Rakibul Bhai 0.2

Rakibul Bhai 0.2 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rakibul Bhai 0.2, Digital creator, Barakhata.

✅ Data Entry, Copy Paste & Typing Services
📄 Expert in MS Excel & Word
🟢 Fiverr Freelancer | Inbox for Order
🌍 Online Service | বাংলা & English দুটোতেই কাজ করি

30/08/2025

📑 অফিসের কাজে এক্সপার্ট হতে চাইলে এই ১০০টি শর্টকাট কমান্ড আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ🔥
1️⃣ Alt + F4 → প্রোগ্রাম বন্ধ করা ❌🖱️
👉 বর্তমানে খোলা প্রোগ্রাম বা উইন্ডো বন্ধ হয়।

2️⃣Win + D → ডেস্কটপ দেখানো 🖥️🏠
👉 সব উইন্ডো মিনিমাইজ করে ডেস্কটপে চলে যায়।

3️⃣ Win + E → ফাইল এক্সপ্লোরার খোলা 📂
👉 দ্রুত ফাইল ম্যানেজার ওপেন করে।

4️⃣ Win + L → লক করা 🔒
👉 কম্পিউটারকে সাথে সাথে লক করে।

5️⃣ Alt + Tab → প্রোগ্রাম পরিবর্তন 🔄🖥️
👉 চালু থাকা প্রোগ্রামের মধ্যে দ্রুত সুইচ করা যায়।

6️⃣Win + R → রান কমান্ড খোলা ⌨️⚡
👉 Run উইন্ডো চালু হয়, যেখান থেকে cmd বা অন্য কমান্ড চালানো যায়।

7️⃣ Win + I → সেটিংস খোলা ⚙️
👉 Windows Settings ওপেন হয়।

8️⃣ Win + PrtSc → স্ক্রিনশট নেওয়া 📸
👉 পুরো স্ক্রিন ক্যাপচার করে Screenshots ফোল্ডারে সেভ হয়।

9️⃣ Alt + Enter → প্রোপার্টিজ দেখা 📝
👉 ফাইল বা ফোল্ডারের তথ্য (size, type ইত্যাদি) দেখা যায়।

🔟 F2 → নাম পরিবর্তন (Rename) ✏️
👉 নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম বদলাতে।

1️⃣1️⃣F2 → নাম পরিবর্তন (Rename) ✏️
👉 নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম বদলাতে।

1️⃣2️⃣ F5 → রিফ্রেশ করা 🔄
👉 ডেস্কটপ বা ফোল্ডার রিফ্রেশ হয়।

1️⃣3️⃣ Ctrl + Shift + Esc → টাস্ক ম্যানেজার খোলা 🖥️⚡
👉 দ্রুত টাস্ক ম্যানেজার ওপেন হয়।

1️⃣4️⃣ Ctrl + Alt + Del → সিকিউরিটি অপশন 🔐
👉 এখান থেকে Lock, Task Manager, Sign Out করা যায়।

1️⃣5️⃣ Win + Shift + S → আংশিক স্ক্রিনশট ✂️📸
👉 নির্দিষ্ট জায়গা কেটে Screenshot নেওয়া যায়।

📝 MS Word শর্টকাট (15–40)

2️⃣1️⃣ Ctrl + B → বোল্ড (Bold) 🅱️
👉 নির্বাচিত লেখা গাঢ় করতে।
📝 উদাহরণ: গুরুত্বপূর্ণ শব্দ হাইলাইট করতে।

2️⃣2️⃣ Ctrl + I → ইটালিক (Italic) ✨
👉 লেখা হেলানো (Italic) করতে।
📝 উদাহরণ: বইয়ের শিরোনাম হাইলাইট করতে।

2️⃣3️⃣ Ctrl + U → আন্ডারলাইন (Underline) ➖
👉 লেখার নিচে লাইন টানা।
📝 উদাহরণ: কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টের জন্য।

2️⃣4️⃣ Ctrl + L → বাম সারিবদ্ধ (Left Align) ⬅️
👉 লেখা বামে সাজানো।
📝 উদাহরণ: সাধারণ প্যারাগ্রাফের জন্য।

2️⃣5️⃣ Ctrl + E → কেন্দ্র সারিবদ্ধ (Center Align) ⬜
👉 লেখা মাঝখানে সাজানো।
📝 উদাহরণ: শিরোনাম বা হেডিং।

