Free Job Preparation

Free  Job Preparation All Govt Job Preparation ......

২০২৪ সালে অনুষ্ঠিত সকল চাকরির পরীক্ষার বাংলা প্রশ্ন.......
18/01/2025

২০২৪ সালে অনুষ্ঠিত সকল চাকরির পরীক্ষার বাংলা প্রশ্ন.......

প্রাইমারির বিগত সালের সকল গনিত প্রশ্ন। এমন আরো কালেকশন পেতে শেয়ার করে রাখুন।কার্টেসি: ম্যাথ ওয়ার্ল্ড।
18/01/2025

প্রাইমারির বিগত সালের সকল গনিত প্রশ্ন।

এমন আরো কালেকশন পেতে শেয়ার করে রাখুন।

কার্টেসি: ম্যাথ ওয়ার্ল্ড।

16/01/2025

প্রাইমারি প্রস্তুতি মডেল

দেখে নিতে পারেন.... #সাল সেইম থাকবে কিন্তু ঘটনা হবে ভিন্ন ভিন্ন।।১। বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়-১৯৬৪ সালে২। চা...
08/01/2025

দেখে নিতে পারেন....

#সাল সেইম থাকবে কিন্তু ঘটনা হবে ভিন্ন ভিন্ন।।
১। বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়-১৯৬৪ সালে
২। চায়না পারমাণবিক বি****স্ফোরণ ঘটায়-১৯৬৪ সালে
৩। পি এল ও গঠিত হয়-১৯৬৪ সালে
৪। আফ্রিকান উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়-১৯৬৪ সালে
৫। গ্রুপ 77 গঠিত হয়-১৯৬৪ সালে
৬। বাংলাদেশ টিভি চালু হয়-১৯৬৪ সালে
৭। মার্টিন লুথার কিং শান্তিতে নোবেল পান-১৯৬৪ সালে
৮। বাংলাদেশের রেলপথ স্থাপিত হয়-১৯৬৪ সালে
৯। আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় -১৯৬৪ সালে

💓

১। স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়-১৯৭৪ সালে
২। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে-১৯৭৪ সালে
৩। বাংলাদেশ ওআইসির সদস্য পদ লাভ করে-১৯৭৪ সালে
৪। আকু (ACU) প্রতিষ্ঠিত হয়-১৯৭৪ সালে
আবার শুরু করা যাক,
১। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সংঘটিত হয়-১৯৬২ সালে
২। ভারত চীন যুদ্ধ হয়-১৯৬২ সালে
#নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালে
#বেনেলাক্স প্রতিষ্ঠিত হয় 1958 সালে

💓

১। রুশ বিপ্লব হয় -1917 সালে
২। বেলফোর ঘোষণা হয়-1917 সালে
৩। লায়ন্স ক্লাব গঠিত হয়-1917 সালে
৪। অক্টোবর বিপ্লব হয়- 1917 সালে
৫। রেডক্রস প্রথম নোবেল -1917 সালে
৬। প্রথম পুলিৎজার পুরস্কার দেয়া হয় -1917 সালে
৭। শওকত ওসমানের জন্ম- 1917 সালে
৮। আহসান হাবীবের জন্ম -1917 সালে

💓

১। স্মাইল ট্রেন প্রতিষ্ঠিত হয় 1999 সালে
২। ইউরো মুদ্রা চালু হয় 1999 সালের 1 জানুয়ারি
৩।G-20 প্রতিষ্ঠিত হয় 1999 সালে

💓

১। গোয়েন্দা সংস্থা মোসাদ গঠিত হয়- 1949 সালে
২। ন্যাটো গঠিত হয়- 1949 সালে
৩। জেনেভা কনভেনশন স্বাক্ষর হয় -1949 সালে
৪। উইলিয়াম ফকনার নোবেল পুরস্কার লাভ করেন -1949 সালে
৫। চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়- 1949 সালে

💓

১। এমনেস্টি ইন্টারন্যাশনাল গঠিত হয়- 1961 সালে
২। বার্লিন দেয়ালের নির্মাণ করা হয়-1961 সালে
৩। জোট নিরপেক্ষ আন্দোলন NAM গঠিত হয়- 1961 সালে
৪। বিশ্ব খাদ্য কর্মসূচি wfp গঠিত হয় -1961 সালে
৫। বাংলাদেশ আনবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়- 1961 সালে
৫।wwf গঠিত হয় -1961 সালে
৬। ইউরি গ্যাগারিন মহাশূন্যে যায়- 1961 সালে
৭। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট প্রতিষ্ঠা লাভ করে -1961 সালে

08/01/2025

একক পণ্য আমদানি:
- একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় - তুলা।

শিল্পজাত পণ্য আমদানি:
- শিল্পজাত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় - পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী।
- শিল্পজাত পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়- সার।
- শিল্পজাত পণ্য হিসেবে তৃতীয় সর্বোচ্চ আমদানি করা হয় - সুতা।

