষও ঘুরে দাড়াতে শিখে যায়।

31/01/2024

শুরুটা দেখে আমি যতটা দিশেহারা হয়েছি,
মাঝ পথে এসে ততটাই হতাশ হয়ে যাচ্ছি আমি।

ব্যাপার না।

ধৈ'র্য মানুষকে ঠ'কায় না,
বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়।

24/01/2024

কে তোমার জীবনে কতদিন থাকবে সেটা সবসময় তোমার গুরুত্বের উপর নির্ভর করে না। দেখো কাউকে হয়ত তুমি অনেক বেশিই গুরুত্ব দিয়েছো। তারপরও তুমি তাকে ধরে রাখতে পারোনি। আসলে যারা ছেড়ে যাবার তারা ছেড়ে যাবেই। তাদেরকে তুমি কখনোই ধরে রাখতে পারবে না। আবার যারা থেকে যাবার তারা হাজারো ঝগড়া, রাগ, অভিমান শেষে কোন না কোন কারণ খুঁজে ঠিকই তোমার সাথে রয়ে যাবে। তাই কে পাশে থাকলো আর কে থাকলো না সেসব নিয়ে ভেবো না। নিজেকে গুরুত্ব দাও। কিছু মুখ ও মুখোশকে চিনতে শিখো। তোমার জীবন যে জিনিসগুলো তোমাকে মানসিকভাবে কষ্ট দেয় আস্তে আস্তে সেগুলোর গুরুত্ব কমিয়ে দাও। ব্যাস নিজের মতো শান্তিতে থাকো, আনন্দ নিয়ে বাঁচো।

Address

Bara Asulia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Akash Ahmed Thirsty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share