2️⃣6️⃣ Ctrl + R → ডান সারিবদ্ধ (Right Align) ➡️
👉 লেখা ডানে সাজানো।
📝 উদাহরণ: চিঠি বা রিপোর্টে ডান দিকে তারিখ বসানো।

2️⃣7️⃣ Ctrl + J → জাস্টিফাই (Justify) 🔲
👉 লেখা দুই পাশে সমানভাবে ছড়িয়ে দেওয়া।
📝 উদাহরণ: রিপোর্ট বা প্রবন্ধে整齐 করা।

2️⃣8️⃣ Ctrl + N → নতুন ডকুমেন্ট (New Document) 📄
👉 নতুন Word ফাইল তৈরি।
📝 উদাহরণ: নতুন রিপোর্ট লেখা শুরু করা।

2️⃣9️⃣ Ctrl + O → ফাইল খোলা (Open Document) 📂
👉 পূর্বে সংরক্ষিত Word ফাইল খুলতে।

3️⃣0️⃣ Ctrl + F → খুঁজে বের করা (Find) 🔍
👉 নির্দিষ্ট শব্দ বা বাক্য খুঁজতে।
📝 উদাহরণ: ডকুমেন্টে কোনো নাম খুঁজে বের করা।

3️⃣1️⃣ Ctrl + H → পরিবর্তন (Replace) 🔄
👉 খুঁজে শব্দ অন্য শব্দ দিয়ে বদলানো।
📝 উদাহরণ: “বছর” শব্দটি “সাল” দিয়ে পরিবর্তন করা।

3️⃣2️⃣ Ctrl + Shift + > → ফন্ট বড় করা (Font Size Increase) 🔠
👉 নির্বাচিত লেখা বড় করার জন্য।

3️⃣3️⃣ Ctrl + Shift + < → ফন্ট ছোট করা (Font Size Decrease) 🔡
👉 নির্বাচিত লেখা ছোট করার জন্য।

3️⃣4️⃣ Ctrl + K → হাইপারলিঙ্ক বসানো (Insert Hyperlink) 🔗
👉 ওয়েব লিঙ্ক বা অন্য ডকুমেন্টের লিঙ্ক যুক্ত করতে।

3️⃣5️⃣ Ctrl + Shift + L → বুলেট তালিকা (Bullet List) •
👉 দ্রুত বুলেট লিস্ট তৈরি।

3️⃣6️⃣ Ctrl + Enter → পেজ ব্রেক (Page Break) ⏩
👉 নতুন পেজ শুরু করতে।

3️⃣7️⃣ Ctrl + Shift + N → নরমাল স্টাইল (Normal Style) 📑
👉 লেখা সাধারণ স্টাইল বা ফন্টে ফেরানো।

3️⃣8️⃣ Alt + Ctrl + I → প্রিন্ট প্রিভিউ (Print Preview) 🖨️
👉 প্রিন্ট করার আগে কেমন হবে তা দেখায়।

3️⃣9️⃣ Ctrl + Shift + Spacebar → নন-ব্রেকিং স্পেস (Non-breaking Space) ⎵
👉 দুটি শব্দকে একই লাইনে রাখার জন্য।

4️⃣0️⃣ Shift + F3 → কেস পরিবর্তন (Change Case) 🔡🔠
👉 ছোট হাতের অক্ষরকে বড় এবং বড়কে ছোটে পরিবর্তন।

📊 MS Excel শর্টকাট (41–60)

4️⃣1️⃣ Ctrl + N → নতুন ওয়ার্কবুক (New Workbook) 📄
👉 নতুন Excel ফাইল তৈরি করতে।
📝 উদাহরণ: নতুন হিসাব বা রিপোর্ট শুরু করা।

4️⃣2️⃣ Ctrl + O → ওয়ার্কবুক খোলা (Open Workbook) 📂
👉 পূর্বে সংরক্ষিত Excel ফাইল খুলতে।

4️⃣3️⃣ Ctrl + S → সংরক্ষণ (Save Workbook) 💾
👉 কাজ সেভ করতে।
📝 উদাহরণ: হিসাব বা ডাটা সংরক্ষণ করা।