প্রাথমিক পণ্য আমদানি:
- প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় - তুলা।
- প্রাথমিক পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়- গম।
- প্রাথমিক পণ্য হিসেবে তৃতীয় সর্বোচ্চ আমদানি করা হয় - তৈলবীজ।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

07/01/2025
07/01/2025

চাকরির পরীক্ষায় বার বার আসে এই সমাসগুলো।
®পুষ্পসৌরভ___তৎপুরুষ
®জলে-স্থলে__অলুক দ্বন্দ্ব
®বিস্ময়াপন্ন____২য়া তৎপুরুষ
®‘হাসাহাসি’____ব্যতিহার বহুব্রীহি
®লাঠালাঠি____ব্যতিহার বহুব্রীহি
®চাঁদমুখ___মুখ চাঁদের ন্যায়(উপমিত কর্ম.)
®জ্যোৎস্নারাত___মধ্যপদলোপী কর্মধারয়
®‘প্রগতি_______প্রাদি সমাস
®শ্রমলব্ধ ও ঋণমুক্ত___৫মী তৎপুরুষ
®কাজলকালো___কাজলের ন্যায় কালো
®"জীবনবীমা”___মধ্যপদলোপী কর্মধারয়
®জজ সাহেব___কর্মধারয়
®স্মৃতিসৌধ_____মধ্য.কর্মধারয়
®অনমনীয়_____নঞ বহুব্রীহি
®শিক্ষামন্ত্রী_____মধ্যপদলোপী কর্মধারয়
®অলুক কথাটি যুক্ত আছে___৩টি সমাসে
®জলচর’____৭মী তৎপুরুষ সমাস
®ভাই-বোন____দ্বন্দ্ব সমাস
®হাসিমুখ____হাসি মাখা মুখ(মধ্য. কর্মধা.)
®‘উপনদী ‘উপ'_____ ক্ষুদ্র অর্থে
®কানাকানি____ব্যতিহার বহুব্রীহি
®‘রূপক কর্মধারয়’______বিষাদসিন্ধু
®পঙ্কজ’_______ উপপদ তৎপুরুষ
®তেপান্তর______দ্বিগু সমাস
®দেশান্তর______নিত্য সমাস
®সমাস________৬ প্রকার
®সমাস বৈশিষ্ট্য বিচারে____৪ প্রকার
®বহুব্রীহি সমাস____৮ প্রকার
®উচ্ছৃঙ্খল___শৃঙ্খলাকে অতিক্রান্ত(অব্যয়ী)
®চিরসুখী____চিরকাল ব্যাপীয়া সুখী(২য়া তৎপুরুষ)
®কর্মধারয় সমাসে প্রধান পদ___পরপদ
®দিগু সমাসে প্রধান পদ___পরপদ
®অর্থ প্রাধান্যে কর্মধারয়ের বিপরীত সমাস___অব্যয়ীভাব
®অহি-নকুল___দ্বন্দ্ব সমাস
®হাট-বাজার___দ্বন্দ্ব সমাস
®শশব্যস্ত___শশের ন্যায় ব্যস্ত(উপমান কর্ম.)
®অনুচিত___নয় উচিত(নঞতৎপুরুষ)
®স্মৃতিসৌধ___মধ্যপদলোপী কর্মধারয়
®দম্পতি(জায়া ও পতি)____দ্বন্দ্ব সমাস
®ভোটাধিকার___তৎপুরুষ
®নিরামিষ_____অব্যয়ীভাব
®সহোদর_____বহুব্রীহি
®মধ্যাহ্ন_____তৎপুরুষ
®বিষবৃক্ষ____কর্মধারয়
®শতাব্দী____দ্বিগু/সংখ্যাবাচক কর্মধারয়
®উপকথা___অব্যয়ীভাব
®বইপড়া____২য়া তৎপুরুষ
®দম্পতি____দ্বন্দ্ব
®মনমাঝি___রূপক কর্মধারয়
®রাজর্ষি_____কর্মধারয়
®অনাদর___ন আদর(নঞতৎপুরুষ)
®কলুর বলদ____অলুক তৎপুরুষ
®ঘোড়ার ডিম____অলুক তৎপুরুষ
®গোঁফখেজুরে___বহুব্রীহি
®কাজলকালো_কাজলের ন্যায় কালো(মান)
®চৌচালা_______বহুব্রীহি
®হা-ভাতে______অব্যয়ীভাব
®উপজেলা_____অব্যয়ীভাব
®কালসাপ_____নিত্য সমাস
®উপকূল____অব্যয়ীভাব
®প্রবচন_______প্রাদি সমাস

পড়া শেষে ডান লিখুন।

Address

Durgapur
Barhatta
2446

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free Job Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share