4️⃣4️⃣ Ctrl + P → প্রিন্ট (Print) 🖨️
👉 শিট প্রিন্ট করতে।

4️⃣5️⃣ Ctrl + C → কপি (Copy) 📋
👉 নির্বাচিত সেল বা ডাটা কপি করা।

4️⃣6️⃣ Ctrl + X → কাট (Cut) ✂️
👉 নির্বাচিত সেল বা ডাটা এক জায়গা থেকে অন্যত্র সরানো।

4️⃣7️⃣ Ctrl + V → পেস্ট (Paste) 📥
👉 কপি বা কাট করা ডাটা নির্দিষ্ট স্থানে বসানো।

4️⃣8️⃣ Ctrl + Z → আন্ডু (Undo) ↩️
👉 ভুলে করা কাজ পূর্বাবস্থায় ফিরিয়ে আনা।

4️⃣9️⃣ Ctrl + Y → রিডু (Redo) ↪️
👉 Undo করা কাজ পুনরায় ফিরিয়ে আনা।

5️⃣0️⃣ Ctrl + A → সব নির্বাচন (Select All) 🖱️
👉 পুরো শিট বা ডাটার সব সেল একসাথে সিলেক্ট করা।

5️⃣1️⃣ Ctrl + F → খুঁজে বের করা (Find) 🔍
👉 নির্দিষ্ট ডাটা খুঁজে বের করা।
📝 উদাহরণ: কোনো নাম বা সংখ্যা খুঁজে বের করা।

5️⃣2️⃣ Ctrl + H → পরিবর্তন (Replace) 🔄
👉 খুঁজে শব্দ/নাম/সংখ্যা অন্যটির সাথে পরিবর্তন করা।

5️⃣3️⃣ Ctrl + Shift + + → নতুন রো/কলাম যোগ (Insert Row/Column) ➕
📝 উদাহরণ: নতুন রো বা কলাম দ্রুত যুক্ত করা।

5️⃣4️⃣ Ctrl + - → রো/কলাম মুছে ফেলা (Delete Row/Column) ➖
📝 উদাহরণ: প্রয়োজনীয় নয় এমন রো বা কলাম মুছে ফেলা।

5️⃣5️⃣ Ctrl + T → টেবিল তৈরি (Create Table) 📊
📝 উদাহরণ: ডাটা দ্রুত টেবিলে সাজানো।

5️⃣6️⃣ Ctrl + ; → আজকের তারিখ বসানো (Insert Date) 📅
📝 উদাহরণ: রিপোর্টে বর্তমান তারিখ বসানো।

5️⃣7️⃣ Ctrl + Shift + : → বর্তমান সময় বসানো (Insert Time) ⏰
📝 উদাহরণ: লগ শিট বা টাইমশিটে ব্যবহার।

5️⃣8️⃣ F2 → সেল এডিট (Edit Cell) ✏️
📝 উদাহরণ: কোনো সেলের ভেতরে লিখা পরিবর্তন করা।

5️⃣9️⃣ Alt + = → অটোসাম (AutoSum) ➕
📝 উদাহরণ: নির্বাচিত কলামের যোগফল দ্রুত বের করা।

6️⃣0️⃣ Ctrl + Arrow Keys → লাফ দেওয়া (Jump to Edge) ↔️
📝 উদাহরণ: ডাটার শেষ সেল বা শূন্য সেল পর্যন্ত দ্রুত যাওয়া।

📽️ MS PowerPoint শর্টকাট (61–80)

6️⃣1️⃣ Ctrl + N → নতুন প্রেজেন্টেশন (New Presentation) 📄
👉 নতুন স্লাইড প্রেজেন্টেশন তৈরি।
📝 উদাহরণ: নতুন প্রজেক্ট বা ক্লাস প্রেজেন্টেশন শুরু করা।

6️⃣2️⃣ Ctrl + O → প্রেজেন্টেশন খোলা (Open Presentation) 📂
👉 পূর্বে সংরক্ষিত প্রেজেন্টেশন খুলতে।

6️⃣3️⃣ Ctrl + S → সংরক্ষণ (Save Presentation) 💾
👉 কাজ সংরক্ষণ করতে।
📝 উদাহরণ: প্রেজেন্টেশন বানানোর সময় ফাইল সেভ করা।

6️⃣4️⃣ Ctrl + P → প্রিন্ট (Print Presentation) 🖨️
👉 স্লাইড প্রিন্ট করতে।

6️⃣5️⃣ Ctrl + C → কপি (Copy) 📋
👉 নির্বাচিত অবজেক্ট বা লেখা কপি করা।

6️⃣6️⃣ Ctrl + X → কাট (Cut) ✂️
👉 নির্বাচিত অবজেক্ট বা লেখা এক জায়গা থেকে অন্যত্র নেওয়া।

6️⃣7️⃣ Ctrl + V → পেস্ট (Paste) 📥
👉 কপি বা কাট করা অবজেক্ট বা লেখা বসানো।

6️⃣8️⃣ Ctrl + Z → আন্ডু (Undo) ↩️
👉 ভুলে করা কাজ পূর্বাবস্থায় ফিরিয়ে আনা।

6️⃣9️⃣ Ctrl + Y → রিডু (Redo) ↪️
👉 Undo করা কাজ পুনরায় ফিরিয়ে আনা।

7️⃣0️⃣ Ctrl + A → সব নির্বাচন (Select All) 🖱️
👉 পুরো স্লাইড বা সমস্ত অবজেক্ট একসাথে সিলেক্ট করা।

7️⃣1️⃣ F5 → স্লাইড শো শুরু (Start Slide Show) ▶️
📝 উদাহরণ: প্রেজেন্টেশন প্রিভিউ বা ক্লাসে দেখানোর জন্য।

7️⃣2️⃣ Shift + F5 → কারেন্ট স্লাইড থেকে শো শুরু (Start from Current Slide) ▶️
📝 উদাহরণ: নির্দিষ্ট স্লাইড থেকে প্রেজেন্টেশন শুরু করা।

7️⃣3️⃣ Ctrl + M → নতুন স্লাইড (New Slide) ➕
📝 উদাহরণ: প্রেজেন্টেশনে নতুন স্লাইড যোগ করা।

7️⃣4️⃣ Ctrl + D → ডুপ্লিকেট স্লাইড (Duplicate Slide) 📑
📝 উদাহরণ: একই ধরনের স্লাইড দ্রুত তৈরি করা।

7️⃣5️⃣ Ctrl + Shift + C → ফরম্যাট কপি (Copy Formatting) 🎨
📝 উদাহরণ: একটি টেক্সটের স্টাইল অন্য টেক্সটে প্রয়োগ করা।

7️⃣6️⃣ Ctrl + Shift + V → ফরম্যাট পেস্ট (Paste Formatting) 🎨
📝 উদাহরণ: ফরম্যাট অন্য টেক্সটে বসানো।

7️⃣7️⃣ Ctrl + G → গ্রুপ করা (Group Objects) 🔗
📝 উদাহরণ: একাধিক অবজেক্ট একসাথে গ্রুপ করা।

7️⃣8️⃣ Ctrl + Shift + G → গ্রুপ আনগ্রুপ (Ungroup Objects) 🔓
📝 উদাহরণ: গ্রুপ করা অবজেক্ট আলাদা করা।

7️⃣9️⃣ Ctrl + K → হাইপারলিঙ্ক বসানো (Insert Hyperlink) 🔗
📝 উদাহরণ: স্লাইডে ওয়েবসাইট বা অন্য স্লাইডের লিঙ্ক দেওয়া।

8️⃣0️⃣ Alt + F10 → স্লাইড নির্বাচক (Selection Pane) 📋
📝 উদাহরণ: লেয়ার বা অবজেক্ট সহজে ম্যানেজ করা।

🌐 Browser + Others শর্টকাট (81–100)

8️⃣1️⃣ Ctrl + T → নতুন ট্যাব খোলা (New Tab) 🆕
👉 ব্রাউজারে নতুন ট্যাব খোলার জন্য।
📝 উদাহরণ: নতুন ওয়েবসাইট খোলার জন্য।

8️⃣2️⃣ Ctrl + W → ট্যাব বন্ধ করা (Close Tab) ❌
👉 বর্তমান ট্যাব বন্ধ করা।

8️⃣3️⃣ Ctrl + Shift + T → বন্ধ ট্যাব পুনরায় খোলা (Reopen Closed Tab) 🔄
📝 উদাহরণ: ভুলে কোনো ট্যাব বন্ধ করলে আবার খুলতে।

8️⃣4️⃣ Ctrl + Tab → পরের ট্যাবে যাওয়া (Next Tab) ▶️
👉 ওপেন থাকা ট্যাবগুলোর মধ্যে পরেরটিতে যাওয়া।

8️⃣5️⃣ Ctrl + Shift + Tab → পূর্বের ট্যাবে যাওয়া (Previous Tab) ◀️
👉 ওপেন থাকা ট্যাবগুলোর মধ্যে পূর্বেরটিতে যাওয়া।

8️⃣6️⃣ Ctrl + L → অ্যাড্রেসবারে কনসেন্টার করা (Focus Address Bar) 🔍
📝 উদাহরণ: URL দ্রুত লিখতে।

8️⃣7️⃣ Ctrl + D → বুকমার্ক করা (Bookmark Page) ⭐
📝 উদাহরণ: ওয়েবসাইট দ্রুত সেভ করা।

8️⃣8️⃣ Ctrl + J → ডাউনলোড ম্যানেজার খোলা (Open Downloads) ⬇️
📝 উদাহরণ: ব্রাউজারে ডাউনলোডকৃত ফাইল দেখা।

8️⃣9️⃣ Ctrl + H → হিস্ট্রি খোলা (Open History) 🕒
📝 উদাহরণ: ব্রাউজিং হিস্ট্রি দেখা।

9️⃣0️⃣ Ctrl + F → খুঁজে বের করা (Find in Page) 🔍
📝 উদাহরণ: ওয়েবপেজে নির্দিষ্ট শব্দ খুঁজে বের করা।

9️⃣1️⃣ F11 → ফুল স্ক্রিন মোড (Fullscreen Mode) 🖥️
📝 উদাহরণ: ওয়েবসাইট পূর্ণ স্ক্রিনে দেখতে।

9️⃣2️⃣ Ctrl + + → জুম ইন (Zoom In) 🔍
📝 উদাহরণ: ওয়েবপেজ বা ডকুমেন্ট বড় করে দেখা।

9️⃣3️⃣ Ctrl + - → জুম আউট (Zoom Out) 🔎
📝 উদাহরণ: ওয়েবপেজ ছোট করে দেখা।

9️⃣4️⃣ Ctrl + 0 → ডিফল্ট জুম (Reset Zoom) 🔄
📝 উদাহরণ: ওয়েবপেজকে মূল আকারে ফিরিয়ে আনা।

9️⃣5️⃣ Alt + Home → হোমপেজে যাওয়া (Go to Homepage) 🏠
📝 উদাহরণ: ব্রাউজার হোমপেজে দ্রুত ফিরে যাওয়া।

9️⃣6️⃣ Ctrl + Enter → .com যোগ করা (Add .com in URL) 🌐
📝 উদাহরণ: address bar-এ লেখা লিখে দ্রুত .com যুক্ত করা।

9️⃣7️⃣ Ctrl + Shift + N → নতুন প্রাইভেট/ইনকগনিটো উইন্ডো (New Incognito Window) 🕵️‍♂️
📝 উদাহরণ: গোপনভাবে ব্রাউজ করতে।

9️⃣8️⃣ Ctrl + F5 → রিফ্রেশ (Hard Refresh) 🔄
📝 উদাহরণ: ব্রাউজার ক্যাশ ফেলে ওয়েবপেজ নতুন করে লোড করা।

9️⃣9️⃣ Ctrl + Esc → Start Menu খোলা 🪟
📝 উদাহরণ: Windows Start Menu তে দ্রুত যাওয়া।

1️⃣0️⃣0️⃣ Win + Number (1-9) → টাস্কবার অ্যাপ ওপেন 🔢
📝 উদাহরণ: টাস্কবারের প্রথম অ্যাপ খুলতে Win + 1 প্রেস করা।

👉 এতগুলো শর্টকাট মুখস্থ না করলেও সমস্যা নেই!
যেগুলো বেশি কাজে লাগে আগে সেগুলো প্র্যাকটিস করুন 💻
ধীরে ধীরে বাকিগুলোও অভ্যাস হয়ে যাবে।
👉 এই পোস্টটি আপনার কাজে এসে থাকলে Share বা Save করে রাখুন না হয় হারিয়ে ফেলবেন।
👉 এখানে থাকা কোন শর্টকাট কমান্ডটি আপনার আগে থেকে জানা ছিলো Comment এ জানান।
👉বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, এতে তারাও শিখতে পারবে।

29/08/2025

আজকের ভিডিওতে আমি দেখিয়েছি Tecno Camon 40 Pro এবং Infinix 50 Pro এর Display ও Fingerprint Sensor টেস্ট।
দুইটি ফোনই ভালো, আপনারা নিজের পছন্দ অনুযায়ী নিতে পারেন।

👉 আরও টেক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল/পেজ।

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:১। তানজানিয়া www.tanzania.go.tz২। কাতার www.moi.gov.qa/site/english৩। কুয়েত www.m...
28/08/2025

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:
১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান www.moitt.gov.pk/
৫। সৌদি আরব www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর: www.mom.gov.sg/
সিঙ্গাপুরের ভিসা চেক করতে: http://singapore.embassyhomepage.com/
১৮। গ্রীস www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা: www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান: www.irimlsa.ir/en
২২। গানা www.ghana.gov.gh/
২৩। থাইল্যান্ড: www.mfa.go.th
২৪। বাহরাইন: www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা: www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া: www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC www.dol.gov/
৪২। স্পেন: www.mtin.es/en
৪৩। ইউক্রেইন www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই: www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন: www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড: english.szw.nl/
৪৯। জামবিয়া: www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া: www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে www.dol.gov/
৫২। ফিলিফাইন: www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া: www.mohr.gov.my
৫৪। রাশিয়া: www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন: www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।UAE ভিসা চেক: http://united-arab-emirates.visahq.com/
৫৭।কানাডা : www.cic.gc.ca/english/index.asp
৫৮।ওমান : www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৫৯। ওমানের ভিসা : www.rop.gov.om/
৬০। Entry Permit চেক করার জন্য www.moi.gov.ae/
৬১। বাহরাইন www.markosweb.com/www/mol.gov.sa/
৬২। সৌদি আরব: www.saudiembassy.net/
৬৩। হাঙ্গেরী: www.huembwas.org/
প্রয়োজনে ইনবক্স

কর্ম ফল কখনোই ছাড় দেয় না
13/07/2025

কর্ম ফল কখনোই ছাড় দেয় না

Big shout out to my newest top fans! 💎 Md Abir Ahammed, Gauri MalakarDrop a comment to welcome them to our community,  f...
05/07/2025

Big shout out to my newest top fans! 💎 Md Abir Ahammed, Gauri Malakar

Drop a comment to welcome them to our community, fans

১৯৪৫ সাল।যুদ্ধবিধ্বস্ত জাপান।এক কিশোর তার মৃত ভাইকে মাটি চাপা দিতে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে। একজন আর্মি অফিসার বিষয়টি ...
13/05/2025

১৯৪৫ সাল।
যুদ্ধবিধ্বস্ত জাপান।
এক কিশোর তার মৃত ভাইকে মাটি চাপা দিতে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে। একজন আর্মি অফিসার বিষয়টি লক্ষ্য করে কিশোরকে বললেন, "লাশটা পিঠ থেকে ফেলে দাও, ওটা অনেক ভারী।"

কিশোরটি সঙ্গে সঙ্গে দৃঢ় স্বরে জবাব দিল, "সে ভারী নয়, সে আমার ভাই!" আর্মি অফিসারের কিছুক্ষণ সময় লাগে ঘটনাটি বুঝতে। এরপর পুরো বিষয়টি অনুধাবন করতে পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এই ঘটনা নিমেষে ছড়িয়ে পড়ে সমগ্র জাপান জুড়ে। সেই থেকে ছবিটি হয়ে ওঠে দেশটির ঐক্যের প্রতীক। ভাইকে পিঠে তুলে নেওয়া কিশোরের ওই উক্তি হয়ে যায় তাদের জাতীয় স্লোগান: "সে বোঝা নয়, সে আমার ভাই/বোন।" (He’s not a burden, he’s my brother/sister.)

আপনার ভাই বা বোন যদি পড়ে যায়, তাকে উঠান। যদি তার সামর্থ্য না থাকে, যদি সে দুর্বল হয়, তার পাশে দাঁড়ান। আর যদি সে ভুল করে, তাকে ক্ষমা করে দিন। পৃথিবী যদি তাকে পরিত্যাগ করে, আপনি তাকে আপনার পিঠে তুলে নিন। কারণ সে বোঝা নয়, সে আপনার ভাই/বোন।

09/05/2025
Shout out to my newest followers! Excited to have you onboard! অসমাপ্ত ভালোবাসা, Nandita Sarkar
07/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! অসমাপ্ত ভালোবাসা, Nandita Sarkar

Address

Barakhata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakibul Bhai 0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share